West Bengal News Live : জমি বিবাদেই কি কসবায় কাউন্সিলরের উপর হামলা ?

WB News Live : রাজ্যের প্রতি প্রান্তের খবরের আপডেট দেখুন এখানে।

ABP Ananda Last Updated: 16 Nov 2024 09:53 PM
West Bengal News Live : জমি বিবাদেই কি কসবায় কাউন্সিলরের উপর হামলা ?

জমি বিবাদেই কি কসবায় কাউন্সিলরের উপর হামলা ? জমি দখল করেছিল, তাই হামলা, দাবি গুলজারের। সুশান্ত ঘোষের ঘনিষ্ঠের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ।

West Bengal News Live : বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে কেষ্টই 'ক্যাপ্টেন', অনুব্রতর নেতৃত্বেই চলবে কোর কমিটি

বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে কেষ্টই 'ক্যাপ্টেন'। অনুব্রতর নেতৃত্বেই চলবে বীরভূমের কোর কমিটি। ১৫ ডিসেম্বর বীরভূমে ফের কোর কমিটির বৈঠক: সূত্র ।অভিষেকের বার্তার পরে এক টেবিলে কেষ্ট-কাজল।

West Bengal News Live : 'ভাল কাজ করে, আস্থা আছে মানুষের', সুশান্তর উপরে হামলা নিয়ে প্রতিক্রিয়া কসবার বিধায়কের

ভাল কাজ করে, আস্থা আছে মানুষের। সুশান্তর উপরে হামলা নিয়ে প্রতিক্রিয়া কসবার বিধায়কের। 

West Bengal News Live : কাল আর জি কর-কাণ্ডে ১০০ দিন, এখনও মেলেনি বিচার, হাইল্যান্ড পার্কে নাগরিক সমাজের ডাকে মিছিল

কাল আর জি কর-কাণ্ডে ১০০ দিন, এখনও মেলেনি বিচার। হাইল্যান্ড পার্কে নাগরিক সমাজের ডাকে মিছিল। ভিক্টোরিয়ার সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ। 
বিচার চেয়ে ১০০টি মোমবাতি জ্বালিয়ে ১০০ সেকেন্ড নীরবতা পালন। কলকাতা মেডিক্যালেও ১০০টি মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি। আর জি কর মেডিক্যালেও বিচারের দাবিতে জ্বালানো হল মোমবাতি।

West Bengal News Live : কাল আর জি কর-কাণ্ডে ১০০ দিন, এখনও মেলেনি বিচার, হাইল্যান্ড পার্কে নাগরিক সমাজের ডাকে মিছিল

কাল আর জি কর-কাণ্ডে ১০০ দিন, এখনও মেলেনি বিচার। হাইল্যান্ড পার্কে নাগরিক সমাজের ডাকে মিছিল। ভিক্টোরিয়ার সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ। 
বিচার চেয়ে ১০০টি মোমবাতি জ্বালিয়ে ১০০ সেকেন্ড নীরবতা পালন। কলকাতা মেডিক্যালেও ১০০টি মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি। আর জি কর মেডিক্যালেও বিচারের দাবিতে জ্বালানো হল মোমবাতি।

WB News Live : সুশান্তর পরিচিত ব্যবসায়ীর ঘনিষ্ঠ মূল চক্রী গুলজার ?

সুশান্তর পরিচিত ব্যবসায়ীর ঘনিষ্ঠ মূল চক্রী গুলজার ? সুশান্তর এলাকা পঞ্চান্নগ্রামেরই বাসিন্দা গুলজার@ইকবাল ! 'তৃণমূল কাউন্সিলরের উপরে হামলায় আনা হয়েছিল ৩জনকে।' 'বিহারের বৈশালী থেকে মাসখানেক আগে আনা হয়েছিল ১জনকে।' 'গতকালই বৈশালী থেকে কলকাতায় আসে আরও ২ হামলাকারী।' 'হাওড়া থেকে লঞ্চে বাবুঘাটে আসে ২ হামলাকারী, নিয়ে যাওয়া হয় কালিন্দীতে।' 'ধৃত ট্যাক্সিচালকের সঙ্গে নিয়ে যাওয়া হয় লেকটাউনের কালিন্দীতে।' 'কালিন্দী হাউসিং এস্টেটে সুশান্তর পরিচিত ব্যবসায়ীর ফ্ল্যাটে আশ্রয়।' 'চোখের চিকিৎসার কথা বলে আবাসনে আনা হয় ২ হামলাকারীকে।' 'এর পরে সেই ট্যাক্সিতেই কালিন্দী যায় গুলজার, সবাই একসঙ্গে হয় পার্ক সার্কাসে।' 'পার্ক সার্কাস থেকে স্কুটারে সুশান্তর বাড়ির দিকে রওনা দেয় ১ শ্যুটার।' 'পিছনের ট্যাক্সিতে ছিল আরও ২জন, বাইকে মূল চক্রী গুলজার।' অপারেশন ব্যর্থ, খবর পেয়েই পালানোর চেষ্টা, পরে গলসিতে গ্রেফতার গুলজার: পুলিশ সূত্র। 

West Bengal News Live : প্রকাশ্য রাস্তায় গুলি করে খুনের চেষ্টা, নিরাপত্তা বাড়ল সুশান্ত ঘোষের

প্রকাশ্য রাস্তায় গুলি করে খুনের চেষ্টা, নিরাপত্তা বাড়ল সুশান্ত ঘোষের। আরও ২ জন নিরাপত্তারক্ষী বাড়ানো হল। হামলার পর সুশান্তর নিরাপত্তায় মোতায়েন ৪ রক্ষী।

WB News Live : কসবায় ভরসন্ধেয় আক্রান্ত কাউন্সিলর, জালে 'মূল চক্রী' ইকবাল

কসবায় ভরসন্ধেয় আক্রান্ত কাউন্সিলর, জালে 'মূল চক্রী' ইকবাল। 'বাইকে চেপে হাওড়া হয়ে বর্ধমানের দিকে পালানোর সময় পাকড়াও'। 'বাইকে চেপে জাতীয় সড়ক দিয়ে পালানোর সময় নাকা চেকিং'। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গলসি থানার তল্লাশি, জালে ইকবাল: সূত্র। তৃণমূল কাউন্সিলরের উপর হামলা, নেপথ্যে কি শুধুই ইকবাল? কে এই ইকবাল? কেন তৃণমূল কাউন্সিলরকে খুনের সুপারি? এখনও ধোঁয়াশা । সুশান্ত ঘোষের উপর হামলা, ট্যাক্সিচালক-সহ ২জন গ্রেফতার। 'হামলার ব্লুপ্রিন্ট তৈরি করেছিল ইকবালই@আফরোজ@ গুলজার'। 'বন্দর এলাকায় হামলাকারীদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল ইকবালই'। 'কাউন্সিলরের উপরে হামলায় ১০ হাজার টাকা সুপারি দিয়েছিল ইকবাল'। কসবাকাণ্ডে ধৃত হামলাকারী যুবরাজকে জেরা করে দাবি পুলিশের: সূত্র। কেন হামলা, নেপথ্যে আর কারা? ধৃতদের জেরা করে জানতে চায় পুলিশ। বিহারের বৈশালীর বাসিন্দা হামলাকারী যুবরাজ সিংহ।

West Bengal News Live : আগরায় কনফারেন্সে যাওয়ার সময় দুর্ঘটনা, গুরুতর আহত চিকিৎসক রাজা ধর

মথুরা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, আহত চিকিৎসক রাজা ধর। আগরায় কনফারেন্সে যাওয়ার সময় দুর্ঘটনা, গুরুতর আহত। গুরুতর আহত অবস্থায় মথুরা থেকে আনা হল নয়ডায়। নয়ডার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক রাজা ধরের অবস্থা এখন স্থিতিশীল: সূত্র। পথ দুর্ঘটনায় আহত ফুসফুস বিশেষজ্ঞ রাজা ধর। 
বৃহস্পতিবার সামনে থাকা গাড়ির সঙ্গে চিকিৎসকের গাড়ির ধাক্কা।

WB News Live : স্বাস্থ্য পরীক্ষার জন্য রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত বন্ধ হাওড়া ব্রিজ

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে বন্ধ হাওড়া ব্রিজ । রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত বন্ধ হাওড়া ব্রিজ। রাতে যানবাহন বন্ধ করে হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা।


 

প্রেক্ষাপট

কলকাতা : হেলমেট ছাড়া বাইক চালিয়ে বিতর্কে জড়ালেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। প্রশ্ন করায় পাল্টা কটাক্ষ করলেন তৃণমূল সরকারকে। শনিবার, দিলীপ ঘোষ দুর্গাপুরের চিত্রালয় মাঠ থেকে ডেভিড হেয়ার মোড়ের চায়ের দোকান পর্যন্ত মোটর বাইক চালিয়ে যান। 


এখনই জাঁকিয়ে শীতের আমেজ পাবেন না শহরবাসী। তার জন্য় অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। জানাল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ আরও নামবে কলকাতার তাপমাত্রা। 


CID জিজ্ঞাসাবাদের সময় রাসায়নিক স্প্রে করা হয়েছে কি না তা পরীক্ষা করতে বেসরকারি হাসপাতাল, অ্যাপলোতে গেলেন বিজেপি নেতা অর্জুন সিংহ। পরীক্ষার পর রিপোর্টে শরীরে কোনও বিষক্রিয়া প্রয়োগ করার প্রমাণ মিললে আদালতের দ্বারস্থ হবেন বলে জানালেন বিজেপি নেতা।


কসবার তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় এক ট্য়াক্সি চালক আহমেদ গ্রেফতার। ওই ট্যাক্সিচালককে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। হামলার ঘটনায় ট্য়াক্সিচালকের ভূমিকা থাকতে পারে বলে, সন্দেহ লালবাজারের।


তৃণমূল পরিচালিত উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। গতকাল থেকে নিখোঁজ ছিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। 


লটারি-কাণ্ডে কলকাতা-চেন্নাইয়ে ইডির ম্যারাথন অভিযান। প্রায় ৯ কোটির হদিশ! তিন দিন ধরে তল্লাশি রাসবিহারী মোড়ের কাছে আবাসনে। কলকাতা চেন্নাই থেকে প্রায় ৯ কোটির হদিশ।


রেশন ডিলারের ছেলেকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা দাবি করার অভিযোগ। টাকা নেওয়ার আগেই পুলিশের হাতে গ্রেফতার হলেন একজন। গতকাল বীরভূমের পাঁড়ুই থানার মোহুলা গ্রামে রেশন দোকানের  এক কর্মীর শেখ মুন্নুর ছেলেক ডেকে নিয়ে যায় চা খাওয়ার নাম করে। অভিযোগ, তারপর  পাঁড়ুই  গ্রামে নিয়ে গিয়ে তাঁকে গাড়িতে তুলে অপহরণ করে বলে অভিযোগ। এরপরই রেশন ডিলারের কাছে ফোন করে ৫০ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ।


মুখ্যমন্ত্রীর 'অলিম্পিক' মন্তব্যের ভিডিও পোস্ট করে আক্রমণ শুভেন্দু অধিকারীর। 'মমতার দাবি, অলিম্পিকে ভারত সোনা পায়নি! কী লজ্জার! মুখ্যমন্ত্রীর মন্তব্য অসম্মানজনক। অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়াদের নাম শোনেননি মুখ্যমন্ত্রী! আমার সন্দেহ, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত। দেশের সাফল্যকে খাটো করে দেখানোই মমতার লক্ষ্য', আক্রমণ বিরোধী দলনেতার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.