News Live Updates: আমদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত কো-পাইলট বিক্রান্ত ম্যাসি-র ভাই, সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেতা নিজেই

WB News Live: একনজরে দেখুন সমস্ত জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর।

ABP Ananda Last Updated: 12 Jun 2025 11:08 PM

প্রেক্ষাপট

অশান্তির পর মহেশতলায় রাতভর অভিযুক্তদের খোঁজে তল্লাশি। গ্রেফতার বেড়ে ৪১। সকালে থমথমে এলাকা। মোতায়েন প্রচুর পুলিশ, মাইকে প্রচার। মুর্শিদাবাদ ও মহেশতলায় গোষ্ঠীসংঘর্ষকাণ্ডের আঁচ বিধানসভায়। দুটি ঘটনায় জোড়া মুলতুবি প্রস্তাব বিজেপির। আলোচনার...More

News Live Updates: আমদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত কো-পাইলট, ফার্স্ট ক্লিভ কুন্দর বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি- র ভাই

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কো-পাইলট ক্লিভ কুন্দরের। এই পাইলট বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি- র 'কাজিন ব্রাদার' অর্থাৎ তুতো ভাই। আমদাবাদ থেকে লন্ডনগামী বিমানে ক্লিভ কুন্দর ছিলেন ফার্স্ট অফিসার। সোশ্যাল মিডিয়ার বিক্রান্ত নিজেই জানিয়েছেন যে ক্লিভ তাঁর 'কাজিন ব্রাদার' ছিলেন। ভাইয়ের এ হেন আকস্মিক মৃত্যুতে শোকগ্রস্ত অভিনেতা।