WB News Live Update: বঙ্গ সফরে অমিত শাহ-জে পি নাড্ডা! মঙ্গলবার দিনভর কর্মসূচি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
বছর শেষের আগেই ফের বঙ্গ সফরে অমিত শাহ-জে পি নাড্ডা! মঙ্গলবার দিনভর তাঁদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্য়াটেজি কী হবে? তা নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির। সফর ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বাঘের আতঙ্কে কাঁটা পাথরপ্রতিমার উপেন্দ্রনগর গ্রামের বাসিন্দারা।গতকাল সকাল থেকেই এলাকায় শোনা যাচ্ছে বাঘের গর্জন, ঠাকুরাইন নদী ও নদীর ধারে চাষের জমিতে মিলেছে টাটকা পায়ের ছাপ। ঘুম উড়েছে গ্রামবাসীদের। টায়ার ও মশাল জ্বালিয়ে শুরু হয়েছে রাত-পাহারা। জাল নিয়ে ধনচির জঙ্গল ঘিরে ফেলেছেন বন দফতরের কর্মীরা। গোবর্ধনপুর কোস্টাল থানার তরফে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাঘ ধরতে আজই গ্রামে খাঁচা পাতবে বন দফতর।
রহড়ার কল্য়াণ নগরে তোলা না পেয়ে ব্যবসায়ীকে দোকানে ঢুকে মার, গুলি করে খুনের হুমকি! অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক নেতার অনুগামীদের বিরুদ্ধে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে মারধরের ছবি। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত তৃণমূলের নাম করে এলাকায় তোলাবাজি করছে, দল সব জেনেও চুপ, বিস্ফোরক খড়দা পুরসভার ভাইস চেয়ারম্যান।
বড়দিনের সন্ধেয় মালদার চাঁচলে ভয়াবহ ডাকাতি। ডাকাতির পরে গুলি গুলি ছুড়তে ছুড়তে চম্পট। অস্ত্র দেখিয়ে ৫ ডাকাতের তাণ্ডব, ৫ মিনিটের অপারেশন। হেলমেট, মাস্কে মুখ ঢেকে মারধর করে অবাধে লুঠপাট। ভিড়ে ঠাসা বাজারে চাঁচলের ঢাকা জুয়েলার্সে ডাকাতি। সন্ধে ৬.৪৮: চাঁচলে ৫ ডাকাতের ৫ মিনিটের অপারেশন। থানার নাকের ডগায় গান পয়েন্টে সোনার দোকানে ডাকাতি। চাঁচলের একদিকে ইটাহার, একদিকে রায়গঞ্জ। চাঁচলের অন্যদিকে বিহারের কাটিহার, ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ।
রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই আইনে পরিণত হল ৩ সংহিতা বিল। ৩ সংহিতা বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশে প্রণয়ন হল ন্যায় সংহিতা, নাগরিক সুরক্ষা সংহিতা ও সাক্ষ্য আইন। প্রায় বিরোধী শূন্য সংসদে পাশ করা হয় ৩ সংহিতা বিল।
বড়দিনের সন্ধ্যায় মালদার চাঁচলে ভয়াবহ ডাকাতি। গয়নার দোকানে সশস্ত্র ডাকাত দলের হামলা। কয়েক লক্ষ টাকার গয়না লুঠ। ডাকাতি করে পালানোর সময় ছোড়া হল গুলি। ব্যারাকপুর, রানাঘাট, পুরুলিয়া, সোনারপুর, বর্ধমান, চাঁচল। রাজ্যজুড়ে একের পর এক ডাকাতি, পুলিশের ভূমিকায় প্রশ্ন।
বড়দিনেই পিকনিকের আমেজ। আসানসোল থেকে মুর্শিদাবাদ, পিকনিক করতে আসা মানুষের ভিড়ে জমজমাট মাইথন । সবুজ পাহাড়ে ঘেরা নীল জলের ড্যাম দেখতে উপচে পড়ছে ভীড় । সঙ্গে উপরি পাওনা হিসাবে রয়েছে নৌকাবিহার । জলাধারের মাঝে সবুজ দ্বীপ আর তার মাঝে সুন্দর একটা পার্ক । কিন্তু এরপরেও পর্যটকদের ভীড় বাড়ছে না , আক্ষেপ নৌকাচালকদের ।
হাওড়ায় পাণ্ডে ব্রাদার্সের বিরুদ্ধে বেআইনি লেনদেন মামলায় গ্রেফতার আরও ১। দুবাই থেকে মুম্বই ফিরতেই বিরাজ প্যাটেল নামে আরও এক ব্যক্তি গ্রেফতার। বিরাজের বিরুদ্ধে ১০৮ কোটি টাকা বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ। গত বছর অক্টোবরে হাওড়ায় হানা দিয়ে পাণ্ডেদের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি।
শৈলেশ পাণ্ডেদের ১১৮ কোটির স্থাবর, অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। পাণ্ডেদের সঙ্গে যোগ সন্দেহেই গ্রেফতার বিরাজ প্যাটেল। মুম্বই থেকে রিমান্ডে এনে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় বিরাজকে। ২ জানুয়ারি পর্যন্ত বিরাজ প্যাটেলের ইডি হেফাজত। প্রায় ২ হাজার কোটি টাকার কেলেঙ্কারির হদিশ, দাবি ইডির।
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ, গ্রেফতার টেট পরীক্ষার্থী। উত্তর দিনাজপুরের করণদিঘিতে গ্রেফতার টেট পরীক্ষার্থী, বাজেয়াপ্ত মোবাইল ফোন।
কেন মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে? তদন্তে করণদিঘি থানার পুলিশ। খারিজ জামিনের আর্জি, ধৃতকে জেল হেফাজতের নির্দেশ ইসলামপুর আদালতের।
বড়দিনের উৎসবে মাতোয়ারা কলকাতা। বো ব্যারাকস থেকে পার্ক স্ট্রিট, উপচে পড়েছে ভিড়। নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। সপ্তাহভর চলবে আগামী বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি। বড়দিন এবং বছর শেষের উত্সব উপলক্ষ্যে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে।
তোলা না দেওয়ায় রহড়ায় ব্যবসায়ীকে মার! তৃণমূলকর্মী গ্রেফতার। রহড়ায় ব্যবসায়ীকে মার, গুলি করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। দোকানে ঢুকে তাণ্ডব, ব্যবসায়ীকে মার, তৃণমূল নেতার অনুগামী গ্রেফতার। অভিযুক্ত তৃণমূলের টোটো ইউনিয়নের নেতা গোপাল সাহা-ঘনিষ্ঠ। গোপালের নেতৃত্বেই চলে তোলাবাজি, দাবি খড়দা পুরসভার উপপ্রধানের। তৃণমূলের নেতার বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতার।
'অমিত শাহ বাংলায় ৩৫ আসনের টার্গেট দিয়েছেন, অন্তত ৩০টি জিতবে বিজেপি', দাবি দিলীপ ঘোষের। 'বাংলায় সংগঠন ফের চাঙ্গা হচ্ছে। তৃণমূলের সভায় ভাষণ দেওয়ার মতো নেতা থাকবেন না', হুঁশিয়ারি দিলীপ ঘোষের।
সোমবার বড় দিন। সেই উপলক্ষে তারাপীঠে সকাল থেকে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। বড় দিনের ছুটি কাটতে হাজার হাজার পুণ্যার্থী তারাপীঠে এসেছেন মা তারাকে পুজো দিতে। সকাল থেকেই পুজো দিতে লম্বা লাইন দেখা গিয়েছে।
হাতিয়ার স্বামীজিকে নিয়ে সুকান্তর মন্তব্য, আন্দোলনে নামছে যুব তৃণমূল। রাতেই কলকাতায় অমিত শাহ, সুকান্ত-বিতর্কে কাল আন্দোলনে যুব তৃণমূল। অমিত শাহ-সুকান্ত মজুমদারের ক্ষমা চাওয়ার দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন। ফুটবল খেলে কাল রাজ্য জুড়ে প্রতিবাদের কর্মসূচি যুব তৃণমূল কংগ্রেসের। 'সুকান্ত-বিতর্ক ঢাকতে রাজ্যে অমিত শাহ, চাইতে হবে ক্ষমা', স্বামী বিবেকানন্দ নিয়ে অমিত শাহকে অবস্থান স্পষ্ট করার দাবি তৃণমূলের।
আজ বড়দিন। কলকাতা থেকে জেলা, উৎসবের মুডে রাজ্যবাসী৷ জমিয়ে শীত নেই তো কী হয়েছে! বড়দিনে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, কেক, এসব তো আছে। আর তাই নিয়ে আজ থেকেই উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে গোটা রাজ্য। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। সপ্তাহভর চলবে আগামী বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি। বড়দিন এবং বছর শেষের উত্সব উপলক্ষ্যে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে।
চাকরি পাওয়ার পর, মাত্র ৬ বছরে কামারহাটি পুরসভার অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন। গত ৫ অক্টোবর, বাগুইআটির অর্জুনপুরে তাঁর বাড়িতে তল্লাশিতে সাড়ে ১৪ লক্ষ টাকা নগদ ছাড়াও মিলেছে। প্রায় ১ কোটি ৬২ লক্ষ টাকা মূল্যের আড়াই কেজি সোনা ও হিরের গয়না। এ ছাড়া, কামারহাটি পুরসভার ওই অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রায় তেরোশো পাতার সম্পত্তি-নথিও মিলেছে। নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর দাবি করল ED। কেন্দ্রীয় এজেন্সির রিপোর্টে দাবি, ২০১৬ সালে কামারহাটি পুরসভায় অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দেন তমাল দত্ত। তারপর থেকে পুর-নিয়োগ প্রক্রিয়ায় তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। পুরসভার একজন অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এই বিপুল সম্পত্তি, বৈভব কীভাবে হল, তাঁর আয়ের উৎস কী, জানতে চায় ED।
মালদায় টেট-এ ভুয়ো পরীক্ষার্থী সহ ৩ জন গ্রেফতার। অন্যের অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকেও হল না শেষরক্ষা। পরিদর্শকের সন্দেহ হওয়ায় হাতেনাতে পাকড়াও।
ধৃত ভুয়ো পরীক্ষার্থী পুষ্পাঞ্জলি কুমারী বিহারের পূর্ণিয়ার বাসিন্দা। পুষ্পাঞ্জলিকে জেরা করে গ্রেফতার করা হয়েছে আরও ২ জনকে। ধৃতদের নাম বিশ্বজিৎ মণ্ডল ও বিজয় কুমার। 'স্ত্রীর হয়ে পরীক্ষা দেওয়ার জন্য বিহারের পুষ্পাঞ্জলির সঙ্গে যোগাযোগ করে বিশ্বজিৎ', মিডলম্যান হিসেবে কাজ করে বিজয় কুমার, দাবি পুলিশ সূত্রের। বায়োমেট্রিক সত্ত্বেও কীভাবে পরীক্ষা কেন্দ্রে ঢুকল ভুয়ো পরীক্ষার্থী, উঠছে প্রশ্ন।
বড়দিনের উৎসবে মেতেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরাও। ক্যারোলে গলা মেলালেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
ফের রাজ্যের আবেদন উড়িয়ে চাকরিপ্রার্থীদের জামিন মঞ্জুর। ধৃত ৪ চাকরিপ্রার্থীর জামিন মঞ্জুর করল আলিপুর আদালত। এর আগে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে বন্দি চাকরিপ্রার্থীদের ফের হেফাজতে চেয়েছিল পুলিশ। ধৃত ৪ চাকরিপ্রার্থীকে ১৪ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করা হয় আদালতে। গত শুক্রবার বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন ৫৯ জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থী। ধৃতদের পুলিশ হেফাজতে নিতে চেয়ে আবেদন করা হয় রাজ্য সরকারের তরফে। গত শনিবার ৫৫ জন চাকরিপ্রার্থীর জামিন মঞ্জুর করে আদালত।
প্রেক্ষাপট
৪ দিনেও হয়নি, চাকরি প্রার্থীদের আরও ১৪ দিনের হেফজতে চেয়ে মুখ পুড়ল পুলিশের। ৪ আন্দোলনকারীকেই জামিন দিল আদালত।
চাকরি পাওয়ার পর মাত্র ৬ বছরে কোটি কোটি টাকার সম্পত্তি! কামারহাটি পুরসভার অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তর কাছে আড়াই কেজি সোনা-হিরে, দাবি ইডি-র।
২০১৬-তে যোগ দিয়েই পুর নিয়োগে (Municipality Scam) সক্রিয় ভূমিকা নেন অভিযুক্ত তমাল। পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে তেরশো পাতার সম্পত্তি নথি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দাবি ইডি-র।
তোলা না পেয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, গুলি করে খুনের হুমকি। অভিযুক্ত স্থানীয় আইএনটিটিইউসি (INTTUC) নেতার অনুগামী। রহড়ায় চাঞ্চল্য। গ্রেফতার ২।
দুদিনের সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। আসছেন নাড্ডাও (JP Nadda)। কাল বিজেপি বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক শাহের। মণীষীদের মূর্তি যেন না ভাঙা হয়, কটাক্ষ তৃণমূলের (TMC)।
ফের উপ রাষ্ট্রপতিকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। তৃণমূল সাংসদের সৌজন্য-শিষ্টাচার নিয়ে প্রশ্ন বিজেপির।
শ্রী সারদা মঠের (Sarada Math) সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজির জীবনাবসান। শেষশ্রদ্ধা জানাতে সকাল থেকে ভিড়। কাশীপুর মহাশ্মশানে হল শেষকৃত্য।
দুর্গাপুরে ফের রসনার স্বাদসন্ধান। হরেক খাবারের হদিশ নিয়ে দুর্গাপুর সিটি সেন্টারে দক্ষিণের খাইবার পাস। আজ শেষ দিন।
সকালের গুরুত্বপূর্ণ খবর কী কী ছিল, এক নজরে এখানে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -