West Bengal News LIVE Updates: রাত পোহালেই শুরু লোকসভা নির্বাচন

West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...

ABP Ananda Last Updated: 18 Apr 2024 11:39 PM
Lok Sabha Election 2024: রাত পোহালেই শুরু লোকসভা নির্বাচন

রাত পোহালেই শুরু লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল, শুক্রবার হবে প্রথম দফার ভোটগ্রহণ। বাংলায় প্রথম দফায় ৩ আসনে ভোট হচ্ছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার আসনের জন্য় হবে ভোটগ্রহণ। সব মিলিয়ে ৩৭ জন প্রার্থীর ভাগ্যবিচার করবেন নাগরিকরা।

West Bengal News LIVE Updates: ভাঙড়ে পুলিশের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ

ভাঙড়ে পুলিশের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ। ভাঙড় থানার ১ এসআইয়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ব্যবসায়ীর। সাব ইন্সপেক্টর বিশ্বরাজ রায়চৌধুরীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ব্যবসায়ীর। প্রথমে ১০ লক্ষ টাকা দাবি এসআইয়ের, পরে ৫ লক্ষ টাকায় রফা, দাবি ব্যবসায়ীর। প্রথম কিস্তিতে আড়াই লক্ষ টাকা দেওয়া হয়, অভিযোগ ব্যবসায়ীর। অভিযুক্ত সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, পুলিশ সূত্রে খবর। আপাতত ক্লোজ করা হয়েছে অভিযুক্ত এসআইকে, পুলিশ সূত্রে খবর।

WB News LIVE: ভোটের আগেই অশান্ত কোচবিহার, আক্রান্ত ২ তৃণমূলকর্মী

ভোটের আগেই অশান্ত কোচবিহার, আক্রান্ত ২ তৃণমূলকর্মী। গোসানিমারিতে তৃণমূলকর্মীকে হাঁসুয়ার কোপ, অবস্থা সঙ্কটজনক। হাঁসুয়া দিয়ে মাথায় আঘাত, আশঙ্কাজনক অবস্থায় তৃণমূলকর্মী। বুথ সভাপতির বাড়ি যাওয়ার সময় তৃণমূলকর্মীদের উপর হামলা। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। 'নিজেদের মধ্যেই গন্ডগোল করে অশান্তি বাঁধাতে চাইছে তৃণমূল', তৃণমূলের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি বিজেপির। 

Lok Sabha Election 2024: দিনহাটার পর তুফানগঞ্জ, এবার আক্রান্ত বিজেপি কর্মী

দিনহাটার পর তুফানগঞ্জ, এবার আক্রান্ত বিজেপি কর্মী। কোচবিহারের তুফানগঞ্জে বিজেপি কর্মীর উপরে হামলা। প্রতিবাদে তুফানগঞ্জে বিজেপির রাজ্য সড়ক অবরোধ। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে তুফানগঞ্জ।

WB News LIVE: উদয়নকে বুথ এলাকায় আটকানোর নিশীথের আর্জিতে সাড়া দিল না কমিশন

উদয়নকে বুথ এলাকায় আটকানোর নিশীথের আর্জিতে সাড়া দিল না কমিশন। স্বাভাবিক নিয়ম অনুযায়ী বিধানসভা কেন্দ্রের মধ্যেই থাকবেন উদয়ন।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখবে কমিশন, খবর সূত্রের। 

WB News LIVE: উদয়নকে বুথ এলাকায় আটকানোর নিশীথের আর্জিতে সাড়া দিল না কমিশন

উদয়নকে বুথ এলাকায় আটকানোর নিশীথের আর্জিতে সাড়া দিল না কমিশন। স্বাভাবিক নিয়ম অনুযায়ী বিধানসভা কেন্দ্রের মধ্যেই থাকবেন উদয়ন।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখবে কমিশন, খবর সূত্রের। 

Lok Sabha Election 2024: কাল থেকে শুরু মহারণ, প্রথম দফায় ৩ জেলায় ভোট

কাল থেকে শুরু মহারণ, প্রথম দফায় ৩ জেলায় ভোট। কাল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট। কোচবিহারে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

WB News LIVE: মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের বোমাবাজি, শক্তিপুর থানার ওসি-সহ ৩ পুলিশ কর্মী আহত

মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের বোমাবাজি। ২ জনকে গ্রেফতার করল পুলিশ। শক্তিপুর থানার ওসি-সহ ৩ পুলিশ কর্মী আহত। শক্তিপুর জুড়ে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। গতকাল একাধিক দোকান, বাড়িতে ভাঙচুর-আগুন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী।

Lok Sabha Election 2024: রেজিনগরের শক্তিপুরে বোমাবাজি, ২ জনকে গ্রেফতার

মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের বোমাবাজি। রেজিনগরের শক্তিপুরে বোমাবাজি, ২ জনকে গ্রেফতার করল পুলিশ

WB News LIVE: মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে কমিশনে রিপোর্ট পাঠালেন জেলার পুলিশ সুপার

মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে কমিশনে রিপোর্ট পাঠালেন জেলার পুলিশ সুপার। ৩ পাতার রিপোর্টে বিস্তারিত বিবরণ সহ ঘটনার রিপোর্ট জমা। পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হয়েছে, এলাকার পরিস্থিতি কী? বিস্তারিত উল্লেখ রিপোর্টে। এলাকায় নজর রেখে ঘণ্টায় ঘণ্টায় কমিশনে আপডেট দেওয়ার নির্দেশ।

Lok Sabha Election 2024: কাল কোচবিহারে ভোট, কমিশনের নজরবন্দি উদয়ন

কাল কোচবিহারে ভোট, কমিশনের নজরবন্দি উদয়ন। নিশীথের আর্জিতে সাড়া, উদয়নের গতিবিধিতে বেড়ি। ভোটের সময় বিধানসভা এলাকাতেই থাকতে হবে উদয়নকে। উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণ করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। 'আমাকে নজরবন্দি করলে, গৃহবন্দি করা হোক নিশীথকে',
বিজেপি প্রার্থীকে পাল্টা চ্যালেঞ্জ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর। কোচবিহারের সন্ত্রাসের কারিগর তো উদয়নই, পাল্টা নিশীথ প্রামাণিক।

WB News LIVE: মানিকতলার মুরারিপুকুরে বিপজ্জনকভাবে হেলে পড়েছে ফ্ল্যাট

গার্ডেনরিচ আতঙ্ক ফিরল মানিকতলায়। মানিকতলার মুরারিপুকুরে বিপজ্জনকভাবে হেলে পড়েছে ফ্ল্যাট। ভিতরেই রয়েছেন আবাসিকরা। আট মাস আগে পুরসভা নোটিস দিয়ে ইঞ্জিনিয়ারদের পরামর্শ নেওয়ার আবেদন জানিয়েছিল। যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বিপজ্জনক ফ্ল্যাটটি। খবর সম্প্রচারের পর ঘটনাস্থলে পৌঁছল মানিকতলা থানার পুলিশ।

Lok Sabha Election 2024: থানায় ঢুকে হুমকি, অগ্নিমিত্রার বিরুদ্ধে পুলিশের এফআইআর

থানায় ঢুকে হুমকি, অগ্নিমিত্রার বিরুদ্ধে পুলিশের এফআইআর। মেদিনীপুরে থানায় তালা, ভিতরে ঢুকে অফিসারের সঙ্গে বচসা। অগ্নিমিত্রা-সহ ১৬ বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে এফআইআর। মেদিনীপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা।


 

WB News LIVE Updates:মাথাভাঙায় ভোটের প্রস্তুতি তুঙ্গে

কাল প্রথম দফায় কোচবিহার লোকসভা কেন্দ্রে নির্বাচন। মাথাভাঙায় ভোটের প্রস্তুতি তুঙ্গে।

Lok Sabha Election 2024: সিপিএমের উত্তরীয় পরে মিছিলে বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী

বর্ণাঢ্য মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। সিপিএমের উত্তরীয় পরে মিছিলে যোগ দেন বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ, ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়রাও। আজ মনোনয়নপত্র জমা দেন জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেনও। 

WB News LIVE Updates: ভোটের মুখে চরমে সুদীপ-মোনালিসা দ্বন্দ্ব

সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের, ছোট মেয়ের তকমার পাল্টা এবার সরব ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। ওঁর তুলনায় আমি তো ছোটই। তবে আমি আমার সিদ্ধান্ত থেকে সরব না। প্রতিক্রিয়া মোনালিসার। ছোট মেয়ে, বললে উঠে যাবে, গতকাল এই মন্তব্য করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্বাচনী কেন্দ্রে ৮৪ ঘন্টা অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন মোনালিসা। সুদীপ এখনও তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করেননি, অভিযোগ মোনালিসার। তৃণমূল কাউন্সিলরের অভিযোগ সাংসদ ব্লক প্রেসিডেন্টকে ফোন করছেন , কথা বলছেন, কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করছেন না। যতক্ষণ এই সমস্যার সমাধান না হয় তিনি অবস্থান চালিয়ে যাবেন বলে দাবি। 

Lok Sabha Election 2024: ফের সুদীপকে 'সাদা হাতি' কটাক্ষ তাপসের

ফের সুদীপকে 'সাদা হাতি' কটাক্ষ তাপসের। '৪ জুনের পর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মোবাইল সুইচড অফ থাকবে। উত্তর কলকাতার মানুষ আর সাদা হাতি পুষবে না। শুধু বড় বড় লেকচার দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়', কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থীকে নিশানা বিজেপি প্রার্থীর। 

West Bengal News LIVE Updates: দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের মিছিলে স্কুলের পোশাকে পড়ুয়ারা, শুরু বিতর্ক

আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও স্কুল পড়ুয়াদের নিয়ে মিছিল। দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের মিছিলে স্কুলের পোশাকে পড়ুয়ারা। তৃণমূলের প্রতীক হাতে নিয়ে পড়ুয়াদের মিছিল ঘিরে তুঙ্গে বিতর্ক।

WB News LIVE Updates: বিতর্কের জেরে কোচবিহার সফর বাতিল রাজ্যপালের

বিতর্কের জেরে অবশেষে কোচবিহার সফর বাতিল করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোটের আগে সেখানে যাওয়ার কথা প্রকাশ্যে আসার পরেই তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। কমিশনও রাজ্যপালকে কোচবিহারে যাওয়ার অনুমতি দেয়নি। উলটে বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক হচ্ছিল। বৃহস্পতিবার শেষ পর্যন্ত নিজের কোচবিহার সফর বাতিল করলেন রাজ্যপাল। পরিষ্কার জানালেন রাজনীতি হচ্ছে বোড়ে হব না। 

West Bengal News LIVE Updates: ভোটের আগে অস্বস্তিতে উদয়ন গুহ, নিশীথ প্রামাণিকের আর্জিতে সাড়া কমিশনের

লোকসভা ভোটের ঠিক একদিন আগেই অস্বস্তি বাড়ল উদয়ন গুহর। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের আর্জিতে সাড়া দিল নির্বাচন কমিশন। এর ফলে আগামীকাল ভোটের দিন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিল তারা। পরিষ্কার জানিয়ে দিল ভোটের সময় নিজের বুথ এলাকাতেই থাকতে হবে উদয়ন গুহকে।

WB News LIVE Updates: ভোট প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে উলুবেড়িয়ার তৃণমূল প্রার্থী

ভোটের প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। স্থানীয়দের অভিযোগ, আমতা বিধানসভা এলাকার সাবসিট গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণপাড়া পশ্চিম পাড়ায় প্রায় আড়াই মাস ধরে পানীয় জলের সঙ্কট চলছে। গ্রামের একটিমাত্র নলকূপ খারাপ হয়ে পড়ে আছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি।

West Bengal News LIVE Updates: সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ ৩ পঞ্চায়েত সদস্য সহ হাজারখানেক কর্মী-সমর্থকের

ভোটের আগেই ফের দলবদলের ঘটনা ঘটল মালদায়। বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনজন পঞ্চায়েত সদস্য সহ হাজারখানেক কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

WB News LIVE Updates: ভোটের কাজে হস্তক্ষেপের অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

লোকসভা ভোটের কাজে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্বাচনের প্রচার বন্ধের পরও নির্বাচনের দিন প্রথম পর্বের লোকসভা কেন্দ্রগুলিতে যাওয়ার চেষ্টা করছেন তিনি। এই অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ ঠুকল তৃণমূল কংগ্রেস।

West Bengal News LIVE Updates: প্রচারে বেরিয়ে গরমে এক ব্যাক্তিকে স্নান করিয়ে দিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার

প্রচারে বেরিয়ে আগেই জুতো পালিশ করে বিতর্কে জড়িয়েছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। এবার প্রচারে বেরিয়ে এক ব্যাক্তির মাথায় জল ঢেলে তাঁকে স্নান করিয়ে দিয়ে বিতর্কে জড়ালেন সুভাষ সরকার। 

WB News LIVE Updates: শিলিগুড়িতে দার্জিলিংয়ে রোড শো অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর

শিলিগুড়িতে দার্জিলিংয়ের বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। রাজু বিস্তের সমর্থনে রোড শো মিঠুন চক্রবর্তীর।

West Bengal News LIVE Updates: 'রামনবমীতে মুর্শিদাবাদে হিংসার ঘটনা পূর্বপরিকল্পিত', মন্তব্য মমতার

'বিজেপি অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করতে গেছে, সেই অধিকার কেউ দেয়নি। বিশেষ সম্প্রদায়ের মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। রামনবমীতে মুর্শিদাবাদে হিংসার ঘটনা পূর্বপরিকল্পিত', সাফ মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB News LIVE Updates: গরম থেকে বাঁচাতে ট্রাফিক পুলিশদের সামার কিট বিলি বিধাননগর পুলিশ কমিশনারেটে

কর্তব্যরত ট্রাফিক পুলিশদের তীব্র গরম থেকে বাঁচাতে সামার কিট দেওয়া হল বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায়। বৃহস্পতিবার সকালে বিভিন্ন ট্রাফিক বুথে ঘুরে পুলিশ কমিশনার গৌরব শর্মা এই সামার কিট তুলে দেন ট্রাফিক পুলিশ ও ট্রাফিকে কর্তব্যরত সিভিকদের হাতে। প্রচণ্ড এই গরমের সময় নিজেদের সুস্থ রাখতে কী করণীয় সেটাও জানিয়ে দেন তিনি।

West Bengal News LIVE Updates: বোলপুর মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে উদ্ধার বিষধর সাপ

বোলপুর মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে বিষধর সাপ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল। তড়িঘড়ি হাসপাতালের কর্মীদের খবর দেওয়া হলে সাপটিকে ধরে নিয়ে গিয়ে বাইরে ফেলে দেওয়া হয়। সেই ভিডিও ভাইরাল হতেই ছড়িয়েছে উত্তেজনা। চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর অভিযোগ ,শুধু আজকে নয় বিভিন্ন সময় হাসপাতালের নানা জায়গায় সাপ দেখতে পাওয়া যায়। 

WB News LIVE Updates: দাবদাহের জের, বিজ্ঞপ্তি দিয়ে ২২ এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা রাজ্যের

তীব্র দাবদাহের জেরে জ্বলছে বাংলার বেশিরভাগ জেলা। এই কারণে স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে এল রাজ্য সরকার। বৃহস্পতিবার সরকারি বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করা হয়েছে।

West Bengal News LIVE Updates: রামনবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

রাজ্যের বিভিন্ন জায়গায় রাম নবমীর মিছিলকে ঘিরে অশান্তির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু। নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা পোস্ট করেছেন, মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের কারণে দুষ্কৃতীরা আইনরক্ষকদের হাত বাঁধা আছে এই আশ্বাস পেয়েছে। তাই গোটা ঘটনার এনআইএ তদন্ত চেয়েছেন তিনি। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি লিখে হস্তক্ষেপের অনুরোধ জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনের কাছেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

WB News LIVE Updates: রামনবমী নিয়ে অশান্তির জের, বহরমপুর-শক্তিপুর সীমান্ত এলাকায় নাকা চেকিং পুলিশের

বুধবার বিকেলে মুর্শিদাবাদের রেজিনগরের শক্তিপুরে রামনবমীর মিছিলকে কেন্দ্র তীব্র উত্তেজনা ছড়ায়। এর জেরে বৃহস্পতিবার সকাল থেকে বহরমপুর-শক্তিপুর সীমান্ত এলাকায় নাকা চেকিং চালাচ্ছে মুর্শিদাবাদ পুলিশ।

West Bengal News LIVE Updates: সাতসকালে বাড়ির পাঁচিলের ওপর বোমা, উত্তেজনা সোনারপুরে

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে সাতসকালে একটি বাড়ির পাঁচিলের ওপর বোমা পাওয়া যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সোনারপুর উত্তর বিধানসভার রাধানগরের উত্তরপাড়ায়। জানা গেছে, স্থানীয় বাসিন্দা অজয় মণ্ডলের বাড়ির পাঁচিলের ওপর রাখা ছিল একটি তাজা বোমা। খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা এভাবে জনবহুল এলাকায় বোমা রেখে গেল, খতিয়ে দেখছে পুলিশ।

WB News LIVE Updates: ভোটের আগে কোচবিহারের শীতলকুচিতে দুষ্কৃতীদের দাপাদাপি, ভাইরাল ভিডিও

ভোটের আগে কোচবিহারের শীতলকুচিতে ভাইরাল হল দুষ্কৃতীদের অস্ত্র হাতে দাপাদাপির ভিডিও। এর জেরে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ জানিয়েছে বিজেপি। তাদের দাবি, গতকাল রাতে শীতলকুচির সতীপুকুর এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ৩ যুবক। তাদের একজনকে ধরে শীতলকুচি থানার পুলিশের হাতে তুলে দেন বিজেপি কর্মীরা। বাকি ২ জন পালিয়ে যায় বলে দাবি। বিজেপির অভিযোগ, ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে শাসকদল।

West Bengal News LIVE Updates: রাত পোহালেই ভোট রাজ্যে, প্রস্তুতি তুঙ্গে কমিশনে

রাত পোহালেই রাজ্যে শুরু লোকসভা ভোটের প্রথম পর্যায়। তাই প্রস্তুতি তুঙ্গে। কোচবিহারে মোতায়েন করা হয়েছে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আর ৭৫ কোম্পানি মোতায়েন জলপাইগুড়িতে। আলিপুরদুয়ারে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে ৬৩ কোম্পানি বাহিনী।

WB News LIVE Updates: সমগ্র দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ বইবে আগামী পাঁচ দিন

সমগ্র দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ বইবে আগামী পাঁচ দিন। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই দুইদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা সর্বোচ্চ বাড়বে ৩ থেকে ৫ ডিগ্রি। পাশাপাশি আজ ও আগামীকাল দুই মেদিনীপুর, বাঁকুড়া, হুগলিতে ও দুই বর্ধমানে তাপপ্রবাহ বইবে বলে সতর্ক করা হয়েছে। তারপরের তিনদিন তাপমাত্রা ৪ থেকে ৭ ডিগ্রি বাড়বে সমস্ত জেলাতেই।  

West Bengal News LIVE Updates: ভোটের দিন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করার আর্জি জানিয়ে কমিশনকে চিঠি নিশীথ প্রামাণিকের

ভোটের দিন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করার আর্জি জানিয়ে কমিশনকে চিঠি দিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তাঁর নিজের বুথেই তাঁকে আটকে রাখার অনুরোধ করা হয়েছে। চিঠিতে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সন্ত্রাসে উস্কানি দেওয়ারও অভিযোগ করেছেন কোচবিহারের বিজেপি প্রার্থী। ভয় পেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পাল্টা কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর।

WB News LIVE Updates: ভোটের মুখে আসানসোলের জামুড়িয়ায় বিজেপি কর্মীর নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ

গতকাল রাতে জামুড়িয়ার বাগডিহা গ্রামে বিজেপি কর্মী মদন গড়াইয়ের বাড়ির শৌচাগারের ছাদে বোমা বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের বাড়ির ছাদও। তৃণমূলের দাবি, এলাকায় অশান্তি ছড়াতেই বিজেপি কর্মীর বাড়িতে বোমা মজুত করা হয়েছিল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। কীভাবে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে জামুড়িয়া থানার পুলিশ।

West Bengal News LIVE Updates: ১০০ দিনের মজুরি থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কুলপিতে হেনস্থা তিন তৃণমূল নেতাকে

কুলপিতে ১০০ দিনের মজুরি থেকে কাটমানি নেওয়ার অভিযোগ ছিল। তাই নিয়ে সালিশি সভা চলাকালীন একশো দিনের কাজের মজুরি থেকে বঞ্চিত শ্রমিকরা আটকে রাখলেন তিন তৃণমূল নেতাকে। চলল টানাহ্যাঁচড়া। দীর্ঘক্ষণ পর পুলিশের উপস্থিতিতে উঠল বিক্ষোভ।  

WB News LIVE Updates: উলুবেড়িয়ায় জাতীয় সড়কের পাশে ভয়াবহ আগুন, পুড়ে ছাই দোকান ও গাড়ি

উলুবেড়িয়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি ঝুপড়ি দোকান ও একটি গাড়ি। পুলিশ সূত্রে খবর, ১৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস লেনের পাশে আবর্জনার মধ্যে প্রথমে আগুন লাগে। তারপর সেই আগুন পাশে জমা করে রাখা প্লাস্টিক ক্যারেটে ধরে যায়। আর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পাশে থাকা তিনটি চায়ের দোকানে। 
জাতীয় সড়কের পাশে দাঁড় করানো একটি স্করপিও গাড়িতেও আগুন লেগে যায়। খবর পেয়ে দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

West Bengal News LIVE Updates: কোচবিহারের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কমিশনে বিজেপি, তোলা হল প্রার্থীপদ বাতিলের দাবি

নির্বাচনের বাকি মাঝে আর একটা মাত্র দিন। এই পরিস্থিতিতে কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী সম্পর্কে তথ্য গোপনের অভিযোগ বিজেপির। এই কারণে নির্বাচন কমিশনের কাছে তাঁর প্রার্থীপদ বাতিলের দাবিতে সরব গেরুয়া শিবির। পাল্টা জবাব তৃণমূল প্রার্থীরও।

WB News LIVE Updates: সাধারণ মানুষের জন্য উত্তর কলকাতায় দাতব্য় চিকিৎসালয় খুলল রামকৃষ্ণ মঠ

দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এবার উত্তর কলকাতায় দাতব্য় চিকিৎসালয় খুলল রামকৃষ্ণ মঠ। বুধবার হয় উদ্বোধন। বৃহস্পতিবার থেকে সাধারণ মানুষদের জন্য় খুলে দেওয়া হচ্ছে ওই চিকিৎসালয়টি।

West Bengal News LIVE Updates: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে CBI-এর দ্বারস্থ সন্দেশখালির বাসিন্দারা

১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে CBI-এর দ্বারস্থ হল সন্দেশখালি ১ নম্বর ব্লকের সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের একাংশ।

WB News LIVE Updates: ফের পুলিশকে হুঁশিয়ারি অগ্নিমিত্রার

খড়গপুরের পর মেদিনীপুর। ফের পুলিশকে হুঁশিয়ারি অগ্নিমিত্রার। থানায় তালা দিল বিজেপি।  থানায় তালা, পুলিশকে হুঁশিয়ারি

West Bengal News LIVE Updates: রেজিনগরকাণ্ডে এনআইএ চান সুকান্ত

রেজিনগরকাণ্ডে এনআইএ চান সুকান্ত। তৃণমূলের কেউ জড়িত নয়, দাবি আবু তাহেরের। ঘটনাস্থলে ডিএম-এসপি। ডাকা হল কেন্দ্রীয় বাহিনীকে। 

প্রেক্ষাপট

কলকাতা: 'বিজেপি অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করতে গেছে, সেই অধিকার কেউ দেয়নি। বিশেষ সম্প্রদায়ের মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। রামনবমীতে মুর্শিদাবাদে হিংসার ঘটনা পূর্বপরিকল্পিত', সাফ মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি বলেন, 'রামনবমীর আগের দিন ডিআইজি-কে সরানো হল বিজেপিকে নাটক করতে দেওয়ার জন্য ? বিজেপির যে বিধায়ক হিংসা ছড়িয়েছে তাকে গ্রেফতার করা হবে না কেন? হাওড়াতেও বিজেপি সকালেই অস্ত্র নিয়ে মিছিল করেছে। অশান্তির পরিকল্পনা করেই গোটা জেলা যিনি চিনতেন সেই ডিআইজি-কে সরানো হয়েছে। বিজেপি-কে জিজ্ঞাসা করুন কোন কাজটা আপনারা করছেন'।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.