West Bengal News Live : মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা, নবান্ন সভাঘরের সামনে থেকে আটক ১

WB News Live : রাজ্যের প্রতি প্রান্তের খবরের আপডেট দেখুন এখানে।

ABP Ananda Last Updated: 18 Nov 2024 10:52 PM

প্রেক্ষাপট

কলকাতা : আজ প্রয়াত হয়েছেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালির 'দুর্গা', উমা দাশগুপ্ত। সোমবার সকাল আটটা চল্লিশ নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৫...More

West Bengal News Live : পুরসভার অস্থায়ী কর্মীদের একাংশ বেতন না পাওয়ায় অন্ধকারে ডুবল চুঁচুড়া

পুরসভার অস্থায়ী কর্মীদের একাংশ বেতন না পাওয়ায় অন্ধকারে ডুবল চুঁচুড়া। রাস্তায় আলো জ্বালানোর দায়িত্বে থাকা অস্থায়ী কর্মীরা আলো না জ্বালানোয় অন্ধকারে চুঁচুড়া শহর। বেতনের দাবিতে চুঁচুড়া পুরসভার চেয়ারম্যানকে ঘেরাও। কাল ১ মাসের বেতন দেওয়া হবে আশ্বাস পুরসভার তরফে। বেতন না পাওয়া পর্যন্ত রাতে আলো জ্বালানোর কাজ বন্ধ থাকবে, হুঁশিয়ারি চুঁচুড়া পুরসভার তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের। আয় বাড়াতে না পারলে বেতন সমস্যা মিটবে না, দাবি পুরসভার। জরুরি পরিষেবা চালু রাখা প্রয়োজন, পুরসভার এই অবস্থার কথা তৃণমূল নেতৃত্বে জানেন, নিশ্চয়ই ব্যবস্থা নেবেন, প্রতিক্রিয়া চুঁচুড়ার তৃণমূল বিধায়কের।