প্যারিস: রবিবার সুপার সানডে হয়ে দাঁড়াতে পারে ভারতের কাছে। অলিম্পিক্সে (Olympics 2024) একাধিক পদক আসতে পারে ভারতের ঝুলিতে। কারণ, একাধিক তারকার ভাগ্যপরীক্ষা এদিন।
সকলের নজর থাকবে লক্ষ্য সেনের দিকে। ভারতের প্রথম পুরুষ শাটলার হিসাবে সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন লক্ষ্য। রবিবার তিনি নামছেন শেষ চারের ম্যাচে। যে ম্যাচ জিতলে রুপো নিশ্চিত হয়ে যাবে। থাকবে সোনা জয়ের সুবর্ণ সুযোগও।
বক্সিং কোয়ার্টার ফাইনালে নামছেন লভলিনা। তিনি জিতলেও পদক নিশ্চিত। হকির কোয়ার্টার ফাইনালে ভারতের সামনে গ্রেট ব্রিটেন। যাদের আগের অলিম্পিক্সে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ভারত। এবারও কি তারই পুনরাবৃত্তি?
গলফ
পুরুষদের ব্যক্তিগত স্ট্রোক প্লে রাউন্ড ৪ - শুভঙ্কর শর্মা ও গগনজিৎ ভুল্লার, দুপুর ১২.৩০
শ্যুটিং
পুরুষদের ২৫ মিটার ব়্যাপিড ফায়ার পিস্তলের যোগ্যতা অর্জনকারী পর্বের স্টেজ ওয়ানে ভারতের অনীশ ও বিজয়বীর সিধু, দুপুর ১২.৩০
মহিলাদের স্কিট যোগ্যতা অর্জনকারী পর্বের দ্বিতীয় দিন - মহেশ্বরী চৌহান ও রাইজ়া ধিলঁ, দুপুর ১টা
পুরুষদের ২৫ মিটার ব়্যাপিড ফায়ার পিস্তলের যোগ্যতা অর্জনকারী পর্বের স্টেজ টুয়ে ভারতের অনীশ ও বিজয়বীর সিধু, বিকেল ৪.৩০
মহিলাদের স্কিট ফাইনাল - মহেশ্বরী চৌহান ও রাইজ়া ধিলঁ, সন্ধ্যা ৭টা (যদি যোগ্যতা অর্জন করেন)
হকি
ভারত বনাম গ্রেট ব্রিটেন, পুরুষদের হকির কোয়ার্টার ফাইনাল ম্যাচ, দুপুর ১.৩০
অ্যাথলেটিক্স
মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ়ের রাউন্ড ১ - পারুল চৌধুরী, দুপুর ১.৩৫
পুরুষদের লং জাম্পের যোগ্যতা অর্জনকারী পর্ব - জেস্বিন অলড্রিন, দুপুর ২.৩০
বক্সিং
মহিলাদের ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনাল - লভলিনা বরগোহাঁই, দুপুর ৩.০২
ব্যাডমিন্টন
পুরুষদের সিঙ্গলস সেমিফাইনাল - লক্ষ্য সেন, দুপুর ৩.৩০
সেলিং
পুরুষদের ডিঙ্গি আইএলসিএ ৭ - রেস ৭ ও ৮ - ভারতের বিষ্ণু সর্বানন - দুপুর ৩.৩৫
মহিলাদের ডিঙ্গি আইএলসিএ ৬ - রেস ৭ ও ৮ - ভারতের নেত্রা কুমান - সন্ধ্যা ৬.০৫
আরও পড়ুন: চলছে বিবাহ বিচ্ছেদের মামলা, বহুদিন পরে মেয়েকে কাছে পেয়ে আবেগে ভাসলেন শামি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।