West Bengal News LIVE Updates: বিধানসভা থেকে ৩০ দিনের জন্য সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল
West Bengal LIVE News Updates: রাজ্য থেকে জেলা, সব খবরের আপডেট দেখতে ক্লিক করুন...
প্রেক্ষাপট
কলকাতা: বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল-সহ ৪ বিজেপি বিধায়ক ৩০ দিনের জন্য সাসপেন্ড। সরস্বতী পুজোয় বাধাদানের অভিযোগে বিজেপির মুলতুবি প্রস্তাবে তুলকালাম। বিজেপি বিধায়কদের টার্গেট করা হচ্ছে। হাউসে...More
নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টা। অণ্ডাল থেকে গ্রেফতার ১। পকসো মামলা দায়ের করে পুলিশ। ৪০ দিনের মাথায় দোষী সাব্যস্ত করল নগর দায়রা আদালত। পুলিশের তরফ থেকে গেট প্যাটার্ন মেথড ও রাইট ব্লকার সিস্টেমে তথ্য প্রমাণ সংগ্রহ করে আদালতে জমা দেয়। ২৬ দিনের মাথায় চার্জশিট জমা দেয় পুলিশ, ৪০ দিনের মাথায় দোষী সাব্যস্ত
এবার কৃষ্ণগঞ্জে ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে আক্রান্ত BSF। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল কৃষ্ণগঞ্জের মথুরাপুরে অভিযান। চালায় সীমান্তরক্ষী বাহিনী। মাথাভাঙা নদীর ধারে সেচ পাম্পের ঘরে ফেন্সিডিল মজুত রয়েছে বলে তারা খবর পায়। কিন্তু BSF পৌঁছতেই তাদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। BSF-এর গাড়িও ভাঙচুর করা হয়। BSF-এর আধিকারিকরা ঘটনাস্থলে যাওয়ায় পালিয়ে যায় দুষ্কৃতীরা। কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে BSF. এর আগে এই কৃষ্ণগঞ্জেই মাটির নীচে বাঙ্কার থেকে উদ্ধার হয় হাজার হাজার ফেন্সিডিলের বোতল।
কলকাতা পুরসভায় ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ। দীর্ঘদিন ধরে পদোন্নতি না হওয়ার অভিযোগে বিক্ষোভ। '৫০ শতাংশের বেশি শূন্যপদে হচ্ছে না নিয়োগ', এই সব অভিযোগে পুরসভার মেঝেতে বসে বিক্ষোভ ইঞ্জিনিয়ারদের। মেয়রের দফতরের আধিকারিকদের একাংশ মেয়রকে ভুল বোঝাচ্ছেন, অভিযোগ ইঞ্জিনিয়ারদের।
বিবাদী বাগের দোকান থেকে শুধু কার্তুজ নয়, বেআইনিভাবে বিক্রি করা হয়েছে আগ্নেয়াস্ত্রও জীবনতলায় কার্তুজ-কাণ্ডে বিবাদী বাগের অস্ত্রের দোকানের আরও এক কর্মী গ্রেফতার। ওই দোকানকর্মীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের STF। ধৃত শান্তনু সরকারের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত হাজি রশিদকে জেরা করে উঠে আসে অস্ত্র-কার্তুজের দোকানের কর্মী শান্তনু সরকারের নাম। সব মিলিয়ে কার্তুজ-কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ৬।
বাংলাদেশে অস্থিরতার মধ্যেই BSF-BGB-র DG পর্যায়ের বৈঠক। দিল্লিতে BSF সদর দফতরে আজ থেকে বৈঠক শুরু হচ্ছে। চারদিনের বৈঠকে সীমান্তে কাঁটাতার লাগানো থেকে শুরু করে অনুুপ্রবেশ-সহ বিভিন্ন বিষয় নিয়ে দ্বি-পাক্ষিক আলোচনা হবে। মউ এবং বেশ কিছু স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।
রিঙ্গার ল্যাকটেট স্যালাইন-বিতর্কের পর এবার নির্দিষ্ট একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত। অপর একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত জি কর মেডিক্যাল কলেজের। ভিশন পেরেন্টাল প্রাইভেট লিমিটেডের ফ্লুইড মেডিসিন ইঞ্জেকশন ম্যানিটল স্ট্রোকে আক্রান্তদের প্রয়োগ করা হয়। চিকিৎসকদের কাছে এই ইঞ্জেকশন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া মেলায় হাসপাতালের। সমস্ত বিভাগেই এর ব্যবহার বন্ধ, খবর হাসপাতাল সূত্রে। আগাম সতর্কতা হিসেবেই এই সিদ্ধান্ত, জানিয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাসপেন্ড। সাসপেন্ড বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিধায়ক বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারক। ৩০ দিনের জন্য সাসপেন্ড ৪ বিজেপি বিধায়ক। রাজ্যের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোয় বাধাদানের অভিযোগে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপি বিধায়কদের
সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম। এবার টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি। ঘরের জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে লুঠের অভিযোগ। অভিযোগ উঠল সাতজনের দুষ্কৃতীদলের বিরুদ্ধে
বাগুইআটিতে প্রোমোটারের উপর হামলায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের জামিন মঞ্জুর করল আদালত। ঘটনার ২ মাস কাটলেও এতদিন তাঁর হদিশই পায়নি পুলিশ। এবার আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিন পেলেন সমরেশ চক্রবর্তী। তবে এখনই এলাকায় ঢুকতে পারবেন না তিনি।
মণ্ডল সভাপতির তালিকা প্রকাশ হতেই বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপির কোন্দল প্রকাশ্যে এসেছে। বিষ্ণুপুর চার নম্বর মণ্ডলের সভাপতি শুক্লা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পড়ল পোস্টার। তৃণমূলের সঙ্গে সেটিংয়ের অভিযোগ তোলা হয়েছে পোস্টারে। নতুন মণ্ডল সভাপতি অবশ্য একে গোষ্ঠীদ্বন্দ্ব বলে স্বীকার না করে দায় ঠেলেছেন বিরোধীদের ঘাড়ে। তৃণমূল উন্নয়নে ব্যস্ত, এটা বিজেপিরই কোন্দল, পাল্টা তোপ দেগেছে শাসকদল।
এলাকার রাশ কার হাতে থাকবে, তা নিয়ে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গোষ্ঠীর লড়াই অব্যাহত। নানুরে অনুব্রত ঘনিষ্ঠকে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বাঁশ-লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠল। পাল্টা কঙ্কালিতলায় কাজল ঘনিষ্ঠের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বোমা। অভিযোগ, শনিবার নানুরের বনগ্রামে অনুব্রত ঘনিষ্ঠ নয়ন শেখকে বাড়ি থেকে তুলে নিয়ে বাঁশ-লাঠিপেটা করা হয়। আক্রান্ত তৃণমূল কর্মী বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অনুব্রতর অনুগামী হওয়ায় তাঁর ওপর হামলা বলে নয়ন শেখের দাবি। অন্যদিকে, কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের আহ্বায়ক আলেপ শেখের অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকায় পারদ চড়বে। আরেকদিকে, টানা চারদিন বৃষ্টিতে ভিজবে রাজ্য। বুধবার থেকেই হাওয়া বদল। মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পঙের উঁচু এলাকায় বুধবার থেকে বৃষ্টি শুরু হবে। কোথাও কোথাও তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।
বিবাদী বাগের দোকান থেকে শুধু কার্তুজ নয়, বেআইনিভাবে বিক্রি করা হয়েছে আগ্নেয়াস্ত্রও। ক্যানিংয়ের জীবনতলায় কার্তুজ-কাণ্ডে বিবাদী বাগের অস্ত্রের দোকানের আরও এক কর্মীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের STF. ধৃত শান্তনু সরকারের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে। পুলিশ সূত্রে খবর, জেরায় জানা যায়, উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বাসিন্দা ফারুক মল্লিককে ডবল ব্যারেল বন্দুক বিক্রি করেছিল জীবনতলার বাসিন্দা হাজি রশিদ মোল্লা। হাজি রশিদকে জেরা করে পুলিশ জানতে পারে, বিবাদী বাগের দোকান থেকে বেআইনিভাবে অস্ত্র বিক্রি করেছিল ওই দোকানেরই কর্মী শান্তনু সরকার। সব মিলিয়ে কার্তুজ-কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ৬।
ফের দক্ষিণ ২৪ পরগনায় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। কুলতলির দেউলবাড়িতে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র। গ্রেফতার করা হয়েছে ২ জনকে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরেও উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি। পুলিশ গ্রেপ্তার করেছে দুই যুবককে।
কার্তুজকাণ্ডে গ্রেফতার বিবাদী বাগের অস্ত্রের দোকানের আরও এক কর্মী। সব মিলিয়ে কার্তুজকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৬। ধৃতের বিরুদ্ধে কার্তুজের সঙ্গে ওই দোকান থেকে অস্ত্রও বিক্রি করার অভিযোগ। দোকান থেকে অস্ত্র নিয়ে বেআইনিভাবে বিক্রি করত শান্তনু সরকার নামে ওই দোকানকর্মী। ধৃত দোকানকর্মীর বাড়ি চম্পাহাটিতে।
প্রশাসনিক বিধিনিষেধ নিজেই ভাঙলেন শাসকদলের বিধায়ক। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে সভা করলেন জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস। গতকাল দক্ষিণ বারাসাত স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া এলাকায় পার্টি অফিস উদ্বোধনে যান বিধায়ক। সেখানেই তারস্বরে মাইক বাজানো নিয়ে শুরু হয়েছে তরজা। বিধায়কের ভূমিকায় সরব হয়েছেন তাঁরই দলের জেলা পরিষদ সদস্য। বিজেপির কটাক্ষ, ক্ষমতায় আছে বলে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শব্দবিধিও মানছে না তৃণমূল। বিধায়কের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
নজরদারির অভাবেই কি যত কাণ্ড? বিবাদী বাগের দোকান থেকে কীভাবে ধৃতদের হাতে চলে গেল আইনি অস্ত্র? জীবনতলায় শয়ে শয়ে কার্তুজ উদ্ধার হওয়ার পর উঠতে শুরু করেছে এই প্রশ্নই।
সঙ্ঘকে দূর থেকে চেনার চেষ্টা করবেন না। তাহলে, অন্ধের হাতি দেখার মতো হবে। সঙ্ঘকে বুঝতে হলে, আপনাকে ভেতরে আসতে হবে। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সফরে এসে, RSS-এর সদস্য সংখ্যা বাড়ানোর আহ্বান জানালেন সঙ্ঘপ্রধান।
কলকাতার হরিশ মুখার্জি রোডে আক্রান্ত হলেন দুই ব্যবসায়ী। তোলা না দেওয়ায় তৃণমূলের হকার ইউনিয়নের দুই সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল তৃণমূলেরই আরেক ইউনিয়নের দুই নেতার বিরুদ্ধে। যদিও তোলাবাজি ও হামলার অভিযোগ অস্বীকার করেছে 'হকার সুরক্ষা ইউনিয়ন'-এর দুই নেতা।