= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live : পুরসভার অস্থায়ী কর্মীদের একাংশ বেতন না পাওয়ায় অন্ধকারে ডুবল চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের একাংশ বেতন না পাওয়ায় অন্ধকারে ডুবল চুঁচুড়া। রাস্তায় আলো জ্বালানোর দায়িত্বে থাকা অস্থায়ী কর্মীরা আলো না জ্বালানোয় অন্ধকারে চুঁচুড়া শহর। বেতনের দাবিতে চুঁচুড়া পুরসভার চেয়ারম্যানকে ঘেরাও। কাল ১ মাসের বেতন দেওয়া হবে আশ্বাস পুরসভার তরফে। বেতন না পাওয়া পর্যন্ত রাতে আলো জ্বালানোর কাজ বন্ধ থাকবে, হুঁশিয়ারি চুঁচুড়া পুরসভার তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের। আয় বাড়াতে না পারলে বেতন সমস্যা মিটবে না, দাবি পুরসভার। জরুরি পরিষেবা চালু রাখা প্রয়োজন, পুরসভার এই অবস্থার কথা তৃণমূল নেতৃত্বে জানেন, নিশ্চয়ই ব্যবস্থা নেবেন, প্রতিক্রিয়া চুঁচুড়ার তৃণমূল বিধায়কের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live Updates: ট্যাব কেলেঙ্কারিতে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেফতার ৩ ট্যাব কেলেঙ্কারিতে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেফতার ৩। ৩ জনকে গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশ। ধৃতরা উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। ধৃতদের মধ্যে একজন প্রাথমিক স্কুলের শিক্ষক। ট্যাব কেলেঙ্কারিতে বিধাননগর থেকে ঝাড়গ্রাম পুলিশের হাতে গ্রেফতার আরও ১। এর আগে ট্যাব প্রতারণাকাণ্ডে দিনহাটা থেকে গ্রেফতার হন সিতাইয়ের এক প্রাথমিক স্কুলের শিক্ষক। পূর্ব বর্ধমানে ট্যাব কেলেঙ্কারিতে মালদার বৈষ্ণবনগর থেকে এক চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকও এর আগে গ্রেফতার হন।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live : মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা, নবান্ন সভাঘরের সামনে থেকে আটক ১ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা, নবান্ন সভাঘরের সামনে থেকে আটক ১। নবান্ন সভাঘরে বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর। বিকেলে নবান্নের চারপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় বাঁকড়ার বাসিন্দা শেখ সমীরুলকে, পুলিশ সূত্রে খবর। কী কারণে ঘোরাফেরা করছেন, সদুত্তর না পাওয়ায় আটক, পুলিশ সূত্রে খবর। লকডাউনের পর ব্যবসায় মন্দা চলছিল কাপড়ের ব্যবসায়ী শেখ সমীরুলের, পুলিশ সূত্রে খবর। ডিপ্রেশনে ভুগছিলেন, চলছে জিজ্ঞাসাবাদ, দাবি পুলিশের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live Updates: মথুরাপুরে আবাস-দুর্নীতির অভিযোগে শাসক নেতাদের বিরুদ্ধে অভিযোগ খোদ বিডিও-র মথুরাপুরে আবাস-দুর্নীতির অভিযোগে শাসক নেতাদের বিরুদ্ধে অভিযোগ খোদ বিডিও-র। আবাসের টাকা আত্মসাতের অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে FIR। মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও-র অভিযোগের ভিত্তিতে FIR। তালিকায় নাম তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী, শ্বশুর ও বুথ সভাপতির। ২০১৯-২৩: মথুরাপুরের নগেন্দ্রপুর পঞ্চায়েতে আবাসে ব্যাপক দুর্নীতির অভিযোগ। দোষীদের শাস্তির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি কর্মী দীপু বর। মামলার প্রেক্ষিতে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। তদন্তে ২৭ জনের বিরুদ্ধে আবাসের টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। ২৭ জনকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে ফেরতের নির্দেশ দেয় প্রশাসন। কিন্তু ১ বছর পরেও ৩০ লক্ষের মধ্যে মাত্র সাড়ে ৩ লক্ষ টাকা ফেরত দেন অভিযুক্তরা। তারপরই ২৫ জনের বিরুদ্ধে সরকারি টাকা তছরুপের অভিযোগ করেন বিডিও। দল কাউকে আড়াল করবে না, সরকারি কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখতে হবে। প্রতিক্রিয়া রায়দিঘির তৃণমূল বিধায়কের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live : ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনে মূল অভিযুক্ত সুজল প্রসাদ গ্রেফতার ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনে মূল অভিযুক্ত সুজল প্রসাদ গ্রেফতার। বিহার থেকে সুজল প্রসাদ ও সানি নামে দুই অভিযুক্ত পাকড়াও। গ্রেফতার করল ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। তৃণমূল নেতা অশোক সাউ খুনে ধৃতের সংখ্যা বেড়ে ৪। অশোক খুনে উঠে আসে ২০২০ সালে নিহত আকাশ প্রসাদের ছোট ভাই সুজলের নাম। খুনের মূল অভিযুক্ত সুজল, অভিযোগ করে অশোক সাউয়ের পরিবার।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live Updates: লটারি কেলেঙ্কারির তদন্তে বাংলা সহ ৬ রাজ্যে ইডির হানায় উদ্ধার টাকার পাহাড় ! লটারি কেলেঙ্কারির তদন্তে বাংলা সহ ৬ রাজ্যে ইডির হানায় উদ্ধার টাকার পাহাড়। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মেঘালয় ও পাঞ্জাবে হানা দিয়ে বিপুল টাকা উদ্ধার। 'ম্যারাথন তল্লাশিতে নগদ ১২ কোটি ৪১ লক্ষ টাকা উদ্ধার'। 'উদ্ধার হয়েছে ৬ কোটি ৪২ লক্ষ টাকা ফিক্সড ডিপোসিট সার্টিফিকেট'। সোশাল মিডিয়ায় টাকার ছবি পোস্ট করে দাবি ইডির। কলকাতায় ৩ দিনের তল্লাশিতেই উদ্ধার হয়েছিল প্রায় ৩ কোটি টাকা: সূত্র।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live : আগে চেনেন না বলে দাবি করলেও ব্যবসায়ী জুলকারনাইন সম্পর্কে মুখ খুললেন সুশান্ত ঘোষ আগে চেনেন না বলে দাবি করলেও ব্যবসায়ী জুলকারনাইন সম্পর্কে মুখ খুললেন সুশান্ত ঘোষ। জুলকারের অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে বিস্ফোরক ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। '২ হাজার বর্গফুটের যে জমির কথা বলা হচ্ছে, সেটা সরকারি জমি'। 'ওই জমি জুলকারের নয়'। 'গত ১৫ বছর ধরে ওখানে সরকারি জমি দখল করে বাড়ি হয়েছে'। 'তার দায়ভার আমি নেব না'। 'তবে গত আড়াই বছরে বেআইনি ভাবে জলাশয় ভরাট করতে দিইনি'। 'হায়দরকে গুলশন কলোনি দেখভালের দায়িত্ব দিয়েছি'।
'জুলকারদের ষড়যন্ত্রের বিরোধিতা করার জন্যই ওকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে'। 'তবে হায়দর ব্যক্তিগত ভাবে কোনও অন্যায় করলে, তার দায় হায়দরকে নিতে হবে'। মন্তব্য ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live Updates: 'আর জি করকাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে', আর জি কর মামলায় আদালতে সওয়াল সিবিআইয়ের 'আর জি করকাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে'। '৫টি DVR ও ৫টি HARD DISC পরীক্ষার জন্য পাঠানো হয়েছে'। 'সঞ্জয়ের বিরুদ্ধে কিছু তথ্যপ্রমাণ ছিল, চার্জশিটে সেগুলিই দেওয়া হয়েছে'। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় আদালতে সওয়াল সিবিআইয়ের। আদালতে জামিনের আবেদন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবীর। 'ধর্ষণ-খুন নয়, তথ্য নষ্টের সম্ভাবনায় গ্রেফতার'। '৬৫ দিন অতিক্রান্ত, চার্জশিটে অভিজিৎ মণ্ডলের নাম নেই'। 'সিবিআই বলছে বৃহত্তর ষড়যন্ত্র হয়ে থাকতে পারে, নাও হতে পারে'। আদালতে পাল্টা সওয়াল টালা থানার প্রাক্তন ওসির আইনজীবীর। জামিনের আবেদন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। 'তদন্ত করছে সিবিআই, আলাদা এফআইআর হলে জামিনযোগ্য হত, কিন্তু একটিই এফআইআর হয়েছে', মন্তব্য বিচারকের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live : এবার দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নার্সকে হেনস্থার অভিযোগ, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর ! আর জি করকাণ্ডের আবহেই এবার দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নার্সকে হেনস্থার অভিযোগ। অভিযুক্ত দুবরাজপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে গেলে বচসা, নার্সকে হেনস্থার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকর্মীকেও মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। 'তোমাদের মতো মেয়েদের জন্য আর জি কর মেডিক্যালের মতো ঘটনা ঘটেছে', হুমকি দেন কাউন্সিলর, দাবি অভিযোগকারিণীর। দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের অভিযোগকারিণীর। অভিযোগ পেয়েছেন, খতিয়ে দেখা হচ্ছে, জানালেন দুবরাজপুর ব্লকের বিএমওএইচ। এই ঘটনা ঘটলে দুর্ভাগ্যজনক, বরদাস্ত করবে না দল, প্রতিক্রিয়া বীরভূম জেলার তৃণমূলের সহ সভাপতির। তৃণমূল কংগ্রেস নেতাদের এটাই কাজ, এটাই সংস্কৃতি, আক্রমণ বিজেপির।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live Updates: 'তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ৭ দিন আগে একটি স্কুটার কিনেছিল অভিযুক্ত গুলজার' 'তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ৭ দিন আগে একটি স্কুটার কিনেছিল অভিযুক্ত গুলজার।' হামলার আগে সেই স্কুটারের নম্বর প্লেট বদলে ফেলা হয়, খবর লালবাজার সূত্রে। কসবাকাণ্ডে ধৃতদের জেরা করে মিলেছে এই তথ্য, দাবি লালবাজারের। যাঁর কাছ থেকে স্কুটার কেনা হয়, তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশের দাবি, সুশান্তর ওপর হামলায় যুক্ত চারজনই বিহারের বাসিন্দা। এ রাজ্যে আসার পরেই হামলাকারীদের মোবাইল ফোনগুলি জমা নিয়ে নেয় গুলজার। বদলে তাদের হাতে নতুন মোবাইল ফোন ও সিমকার্ড তুলে দেয় সে। কোন নামে, কীভাবে সিমকার্ড জোগাড় হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live : সঞ্জয়ের মুখ বন্ধে অতিসক্রিয় পুলিশ ? শিয়ালদা কোর্টে পেশের সময় জোরে বাজানো হল গাড়ির হর্ন আর জি কর কাণ্ডে ধৃত অভিযুক্ত সঞ্জয়ের মুখ বন্ধে অতিসক্রিয় পুলিশ ? শিয়ালদা কোর্টে পেশের সময় বাজানো হল গাড়ি। একইসঙ্গে জোরে বাজানো হল গাড়ির হর্ন।কালো কাচে ঢাকা গাড়িতে সঞ্জয় রায়কে আদালতে আনল পুলিশ। বারবার পুলিশ-প্রশাসনকে নিশানা করার কারণেই কি সঞ্জয়ের কণ্ঠরোধের চেষ্টা ?