West Bengal News LIVE: পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রীর

West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 29 Apr 2025 11:42 PM

প্রেক্ষাপট

কলকাতা: জঙ্গিদের সেফ প্যাসেজ দেওয়ার নির্দিষ্ট পরিকল্পনা? বারামুলা, অখনুর সেক্টরে টানা পাঁচদিন ধরে গুলি চালাচ্ছে পাকিস্তান। জবাব দিচ্ছে ভারতও।ভারতীয় প্রত্যাঘাতের আশঙ্কায় পাকিস্তান। এয়ার স্ট্রাইকের ভয়ে ইসলামাবাদ-লাহৌর আকাশসীমায় বিমান চলাচল কাল...More

Pahalgam Attack: পহেলগাঁওতে বেছে বেছে হিন্দু হত্য়ার ঘটনায় আরও স্পষ্ট হল পাক-যোগ

পহেলগাঁওতে বেছে বেছে হিন্দু হত্য়ার ঘটনায় আরও স্পষ্ট হল পাক-যোগ। সূত্রের খবর, হামলাকারীদের অন্য়তম হাশিম মুসা ছিল পাক সেনার সদস্য। পাক সেনাবাহিনীতে হাশিম মুসা পরিচিত ছিল আসিফ 'ফৌজি' নামেও। সূত্রের খবর, পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ বাহিনী SSG (স্পেশাল সিকিউরিটি গ্রুপ)-এর কমান্ডো ছিল হাশিম মুসা। তদন্তকারীদের সন্দেহ, ২০২৩ সালের ডিসেম্বরে পুঞ্চে সেনা কনভয়ে আক্রমণের ঘটনায় হাশিম বা তার দল জড়িত থাকতে পারে। পাশাপাশি রাজৌরিতে যে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুকেছিল, তাদের মধ্য়ে হাশিম ছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে।