West Bengal News Live Updates: পাখির চোখ ২৬, ছাব্বিশের নির্বাচনের আগে বামেদের পাখির চোখ শ্রমজীবী মানুষ

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 20 Apr 2025 11:52 PM

প্রেক্ষাপট

কেন্দ্রে লুঠ বিজেপির। রাজ্যে তৃণমূলের। ব্রিগেডের মঞ্চ থেকে একযোগে পদ্ম ও জোড়াফুল শিবিরকে নিশানা বামেদের। দুই সরকারকে উৎখাতের ডাক। ২০ মে দেশজুড়ে শ্রমিক ধর্মঘটের ডাক। ২৬ হাজার চাকরি চলে গেল। অযোগ্যদের...More

West Bengal News Live: কাল মুর্শিদাবাদ যাচ্ছেন সুকান্ত মজুমদার

কাল মুর্শিদাবাদ যাচ্ছেন সুকান্ত মজুমদার। 'কংগ্রেস, সিপিএমকে ঢুকতে দিয়েছে, তাহলে পুলিশ কেন বাধা দেবে ?' 'তৃণমূলের বি টিম হয়ে কাজ করছে বলে কংগ্রেস-সিপিএমকে ঢুকতে দেওয়া হয়েছে ?' 'মহম্মদ সেলিম, শুভঙ্কর সরকার ঢুকতে পারলে কেন্দ্রীয় মন্ত্রীও  ঢুকতে পারবেন', হুঙ্কার সুকান্ত মজুমদারের।