WB News Live Updates: ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের, লিখলেন, 'দিনকাল বদলেছে, আনুগত্যের পরীক্ষায়...'

West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

Advertisement

ABP Ananda Last Updated: 04 Oct 2025 02:40 PM

প্রেক্ষাপট

দশমী কাটতেই বিদ্রোহের সুর কুণাল ঘোষের মুখে? বললেন, "যদি কোনও বাঁক সামনে আসে, তাহলে একইভাবে যেন তাঁদের আশীর্বাদ পাই।" (Kunal Ghosh)কুণাল আরও বললেন, "কীরকম ঝাপসা একটা মাঠ, কয়েকজন খেলছে, এমন...More

Kunal Ghosh: ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের, লিখলেন, 'দিনকাল বদলেছে, আনুগত্যের পরীক্ষায়...'

দশমীর পরে দ্বাদশী, ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। 'দিনকাল বদলেছে, পুরনো স্মৃতিতে নতুনের সংযোজন। ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়। আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল। সুস্থ হাওয়ায় ঝিলের জলে হালকা চাঞ্চল্য পরিবেশকে আরও সুন্দর রাখুক। বাংলাকে এভাবেই নেতৃত্ব দিয়ে চলুন মমতা বন্দ্যোপাধ্যায়',
দ্বাদশীতে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.