WB News Live : বিজেপির কেন্দ্রীয় দলের সফরের মধ্যেই কোচবিহারে মুখ্যমন্ত্রী

জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে রাজ্যে বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় দল সফল অস্ত্রোপচার, বাড়ি ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ABP Ananda Last Updated: 17 Jun 2024 11:22 PM
West Bengal News Live: বিজেপির কেন্দ্রীয় দলের সফরের মধ্যেই কোচবিহারে মুখ্যমন্ত্রী

বিজেপির কেন্দ্রীয় দলের সফরের মধ্যেই কোচবিহারে মুখ্যমন্ত্রী। জয়ের জন্য কোচবিহারের মানুষকে অভিনন্দন জানাতে এসেছি, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল মদনমোহন মন্দিরে পুজোও দেবেন মুখ্যমন্ত্রী। 

WB News Live Updates: মাছের ভেড়ি দখল ঘিরে ২ পরিবারের বিবাদে খুনের অভিযোগ

মাছের ভেড়ি দখল ঘিরে ২ পরিবারের বিবাদে খুনের অভিযোগ
দক্ষিম ২৪ পরগনার জীবনতলায় পিটিয়ে খুনের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন
ঘটনাস্থলে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা

West Bengal News Live: কীভাবে এক লাইনে এল জোড়া ট্রেন? যাত্রী সুরক্ষা নিয়ে ফের প্রশ্নের মুখে রেল

কীভাবে এক লাইনে এল জোড়া ট্রেন? যাত্রী সুরক্ষা নিয়ে ফের প্রশ্নের মুখে রেল। দুর্ঘটনায় মালগাড়ির চালকের ঘাড়েই দায় চাপাল রেলবোর্ড। সুরক্ষা-কবচ নিয়ে নীরব।'চালকের ভুল', কোথায় কবচ?

Kanchanjungha Express Accident News Live: দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গিয়ে দেখা করলেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আহত যাত্রীদের সঙ্গেও।   

Kanchanjungha Express Accident News Live:সিগন্যাল মানেননি মৃত মালগাড়ির চালক, দাবি রেলবোর্ডের চেয়ারম্যানের

কীভাবে এক লাইনে জোড়া ট্রেন? ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা। সিগন্যাল মানেননি মৃত মালগাড়ির চালক, দাবি রেলবোর্ডের চেয়ারম্যানের। মৃত মালগাড়ির চালকের ঘাড়ে দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা রেলের। মালগাড়িতে ছিল না 'কবচ', স্বীকারোক্তি রেল বোর্ডের চেয়ারম্যানের। 

Mamata On Rail Accident: অ্যান্টি কলিশন ডিভাইস চালু করেছিলাম, কোথায় গেল? প্রশ্ন মমতার

রেল দুর্ঘটনার পর কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'অ্যান্টি কলিশন ডিভাইস চালু করেছিলাম, কোথায় গেল? রেলে এখন যাত্রী নিরাপত্তা বলে কিছু নেই । পরিষেবা অত্যন্ত নিম্নমানের হয়ে গেছে। এখন উদ্বোধন ছাড়া রেলে আর কিছু হয় না। রেল এখন কার্যত অনাথ, বাজেট পর্যন্ত হয় না। ভোটে জিততেই ব্যস্ত থাকে কেন্দ্রীয় সরকার'

Kanchanjungha Express Accident News Live: স্টেশন মাস্টারের ভুলেই কি রেল দুর্ঘটনা?

স্টেশন মাস্টারের ভুলেই কি রেল দুর্ঘটনা? একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়িকে লাল সিগন্যাল এড়ানোর ছাড়পত্র? সিগন্যালে ত্রুটি থাকলে ম্যানুয়াল মেমোতে ট্রেনের গতি ১০ কিমি/ঘণ্টা থাকার কথা। সিগন্যাল খারাপ থাকলে প্রতি সিগনালে এক মিনিট করে দাঁড়ানোর নিয়ম
কীভাবে এক লাইনে পরপর মালগাড়ি-কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ছাড়পত্র?

Rail Accident Live News Update :করমণ্ডল-দুর্ঘটনার দুঃস্বপ্ন ফিরিয়ে মালগাড়ির ইঞ্জিনের উপরে কাঞ্চনজঙ্ঘার বগি

করমণ্ডল-দুর্ঘটনার দুঃস্বপ্ন ফিরিয়ে মালগাড়ির ইঞ্জিনের উপরে কাঞ্চনজঙ্ঘার বগি। মালগাড়ির ধাক্কায় লাইন থেকে ছিটকে গেল কাঞ্চনজঙ্ঘার আরও একটি বগি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাড়া, কেন প্রাণ হাতে রেল যাত্রা? কোথায় দুর্ঘটনা এড়াতে রেলের রক্ষা 'কবচ'? কীভাবে এক লাইনে জোড়া ট্রেন? ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা। সিগন্যাল মানেননি মৃত মালগাড়ির চালক, দাবি রেলবোর্ডের চেয়ারম্যানের। 
 

Kanchanjungha Express Accident News Live:দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গিয়ে দেখা করলেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আহত যাত্রীদের সঙ্গেও।  যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও, সঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

Kanchanjungha Express Accident News Live:ফের বাড়ল মৃতের সংখ্যা, জানাল রেল

রেল সূত্রে খবর, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯।

Rail Accident Live News Update :ফাঁসিদেওয়ায় রেল দুর্ঘটনা, বিপর্যস্ত উত্তরবঙ্গের রেল যোগাযোগ

ফাঁসিদেওয়ায় রেল দুর্ঘটনা, বিপর্যস্ত উত্তরবঙ্গের রেল যোগাযোগ।  নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের রুট বদল। গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেসের রুট বদল। বানারহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেসের রুট বদল। ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেসের রুট বদল। কামাখ্যা-গয়া এক্সপ্রেস, গুয়াহাটি-ব্যাঙ্গালোর এক্সপ্রেসের রুট বদল। বাতিল আপ ও ডাউন নিউ জলপাইগুড়ি-মালদা টাউন প্যাসেঞ্জার। বাতিল নিউ জলপাইগুড়ি-মালদা টাউন এক্সপ্রেস। 

Kanchanjungha Express Accident News Live: 'রেল দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন ৪৫ জন, অস্ত্রোপচার ২ জনের'

রেল দুর্ঘটনার পর ৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে দুজনকে অস্ত্রোপচারও করা হচ্ছে। শীর্ষ চিকিৎসকেরাই তাঁদের দেখছেন। বলছেন, দার্জিলিংয়ের ডিএম ডক্টর প্রীতি গয়াল।






 

Kanjungha Express Accident Live :কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দায় প্রধানমন্ত্রীর, আক্রমণে রাহুল গাঁধীর

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দায় প্রধানমন্ত্রীর, আক্রমণে রাহুল গাঁধীর। 'গত ১০ বছরে বারবার রেল দুর্ঘটনা অব্যবস্থার কারণেই। মোদি সরকারের অবহেলার কারণেই বারবার দুর্ঘটনা', সোশাল মিডিয়ায় পোস্ট রাহুল গাঁধীর। 

Kanchanjungha Express Accident News Live: বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন রেলমন্ত্রী

বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন রেলমন্ত্রী।

Kanchanjungha Express Accident Live :একবছরের মাথায় করমণ্ডলের স্মৃতি ফিরল

একবছরের মাথায় করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায়। শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনের চারটি কামরা। ৩ রেলকর্মী ও ৫ যাত্রী-সহ ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক অনিল কুমার, এক্সপ্রেস ট্রেনের গার্ড আশিস দে ও রেলের পার্সেল ভ্যানের কর্মী শঙ্করমোহন দাস। ঘটনাস্থলে যান দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিল্লি থেকে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। 

Kanchanjungha Express Accident News Live :একই লাইনে কী করে এল দুটি ট্রেন ?

ফাঁসিদেওয়ার কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা।লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৩টি কামরা। মৃতের সংখ্যা বেড়ে চলেছে, খবর পিটিআই সূত্রে। ফিরল করমণ্ডলের স্মৃতি, মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গেল কাঞ্চনজঙ্ঘার বগি। লাইন থেকে ছিটকে গেল আরও একটি বগি। একই লাইনে কী করে এল দুটি ট্রেন, উঠছে প্রশ্ন। সিগন্যাল মানেননি মালগাড়ির চালক, প্রাথমিক অনুমান রেল বোর্ডের। 

Kanchanjungha Express Accident Live : ফাঁপা পরিকাঠামো, রেলমন্ত্রী রিল বানাতে ব্যস্ত, কটাক্ষ বিরোধীদের

মালগাড়ির চালকের ভুলেই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রাথমিক অনুমান রেলের। ফাঁপা পরিকাঠামো, রেলমন্ত্রী রিল বানাতে ব্যস্ত, কটাক্ষ বিরোধীদের। 

WB News Live : ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, অশ্বিনী বৈষ্ণবও

কবছরের মাথায় করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায়। শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কা। সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হন ৬০ জন। যদিও রেলের দাবি, ৩ রেলকর্মী ও ৫ যাত্রী-সহ ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির দুই চালক অনিল কুমার ও শঙ্করমোহন দাস এবং এক্সপ্রেস ট্রেনের গার্ড আশিস দে। ঘটনাস্থলে যান দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিল্লি থেকে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। 

Kanchanjungha Express Accident News Live : সিগন্যাল মানেননি মালগাড়ির চালক, প্রাথমিক অনুমান রেল বোর্ডের

ফাঁসিদেওয়ার কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা।
লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৩টি কামরা।
মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ৬০ জন, খবর পিটিআই সূত্রে।
ফিরল করমণ্ডলের স্মৃতি, মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গেল কাঞ্চনজঙ্ঘার বগি।
লাইন থেকে ছিটকে গেল আরও একটি বগি।
একই লাইনে কী করে এল দুটি ট্রেন, উঠছে প্রশ্ন।
সিগন্যাল মানেননি মালগাড়ির চালক, প্রাথমিক অনুমান রেল বোর্ডের। 

Kanchanjunga Express Accident News Live : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, মৃতের সংখ্যা বেড়ে ৮

ফাঁসিদেওয়ার কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। মৃতের সংখ্যা বেড়ে ৮। 

anchanjungha Express Accident : পৌঁছেছে চিকিৎসক, অ্যাম্বুল্যান্স, জানালেন মুখ্যমন্ত্রী

বৃষ্টির মধ্যেই দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চলছে উদ্ধার কাজ। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীরাও। পৌঁছেছে চিকিৎসক, অ্যাম্বুল্যান্স, জানালেন মুখ্যমন্ত্রী। ওয়াররুমে বৈঠকে রেলমন্ত্রী।

WB News Live : দার্জিলিং জেলায় এমন ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে স্তম্ভিত, সোশ্যাল মিডিয়ায় বার্তা মুখ্যমন্ত্রীর

'দার্জিলিং জেলায় এমন ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে স্তম্ভিত, শুনেছি একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মেরেছে। ডিএম, এসপি, চিকিৎসকদের দল, অ্যাম্বুল্যান্স দুর্ঘনাস্থলে পৌঁছেছে, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে', সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

West Bengal News Live : সিগন্যাল-বিভ্রাটে দুর্ঘটনা?

আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল পৌনে ৯টা নাগাদ দার্জিলিঙের রাঙাপানি স্টেশন পেরোতেই নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে ফাঁসিদেওয়ার নির্মলজোত এলাকায় ট্রেনের পিছনে মালগাড়ি ধাক্কা মারে। যাত্রী বোঝাই ট্রেনের দুটি কামরা পুরোপুরি উল্টে যায়। সিগন্যাল-বিভ্রাটে দুর্ঘটনা কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল-যোগাযোগ ব্যাহত। 

Kanchenjungha Express Accident : শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা

শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। একটি কামরা আরেকটি কামরার ওপর উঠে গিয়েছে।

WB News Live : সফল অস্ত্রোপচার, বাড়ি ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অ্যাপোলো হাসপাতালে সফল অস্ত্রোপচার, বাড়ি ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মাইক্রো সার্জারির পর মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মেডিক্যাল প্যারামিটার স্থিতিশীল। শীঘ্রই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তাঁর জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়। 

Belgharia Shootout News Live : বেলঘরিয়া গুলিকাণ্ডে এখনও অধরা হামলাকারীরা

বেলঘরিয়ায় ব্য়বসায়ীর গাড়ি লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় এখনও অধরা হামলাকারীরা। ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। টিটাগড়ে উদ্ধার দুষকৃতীদের ফেলে যাওয়া বাইক। বেলঘরিয়ায় শ্যুটআউটের পর টিটাগড়ের কাছে বাইক ফেলে চম্পট দুষকৃতীদের। ভিনরাজ্য থেকে এসেছিল দুষকৃতীরা, খবর পুলিশ সূত্রে।

West Bengal News Live : বেলঘরিয়া শ্যুটআউটকাণ্ডে নয়া মোড়

বেলঘরিয়া শ্যুটআউটকাণ্ডে নয়া মোড়। ব্যবসায়ীকে বিহার থেকে হুমকি ফোন করার অভিযোগ। বিহারের দুষ্কৃতী সুবোধ সিং পুলিশের সামনেই তাঁকে ফোন করে হুমকি দেয় বলে দাবি ব্যবসায়ী অজয় মণ্ডলের। 

WB News Live : বাগদায় বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে

বাগদায় বাইরের প্রার্থী চাই না, স্থানীয় প্রার্থী চাই। বাগদা উপনির্বাচনের জন্য বিজেপির প্রার্থী ঘোষণার আগে দাবি দলীয় কর্মীদের একাংশের। প্রার্থী হিসেবে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের নাম জল্পনায় উঠে আসতেই কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। এই নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ তৃণমূলের।

WB News Live Updates : কাঠিবাজি করে দলীয় প্রার্থীকে হারানোর চেষ্টা হলে, উল্টো কাঠি হবে: পার্থ

কাঠিবাজি করে দলীয় প্রার্থীকে হারানোর চেষ্টা হলে, উল্টো কাঠি হবে। বাগদা বিধানসভায় উপনির্বাচনের আগে দলে গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে কড়া বার্তা দিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। লোকসভা ভোটে বাগদা বিধানসভায় ২০ হাজার ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল। জমি পুনরুদ্ধারে তৃণমূল প্রার্থী করেছে ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরকে। 

WB News Live : লোকসভা ভোটে হারের পর, এবার দুর্গাপুরে গেলেন দিলীপ

লোকসভা ভোটে হারের পর, এবার দুর্গাপুরে গেলেন দিলীপ ঘোষ। 
দেখা করলেন স্থানীয়দের সঙ্গে। বর্ধমান-দুর্গাপুরের পরাজিত 
বিজেপি প্রার্থী বলেন, কয়েকবছর ধরেই বাংলায় ভোট-পরবর্তী হিংসার ঘটনা ঘটছে। তবে মানুষ এসব পছন্দ করছে না বলেই দাবি করেন দিলীপ। 

প্রেক্ষাপট

কলকাতা : দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চাইলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । কলকাতা হাইকোর্টের নির্দেশের পর রবিবার, ভোট-পরবর্তী ( Post Poll Violence ) সন্ত্রাসে ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে গিয়ে এমনই দাবি জানালেন বিরোধী দলনেতা। এদিন রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে রাজ্যপাল সিভি আনন্দ বোস ( C V Ananda Bose ) কড়া সুরে বলেন, বিনাশকালে বিপরীত বুদ্ধি। জেলায় জেলায় তৃণমূলের আক্রমণে তাদের কর্মী-সমর্থকরা আক্রান্ত বলে বারবার অভিযোগ তুলেছে বিজেপি। রবিবার দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় গিয়ে আক্রান্ত কর্মী সমর্থকদের সঙ্গে কথা বললেন সুকান্ত মজুমদার। অন্যদিকে, বর্ধমান ও দুর্গাপুরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করলেন দিলীপ ঘোষ।  নিউটাউনে বিজেপি নেতার বাড়িতে চড়াও হয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিসি ক্যামেরায় ধরা পড়ল ছবি। অন্যদিকে এন্টালিতে যুব তৃণমূল নেতার বাড়ি ও অফিসে হামলার অভিযোগ উঠল।
 অন্যদিকে অ্যাপোলো হাসপাতালে সফল অস্ত্রোপচার, বাড়ি ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত সমপূর্ণ সুস্থ হয়ে উঠবেন। মাইক্রো সার্জারির পর মেডিক্যাল বুলেটিন প্রকাশ করল হাসপাতাল কর্তৃপক্ষ।   


আরও খবর এই লিঙ্কে । 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.