বন দফতরের জায়গা দখলমুক্ত করতে গেলে সরাসরি মহিলা বন আধিকারিককে পেটানোর হুমকি দিলেন কারামন্ত্রী ও তৃণমূল বিধায়ক অখিল গিরি। তাঁর গ্রেফতারির দাবি জানিয়েছে বিজেপি। সূত্রের খবর, এই ঘটনায় কাঁথি মহকুমা সার্কলের রেঞ্জ অফিসার মনীষা সাউকে ফোন করেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা ও তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দুঃখপ্রকাশ করেন তাঁরা।
এবার এক মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি দিলেন রাজ্যের কারামন্ত্রী। তাঁর মুখে শোনা গেল রাষ্ট্রপতির কথা। বছর দেড়েক আগেও, দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য় করেছিলেন রামনগরের তৃণমূল বিধায়ক। পরিস্থিতি এমন হয় যে, এ নিয়ে ক্ষমা চান খোদ মুখ্যমন্ত্রী।
একাধিক কুরুচিকর কথায় রেঞ্জ অফিসারকে আক্রমণেই থামেননি কারামন্ত্রী। শনিবার কর্তব্যরত বন আধিকারিককে অখিল গিরি বলেন, আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। প্রশ্ন উঠছে, তাহলে কী প্রশ্নহীন আনুগত্য চাইছেন মন্ত্রী? কারামন্ত্রীর এই শাসানি প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলির একাংশ।
বর্ষা বাড়তেই মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য় দফতরের তথ্য় অনুযায়ী, ২৪ জুলাই পর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১০০। তার মধ্য়ে ২৪ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন। এই আবহে এবার সমস্ত পুরসভার চেয়ারপার্সন এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
টেন্ডার নিয়ে বৈঠক চলাকালীন BDO-কে জলের বোতল ছুড়ে মারলেন তৃণমূল নেতা। অভিযুক্ত হাবড়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। অভিযোগ স্বীকার করে বিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি। ঘটনাকে ঘিরে সামনে এসেছে তৃণমূলের কোন্দল। এনিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি BDO.