West Bengal News Live Updates: ইএম বাইপাসের ধারে প্লাস্টিকের গুদামে আগুন, ভস্মীভূত একাধিক ঝুপড়ি

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 30 Jul 2025 03:06 PM

প্রেক্ষাপট

মুখ্যমন্ত্রীর বার্তার মধ্যেই ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। হরিয়ানা, সুরাত-সহ ভিন রাজ্য থেকে ফিরলেন ৮০০জন। এখনও ৫০জন আটকে থাকার অভিযোগ। মালদার শ্রমিককে হেনস্থার অভিযোগ মুখ্যমন্ত্রীর, খারিজ দিল্লি পুলিশের। পদক্ষেপ চেয়ে সাইবার ক্রাইমে...More

West Bengal News Live: ফের বাংলাদেশি সন্দেহে পুলিশি হেনস্থার 'শিকার', গুজরাতের সুরাতে পিংলার ১০ বাসিন্দাকে হেনস্থার অভিযোগ

ফের বাংলাদেশি সন্দেহে পুলিশি হেনস্থার 'শিকার'। গুজরাতের সুরাতে পিংলার ১০ বাসিন্দাকে হেনস্থার অভিযোগ। ২ দিন আগেই তাদের বাড়ি থেকে তুলে আনে সুরাত পুলিশ। কিছুদিন আগে সুরাতে একটি কারখানায় তাঁরা কাজ করতে গেছিলেন, দাবি পরিবারের। ওই ১০ বাসিন্দাকে পুলিশ মারধর করে বলে অভিযোগ পরিবারের। রাজ্যের দেওয়া হেল্পলাইনে ফোন করে অভিযোগ এক শ্রমিকের।