West Bengal News Live Updates: এবার বিহারেও আক্রান্ত পুলিশ, ঝামেলা মেটাতে গিয়ে মৃত্যু

Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 15 Mar 2025 03:31 PM
Breast cancer: স্তন ক্য়ানসার নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন, আলোচ্য় বিষয় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্য়ানসার হসপিটাল

স্তন ক্য়ানসার নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন, তাতে কলকাতার একটি ক্য়ানসার হাসপাতালে কীভাবে স্বল্প খরচে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, তা নিয়ে আলোচনা হতে চলেছে। ভিয়েনায় অনুষ্ঠিত হচ্ছে, সেন্ট গ্য়ালেন আন্তর্জাতিক স্তন ক্য়ানসার সম্মেলন। সেখানেই, নেতাজি সুভাষচন্দ্র বোস ক্য়ানসার হসপিটালে কীভাবে স্বল্প ব্য়য়ে স্তন ক্য়ানসার নির্ণয় ও চিকিৎসা হয়, তা আলোচ্য় বিষয় হয়ে উঠেছে। 

PK Banerjee: ৫ হাজার টাকা খোয়া যাওয়া নিয়ে পরিচারকদের বকাবকি পি কে-র মেয়ের, তাতেই কি খুনোখুনি?

প্রয়াত প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন!  দোলের দিন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়কের বাড়িতে খুন! 
পি কে-র সল্টলেকের বাড়িতে বাড়ির পরিচারকের দেহ উদ্ধার। বাড়ি থেকে উদ্ধার পরিচারক গোপীনাথ মুহুরির রক্তাক্ত দেহ। খুনের অভিযোগে গ্রেফতার গাড়িচালক বরুণ ঘোষ। ৫ হাজার টাকা খোয়া যাওয়া নিয়ে পরিচারকদের বকাবকি পি কে-র মেয়ের। পরে মদ আসরে টাকা খোয়া যাওয়া নিয়ে গাড়িচালক-পরিচারক বচসা।
রান্নাঘর থেকে ছুরি থেকে পরিচারকের ওপর হামলা গাড়িচালকের, পুলিশ সূত্রে খবর। 

Khardaha News: খড়দায় নৃশংসভাবে টিএমসিপি নেতাকে খুন, প্রকাশ্যে হাড়়হিম করা ফুটেজ

খড়দায় নৃশংসভাবে টিএমসিপি নেতাকে খুন, প্রকাশ্যে হাড়়হিম করা ফুটেজ। টিএমসিপি নেতাকে তাড়া করে, রাস্তা ফেলে এলোপাথারি কোপ! 'পুরনো মারপিট নিয়ে অভিযোগ দায়ের করায় আক্রোশ থেকে খুন। অভিযোগ না তোলায় হামলা', দাবি খড়দার স্থানীয় কাউন্সিলরের। খড়দায় টিএমসিপি নেতা খুনে গ্রেফতার ১, বাকিরা কোথায়?
এখনও বাকি অভিযুক্তেদের খোঁজে তদন্তে পুলিশ। 

Bihar News: এবার বিহারেও আক্রান্ত পুলিশ, ঝামেলা মেটাতে গিয়ে মৃত্যু

এবার বিহারেও আক্রান্ত পুলিশ। মুঙ্গেরে দুই পরিবারের মধ্যে ঝামেলা মেটাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু এক পুলিশ কর্মীর। বিবাদ মেটাতে গেলে ASI সন্তোষ যাদবের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। রক্তাক্ত পুলিশ কর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাটনার হাসপাতালে, সেখানেই তাঁর মৃত্যু হয় পুলিশের উপর হামলা চালিয়ে চম্পট দিয়েছে অভিযুক্তরা, এখনও তাদেরকে ধরতে পারেনি পুলিশ। 

Fake Voters Row: ভূতুড়ে বিতর্কে তোলপাড়ের মধ্যেই এবার ভোটার ও আধার কার্ড সংযোগ নিয়ে বৈঠক

ভূতুড়ে বিতর্কে তোলপাড়ের মধ্যেই এবার ভোটার ও আধার কার্ড সংযোগ নিয়ে বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে বৈঠকে ডাকলেন মুখ্য নির্বাচন কমিশনার। বৈঠকে থাকবেন UIDAI-এর সিইও। আগামী মঙ্গলবার বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার।

Abhishek Banerjee: ভূতুড়ে ভোটার খুঁজতে সময় বেঁধে দেবেন অভিষেক? আজ ভার্চুয়াল বৈঠক

ভূতুড়ে ভোটার নিয়ে আজ অভিষেকের ভার্চুয়াল বৈঠক। অনলাইন বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সাংসদ, বিধায়ক ও জেলা সভাপতিরা। ৬ মার্চ তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠকে গরহাজির ছিলেন অভিষেক। কোর কমিটির বৈঠকে জেলা ওয়াড়ি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে স্থগিত হয়ে যায়। তার মধ্যেই আজ ভূতুড়ে ভোটার নিয়ে অভিষেকের পৃথক ভার্চুয়াল বৈঠক । ভূতুড়ে ভোটার খুঁজতে সময় বেঁধে দেবেন অভিষেক?  ভোটার তালিকা নিয়ে কী রূপরেখা দেবেন অভিষেক? পুজোর আগে পর্যন্ত নতুন কোনও কর্মসূচি ঘোষণা করবেন অভিষেক?


 


 

Bankura News: বাঁকুড়ায় দেওয়ালে দেওয়ালে হিন্দুত্বের বার্তা, '২৬-এ হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি

ছাব্বিশের নির্বাচনে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। বাঁকুড়া ১ নম্বর ব্লকে দেওয়ালে দেওয়ালে হিন্দুত্বের বার্তা। কোথাও দেওয়াল লিখনে হিন্দুত্ব নিয়ে তৃণমূলকে আক্রমণ করা হয়েছে। বিজেপির অভিযোগ, ধর্ম নিয়ে তৃণমূলের তোষণ-নীতির প্রতিবাদেই এই প্রচার। ২০১৯ সালের লোকসভা ভোট এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় ভাল ফল করেছিল বিজেপি। কিন্তু পঞ্চায়েত, পুরসভা এবং ২০২৪-এর লোকসভা ভোটে তারা অনেকটাই জমি হারিয়েছে। হারানো জমি ফেরত পেতে এবার হিন্দুত্বকে হাতিয়ার করতে চায় গেরুয়া শিবির। তৃণমূল এতে গুরুত্ব দিতে নারাজ। বামেদের কটাক্ষ, ধর্ম নিয়ে রাজনীতি করছে রাজ্যের শাসক ও বিরোধী দল। 


 

West Bengal Weather Updates: আজ রাজ্যের ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি, মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে

মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে। আজ রাজ্যের ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। গরম চরমে উঠতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। কালও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও পারদ ৪০ ডিগ্রি পেরোতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও কাল তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি বেশি থাকবে। বুধবার হাওয়া বদল বঙ্গে। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুুয়ারে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা।


Nadia News: চার বছরের মেয়েকে আছাড় মেরে খুন করে নদীতে ভাসিয়ে দিল বাবা

চার বছরের মেয়েকে আছাড় মেরে খুন করে নদীতে ভাসিয়ে দিল বাবা। চাঞ্চল্যকর এই অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে নদিয়ার ধুবুলিয়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহে দাম্পত্য অশান্তি চলছিল অভিযোগ। স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ায় ক্ষিপ্ত স্বামী মেয়েকে তুলে আছাড় মারে। এরপর মৃত্যু নিশ্চিত করতে শিশুকন্যাকে কৃষ্ণনগরে জলঙ্গি নদীর সেতু থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ধুবুলিয়া থানার পুলিশ সন্তান খুনে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে। নদী থেকে উদ্ধার হয়েছে শিশুকন্যার দেহ। 

PK Banerjee: ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন!

ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন! পি কে ও তাঁর স্ত্রী-র অবর্তমানে ওই বাড়িতে থাকতেন তাঁদের মেয়েরা। পি কে-র সল্টলেকের বাড়িতে দেহ উদ্ধার। বাড়ির ১ কেয়ারটেকারের দেহ উদ্ধার। ২ কেয়ারটেকারের মধ্যে মারামারির জেরে মৃত্যু, ধারণা পুলিশের। এক কেয়ারটেকার অন্য় কেয়ারটেকারকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। 

Humayun Kabir: তৃণমূলের শো-কজের জবাব দিলেন হুমায়ুন কবীর, দু'পাতার উত্তর পাঠালেন

তৃণমূল কংগ্রেসের দেওয়া শো-কজের জবাব দিলেন হুমায়ুন কবীর। 'গতকাল রাত ৮টার পরে হোয়াটস অ্যাপে শো-কজ পাঠানো হয়েছিল। হোয়াটস অ্যাপে একপাতার নোটিস পাঠানো হয়েছিল। আজ সকাল সাড়ে ৯টায় ২ পাতার উত্তর দিয়েছি', প্রতিক্রিয়া ভরতপুরের তৃণমূল বিধায়কের। 

Abhishek Banerjee: আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক বৈঠক, উপস্থিত থাকতে বলা হয়েছে বিধায়ক, সাংসদ, জেলা সভাপতিদের

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক বৈঠক। অনলাইন বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে দলের বিধায়ক, সাংসদ এবং সমস্ত জেলা সভাপতিদের। 
বিধানসভা ভোটের আগে ভূতুড়ে ভোটার নিয়ে সরব হয়েছে তৃণমূল। এ নিয়ে আজ বিশেষ বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু হয়েছে। এখন দেখার এই কাজে আই প্যাককে যুক্ত করার কোনও নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন কি না এর আগে ভূতুড়ে ভোটার নিয়ে তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠকে গরহাজির ছিলেন অভিষেক। 

Murshidabad News: মুর্শিদাবাদের ভরতপুরে ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে জখম হল ৭ বছরের শিশু

ফের বোমা-বিদ্ধ শৈশব। মুর্শিদাবাদের ভরতপুরে ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে জখম হল ৭ বছরের শিশু। গতকাল বিকেলে হরিশ্চন্দ্রপুর গ্রামে ফুটবল খেলা চলছিল। বল পড়ে বোমা ফেটে গুরুতর জখম হয় শিশু। আশঙ্কাজনক অবস্থায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুটবল মাঠে কে বা কারা বোমা রেখে গেল, খতিয়ে দেখছে ভরতপুর থানার পুলিশ।  


 

Cooch Behar News: কোচবিহারের দিনহাটায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ১৮টি দোকান

কোচবিহারের দিনহাটায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ১৮টি দোকান। ভোর সাড়ে ৪টে নাগাদ চওড়াহাটে আগুন লাগে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় একের পর এক দোকান। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভস্মীভূত হয়ে যায় ১৮টি দোকান। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সকালে ঘটনাস্থলে যায় দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও দিনহাটা পুরসভার চেয়ারম্যান। 


 

BJP News: নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই জলপাইগুড়ি জেলায় প্রকাশ্যে বিজেপির কোন্দল

নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই জলপাইগুড়ি জেলায় প্রকাশ্যে বিজেপির কোন্দল। রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছে জেলা বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী। নতুন জেলা  সভাপতি হয়েছেন শ্যামল রায়। প্রাক্তন জেলা সহ সভাপতি অলোক চক্রবর্তীর দাবি, RSP, তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন নতুন জেলা সভাপতি। দলীয় কর্মীদের অন্ধকারে রেখেই তাঁকে জেলা সভাপতি পদে বসানো হয়েছে। প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামীকে আগেই বহিষ্কার করা উচিত ছিল বলেও দাবি করেছেন প্রাক্তন জেলা সহ সভাপতি। নতুন জেলা সভাপতির প্রতিক্রিয়া এখনও মেলেনি। সভাপতি বদল নিয়ে কোন্দলের কথা কার্যত স্বীকার করে বিজেপি নেতৃত্ব জানিয়েছে, রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তই শেষ কথা। 


 

Suvendu Adhikari: নন্দীগ্রামে রামমন্দির নির্মাণের ঘোষণা শুভেন্দুর, শিলান্যাস রামনবমীতেই

রামনবমীর দিনই নন্দীগ্রামের সোনাচূড়ায় শিলান্যাস হবে রামমন্দিরের। সাড়ে ৩ বিঘা জমিতে অযোধ্যার আদলে তৈরি হবে এই মন্দির। ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। 
এই পূর্ব মেদিনীপুরেরই দিঘাতেই, পুরীর আদলে বিশাল জগন্নাথ মন্দির তৈরি করেছে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা হিডকো। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সেই মন্দিরের উদ্বোধন। 

Holi 2025: দোলের সন্ধেয় পাড়া-বিবাদে বাঁশদ্রোণীতে রক্তারক্তি কাণ্ড!

দোলের সন্ধেয় পাড়া-বিবাদে বাঁশদ্রোণীতে রক্তারক্তি কাণ্ড! স্থানীয় ক্লাব সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। অসামাজিক কাজের প্রতিবাদ করায় হামলা, অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। ধারালো অস্ত্রের কোপ, হামলা-পাল্টা হামলায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত।  

Suvendu Adhikari: মুর্শিদাবাদ যাবেন বিরোধী দলনেতা, শুভেন্দুর গাড়ির সামনে দাঁড়ানোর হুঁশিয়ারি হুমায়ুনের

শুভেনদু অধিকারী তাঁর 'চ্যাংদোলা' মন্তব্য প্রত্যাহার না করলে, মুর্শিদাবাদে ঢুকলে তাঁকে আটকানোর হুঁশিয়ারি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাকে চ্য়ালেঞ্জ করে জেলা বিজেপি নেতৃত্ব জানিয়ে দিল, এক মাসের মধ্যেই মুর্শিদাবাদে যাবেন বিরোধী দলনেতা। হুমায়ুন কবীরের হুঁশিয়ারি, তিনি নিজে শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে দাঁড়াবেন।

Suvendu Adhikari: রামনবমীর দিনই নন্দীগ্রামের সোনাচূড়ায় শিলান্যাস হবে রামমন্দিরের, ঘোষণা শুভেন্দুর

রামনবমীর দিনই নন্দীগ্রামের সোনাচূড়ায় শিলান্যাস হবে রামমন্দিরের। সাড়ে ৩ বিঘা জমিতে অযোধ্যার আদলে তৈরি হবে এই মন্দির। আজ নন্দীগ্রাম দিবসে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। 
পূর্ব মেদিনীপুরেরই দিঘাতেই, পুরীর আদলে বিশাল জগন্নাথ মন্দির তৈরি করেছে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা হিডকো। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সেই মন্দিরের উদ্বোধন হবে। 

Partha Chatterjee: পার্থর বিরুদ্ধে 'রাজসাক্ষী' হতে চাইলেন তাঁরই জামাই

আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে 'রাজসাক্ষী' হতে চাইলেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। তবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁর উপর কেউ প্রভাব খাটায়নি। উল্লেখ করা হয়েছে ED-র বিশেষ আদালতের রায়ের কপিতে। 

প্রেক্ষাপট

পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হতে চান তাঁরই জামাই! কীভাবে চাকরি চুরি? কোথায় দুর্নীতির টাকা? প্রাথমিকে নিয়োগে ইডির মামলায় বয়ান দিতে আদালতে আবেদন। (Partha Chatterjee)


কোনও চাপে নয়, স্বেচ্ছায় রাজসাক্ষী হতে চান পার্থর জামাই। মিলবে না বাড়তি সুবিধে, জানাল আদালত। শুভেন্দু বললেন, "ভালই হয়েছে।" অধীর বললেন, "জন, জামাই...কেউ নয় আপনার।" (SSC Scam)


 ছাব্বিশের ভোটের আগে বাংলায় জগন্নাথ মন্দিরের পাল্টা রাম মন্দির। রামনবমীর দিনই নন্দীগ্রামে ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা শুভেন্দুর। (Suvendu Adhikari)


এমন রামনবমী করুন, যাতে জবাব পায় হিন্দুবিরোধী শক্তি। ১ কোটি হিন্দুকে পথে নামার হুঙ্কার শুভেন্দুর। কিছু না পেয়ে ধর্মকে ধরার চেষ্টা, পাল্টা কুণাল। 


তৃণমূলের মুসলিম ভোটারদের শুভেন্দুর চ্যাংদোলা-দাওয়াই, পাল্টা হুঙ্কার সওকতের। সওকত বললেন, "আগে ছাব্বিশের ভোটে জিতে দেখান।" (TMC News)


শুভেন্দুর চ্যাংদোলা-হুমকির পাল্টা হুমায়ুনের ঠুসে দেওয়ার হুমকি। সরিয়ে দেবে ভরতপুরের মানুষই। শুভেন্দু মুর্শিদাবাদে এলে রুখে দাঁড়াব, পাল্টা চ্যালেঞ্জ হুমায়ুনের। (BJP News)


নন্দীগ্রামে শহিদ তর্পণ ঘিরে ফের সংঘাত! শুভেনদু বেরোতেই পতাকা খুলে, জল দিয়ে বেদি ধুয়ে শুদ্ধ করল তৃণমূল। (Nandigram News)


আগামী দিনেও কৃষকবন্ধুদের পাশে থাকবে তৃণমূলের সরকার। নন্দীগ্রামে আন্দোলনে নিহতদের স্মৃতিতে পোস্ট মুখ্যমন্ত্রীর। রাজ্যের বরাদ্দেই ২০১৯ থেকে বাংলা শস্যবিমা চালুর দাবি। 


কোর কমিটির পরে ভূতুড়ে ভোটার নিয়ে এবার আসরে অভিষেক। কাল ভার্চুয়াল বৈঠক। যোগ দিতে বলা হল সর্বস্তরের জনপ্রতিনিধি থেকে সাংগঠনিক পদাধিকারীদের। 


ছাব্বিশের ভোটে ভবানীপুরেই মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শুভেন্দুর, পাল্টা চ্যালেঞ্জ কল্যাণের। 


কবে রাজ্য সভাপতি নির্বাচন? জল্পনার মধ্যেই ২৫টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা বঙ্গ বিজেপির। নতুন মুখ ১৭। বাকি ১৮টি কবে? এখনও ধোঁয়াশা। 


দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ব্যারাকপুর কমিশনারেট। জয়শ্রী কেমিক্যালসের সামনে ৩জনের হামলা। আর জি করে আনার পরে কলেজের তৃতীয় বর্ষের ছাত্র টিএমসিপি কর্মীর মৃত্যু। 


হোলির দিনেই রক্তাক্ত খড়দা। ভরদুপুরে টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন। রং খেলার নামে ডেকে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠের উপর হামলা। একজন গ্রেফতার। 
টিএমসিপি কর্মী খুন!


বেলঘরিয়ায় প্রকাশ্যে IMTTUC নেতাকে গুলি। অবশেষে জালে মূল অভিযুক্ত ইন্দল। খুনের পর বিহারে, পুলিশের তাড়ায় আসানসোলে আসতেই পাকড়াও। 


তেল ভরা নিয়ে বচসা, ডোমকলে পেট্রোল পাম্পের কর্মীকে বেধড়ক মার। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ফুটেজের সূত্রে দুষ্কৃতীদের খোঁজে পুলিশ। 


মালদার কালিয়াচকে মাদক পাচারচক্রের পর্দাফাঁস। ৫ কোটি টাকার মাদকের হদিশ। ৫ কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত। এখনও অধরা পাচারচক্রের পাণ্ডারা। 


হোলির দিন গুজরাতের ভদোদরায় মর্মান্তিক দুর্ঘটনা। মহিলাকে ধাক্কা মেরে টেনে নিয়ে গেল বেপরোয়া গতির গাড়ি। আরও ৪জন আহত। 


দোলের দিন নদিয়ার চাপড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৭জনের মৃত্যু! ১০জন আহত। লক্ষ্মীগাছা-করিমপুর রাজ্য সড়কে স্করপিওর সঙ্গে টোটোর সংঘর্ষ। 


পার্কিং বিবাদে মোহালিতে প্রাণ হারালেন বাঙালি বিজ্ঞানী। আইআইএসইআরের বিজ্ঞানী অভিষেক স্বর্ণকারকে পিটিয়ে খুনের অভিযোগ। এখনও অধরা প্রতিবেশী। 


বালুচিস্তানে ট্রেন হাইজ্যাক। ডেডলাইন শেষে ২১৪জন পণবন্দির প্রত্যেকেই নিহত, দাবি বালোচ লিবারেশন আর্মির। সংঘর্ষে হতাহত নিয়ে পাক সেনার দাবি খারিজ। 


ক্যামেরা কিনতে গিয়ে অনলাইনে প্রায় ২ কোটি টাকার প্রতারণা, ভুয়ো অ্যাকাউন্ট থেকে দেড় কোটি ফেরাল কলকাতা পুলিশ। বাকি টাকাও উদ্ধারের আশ্বাস লালবাজারের। 


সবার জন্য বন্ধ, ক্লাবের অনুষ্ঠানের জন্য কেন খোলা রবীন্দ্র সরোবর? প্রশ্ন তুলে প্রাতর্ভ্রমণকারী-পরিবেশপ্রেমীদের একাংশের বিক্ষোভ। অনুমতি থাকার দাবি আয়োজকদের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.