West Bengal News LIVE Updates: কৃষ্ণনগর-কাণ্ডে নির্যাতিতার ময়নাতদন্তে হাড়হিম করা তথ্য, জীবিত অবস্থাতেই তরুণীর গায়ে আগুন?

West Bengal News Updates LIVE: রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 18 Oct 2024 12:19 AM
WB News Live: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের নৌ-বাহিনীর হাতে আটক হল ভারতীয় মৎস্যজীবীদের দুটি ট্রলার

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের নৌ-বাহিনীর হাতে আটক হল ভারতীয় মৎস্যজীবীদের দুটি ট্রলার। FB বাসন্তী ও FB জয় জগন্নাথ নামে দুটি ট্রলারে ৩১ জন মৎসজীবী রয়েছেন। সকলেই কাকদ্বীপের বাসিন্দা। তাঁদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পটুয়াখালি মৎস্য বন্দরে। কাকদ্বীপ মৎস্যজীবী সংগঠন জানিয়েছে, এই সময় বাংলাদেশের জল সীমানায় গভীর সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। ভারতীয় ট্রলার দুটি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নজর এড়িয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানা পার করে বাংলাদেশে ঢুকে পড়ে। আটক মৎস্যজীবীদের দেশে ফেরানো নিয়ে দু’ দেশের মধ্যে প্রশাসনিক স্তরে কথাবার্তা চলছে বলে জানানো হয়েছে।

RG Kar News Live: সিনিয়র চিকিৎসকদের ৭টি সংগঠনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক জুনিয়রদের

সিনিয়র চিকিৎসকদের ৭টি সংগঠনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক জুনিয়রদের। সন্ধে ৭ থেকে চলছে বৈঠক, যৌথ আন্দোলনের রূপরেখা ঠিক করতে বৈঠক। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স, আইএমএ বেঙ্গল, সার্ভিস ডক্টর্স ফোরামের সঙ্গে জুনিয়র ডাক্তারদের।বেসরকারি চিকিৎসকদের সংগঠন প্রাইভেট হেলথ প্রফেশনালের সঙ্গেও বৈঠক জুনিয়র ডাক্তারদের।

RG Kar Protest: সমস্যার সমাধান করতে হবে, আর জি কর কাণ্ডের আবহে মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

'এটা কোনও প্রতিদ্বন্দ্বিতা নয়, কে জিতল, কে হারল তা নয়, সমস্যার সমাধান করতে হবে। আগেকার জনসমর্থন আর এখনকার জনসমর্থনের মধ্যে পার্থক্য আছে', আর জি করকাণ্ডের আবহে মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal News Live: ফের হুঁশিয়ারি দিল্লির রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের

আর জি কর-কাণ্ডে বিচার-সহ ১০ দফা দাবিতে অনশনে জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের পাশে দিল্লির রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। 'সরকার ১০ দফা দাবি না পূরণ করলে বৃহত্তর আন্দোলন'। ফের হুঁশিয়ারি দিল্লির রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের।

West Bengal LIVE News Updates: এমবিবিএসে ভর্তিতে এখনও সক্রিয় দুর্নীতি চক্র?

এমবিবিএসে ভর্তিতে এখনও সক্রিয় দুর্নীতি চক্র? কেপিসি-তে সুযোগ পাইয়ে দেওয়ার নামে ৪৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণায় অভিযুক্তকে অপহরণ। উদ্ধার বেলদা থেকে। গ্রেফতার ৪। 

WB News Live Updates: আর জি করকাণ্ডের আবহে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আর জি করকাণ্ডের আবহে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
কালীঘাটে মমতার বাড়িতে উচ্চপর্যায়ের বৈঠক
সন্ধেয় মুখ্য়মন্ত্রীর বাড়িতে আসেন মুখ্যসচিব
১ ঘণ্টার বেশি সময় ধরে চলে আলোচনা

West Bengal LIVE News Updates: আর জি কর-কাণ্ডে বিচার-সহ ১০ দফা দাবিতে অনশনে জুনিয়র ডাক্তাররা

আর জি কর-কাণ্ডে বিচার-সহ ১০ দফা দাবিতে অনশনে জুনিয়র ডাক্তাররা

WB News Live Updates: একদিনের বৃষ্টিতে জলের তলায় দুর্গাপুর পুরসভার একটা বিস্তীর্ণ এলাকা

একদিনের বৃষ্টিতে জলের তলায় দুর্গাপুর পুরসভার একটা বিস্তীর্ণ এলাকা

West Bengal LIVE News Updates: সেকেন্ড ইনিংসের প্রথম ম্যাচেই পুরনো ফর্মে কেষ্ট

সেকেন্ড ইনিংসের প্রথম ম্যাচেই পুরনো ফর্মে কেষ্ট

Kunal Ghosh: চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক কুণাল ঘোষের

চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক কুণাল ঘোষের। মধ্য কলকাতায় কুণাল ঘোষের সঙ্গে একঘণ্টা বৈঠক। বামপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণালের বৈঠক ঘিরে জল্পনা। জুনিয়র ডাক্তারদের অনশন তুলতে রফাসূত্র খুঁজতেই বৈঠক বলে মনে করা হচ্ছে।

WB News Live Updates: ২৪ অক্টোবর রাজ্যে আসছেন অমিত শাহ

২৪ অক্টোবর রাজ্যে আসছেন অমিত শাহ। সদস্য অভিযান নিয়ে বিশেষ সভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ইজেডসিসি-র সভায় উপস্থিত থাকবেন অমিত শাহ। 

West Bengal LIVE News Updates: ফের মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

ফের মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা
সন্ধে ৬.২০: কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা
ডাউন লাইনে ময়দান থেকে টালিগঞ্জের মধ্যে বন্ধ মেট্রো চলাচল
দক্ষিণেশ্বর থেকে ময়দান, টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলছে মেট্রো 

WB News Live Updates: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এবার ন্যায় বিচার যাত্রা

আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এবার ন্যায় বিচার যাত্রা

West Bengal LIVE News Updates: ধর্মতলা থেকে শিলিগুড়ি, ১০ দফা দাবিতে জীবন বাজি জুনিয়র ডাক্তারদের।

ধর্মতলা থেকে শিলিগুড়ি, ১০ দফা দাবিতে জীবন বাজি জুনিয়র ডাক্তারদের। অনশনে ভাঙছে শরীর। কবে সাড়া দেবে সরকার?

WB News Live Updates: শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে উধাও সদ্যোজাত শিশুর মৃতদেহ !

শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে উধাও সদ্যোজাত শিশুর মৃতদেহ !
হাসপাতালে এসে শিশুর মৃতদেহ নিতে দীর্ঘক্ষণ অপেক্ষা পরিবারের
শিশুর দেহ দেখতে না দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে
শিশুর মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছে না, জানানো হয় হাসপাতালের তরফে, অভিযোগ পরিবারের
কীভাবে এই ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে, জানালেন হাসপাতালের সুপার
যাঁরা কর্তব্যরত ছিলেন, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন হাসপাতালের সুপার

West Bengal LIVE News Updates: জুনিয়র ডাক্তারদের গণস্বাক্ষর অভিযান ঘিরেও সংঘাত

জুনিয়র ডাক্তারদের গণস্বাক্ষর অভিযান ঘিরেও সংঘাত
ম্যাটাডোর আটকানোর অভিযোগ থেকে শুরু করে পুলিশের বিরুদ্ধে জরিমানা করার অভিযোগ
কর্মসূচির গাড়িগুলিকে চিহ্নিত করে ১৫ হাজার টাকা জরিমানা করার অভিযোগ জুনিয়র ডাক্তারদের
'বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ' 
১০ দফা দাবি আদায়ে স্লোগানকে সামনে রেখে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান
গণস্বাক্ষর অভিযান জুনিয়র ডাক্তারদের 

WB News Live Updates: পুজো পার, এখনও পথে অনশনে জুনিয়র ডাক্তাররা

পুজো পার, এখনও পথে অনশনে জুনিয়র ডাক্তাররা

West Bengal LIVE News Updates: ১০ দফা দাবি আদায়ে এই স্লোগানকে সামনে রেখে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে জুনিয়র ডাক্তাররা

১০ দফা দাবি আদায়ে এই স্লোগানকে সামনে রেখে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে জুনিয়র ডাক্তাররা

WB News Live Updates: বিদায় নিয়েও পিছু ছাড়ছে না বর্ষা, ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ

 বিদায় নিয়েও পিছু ছাড়ছে না বর্ষা। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ। এক রাতের বৃষ্টিতে ভাসল দুর্গাপুর। রাস্তার উপর দিয়ে বইছে জলস্রোত। বিপর্যস্ত জনজীবন।

West Bengal LIVE News Updates:অভয়া পরিক্রমা, দ্রোহের কার্নিভালের পর এবার গণস্বাক্ষর অভিযান

অভয়া পরিক্রমা, দ্রোহের কার্নিভালের পর এবার গণস্বাক্ষর অভিযান। ফের ম্যাটাডোর আসতে বাধা দিচ্ছে পুলিশ, অভিযোগ জুনিয়র ডাক্তারদের।

WB News Live Updates: আর জি কর কাণ্ডে সিবিআইয়ের উপর চাপ বাড়াতে ফের CGO কমপ্লেক্স অভিযান

আর জি কর কাণ্ডে সিবিআইয়ের উপর চাপ বাড়াতে ফের CGO কমপ্লেক্স অভিযান। দ্রুত তদন্তের দাবিতে সিবিআই দফতর অভিযানে জাগো নারী নামে একটি মহিলা সংগঠন। সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল যাবে CGO কমপ্লেক্সে। 

West Bengal LIVE News Updates: হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনিকেত মাহাতো

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনিকেত মাহাতো। অনিকেতের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সিদ্ধান্ত। টানা অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনিকেত। ৭ দিন পর হাসপাতাল থেকে মুক্তি। 

Anubrata Mondal News: জেলমুক্তির পর প্রথম জনসভা বীরভূম তৃণমূলের সভাপতির

সেকেন্ড ইনিংসের প্রথম ম্যাচেই পুরনো ফর্মে কেষ্ট। জেলমুক্তির পর প্রথম জনসভা বীরভূম তৃণমূলের সভাপতির। মুরারইয়ের সভা থেকে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে বার্তা অনুব্রতর। খোঁজ নিলেন অনুপস্থিত কাজল শেখের। যদিও অনুব্রতর সভার আগে শুরু হয় বিশৃঙ্খলা। 

Train Ticket News: আর ৪ মাস নয়, ট্রেনের আসন সংরক্ষণ এখন থেকে করা যাবে ২ মাস আগে

আর ৪ মাস নয়, ট্রেনের আসন সংরক্ষণ এখন থেকে করা যাবে ২ মাস আগে। ২ মাস আগে বুক করা যাবে দূরপাল্লার ট্রেনের টিকিট। ১ নভেম্বর থেকে নতুন নিয়ম চালু। যাত্রীদের সুবিধার্থেই নিয়মে পরিবর্তন, দাবি রেলের

West Bengal LIVE News Updates: লক্ষ্মী গ্রামে লক্ষ্মীপুজো

কলকাতা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে হাওড়ার উলুবেড়িয়া মহকুমার খালনা গ্রাম। লোকমুখে যা লক্ষ্মী গ্রাম বলে পরিচিত। আক্ষরিক অর্থে সত্যিই এই গ্রামে লক্ষ্মী দেবীর বরাবরের অধিষ্ঠান। প্রায় দেড়শো বছর আগে থেকে এই গ্রামে জাঁকজমকপূর্ণভাবে দেবী লক্ষ্মী পূজা করা হয়। দুর্গাপুজোর ঠিক পরেই কোজাগরী লক্ষ্মী পূজায় সেজে ওঠে এই গ্রাম। প্রায় শতাধিক পূজা কমিটি ধুমধাম করে লক্ষ্মী পূজার আয়োজন করে। বিশাল মন্ডপ,চোখ ধাঁধানো আলোক মেলা, নানা থিমের পুজা দেখতে ভিড় জমান প্রায় লক্ষাধিক মানুষ। ১৬ -১৮ অক্টোবর চলবে এই পুজো। থাকছে কার্নিভাল ও। সমুদ্রের তলদেশের চিত্র, ইচ্ছেডানা বা রাধা কৃষ্ণের কুঠি ; এরকম নানা থিমে সেজে উঠেছে পূজা। আর তা দেখতেই আশেপাশের গ্রাম সহ কলকাতা থেকে অসংখ্য মানুষ ভীড় জমাচ্ছেন এই পুজো দেখতে ।

West Bengal News LIVE Updates: কামাখ্যা ব্যাঙ্গালুরু সুপারফাস্ট এসি এক্সপ্রেসে ব্রেক বাইন্ডিংয়ে আগুন, উত্তেজনা বাঁকুড়া স্টেশনে

ফের ট্রেনে ব্রেক বাইন্ডিং য়ে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়া স্টেশনে। এদিন বেলা ১১ টা ৪২নাগাদ কামাখ্যা ব্যাঙ্গালুরু এসি সুপারফাস্ট এক্সপ্রেস বাঁকুড়া স্টেশনে ঢুকতেই একটি কামরার নীচ থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখেন স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। এরপরই স্টেশনের যাত্রীদের মধ্যে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি রেলের মেইনটেনেন্স বিভাগের কর্মী ও আধিকারিকরা ছুটে গিয়ে দেখেন ট্রেনের একটি এসি কামরার ব্রেক বাইন্ডিং থেকে ওই ধোঁয়া বের হচ্ছে। এরপরই তাঁরা ট্রেনের ওই ব্রেক বাইন্ডিং মেরামতির কাজে হাত লাগান। এই ঘটনার জেরে প্রায় ২৫ মিনিট ধরে বাঁকুড়া স্টেশনে দাঁড়িয়ে থাকে ওই ট্রেনটি। পরে মেরামতির কাজ শেষ হলে ট্রেনটি ফের গন্তব্যের উদ্যেশ্যে রওনা দেয়।

West Bengal LIVE News Updates: রেফ্রিজারেটার ফেটে আগুন লাগল বাড়িতে

বাড়িতে থাকা রেফ্রিজারেটার ফেটে আগুন লাগল বাড়িতে। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাড়ির যাবতীয় আসবাব। গতকাল রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার কোতুলপুর থানার চোরকোলা গ্রামে। 

West Bengal News LIVE Updates: পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিন মামলায় সুপ্রিম কোর্টে আরও ১ সপ্তাহ সময় চাইল ইডি

পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিন মামলায় সুপ্রিম কোর্টে আরও ১ সপ্তাহ সময় চাইল ইডি। 'শিক্ষা দুর্নীতি মামলায় ২ বছর ৩ মাস ধরে জেলে রয়েছেন পার্থ। মামলায় সর্বোচ্চ সাজা হতে পারে ৭ বছর। এক তৃতীয়াংশ সাজা ভোগ করা হয়ে গেছে', জামিন চেয়ে সুপ্রিম কোর্টে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। ইডির বক্তব্য জানতে চাইল সর্বোচ্চ আদালত। জবাব দিতে আরও ১ সপ্তাহ সময় চাইল ইডি। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে ফের উঠবে পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিন-মামলা। 

West Bengal LIVE News Updates: কৃষ্ণনগরের আঁচ কল্যাণীতে

কৃষ্ণনগরের আঁচ কল্যাণীতে. জেএনএম হাসপাতালের সামনে বিচার চেয়ে সিপিএমের বিক্ষোভ। ময়নাতদন্তের জন্য কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে আসা হল কৃষ্ণনগরের তরুণীর দেহ

West Bengal News LIVE Updates: পুরুলিয়ার বরাবাজারে নদীর চরে মহিলার দেহ উদ্ধারের ২৪ ঘণ্টা পার এখনও অন্ধকারে পুলিশ, মেলেনি মৃতার পরিচয়

পুরুলিয়ার বরাবাজারে নদীর চরে মহিলার দেহ উদ্ধারের ২৪ ঘণ্টা পার। এখনও অন্ধকারে পুলিশ, মেলেনি মৃতার পরিচয়। গতকাল সকালে নদীর চরে বালি খুঁড়ে অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার হয়। মাথা-মুখ থেঁতলানো অবস্থায় পোঁতা ছিল দেহ, দাবি স্থানীয়দের। রক্তের দাগ ও বেরিয়ে থাকা পোশাক দেখে বালি খুঁড়ে উদ্ধার করা হয় দেহ। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

West Bengal LIVE News Updates: ফের কলকাতায় অগ্নিকাণ্ড, এবার বেলেঘাটা

ফের কলকাতায় অগ্নিকাণ্ড, এবার বেলেঘাটা। বেলেঘাটায় পরিত্যক্ত কারখানায় আগুন। শহরে ফের অগ্নিকাণ্ড। বেলেঘাটায় পরিত্যক্ত কারখানায় আগুন লাগে। এলাকায় আতঙ্ক। 

West Bengal News LIVE Updates: পুরুলিয়ার বরাবাজারে নদীর চরে মহিলার দেহ উদ্ধারের ২৪ ঘণ্টা পার

পুরুলিয়ার বরাবাজারে নদীর চরে মহিলার দেহ উদ্ধারের ২৪ ঘণ্টা পার। এখনও অন্ধকারে পুলিশ, মেলেনি মৃতার পরিচয়। গতকাল সকালে নদীর চরে বালি খুঁড়ে অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার হয়। মাথা-মুখ থেঁতলানো অবস্থায় পোঁতা ছিল দেহ, দাবি স্থানীয়দের। রক্তের দাগ ও বেরিয়ে থাকা পোশাক দেখে বালি খুঁড়ে উদ্ধার করা হয় দেহ

West Bengal LIVE News Updates: কৃষ্ণনগর ও পুরুলিয়ায় দুই তরুণীর দেহ উদ্ধার, মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি সুকান্তর

কৃষ্ণনগর ও পুরুলিয়ায় দুই তরুণীর দেহ উদ্ধার, মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি সুকান্তর। 'লক্ষ্মীপুজোর দিন জোড়া হত্যাকাণ্ডের সাক্ষী বাংলা। রেড রোডের কার্নিভালে নাচতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী মহিলাদের রক্ষা করতে পারেন না, তাঁর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই', মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, পোস্ট সুকান্ত মজুমদারের

West Bengal News LIVE Updates: স্কুল ছাত্রীর আধপোড়া, বিবস্ত্র দেহ, কোথায় নারী নিরাপত্তা?

একদিকে এসপি অফিস, বিএলএলআরও অফিস। আরেকদিকে সার্কিট হাউস, কাছেই জেলাশাসকের দফতর। আর তার ঠিক মাঝেই কৃষ্ণনগর স্টেডিয়ামের ঠিক পাঁচিলের গা ঘেষা গলি থেকে উদ্ধার হল সকুলছাত্রীর আধপোড়া, বিবস্ত্র দেহ। কোথায় নারী নিরাপত্তা? কোথায় পুলিশের নজরদারি? আর জি কর-কাণ্ডের আবহেই আরও একবার সেই প্রশ্ন তুলে দিল কৃষ্ণনগরের ঘটনা।

West Bengal LIVE News Updates: বর্ষা বিদায় নিলেও, একদিনের বৃষ্টিতে দুর্গাপুর শহরের রাস্তা যেন নদী

বর্ষা বিদায় নিলেও, একদিনের বৃষ্টিতে দুর্গাপুর শহরের রাস্তা যেন নদী। জল জমেছে ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে। রাতভর বৃষ্টিতে জলমগ্ন সেপকো টাউনশিপের একাংশ, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের সামনের রাস্তা, NIT-এর সামনের রাস্তা, ৫৪ ফুট, সারদাপল্লি, শ্রীনগরপল্লি, আনন্দপুরী এলাকায়। জলের তলায় দুর্গাপুর স্টিল প্লান্টের মেন গেটের সামনের রাস্তা। বহু বাড়িতে জল ঢুকেছে। কোথাও ফ্ল্যাটের নিচে এক কোমর জল। সেই জলে বাইক ভেসে যেতে দেখা যায়। চারচাকা গাড়ি ভেসে চলে যায়।  গাড়ি ধরে আটকে রাখতে দেখা যায় এক ব্যক্তিকে। ২ বছর আগে মেয়াদ ফুরিয়েছে দুর্গাপুর পুরসভার। ভোট না হওয়ায় নিকাশি-সহ একাধিক পরিষেবায় ঘাটতি দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন পুর-নাগরিকরা। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

West Bengal News LIVE Updates: আর জি কর-কাণ্ডের পর এবার কৃষ্ণনগরেও ক্রাইম সিন নিয়ে প্রশ্ন

আর জি কর-কাণ্ডের পর এবার কৃষ্ণনগরেও ক্রাইম সিন নিয়ে প্রশ্ন, পুজো মণ্ডপেই কি অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল ১৮ বছরের তরুণীর দেহ? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

West Bengal LIVE News Updates: আর জি কর-কাণ্ডের আন্দোলন কি এবার ব্রিগেড-মুখী?

আর জি কর-কাণ্ডের আন্দোলন কি এবার ব্রিগেড-মুখী? 'বিচারের দাবিতে রাজ্য জুড়ে হয়েছে দ্রোহের কার্নিভাল। কলকাতা থেকে জেলা, প্রতিবাদে গর্জে উঠেছে গোটা রাজ্য। আমাদের এই অদলীয় আন্দোলন একদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দখল করবে', চিকিৎসক ধর্ষণ-খুনে বিচারের দাবিতে হুঙ্কার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের

West Bengal News LIVE Updates: ফের কাঠগড়ায় 'সিভিক'

সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ ওঠা থামছেই না। এবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে শ্লীলতাহানি ও ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক সিভিক ভলান্টিয়ার ও এক ভিলেজ পুলিশকে। তিন দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। 

West Bengal LIVE News Updates: পার্থ-সুপারিশে ‘অযোগ্য’দের চাকরি?

অযোগ্য চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করে এক আমলাকে তালিকা পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে রিপোর্টে দাবি করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, সম্প্রতি বিকাশ ভবনে তল্লাশিতে মিলেছে গুরুত্বপূর্ণ নথি। বেশ কিছু প্রভাবশালীর নামও মিলেছে বলে CBI-এর দাবি। 

West Bengal News LIVE Updates: কার্নিভালে সেলেব-বিতর্ক

অতীতে রেড রোডের পুজো কার্নিভালে অনেক সেলিব্রিটিকে দেখা গেলেও, এবার তাঁদের দেখা যায়নি। আর জি কর-কাণ্ডের প্রসঙ্গ টেনে যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। যদিও তারকা ও বিশিষ্টজনদের অনুপস্থিতির সঙ্গে আর জি কর-কাণ্ডের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে তৃণমূল।

West Bengal LIVE News Updates: নদীর চরে দেহ

খুন করে নদীর চরে দেহ! রক্তের দাগ দেখে বালি খুঁড়ে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। চাঞ্চল্য পুরুলিয়ার বরাবাজারে। কেন, কীভাবে খুন? ঘনীভূত রহস্য। 

West Bengal News LIVE Updates: ছাত্রীকে 'গণধর্ষণ-খুন'

আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই কৃষ্ণনগরে স্কুল ছাত্রীকে গণধর্ষণের পর অ্যাসিড ঢেলে পুড়িয়ে খুনের অভিযোগ। এসপি অফিসের কাছেই উদ্ধার দেহ। গ্রেফতার প্রেমিক। 

প্রেক্ষাপট

বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ। ১০ দফা দাবি আদায়ে আজ এই স্লোগানকে সামনে রেখে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নামছেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলা থেকে ম্যাটাডোরে করে শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিলি এবং গণ স্বাক্ষর সংগ্রহ করবেন তাঁরা। বেলা ১২টা থেকে শুরু হবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের এই গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি।


আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই কৃষ্ণনগরে সকুলছাত্রীকে গণধর্ষণের পর অ্যাসিড ঢেলে পুড়িয়ে খুনের অভিযোগ। এসপি অফিসের কাছেই উদ্ধার দেহ। গ্রেফতার প্রেমিক। 


পুলিশে অনাস্থা, সিবিআই তদন্ত দাবি পরিবারের। 


কৃষ্ণনগরকাণ্ডে গণধর্ষণ, খুন, অ্যাসিড হামলার ধারায় মামলা পুলিশের। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের দাবিতে, কোতোয়ালি থানায় বিক্ষোভ বাম-কংগ্রেসের।


খুন করে নদীর চরে দেহ! রক্তের দাগ দেখে বালি খুঁড়ে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। চাঞ্চল্য পুরুলিয়ার বরাবাজারে। কেন, কীভাবে খুন? ঘনীভূত রহস্য। 


আর জি কর-কাণ্ডের মধ্যেই লক্ষ্মীপুজোর দিন জোড়া খুন। কোথায় নারী নিরাপত্তা? কার্নিভালে নাচে ব্যস্ত মুখ্যমন্ত্রী, পদত্যাগের দাবি সুকান্তর। উন্নাও, হাথরস প্রসঙ্গ টেনে পাল্টা কুণাল।   
 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.