West Bengal News LIVE Updates: কৃষ্ণনগর-কাণ্ডে নির্যাতিতার ময়নাতদন্তে হাড়হিম করা তথ্য, জীবিত অবস্থাতেই তরুণীর গায়ে আগুন?

West Bengal News Updates LIVE: রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 18 Oct 2024 12:19 AM

প্রেক্ষাপট

বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ। ১০ দফা দাবি আদায়ে আজ এই স্লোগানকে সামনে রেখে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নামছেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলা থেকে ম্যাটাডোরে করে শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিলি...More

WB News Live: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের নৌ-বাহিনীর হাতে আটক হল ভারতীয় মৎস্যজীবীদের দুটি ট্রলার

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের নৌ-বাহিনীর হাতে আটক হল ভারতীয় মৎস্যজীবীদের দুটি ট্রলার। FB বাসন্তী ও FB জয় জগন্নাথ নামে দুটি ট্রলারে ৩১ জন মৎসজীবী রয়েছেন। সকলেই কাকদ্বীপের বাসিন্দা। তাঁদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পটুয়াখালি মৎস্য বন্দরে। কাকদ্বীপ মৎস্যজীবী সংগঠন জানিয়েছে, এই সময় বাংলাদেশের জল সীমানায় গভীর সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। ভারতীয় ট্রলার দুটি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নজর এড়িয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানা পার করে বাংলাদেশে ঢুকে পড়ে। আটক মৎস্যজীবীদের দেশে ফেরানো নিয়ে দু’ দেশের মধ্যে প্রশাসনিক স্তরে কথাবার্তা চলছে বলে জানানো হয়েছে।