West Bengal News Live Updates: ৩ দিন পার, এখন ধরাছোঁয়ার বাইরে তোলাবাজিতে অভিযুক্ত কাউন্সিলর
WB News Live Updates: সমস্ত জেলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট দেখুন একনজরে।
অবশেষে পুলিশের জালে গ্যাংস অফ কুলতলির অন্যতম পাণ্ডা, টানেল-ম্যান সাদ্দাম সর্দার। পুলিশের দাবি, নকল সোনার মূর্তি বিক্রি শুধু নয়, চুল বিক্রি-প্রতারণা চক্রেও যুক্ত ছিল সাদ্দাম। চুল বিক্রির টোপে নদিয়ার এক ব্যক্তির কাছ থেকে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সাদ্দামের বিরুদ্ধে। সোমবার তাকে ধরতে পয়তারহাট গ্রামে যায় পুলিশ। অভিযোগ, পুলিশকে মারধর করে সাদ্দামকে ছিনিয়ে নেয় তার পরিবার। সাদ্দামের ভাই সায়রুল পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় বলে অভিযোগ। সাদ্দাম ও সায়রুলের স্ত্রী গ্রেফতার হলেও পালিয়ে যায় দুই ভাই। সাদ্দামের শোওয়ার ঘরে খাটের নীচে সুড়ঙ্গের খোঁজ মেলে। ওই সুড়ঙ্গ-পথেই সাদ্দাম ও তার গ্যাং বেআইনি কারবার চালাত বলে পুলিশের অনুমান। পুলিশের সন্দেহ, জাল নোটের কারবারেও যুক্ত ছিল সাদ্দাম।
ছাগল রাখার আড়ালে বাঙ্কারে টাকার পাহাড়। মেমারিতে গাঁজা কারবারির বাড়িতে বাঙ্কার, প্রায় ৪২ লক্ষের হদিশ। ছাগল রাখার জায়গায় গাছের পাতার আড়াল, সরাতেই নোটের বান্ডিল। বেসমেন্টে বাঙ্কার, লোহার ঢাকনা সরাতেই ৪১ লক্ষ ৮৭ হাজারের হদিশ। সকাল থেকে পুলিশের অভিযান, সাড়ে ৪৭ কেজি গাঁজা-সহ গ্রেফতার ১। লক্ষ লক্ষ টাকার সাড়ে ৪৭ কেজি গাঁজা-সহ সঙ্গীতা সাহানি নামে একজন গ্রেফতার। সাড়ে ৩ ফুট লম্বা কালো রঙের ব্যাগে ৫০০ থেকে ২০ টাকার বান্ডিল।
১৭ একর জমিতে নিউটাউনে ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস। ৪ হাজারের কর্মসংস্থান। বাংলা এখন আইটি হাব। কাজের প্রচুর সুযোগ, উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী।
রণক্ষেত্র ময়নাগুড়ি। দুই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে জলপাইগুড়ির ময়নাগুড়িতে পথ অবরোধ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ স্থানীয়দের। পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। গুজবের জেরে অশান্তি, দাবি পুলিশ সুপারের।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই হেফাজতে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। বুধবার দিনভর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। পার্থ চট্টোপাধ্য়ায়কে কীভাবে চিনতেন, তাঁর মাধ্য়মে কাউকে বেআইনি চাকরি করিয়ে দিয়েছিলেন কিনা, কল রেকর্ডিংয়ে যে লেনদেনের কথা শোনা গেছে, সেই দর কষাকষি কী নিয়ে? সূত্রের খবর, কালীঘাটের কাকুর কাছে এসব প্রশ্নের উত্তর জানতে চান সিবিআই-এর আধিকারিকরা।
সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী, বাউন্সার দিয়ে ডাক্তার-সংগঠনের ভোট। IMA বেঙ্গলের ভোট গণনা, অশান্তির আশঙ্কায় নামানো হল বাউন্সার। ভোট গণনায় অশান্তি পাকাতে পারে উত্তরবঙ্গ লবি, আশঙ্কা বিরোধী সংগঠনের। দলীয় মুখপাত্র, রোগী কল্যাণ সমিতির পদ হারিয়ে শেষ হাসি শান্তনুর। ১২ বছর একটানা রাজ্য সম্পাদক, সপ্তমবারও একই পদে নির্বাচিত শান্তনু।
তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর খাতায়কলমে এখনও বিজেপির সদস্য? ৫ বছর আগে বিজেপি ছাড়ার পর, এখনও বিজেপির চিঠি পান, দাবি হুমায়ুনের। 'প্রধানমন্ত্রীর কর্মসূচির চিঠিও আসে নিয়মিত', বিজেপির কর্মসূচি সম্পর্কেও জানানো হয়, দাবি তৃণমূল বিধায়ক হুমায়ুনের। ২০১৮-য় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন হুমায়ুন। ২০১৯-এর নভেম্বরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন মুর্শিদাবাদের হুমায়ুন। কংগ্রেস থেকে তৃণমূল ছেড়ে বিজেপি হয়ে ফের তৃণমূলে ফেরেন হুমায়ুন।
নন্দীগ্রামে তৃণমূলকর্মী খুন, CBI চায় বিজেপি। সমবায় ভোটের সময় অশান্তি, ফল বেরোতেই তৃণমূলকর্মী খুন। তৃণমূলকর্মী খুনে জোড়া FIR, CBI চেয়ে হাইকোর্টে বিজেপি। এক ঘটনায় কী করে ২টি FIR? প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা, FIR চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা-সহ ২৬জন। প্রথমে ৪জন, পরে রাজনৈতিক প্রতিহিংসায় আরও ২৬জনকে যুক্ত করার অভিযোগ।
বেহালার সেনহাটিতে রহস্যমৃত্যু। ঝিল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার। ঝিলে দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৬ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ। ইডি-র হাতে গ্রেফতার কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকা। গতকাল কলকাতা সহ একযোগে ১০ জায়গায় তল্লাশি চালায় ইডি। 'ব্যবসায়ী সঞ্জয় সুরেকার বাড়ি থেকে উদ্ধার হয় সাড়ে চার কোটি সোনার গয়না', বাজেয়াপ্ত একাধিক বিদেশি গাড়ি, দাবি ইডির। নিজের অফিসের কর্মীদের নামে অ্যাকাউন্ট খুলে ঘুরপথে টাকা হাতানোর অভিযোগ।
নন্দীগ্রামে তৃণমূলকর্মী খুন, CBI চায় বিজেপি। সমবায় ভোটের সময় অশান্তি, ফল বেরোতেই তৃণমূলকর্মী খুন। তৃণমূলকর্মী খুনে FIR, CBI চেয়ে হাইকোর্টে বিজেপি। 'অভিযুক্ত কী করে তদন্তকারী সংস্থার পরিবর্তন চাইতে পারে?' প্রশ্ন তুলে কেস ডায়েরি তলব বিচারপতি তীর্থঙ্কর ঘোষের, সোমবার শুনানি।
জাল পাসপোর্ট মামলায় পঞ্চম গ্রেফতার। বেহালার পর্ণশ্রী থেকে গ্রেফতার দীপঙ্কর দাস। দীপঙ্করের বিরুদ্ধে জাল নথি তৈরির অভিযোগ। জাল পাসপোর্টকাণ্ডে আগেও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেনকে। ধৃত যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র এবং ঢাকুরিয়া পোস্ট অফিসের অস্থায়ী কর্মী দীপক মণ্ডল। ধরা পড়েন বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস ও তাঁর ছেলে রিপন।
অনৈতিক কাজের অভিযোগ, পুরসভার বিরুদ্ধেই সরব চেয়ারম্যান। বিধাননগর মেলা নিয়ে পুরসভাকেই আক্রমণে চেয়ারম্যান। 'সরকারিভাবে মেলা করার অনুমতি, তাও বেসরকারি হাতে। আমার মনে হয়েছে, এতে বেশ কিছু আইনি জটিলতা আছে। জটিলতায় জড়াতে চাইনি, তাই অনুপস্থিত ছিলাম'
বিধাননগর মেলার উদ্বোধনে গরহাজিরা নিয়ে দাবি সব্যসাচী দত্তের। বেসরকারি সংস্থার হাতে মেলার দায়িত্ব দেওয়ায় আক্রমণে সব্যসাচী। চেয়ারম্যানের অভিযোগ নিয়ে এখনও প্রতিক্রিয়া মেলেনি মেয়রের।
আজও হল না নিয়োগ দুর্নীতি মামলায় চার্জগঠন। ইডির ভূমিকায় তীব্র ক্ষোভপ্রকাশ বিচারকের। 'ইডি নিজেদের দায়িত্ব পালন করছে না। এখনও পর্যন্ত প্রত্যেককে মামলার কপি দিতে পারেনি। অনেকেই মামলায় জামিন পেয়ে গেছেন। সকলের উপস্থিতি ছাড়া বিচারপ্রক্রিয়া শুরু করা সম্ভব নয়', মন্তব্য ইডির বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহার। ছুটি শুরুর আগেই ট্রায়াল শুরু হবে, জানালেন বিচারক। শুক্রবার দুপুরে মামলার পরবর্তী শুনানি। আজকের শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়ন শীল।
রাজারহাটে ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস। হাতিশালায় ১৭ একর জমিতে নতুন ক্যাম্পাস। নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ২ ঘণ্টার জন্য সমাবেশের অনুমতি পুলিশের। 'জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ও অভয়া মঞ্চকে সমাবেশের জন্য ২ ঘণ্টার সময়সীমা'। 'আজ দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত সমাবেশে ছাড়'। 'তবে ডোরিনা ক্রসিংয়ে নয়, সমাবেশ করতে হবে ওয়াই চ্যানেলে', জানিয়েছে কলকাতা পুলিশ, দাবি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের।
৩ দিন পার, কোথায় তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর? আলিপুরদুয়ারের চিলাপাতায় নিখোঁজ কাউন্সিলরের খোঁজে রিসর্টে তল্লাশি। নিখোঁজ কাউন্সিলরের সন্ধানে চিলাপাতায় বাগুইআটি থানার পুলিশ। ফ্ল্যাটে সমন ঝোলানোর পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অধরা তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী।
দিনহাটার চৌধুরীহাট ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার পাকিস্তানে তৈরি মর্টার শেল। গতকাল এক কৃষক তার জমিতে খোঁড়ার সময় শেলটি লক্ষ্য করেন। পুলিশকে খবর দেওয়া হয়, খবর যায় সীমান্তরক্ষী বাহিনীর কাছে। মর্টারটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বম্ব স্কোয়াড। কোথা থেকে এল পাকিস্তানি মর্টার, তদন্তে সেনা।
রণক্ষেত্র ময়নাগুড়ি। দুই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে জলপাইগুড়ির ময়নাগুড়িতে পথ অবরোধ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ স্থানীয়দের। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ।
প্রেক্ষাপট
কলকাতা থেকে উঃ ২৪ পরগনা, রাজ্য জুড়ে জাল পাসপোর্ট-চক্রের পর্দাফাঁস। গ্রেফতার আরও ১। জালে ডাকঘরের অস্থায়ী কর্মীও। ভুয়ো পাসপোর্ট পিছু ২ লক্ষ নেওয়ার দাবি।
দিনহাটায় ভারত বাংলাদেশ সীমান্তে কৃষকের খেতে উদ্ধার পাকিস্তানে তৈরি মর্টার শেল। তড়িঘড়ি হেফাজতে নিল বিএসএফ। খবর সেনাবাহিনীর বম্ব স্কোয়াডে।নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থদের বিরুদ্ধে আজও হল না চার্জগঠন। দায়িত্ব পালন করছে না ইডি। এখনও প্রত্যেকে মামলার কপিই দিতে পারেনি। মন্তব্য ক্ষুব্ধ বিচারকের। পরবর্তী শুনানি শুক্রবার।
১৬টি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের কাছ থেকে ৬ হাজার কোটি প্রতারণার অভিযোগ। ব্যাঙ্ক দুর্নীতি মামলায় গ্রেফতার কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকা। ঘরে মিলল সাড়ে চার কোটির গয়না।
৩ দিন পার, কোথায় তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর? আলিপুরদুয়ারের চিলাপাতায় রিসর্টে তল্লাশি বাগুইআটি থানার পুলিশের। এখনও আতঙ্কে আক্রান্ত প্রোমোটার।
অম্বেডকরকে অপমানের অভিযোগ। সংসদে তুলকালাম। কংগ্রেস সহ বিরোধীদের বিক্ষোভ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস তৃণমূলের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -