West Bengal News LIVE Updates: নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নিয়ে অবস্থান স্পষ্ট করল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন

West Bengal News LIVE: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেটস...

ABP Ananda Last Updated: 07 Jul 2025 03:27 PM

প্রেক্ষাপট

নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নিয়ে অবস্থান স্পষ্ট করল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা নিয়ে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়াল রাজ্য, SSC। 'সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে...More

Shantanu Sen: 'মামলাকারীকে আবার শুনানির সুযোগ দিতে হবে, তাঁকে তাঁর বক্তব্য বলার জায়গা দিতে হবে', আদালতে স্বস্তি শান্তনু সেনের

আদালতে স্বস্তি শান্তনু সেনের, মেডিক্যাল কাউন্সিলের নির্দেশ খারিজ। 'লেটার হেডে ডিপ্লোমা ফেলোশিপ হিসেবে পরিচয় দিতে হবে', কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়েই বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ ছিল শান্তনু সেনের বিরুদ্ধে। অভিযোগের শুনানি শেষ হওয়ার পরে তাঁর রেজিস্ট্রেশন দু’বছরের জন্য সাসপেন্ডের সিদ্ধান্ত নেয় কাউন্সিল। 'মামলাকারীকে আবার শুনানির সুযোগ দিতে হবে, তাঁকে তাঁর বক্তব্য বলার জায়গা দিতে হবে। কী কারণে সাসপেন্ড সেটাও উল্লেখ নেই, নন স্পিকিং নির্দেশ। কী অভিযোগ সেটাও জানানো হয়নি মামলাকারীকে, জানাল হাইকোর্ট। 'কী কারণে কাউন্সিল স্বত:প্রণোদিত পদক্ষেপ নিল সেটাও জানাতে হবে মামলাকারীকে'।