(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal News Live Updates: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে ধৃত ৪ চাকরিপ্রার্থী, ফের পুলিশ হেফাজতের আর্জি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: বড়দিনের (Christmas) আগে ঘূর্ণাবর্তে ঘায়েল শীত (Winter)। এক ধাক্কায় ঊর্ধ্বমুখী হল তাপমাত্রার (Temperature) পারদ, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কুয়াশার (Fog) দাপটে ব্যাহত হল বিমান চলাচল থেকে ফেরি পরিষেবা।
রাজ্যের অন্যান্য খবর-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের ঠিক আগের রাতে নিজেরই নিয়োগ করা অন্তর্বর্তী উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল। আর রাজ্য সরকারের দেওয়া দায়িত্ব পালন করতে, সমাবর্তনের দিন সশরীরে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকলেন সদ্য অপসারিত অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। সমাবর্তন ঘিরে দিনভর চূড়ান্ত নাটকীয়তা যাদবপুরে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
আশা-আশঙ্কার দোলাচলের মধ্যেই আজ হল প্রাথমিক টেট। রাজ্যের ৭৭৩টি কেন্দ্রে নেওয়া হল পরীক্ষা। পরীক্ষায় বসলেন তিন লক্ষের বেশি পরীক্ষার্থী। টেটের জন্য রাস্তায় নামানো হয় অতিরিক্ত বাস, চালানো হয় বাড়তি মেট্রো।
অনুপম-অস্বস্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিজেপির! বঙ্গের পদ্ম শিবিরের শীর্ষ নেতারা যেদিন ব্রিগেডে গীতাপাঠে অংশ নিলেন, সেদিনও দুর্নীতি ইস্যুতে দলেরই একাংশকে নিশানা করলেন অনুপম হাজরা। গীতাপাঠ অনুষ্ঠানে টাকার বিনিময়ে ভিআইপি কার্ড বিলির অভিযোগ উঠে এল তাঁর পোস্টে। পাল্টা জবাব দিয়েছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি।
ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আবহেই বাধল রাজনৈতিক তরজা। গীতা পাঠ নিয়ে স্বামী বিবেকানন্দর একটি উক্তিকে কেন্দ্র করে তরজায় জড়াল বিজেপি ও তৃণমূল। বাংলার মনীষীদের অপমান করা করা হয়েছে। এই অভিযোগে বিজেপির রাজ্য় সভাপতির ক্ষমা চাওয়ার দাবি তুলল শাসকদল। বেকারত্ব, কর্মসংস্থানের সমস্যার সমাধান করবে সরকার? সংবিধান পাঠের আয়োজন করে প্রশ্ন তুলল কংগ্রেস। সুর চড়াল বামেরাও।
চাকরির দাবিতে আন্দোলনের মধ্যেই হয়ে গেল আরও একটি প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। ৩ লক্ষের বেশি পরীক্ষার্থী দিলেন TET। তাদের মধ্যে কাউকে দেখা গেল 'নিয়োগ চাই' লেখা প্ল্যাকার্ড হাতে পরীক্ষাকেন্দ্রে আসতে। অন্যদিকে ৪৭৯ দিনে পড়ল শহিদ মিনার চত্বরে TET উত্তীর্ণদের ধর্না। পরীক্ষা তো হচ্ছে, নিয়োগ হচ্ছে কই? প্রশ্ন তুলেছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
WB News LIVE Updates: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে বন্দি, চাকরিপ্রার্থীদের ফের হেফাজতে চাইল পুলিশ
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে বন্দি। চাকরিপ্রার্থীদের ফের হেফাজতে চাইল পুলিশ। এবার ধৃত ৪ চাকরিপ্রার্থীকে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে চেয়ে আবেদন আদালতে। ধৃতদের আলিপুর আদালতে তুলল পুলিশ। গত শুক্রবার বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন ৫৯ জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থী। ধৃতদের পুলিশ হেফাজতে নিতে চেয়ে আবেদন করা হয় রাজ্য সরকারের তরফে। গত শনিবার ৫৫ জন চাকরিপ্রার্থীর জামিন মঞ্জুর করে আদালত।
West Bengal LIVE News Updates: তৃণমূল নেতাদের অর্ধশিক্ষিত বলে ফের আক্রমণ বিজেপির রাজ্য সভাপতির
বঙ্গ রাজনীতিতে রেহাই নেই স্বামী বিবেকানন্দরও! তৃণমূলের অভিযোগ খারিজ করে নিজের অবস্থানে অনড় সুকান্ত মজুমদার। তৃণমূল নেতাদের অর্ধশিক্ষিত বলে ফের আক্রমণ বিজেপির রাজ্য সভাপতির। তৃণমূল নেতারা চাইলে ক্লাস নিতে পারেন বলেও মন্তব্য সুকান্ত মজুমদারের
WB News LIVE Updates: এক রাজবংশী পরিবারকে বাড়ি ফেরানোর দাবিতে সোমবার ধর্নায় বসলেন ইসলামপুরের বর্ষীয়ান বিধায়ক
এক রাজবংশী পরিবারকে বাড়ি ফেরানোর দাবিতে সোমবার ধর্নায় বসলেন ইসলামপুরের বর্ষীয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী। পুলিস প্রশাসন এবং মহকুমা শাসক ও জেলাশাসককে জানানোর পরেও তারা পরিবারটিকে ঘরে ফেরানোর কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। ফলে এবার বাধ্য হয়েই ধর্নায় বসলেন করিম চৌধুরী। এতে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
West Bengal LIVE News Updates: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে জেল হেফাজতে ৪
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে জেল হেফাজতে ৪। আজ ধৃতদের তোলা হল আলিপুর আদালতে। গত শুক্রবার বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন ৫৯ জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থী। ধৃতদের পুলিশ হেফাজতে নিতে চেয়ে আবেদন করা হয় রাজ্য সরকারের তরফে। গত শনিবার ৫৫ জন চাকরিপ্রার্থীর জামিন মঞ্জুর করে আদালত।
WB News LIVE Updates: উষ্ণ বড়দিন, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯
উষ্ণ বড়দিন। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পিছু হঠেছে উত্তুরে হাওয়া। পুবালি হাওয়ার হাত ধরে হু-হু করে
ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই তাপমাত্রা বেড়েছে। অন্যদিকে, বছর শেষে পর্যটকদের ভিড়ে জমজমাট দার্জিলিং। রোদ ঝলমলে শৈল-শহর থেকে দেখা যাচ্ছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। পর্যটকরা চুটিয়ে উপভোগ করছেন হিমেল পরশ।