West Bengal News LIVE Updates: ভর সন্ধেয় বেলঘরিয়ায় চলল গুলি, জনবহুল এলাকায় চরম আতঙ্ক
West Bengal News Updates: সব খবরের আপডেট পেতে চোখ রাখুন...
ভর সন্ধেয় বেলঘরিয়ার ফিডার রোডে 'গুলি'। ছিনতাই করে পালানোর সময় দুষ্কৃতীদের গুলি, অভিযোগ স্থানীয়দের। ছিনতাই করে পালানোর সময় বাইক আরোহী দুষ্কৃতীর পিছু ধাওয়া করেন স্থানীয়রা। এক দুষ্কৃতীকে ধরে ফেললে, আরেক দুষ্কৃতী ২ রাউন্ড গুলি চালায়। গুলি চালিয়ে বাইকে করে খড়দার দিকে চম্পট ২ দুষ্কৃতীর, দাবি স্থানীয়দের। ফিডার রোডের মতো জনবহুল এলাকায় 'গুলি', আতঙ্কে এলাকাবাসী।
নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে গোকুলনগরের করপল্লিতে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি পালন করল তৃণমূল ও বিজেপি। মঞ্চ থেকেই একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাল তারা। শহিদ স্মরণকে কেন্দ্র করেই প্রকাশ্য়ে এল বিজেপির কোন্দল।
জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের তালপুকুরে দুই পুজো কমিটির বিবাদকে কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভোগ দিতে বাধা ও হেনস্থা করার অভিযোগ। প্রতিবাদে মণ্ডপ ও রাস্তার আলো নিভিয়ে বিক্ষোভ দেখান ক্লাব সদস্যরা। রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে বসে প্রতিবাদে সরব হন তালপুকুর ধার পুজো কমিটি। বিবাদের সূত্রপাত, তালপুকুর ধার ও তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির মধ্যে। তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির গেট আটকে রাখার অভিযোগ ওঠে অপর ক্লাবের বিরুদ্ধে। তারপরই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভোগ দিতে বাধা ও হেনস্থার করার অভিযোগ করেন তালপুকুর ধার পুজো কমিটির সদস্যরা। অভিযোগ উড়িয়ে পাল্টা ক্লাব কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন তোলেন তৃণমূল কাউন্সিলর।
বর্ধমান মেডিক্যালের মামলা নিয়ে উদ্বেগে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। এই নিয়ে ফের মুখ্যসচিবকে ইমেল করলেন জুনিয়র চিকিৎসকরা। মামলায় বর্ধমান মেডিক্যালের তরফে কেন কোনও আইনজীবী নেই, তা জানতে চেয়ে রবিবার মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করেন তাঁরা। মামলার আগামী শুনানিতে কলেজের তরফে আইনজীবী রাখার বিষয়টিকে নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে রাজ্যের মুখ্যসচিবকে৷ গত ১১ অক্টোবর বর্ধমান মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগে দশ পড়ুয়াকে সাসপেন্ড করে কলেজ কাউন্সিল। নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্তরা। সেই মামলার গত শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত কলেজ কাউন্সিলের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে জানান, অভিযুক্তরা ক্লাস করতে পারবেন। কিন্তু, তাঁরা হস্টেলে প্রবেশ করতে পারবেন না।
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় হচ্ছে রদবদল। সোমবার থেকে বাড়ছে সপ্তাহের কাজের দিনে মেট্রোর সংখ্যা। ১১৮ থেকে তা বেড়ে হচ্ছে ১৫০। তবে বউবাজার এলাকার কাজের জন্য এই লাইনের পশ্চিমমুখী সুড়ঙ্গ আংশিক বন্ধ থাকছে। ফলে শুধু পূর্বমুখী টানেলেই পাওয়া যাবে পূর্ণাঙ্গ পরিষেবা। অন্যদিকের লাইনের মেট্রোতে উঠতে হলে মহাকরণ স্টেশন থেকে বদল করতে হবে ট্রেন। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, মাসখানেক এই ব্যবস্থা চালু থাকবে।
গতকাল তৃণমূলের শাসানি, আজ দিনহাটা হাসপাতালের দুই ডাক্তারকে শোকজ। অস্থিরোগ বিশেষজ্ঞ দেবজিৎ ভৌমিক ও জেনারেল ফিজিশিয়ান লতিফুল শেখকে শোকজ সুপারের। ঠিক সময়ে আউটডোরে না আসা ও সঠিক ভাবে রোগী পরিষেবা না দেওয়ার অভিযোগ। গতকালই দুই ডাক্তারকে হাসপাতালে ঢুকে ওয়ার্নিং দেন দিনহাটার তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের সঙ্গে ছিলেন হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডলও। এক ডাক্তারকে রোগী দেখার পাঠও দিতে দেখা যায় সুপারকে
এবার সিভিক ভলান্টিয়ারকে দিয়ে ভোট প্রচারের অভিযোগ। 'তালডাংরায় উপনির্বাচনের প্রচারে সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার তৃণমূলের', এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে অভিযোগ শুভেন্দু অধিকারীর। 'সিভিক ভলান্টিয়ার প্রচার করছেন, এমন কোনও তথ্য পাইনি', ঘটনার রিপোর্ট চেয়েছি, জানালেন বাঁকুড়ার এসপি বৈভব তিওয়ারি
আর জি কর-কাণ্ডের তোলপাড়ের মধ্যেই ফের বিতর্কে সিভিক ভলান্টিয়ার। মত্ত অবস্থায় মহিলার ঘরে চড়াও হওয়ার অভিযোগ। গ্রেফতার এন্টালি থানার সিভিক ভলান্টিয়ার সন্তোষলাল প্রসাদ। গ্রেফতারির পর আদালতে জামিন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের। প্রতিবেশী মহিলাকে অনুসরণ ও মত্ত অবস্থায় ঘরে ঢুকে পড়ার অভিযোগ। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু
বীরভূমের সাঁইথিয়ায় সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিস্ফোরণ, মৃত ১। বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার ফেটে যায়, দাবি গ্রামবাসীদের। ঘটনার পর সিভিক ভলান্টিয়ারের বাড়ি ভাঙচুর গ্রামবাসীদের। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার দুর্গাপ্রসাদ ভট্টাচার্য সাঁইথিয়া থানায় কর্মরত। সাঁইথিয়ার তৃণমূল ব্লক সভাপতি সাবের আলি খানের সামনে বিক্ষোভ স্থানীয়দের। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার বাড়ি থেকে বেরোতেই বেধড়ক মারধর বিক্ষোভকারীদের।
আজ নবমী। জগদ্ধাত্রী পুজোয় সেজে উঠেছে কৃষ্ণনগর থেকে চন্দননগর। চারিদিকে শুধুই আলোর রোশনাই। চন্দননগরের বাগবাজার সর্বজনীনের জগদ্ধাত্রী পুজোয় সাবেকি প্রতিমার ডাকের সাজ। প্রতিমা ও আলোকসজ্জা দেখতে দূর-দূরান্ত থেকে এসেছেন অনেকে। এবার ১৯০ বছরে পড়েছে চন্দননগর বাগবাজার সর্বজনীনের পুজো।
ডোমজুড়ে হাসপাতালে খাটালের পর এবার খানাকুলে হাসপাতালে ধানের গুদাম! হাসপাতালের একটি ঘর দখল করে মজুত রয়েছে ধান, আলু। হাসপাতালের ঘর দখল করে গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। কর্তৃপক্ষের অনুমতি নিয়েই হাসপাতালে ধান মজুত, দাবি সিভিক ভলান্টিয়ারের। 'অনুমতি না নিয়েই হাসপাতালের ঘর ব্যবহার করছিলেন সিভিক ভলান্টিয়ার', জানামাত্রই ঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, পাল্টা দাবি BMOH-এর
খাস কলকাতায় অস্ত্রভাণ্ডারের হদিশ, আতঙ্কে শহরবাসী। শিয়ালদার বৈঠকখানা বাজারে বিপুল অস্ত্র উদ্ধার। ৫টি আগ্নেয়াস্ত্র, ৯০ রাউন্ড গুলি উদ্ধার। ২টি 7MM পিস্তল, ৩টি ওয়ান শটার, ৯০ রাউন্ড গুলি-সহ গ্রেফতার ১। STF-এর হাতে পাকড়াও অস্ত্রপাচারকারী। ধৃত ইজরায়েল খানের ২০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। মুঙ্গের থেকে বিপুল অস্ত্র নিয়ে কলকাতায় এসে পাকড়াও। গ্রেফতার ঝাড়খণ্ডের কুখ্যাত দুষ্কৃতী ইজরায়েল খান। 'অস্ত্রপাচারের সেফ প্যাসেজ কী কলকাতা কীভাবে পুলিশের নজর এড়িয়ে শহরে ঢুকছে বেআইনি অস্ত্র?' রাজ্যের রাজধানী কি অপরাধের মুক্তাঞ্চল? প্রশ্ন বিরোধীদের
প্রথমবার উৎসবের মরসুমে কলকাতায় কমল দূষণের মাত্রা। এই প্রথম উৎসবের মরসুমে শহরে বায়ু দূষণের সূচক সন্তোষজনক । অন্যান্য বারের চেয়ে এবার কলকাতায় কমল বায়ু দূষণের মাত্রা। শহরে দূষণ রুখতে গতকাল একগুচ্ছ নির্দেশিকা জারি কলকাতা পুরসভার
আর জি কর মেডিক্যালের নার্সিং হস্টেলে আত্মহত্যার চেষ্টা। তৃতীয় বর্ষের নার্সিং পড়ুয়ার আত্মহত্যার চেষ্টা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার নার্সিং পড়ুয়া। ভর্তি আর জি কর মেডিক্যালের ট্রমা কেয়ার সেন্টারে। রুমমেটের সঙ্গে বচসা, অশান্তির জেরে আত্মহত্যার চেষ্টার অভিযোগ।
প্রেক্ষাপট
ভর সন্ধেয় বেলঘরিয়ার ফিডার রোডে 'গুলি'। ছিনতাই করে পালানোর সময় দুষ্কৃতীদের গুলি, অভিযোগ স্থানীয়দের। ছিনতাই করে পালানোর সময় বাইক আরোহী দুষ্কৃতীর পিছু ধাওয়া করেন স্থানীয়রা। এক দুষ্কৃতীকে ধরে ফেললে, আরেক দুষ্কৃতী ২ রাউন্ড গুলি চালায়। গুলি চালিয়ে বাইকে করে খড়দার দিকে চম্পট ২ দুষ্কৃতীর, দাবি স্থানীয়দের। ফিডার রোডের মতো জনবহুল এলাকায় 'গুলি', আতঙ্কে এলাকাবাসী।
রাজ্যের অন্যান্য খবরগুলি এক নজরে-
আর জি কর মেডিক্যালের নার্সিং হস্টেলে আত্মহত্যার চেষ্টা, তৃতীয় বর্ষের নার্সিং পড়ুয়ার আত্মহত্যার চেষ্টা
খাস কলকাতায় অস্ত্র ভাণ্ডারের হদিশ। মুঙ্গের থেকে শিয়ালদার বৈঠকখানা। হাত বদলের আগেই এসটিএফের অভিযান। উদ্ধার 7MM পিস্তল, ৯০ রাউন্ড গুলি! গ্রেফতার ঝাড়খণ্ডের দুষ্কৃতী।
মুঙ্গের থেকে খাস কলকাতায় বিপুল অস্ত্র। নেপথ্যে কারা? উদ্দেশ্য কী? রাজ্যের রাজধানী কি অপরাধের মুক্তাঞ্চল? প্রশ্ন বিরোধীদের। শিয়ালদার বৈঠকখানা বাজারে অস্ত্র বোঝাই ব্যাগ হাতে দুষ্কৃতী। আতঙ্কিত স্থানীয়রা।
আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ফরাক্কা থেকে গ্রেফতার বৈষ্ণবনগরের পঞ্চায়েত সদস্য। গাইঘাটা থেকেও অস্ত্রসহ গ্রেফতার যুবক।
সাঁইথিয়ায় সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিস্ফোরণ, মৃত ১। বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার ফেটে যায়, দাবি গ্রামবাসীদের। ঘটনার পর সিভিক ভলান্টিয়ারের বাড়ি ভাঙচুর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -