West Bengal News Live Updates: তথ্য যাচাইয়ে পুলিশকে রাখেইনি কেন্দ্র, পাসপোর্ট জালিয়াতি নিয়ে ডিজি রাজীব কুমার

Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 29 Dec 2024 03:34 PM
India-Bangladesh Border: সীমান্তে সতর্ক নজর রাখছে বিএসএফ, বলছেন BSF আইজি

সীমান্তে সতর্ক নজর রাখছে বিএসএফ। অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালেন বিএসএফ আইজি, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার সূর্যকান্ত শর্মা।

Bangladesh Border: বাংলাদেশ থেকে অনুুপ্রবেশের সংখ্যা বাড়ছে, চিন্তা বাড়াচ্ছে দুই দেশের কাঁটাতারহীন সীমান্ত

বাংলাদেশ থেকে অনুুপ্রবেশের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে দুই দেশের কাঁটাতারহীন সীমান্ত। এর আগে এবিপি আনন্দ-র ক্যামেরায় ধরা পড়েছিল মুর্শিদাবাদে কাঁটাতারহীন সীমান্তের ছবি। একই ছবি নদিয়ায়। জমি-জটের কারণে এখনও জেলার একাধিক জায়গায় ভারত- বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। হাঁসখালি ও ধানতলার প্রায় ৮ কিলোমিটার জায়গা কাঁটাতারহীন। তার জেরে অনুপ্রবেশের সম্ভাবনা বাড়ছে বলে মনে করছেন গোয়েন্দারা। এই বছর বাংলাদেশ থেকে আসা ৩০০ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। রুজু হয়েছে ৮০টি মামলা। অনুপ্রবেশে সাহায্য়ের অভিযোগে গ্রেফতার হয়েছেন ৫০ জন ভারতীয়। হাঁসখালিতে ভারত-বাংলাদেশ সীমান্তে বয়ে যাচ্ছে ইছামতী নদী। সেখান দিয়ে অনায়াসে বাংলাদেশ থেকে ভারতে ঢোকা সম্ভব বলে মনে করছেন গোয়েন্দারা। সীমান্তে BSF-এর নজরদারি থাকলেও, চোরা পথে অনুপ্রবেশের সম্ভাবনা রয়েই যাচ্ছে। 

Bangladesh Border: বাংলাদেশ থেকে অনুুপ্রবেশের সংখ্যা বাড়ছে, চিন্তা বাড়াচ্ছে দুই দেশের কাঁটাতারহীন সীমান্ত

বাংলাদেশ থেকে অনুুপ্রবেশের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে দুই দেশের কাঁটাতারহীন সীমান্ত। এর আগে এবিপি আনন্দ-র ক্যামেরায় ধরা পড়েছিল মুর্শিদাবাদে কাঁটাতারহীন সীমান্তের ছবি। একই ছবি নদিয়ায়। জমি-জটের কারণে এখনও জেলার একাধিক জায়গায় ভারত- বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। হাঁসখালি ও ধানতলার প্রায় ৮ কিলোমিটার জায়গা কাঁটাতারহীন। তার জেরে অনুপ্রবেশের সম্ভাবনা বাড়ছে বলে মনে করছেন গোয়েন্দারা। এই বছর বাংলাদেশ থেকে আসা ৩০০ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। রুজু হয়েছে ৮০টি মামলা। অনুপ্রবেশে সাহায্য়ের অভিযোগে গ্রেফতার হয়েছেন ৫০ জন ভারতীয়। হাঁসখালিতে ভারত-বাংলাদেশ সীমান্তে বয়ে যাচ্ছে ইছামতী নদী। সেখান দিয়ে অনায়াসে বাংলাদেশ থেকে ভারতে ঢোকা সম্ভব বলে মনে করছেন গোয়েন্দারা। সীমান্তে BSF-এর নজরদারি থাকলেও, চোরা পথে অনুপ্রবেশের সম্ভাবনা রয়েই যাচ্ছে। 

Suvendu Adhikari: পাসপোর্ট জালিয়াতির এপিসেন্টার তৃণমূল শাসিত পঞ্চায়েত ও পুরসভা: শুভেন্দু

পাসপোর্ট জালিয়াতির এপিসেন্টার তৃণমূল শাসিত পঞ্চায়েত ও পুরসভা। এই সব পঞ্চায়েত-পুরসভার দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের উপর ভিত্তি করেই পাসপোর্ট তৈরি হচ্ছে, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

Passport Fraud: তথ্য যাচাইয়ে পুলিশকে রাখেইনি কেন্দ্র, পাসপোর্ট জালিয়াতি নিয়ে ডিজি রাজীব কুমার

রাজ্যজুড়ে সক্রিয় পাসপোর্ট জালিয়াতি-চক্র। ভেরিফিকেশনে আগে পুলিশের সরাসরি ভূমিকা ছিল না, দাবি ডিজিপি-র। 'সরলীকরণের জন্য অভিবাসন দফতর নির্দিষ্ট কিছু পন্থা অবলম্বন করে। পাসপোর্ট দফতর থেকে পোস্ট অফিস, সবটাই খতিয়ে দেখতে হবে। জালিয়াতি রুখতে এবার ভেরিফিকেশনে নিজে নজর রাখবেন পুলিশ সুপার', বললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

DG Rajeev Kumar: অনুপ্রবেশের দায় BSF-এর উপরেই চাপালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার

অনুপ্রবেশের দায় BSF-এর উপরেই চাপালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। 'সীমান্ত রক্ষার দায়িত্ব BSF-এর। বেশ কিছু ক্ষেত্রে খামতি রয়েছে, এটা বাস্তব। সেই জন্যই অনুপ্রবেশের ঘটনা ঘটছে। কিন্তু তাদের গ্রেফতার করতে পুলিশ তৎপর। কাশ্মীরের জঙ্গির উপরেও আমরাই নজর রেখেছিলাম', বললেন রাজীব কুমার।

DG Rajeev Kumar: অনুপ্রবেশের দায় BSF-এর উপরেই চাপালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার

অনুপ্রবেশের দায় BSF-এর উপরেই চাপালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। 'সীমান্ত রক্ষার দায়িত্ব BSF-এর। বেশ কিছু ক্ষেত্রে খামতি রয়েছে, এটা বাস্তব। সেই জন্যই অনুপ্রবেশের ঘটনা ঘটছে। কিন্তু তাদের গ্রেফতার করতে পুলিশ তৎপর। কাশ্মীরের জঙ্গির উপরেও আমরাই নজর রেখেছিলাম', বললেন রাজীব কুমার।

Murshidabad News: বহরমপুরে যুব তৃণমূলের শহর সভাপতির গাড়ি লক্ষ্য করে চলল গুলি

বহরমপুরে যুব তৃণমূলের শহর সভাপতির গাড়ি লক্ষ্য করে চলল গুলি। গতকাল রাত ১১টা নাগাদ সৈদাবাদ এলাকা দিয়ে ফেরার সময়, বহরমপুর শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে পরপর ২ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। গুলি কারও গায়ে লাগেনি। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে যুব তৃণমূল নেতার গাড়ি। রাজনৈতিক শত্রুতার কারণেই গুলি বলে দাবি শাসক-নেতার। রাজনৈতিক যোগ নাকি, ব্যক্তিগত শত্রুতার জেরে হামলা, খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ।

Murshidabad News: বহরমপুরে যুব তৃণমূলের শহর সভাপতির গাড়ি লক্ষ্য করে চলল গুলি

বহরমপুরে যুব তৃণমূলের শহর সভাপতির গাড়ি লক্ষ্য করে চলল গুলি। গতকাল রাত ১১টা নাগাদ সৈদাবাদ এলাকা দিয়ে ফেরার সময়, বহরমপুর শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে পরপর ২ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। গুলি কারও গায়ে লাগেনি। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে যুব তৃণমূল নেতার গাড়ি। রাজনৈতিক শত্রুতার কারণেই গুলি বলে দাবি শাসক-নেতার। রাজনৈতিক যোগ নাকি, ব্যক্তিগত শত্রুতার জেরে হামলা, খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ।

Bangladesh Border: মোবাইল, নগদ টাকা ও বিদেশি মদ উদ্ধার BSF ও পুলিশের যৌথ অভিযানে

বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান। মোবাইল কারবারির বাড়ি থেকে উদ্ধার মোবাইল। ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার মোবাইল, নগদ টাকা ও বিদেশি মদ। মালদার হবিবপুর থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তে, শ্রীরামপুর অঞ্চলের,মকলাইবাড়ি এলাকায়।

Fireworks Factory Blast: চম্পাহাটির হাঁড়ালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম প্রৌঢ়ার মৃত্যু

চম্পাহাটির হাঁড়ালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম প্রৌঢ়ার মৃত্যু হল হাসপাতালে। মৃতের নাম শঙ্করী সর্দার। পিন্টু মণ্ডলের বাজি কারখানায় কাজ করতেন বছর ৬৪-র শঙ্করী। তাঁর বাড়ি হাঁড়ালেই। 

Fake Passport Case: বারাসাতেই রয়েছে ভুয়ো নথির জালচক্র, স্বীকার করে নিয়েছেন তৃণমূলের নেত্রী

বারাসাতেই রয়েছে ভুয়ো নথির জালচক্র। স্বীকার করে নিয়েছেন তৃণমূল পরিচালিত বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সভানেত্রী হালিমা বিবি।

Fake Passport Case: জাল স্কুল সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট! চাঞ্চল্যকর তথ্য

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। 'ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট। জাল স্কুল সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড দিয়ে তৈরি হয়েছে ভোটার কার্ডও। তৃণমূল পরিচালিত কদম্বগাছি পঞ্চায়েতে সবচেয়ে বেশি জাল বার্থ সার্টিফিকেট। পঞ্চায়েতের নকল ওয়েবসাইট তৈরি করে ভুয়ো বার্থ সার্টিফিকেট। উত্তর ২৪ পরগনায় রমরমিয়ে চলছিল পাসপোর্ট জালিয়াতি-চক্র। বারাসাত ও মধ্যমগ্রাম পুরসভার ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার। পার্ক স্ট্রিটে ধৃত বাংলাদেশিকেও আধার, প্যান কার্ড বানিয়ে দিয়েছিল উঃ ২৪ পরগনারই এক ব্যক্তি', 
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

Fake Passport Case: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সপ্তম গ্রেফতার, ধৃত মনোজ গুপ্ত জালিয়াতি চক্রের অন্যতম মাথা

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সপ্তম গ্রেফতার। ধৃত মনোজ গুপ্ত জালিয়াতি চক্রের অন্যতম মাথা বলে লালবাজারের দাবি। পুলিশ সূত্রে খবর, বেহালার শীলপাড়ার বাসিন্দা মনোজ সখেরবাজারে ট্রাভেল এজেন্সির অফিস খুলে জাল নথি দিয়ে পাসপোর্ট বানাতেন। তার জন্য মোটা টাকাও নিতেন মনোজ। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে আরেক ধৃত পর্ণশ্রীর বাসিন্দা দীপঙ্কর দাস মনোজের অফিসেই ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করতেন। গতকাল উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া স্টেশন রোড এলাকা থেকে জালিয়াতিকাণ্ডের অন্যতম মাথা মনোজ গুপ্তকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা পুলিশ। 


 

Kolkata News: পাসপোর্ট দেওয়ার আগে নোডাল অফিসারের সঙ্গে কথা বলতে হবে ওসিকে, নয়া নিয়ম

জাল পাসপোর্ট চক্র, অবশেষে নড়েচড়ে বসল কলকাতা পুলিশ। 'পাসপোর্ট দেওয়ার আগে নোডাল অফিসারের সঙ্গে কথা বলতে হবে ওসিকে। ভেরিফিকেশনের সময় ভিনরাজ্য় থেকে নিতে হবে অপরাধ সংক্রান্ত তথ্য। সঠিকভাবে সংগ্রহ করতে হবে জন্ম-তারিখ সংক্রান্ত তথ্য', পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে আরও কড়াকড়ির আশ্বাস পুলিশ কমিশনারের। 

Bangladesh News: ফের পাকিস্তান থেকে চট্টগ্রামে এল জাহাজ, বিস্ফোরক বোঝাই বলে দাবি আওয়ামি লিগের

ফের পাকিস্তান থেকে চট্টগ্রামে এল জাহাজ। 'করাচি থেকে বিস্ফোরক বোঝাই জাহাজ এসেছে চট্টগ্রামে', এক্স হ্যান্ডল পোস্টে দাবি আওয়ামি লিগের।
'২১ ডিসেম্বর করাচি থেকে চট্টগ্রামে এসেছে বিস্ফোরক বোঝাই জাহাজ। সিসমিত ইমালসান এক্সপ্লোসিভ নামে অতি ষক্তিশালী বিস্ফোরক আনা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী প্রথমে কন্টেনারগুলি আটক করলেও পরে ছেড়ে দেয়', এক্স হ্যান্ডল পোস্টে দাবি আওয়ামি লিগের।

Fake Passport Case: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে তদন্তকারীদের স্ক্যানারে তৃণমূল পরিচালিত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এবার তদন্তকারীদের স্ক্যানারে, দত্তপুকুরের তৃণমূল পরিচালিত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত। ওই পঞ্চায়েত এলাকার বিভিন্ন ঠিকানায় সব থেকে বেশি জাল বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। বারাসাত ও মধ্যমগ্রাম পুরসভার বিভিন্ন ঠিকানাতেও উদ্ধার হয়েছে বেশ কিছু নথি।

Bangladeshi Infiltrators: বাংলাদেশ থেকে অনুপ্রবেশ যত বাড়ছে ততই বাড়ছে মানবপাচারকারীর সংখ্যা

বিদ্বেষের বাংলাদেশ থেকে অনুপ্রবেশ যত বাড়ছে ততই বাড়ছে মানবপাচারকারীর সংখ্যা। গত কয়েকদিনে নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরায় জানা গেছে, এদের মধ্যে অনেকেই আগে বাংলাদেশে গুরু, চাল পাচার করত। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বাড়তেই এরা মানবপাচারকারী হয়ে উঠেছে। একটা বিশাল নেটওয়ার্ক কাজ করছে সীমান্তবর্তী এলাকায়। প্যাকেজ সিস্টেমে হচ্ছে পুরো কাজ। লক্ষ লক্ষ টাকার প্যাকেজের মাধ্যমে চলছে অনুপ্রবেশ। পুরোটাই সামলাচ্ছে সিন্ডিকেট। হাঁসখালির রামনগর, ওমরপুর, বড় সুপুরিয়া, ছোট সুপুরিয়া কাজ করছে নেটওয়ার্ক। কোনও ব্যক্তি ওপার থেকে এপারে কীভাবে আসবে, কোথায় থাকবে, কীভাবে ভারতীয় পরিচয়পত্র পাবে, নির্দিষ্ট পদ্ধিতিতে সব ব্যবস্থা করা হচ্ছে। ওপার থেকে এপারে আসার পর নিজেদের বাড়ি সহ বেশ কিছু জায়গায় আশ্রয় দিচ্ছে সিন্ডিকেটের সদস্যরা। অনুপ্রবেশকারীদরে নকল বাবা-মাও সাজছে তারা। এইভাবে জোগাড় হচ্ছে অনুপ্রবেশকারীদের ভারতীয় পরিচয়পত্র। অনেক ধৃতের পরিবারের দাবি, চাল ও গরুপাচারের সঙ্গে জড়িত ছিল ধৃতরা। এরা সকলেই এখন মানবপাচারকারী বলে দাবি পুলিশের।


 

Assam News: অসমে ধৃত জঙ্গির সঙ্গেও মিলল বাংলার সংযোগ!

শুক্রবার অসম থেকে গ্রেফতার করা হয় আনসারুল্লা বাংলা টিম বা ABT-র জঙ্গি শাহিনুর ইসলামকে। অসম STF-এর চাঞ্চল্যকর দাবি, ধৃত শাহিনুরের কাছে মিলেছে নাজিবুল্লা হাক্কানির লেখা বই। ২০২০-তে JMB জঙ্গি সন্দেহে এই নাজিবুল্লাকে  বীরভূম থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। তাহলে কি নাজিবুল্লা হাক্কানির বই পড়িয়ে মগজধোলাই করছিল আনসারুল্লা বাংলা টিম? উঠছে বহু প্রশ্ন।

প্রেক্ষাপট

১। ইউনূসের বাংলাদেশে ফের নারকীয় অত্যাচার! নড়াইলে হিন্দু মহিলাকে গণধর্ষণ, বিষ খাইয়ে খুন! অভিযুক্ত সেই জামাত বাহিনী। এখনও পর্যন্ত গ্রেফতারি শূন্য! (Bangladesh Situation)


২। বাড়ি থেকে ডেকে পাঠিয়ে হিন্দুু মহিলার উপরে অকথ্য অত্যাচার। গণধর্ষণের কথা স্বীকার বাংলাদেশ পুলিশের। কিন্তু কোথায় গ্রেফতারি? শুধু একজন আটক। (Bangladesh News)


৩। বাংলাদেশে হিনদুদের ওপর লাগাতার সন্ত্রাস। এপারে হিনদুত্ববাদী সংগঠনের সঙ্গে ইমামদের বৈঠক। ওপারে গিয়ে সরকারের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত। ধর্মগুরু ও দলগুলির সঙ্গে আলোচনার ভাবনা।


৪। ফের পাকিস্তান থেকে বাংলাদেশে এল জাহাজ। করাচি থেকে এসেছে বিস্ফোরক বোঝাই কন্টেনার। এক্স হ্যান্ডল পোস্টে দাবি আওয়ামি লিগের। 
করাচি থেকে চট্টগ্রামে বিস্ফোরক?


৫। বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট, ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট! তৃণমূলের কদম্বগাছি পঞ্চায়েতে সবচেয়ে বেশি জাল বার্থ সার্টিফিকেট, দাবি পুলিশের। 


৬। উত্তর ২৪ পরগনায় রমরমিয়ে পাসপোর্ট জালিয়াতি-চক্র। বারাসাত, মধ্যমগ্রামের ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার। বারাসাত থেকে জাল নথি জোগাড় করেছিল পার্ক স্ট্রিটে ধৃত বাংলাদেশিও। (Fake Passport Case)


৭। সক্রিয় জাল পাসপোর্ট চক্র, অবশেষে নড়েচড়ে বসল কলকাতা পুলিশ। সিপি জানালেন, যা লুপ হোলস খতিয়ে দেখা হচ্ছে।


৮। অসমে ধৃত ABT জঙ্গি শাহিনুর ইসলামেরও বাংলা-যোগ? উদ্ধার ৪ বছর আগে পশ্চিমবঙ্গ থেকে ধৃত JMB জঙ্গি নাজিবুল্লা হাক্কানির লেখা বই। মাদ্রাসার আড়ালে চলত মগজধোলাই? 


৯। জাল পাসপোর্ট চক্রের মধ্যেই জাল নোটের কারবারেও বাংলা যোগ! দিল্লি পুলিশের স্পেশাল সেলের অভিযান। প্রচুর জাল টাকা-সহ মালদার বাসিন্দা গ্রেফতার। 


১০। অভিষেকের নাম করে তোলাবাজি, অভিযুক্তরা কীভাবে এমএলএ হস্টেলে? সূত্রের খোঁজে এবার বিজেপি বিধায়ককে কলকাতা পুলিশের তলব। (Abhishek Banerjee)


১১।  নেই পর্যাপ্ত পুলিশ, ভোট শুরুর ঠিক আগে নন্দীগ্রামে স্থগিত সমবায় সমিতির ভোট! হারের ভয়ে তৃণমূল, অভিযোগ বিজেপির। প্রশাসনিক বিষয়, পাল্টা দাবি তৃণমূলের। 


১২। চাকরি ফেরতের দাবিতে এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বাড়িতে SLST চাকরিপ্রাপকরা। সুকান্ত বলেন, "মুখ্যমন্ত্রী অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের কাঁধে বন্দুক রাখছেন।" (SLST Agitation)


১৩। ঘুষ নেওয়ার অভিযোগে ইডির অফিসারের খোঁজে সিবিআই। চণ্ডীগড় থেকে সিমলার একের পর এক আস্তানায় তল্লাশি। কোটি টাকার হদিশ। উধাও ইডি অফিসার। 


১৪।  বর্ষবরণের রাতে কলকাতার বাড়তি নজরদারি। ইভটিজিং থেকে মত্ত অবস্থায় গাড়ি চালানো বন্ধে কড়াকড়ি। মোতায়েন থাকবে সাড়ে ৪ হাজার পুলিশ, জানালেন সিপি। (Kolkata News)


১৫। ওড়িশা থেকে ঝাড়গ্রাম-পুরুলিয়া ঘুরে অবশেষে বাঁকুড়ায় বন্দি বাঘিনী? জাল থেকে জঙ্গলের একাংশ ঘিরে ঘুমপাড়ানি গুলি বনদফতরের। গায়ে গুলি লেগেছে কি না, তা যদিও স্পষ্ট নয়।


১৬। কলকাতার খাবার দুর্গাপুরে এল আবার। শীতে রসনার সন্ধানে দুর্গাপুর সিটি সেন্টারে দক্ষিণের খাইবার পাস, চলবে ২৯ তারিখ পর্যন্ত।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.