West Bengal News LIVE Updates: ভোটের আবহে ফের প্রশ্নের মুখে রাজনীতিবিদদের ভাষা সংস্কৃতি
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
ভোটের আবহে ফের প্রশ্নের মুখে রাজনীতিবিদদের ভাষা সংস্কৃতি। মাথাভাঙায়, নির্বাচনী সভায় মুখ্য়মন্ত্রীর বক্তব্য়ে একটি শব্দ নিয়ে প্রশ্ন তুলল বিরোধীরা। যদিও, ওই শব্দপ্রয়োগের পরপরই তা প্রত্য়াহার করে নিয়ে দুঃখপ্রকাশ করেন তৃণমূলনেত্রী। কিন্তু এ নিয়ে তরজা বন্ধ হয়নি।
প্রথম দফায় ৩ কেন্দ্রে রাজ্যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী? প্রথম দফায় ১৭৭ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী থাকার সম্ভাবনা ক্ষীণ। ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে কমিশনের দ্বারস্থ একের পর এক রাজ্য। জম্মু কাশ্মীর থেকে ছত্তীসগঢ়-পর্যাপ্ত বাহিনী দিতে হিমশিম কমিশন, খবর সূত্রের। কেন্দ্রীয় বাহিনী চেয়ে কমিশনের দ্বারস্থ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশও। কাল কলকাতায় রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক, শনিবার বৈঠক। সিইও দফতরের কাছে চাওয়া হল ৫ বছরের ভোটে হিংসা সংক্রান্ত তথ্য, খবর সূত্রের।
বাঁকুড়ায় ভোটের প্রচারে এবার অনুব্রত-মডেল। ঢাক বাজিয়ে প্রচার করার পাশাপাশি, গুড়-বাতাসা, নকুলদানা বিলি করলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। নাম না করে প্রতিপক্ষ বিজেপি প্রার্থী ও প্রাক্তন স্বামীকে অসুর বলে কটাক্ষও করলেন। তৃণমূল প্রার্থীকে পাল্টা নিশানা করেছেন সৌমিত্র খাঁ।
'একাধিক মন্ত্রী ছিলেন, তাহলে শুধু আমার বিরুদ্ধে ব্যবস্থা কেন? আমি যদি নির্বাচনী বিধিভঙ্গ করি, তাহলে নির্বাচন কমিশনের নজরে আনা উচিত। কী ব্যবস্থা নেওয়া হবে, সেটা তো নির্বাচন কমিশন ঠিক করবে।' এক্স হ্যান্ডলে পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
ভোটের মুখে রাজ্য-রাজ্যপাল সংঘাতে নাটকীয় মোড়। মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপসারণের নির্দেশ রাজ্যপালের। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ব্রাত্যের অপসারণের সুপারিশ, খবর পিটিআই। ৩০ মার্চ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের বৈঠকে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। সেখানে লোকসভা ভোট নিয়ে রাজনৈতিক আলোচনা হয় বলে রাজভবন সূত্রে খবর। তারপরেই ব্রাত্যর অপসারণের সুপারিশ রাজ্যপালের, খবর পিটিআইয়ের।
'অভিষেককে চ্যালেঞ্জ জানিয়ে পালিয়ে যাওয়াকে নৌশাদ সিদ্দিকি বলে', ডায়মন্ড হারবার প্রার্থী হতে চেয়েও ডিগবাজি খেতেই কটাক্ষ দেবাংশুর। 'এই জন্যেই বলি পান্তা ভাত খেয়ে বিরিয়ানির ঢেকুর তোলা উচিত নয়', ভাঙড়ের আইএসএফ বিধায়ককে কটাক্ষ করে পোস্ট দেবাংশু ভট্টাচার্যের।
হুঙ্কারই সার, অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ে রণেভঙ্গ নৌশাদের। ডায়মন্ড হারবার কেন্দ্রে আইএসএফ প্রার্থী মজনু লস্কর।
ভোটের মুখে ফের সিএএ-সংঘাত, যুযুধান মোদি-মমতা। 'মিথ্যের রাজনীতি করছে বিরোধীরা, চলছে অপপ্রচার, সব পরিবার নাগরিকত্ব পাবে, এটা মোদির গ্যারান্টি', কোচবিহারের সভা থেকে বিরোধীদের আক্রমণে প্রধানমন্ত্রী।
'তৃণমূল হলে নাগরিকত্ব নয়, কাউকেও নাগরিকত্ব নয়', বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের ভাইরাল ভিডিওয় তোলপাড়। 'তৃণমূলের লোকেদের কাউকে নেবেন না, নাগরিকত্ব দেব না, দেখব কীভাবে বাঁচায় মমতা বন্দ্যোপাধ্যায়', হুমকি জাহাজ প্রতিমন্ত্রীর।
ফের বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ। এবার বর্ধমান-পূর্বের প্রার্থী অসীম সরকারকে বহিরাগত তকমা দিয়ে, তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করে পড়ল পোস্টার। পূর্বস্থলীর বিভিন্ন এলাকায় এই পোস্টার দেখা গিয়েছে। পোস্টার-কাণ্ডের নেপথ্যে বিজেপিরই হাত রয়েছে বলে দাবি করেছে তৃণমূল। মানতে নারাজ বিজেপি প্রার্থী।
'কেন্দ্রের প্রকল্প রাজ্যে লাগু করতে দেওয়া হয় না, মানুষ বঞ্চিত হয়', আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে তৃণমূল সরকারকে নিশানা মোদির। 'বাংলাকে রেকর্ড টাকা দেওয়া হয়েছে, কিন্তু সময়ে কাজ শেষ হয়নি', কোচবিহারে সভা থেকে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে পাল্টা আক্রমণে প্রধানমন্ত্রী।
উত্তরবঙ্গে বৃহস্পতিবার দার্জিলিং এ হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুর জেলাতে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ওপরের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত তাপপ্রবাহ। রবিবার ও সোমবার ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টি শুরু পার্বত্য এলাকায়। শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
'বাংলায় তৃণমূল নেতার বাড়িতে টাকার পাহাড়। যারা মানুষকে লুঠ করল, তাদের সাজা হওয়া উচিত না অনুচিত? বাংলায় দুর্নীতি-তোলাবাজি-খুনের রাজনীতি চলছে। আমরা বলি দুর্নীতি হঠাও, ওরা বলে দুর্নীতিবাজদের বাঁচাও। হুমকিতে ভয় পাই না, দুর্নীতিবাজদের সাজা হবেই', তোপ মোদির।
'কেন্দ্রের প্রকল্প রাজ্যে লাগু করতে দেওয়া হয় না, মানুষ বঞ্চিত হয়। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে তৃণমূল সরকারকে নিশানা মোদির। 'বাংলাকে রেকর্ড টাকা দেওয়া হয়েছে, কিন্তু সময়ে কাজ শেষ হয়নি', তোপ মোদির।
'গত ১০ বছরে দেশে যা উন্নতি হয়েছ, তার তালিকা অনেক লম্বা। ১০ বছরের এই উন্নয়ন শুধু ট্রেলার, এখনও অনেক কিছু করা বাকি। পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হবে', কোচবিহারের সভায় বললেন মোদি।
সোমবার সকাল থেকে কালীগঞ্জের মাটিয়ারি ও ফরিদপুর এলাকায় প্রচার করেন তিনি। হুডখোলা গাড়িতে চেপে রোড শো শুরু করেন তিনি। পথচলতি মানুষের সঙ্গেও কথা বলেন তিনি। এদিনের এই প্রচার কর্মসূচিতে তার সাথে ছিলেন কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী খাতুন, কৃষ্ণনগর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মল্লিকা চ্যাটার্জি সহ অন্যান্য নেতা কর্মীরা।
শেখ শাহজাহানের চাপ আরও বাড়ল। শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনও পর্যন্ত দায়ের হওয়া এফআইআর ও চার্জশিট চাইল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মুখবন্ধ খামে সব এফআইআর ও চার্জশিট জমা দিতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের। এফআইআর ও চার্জশিটে কপি চাইল ইডিও। 'বাকি মামলা তো আর্থিক দুর্নীতির নয়', তাহলে সেই এফআইআর ও চার্জশিটের কপি নিয়ে ইডি কী করবে? প্রশ্ন রাজ্যের । আর্থিক দুর্নীতির তদন্তের স্বার্থে বাকি অভিযোগও খতিয়ে দেখা প্রয়োজন, সওয়াল ইডির।
'আমাদের আপদ আজ বিজেপির সম্পদ। আমরা দল থেকে বের করে দিয়েছিলাম, হাজার হাজার মামলা রয়েছে। তিনি নাকি দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী! এটা লজ্জার', মাথাভাঙার সভা থেকে নিশীথ প্রামাণিককে আক্রমণ মমতার
স্কুলের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের কালীঘাট অভিযানকে কেন্দ্র করে হাজরা মোড়ে উত্তেজনা ছড়াল। যতীন দাস মেট্রো স্টেশনের সামনে জড়ো হয়েছিলেন নবম-দশম, একাদশ-দ্বাদশের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। অবিলম্বে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার দাবিতে এদিন কালীঘাট অভিযানের ডাক দেন তাঁরা। হাজরা মোড়েই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। টেনে-হিঁচড়ে চাকরিপ্রার্থীদের পুলিশের গাড়িতে তোলা হয়। কয়েকজনকে আটক করেছে পুলিশ।
গরমকে উপেক্ষা করেই বারুইপুর পুর্ব বিধানসভা কেন্দ্রের ঢোষা এলাকায় নির্বাচনী প্রচার সারলেন লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য, সৃজন বলেন আমি পার্টটাইম পলিটিশিয়ান নই, প্যারাসুট প্রার্থী নই, সবসময় রাজনীতির সঙ্গে যুক্ত। এটা করতে করতে একটু অভিনয়, একটু নাচতে গেলাম বা ইডি দপ্তরে ছুটে গেলাম এসব করার প্রয়োজন আমার পড়বে না বলে জানান সৃজন, সৃজন জানান বারুইপুর কে জেলা সদর করতে হবে, মানুষের একশো দিনের কাজের অধিকার ফিরিয়ে আনতে হবে। এইসব অধিকার রক্ষায় মানুষ যাদবপুর কেন্দ্রে তাকে জেতাবে বলে জানান সৃজন।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী দিচ্ছে ISF। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনিই দাঁড়াচ্ছেন কি না, তা স্পষ্ট করেননি নৌশাদ সিদ্দিকি। সূত্রের খবর, ডায়মন্ড হারবারে নৌশাদের প্রার্থী না হওয়ার সম্ভাবনাই প্রবল। এর পাশাপাশি, বামেদের সঙ্গে জোট ভেস্তে গেছে বলে স্বীকার করেছেন ISF বিধায়ক। জোট ভাঙার জন্য কার্যত বামেদের ঘাড়েই দায় চাপিয়েছেন নৌশাদ। তিনি জানিয়েছেন, যাদবপুর, শ্রীরামপুর-সহ একাধিক লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে চলেছে ISF।
'এজেন্সি দিয়ে ভোট করাচ্ছে বিজেপি। এজেন্সির কাছে মাথা নত করব না। নির্বাচনী আচরণ বিধি মানে না বিজেপি। বিজেপি বলছে ভোট দাও, এজেন্সি থেকে মুক্তি পাও', কোচবিহারের জনসভা থেকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ওয়াটগঞ্জে নৃশংস খুনের কিনারা। খুনের ঘটনায় নিহত মহিলার ভাসুরকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নীলাঞ্জন সরখেল। এখনও বেপাত্তা মৃতের স্বামী। প্রাথমিক তদন্তে পুুলিশের অনুমান, টাকাপয়সা নিয়ে পারিবারিক অশান্তির কারণেই খুন করা হয় ৩৮ বছরের দুর্গা সরখেলকে। দেহ ৯টি টুকরো করে ৩টি প্যাকেটে ভরে ফেলে আসা হয় ওয়াটগঞ্জে CRPF-এর পরিত্যক্ত ব্যারাকের সামনে। খুনের নেপথ্যে একাধিক ব্যক্তি রয়েছে বলে পুলিশের সন্দেহ।
৫ জানুয়ারি, সন্দেশখালিতে ED-র ওপর হামলার ঘটনায় এবার তৃণমূল বুথ সভাপতিকে তলব করল CBI. হাটগাছির ৬৪ নম্বর বুথের তৃণমূল সভাপতি আকবর মোল্লাকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। CBI তলবে নিজাম প্যালেসে হাজির দিয়েছেন হাটগাছি এলাকার তৃণমূল কর্মী আব্দুল মতিন শেখও।
ব্যাটলফিল্ড কোচবিহার, একই জেলাই আজ প্রচার-যুদ্ধে মোদি-মমতা। কোচবিহারে রাসমেলার মাঠে মোদির সভা, মাথাভাঙায় সভা মমতার। ২০২১-এর ৬ এপ্রিল, বিধানসভা ভোটের আগেও এই দুই জায়গায় একই দিনে সভা করেছিলেন মোদি-মমতা
শ্যামবাজারে ঘড়ির শোরুমে চুরি। প্রায় এক কোটি টাকার ঘড়ি লুঠ হয়েছে বলে অভিযোগ। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মেট্রো স্টেশনের নামী সংস্থার শোরুম। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘড়ির দোকানের শাটার ভেঙে ভিতরে ঢোকে মুখঢাকা দুই দুষ্কৃতী। মিনিট পঁয়তাল্লিশ ধরে চলে অপারেশন। সব মিলিয়ে ৭৫ লক্ষ টাকার ঘড়ি খোয়া গিয়েছে বলে অভিযোগ। তদন্তে নেমেছে শ্যামপুকুর থানার পুলিশ।
প্রচারে নেমে নিজেই লিখলেন দেওয়াল। আজ সকালে খড়গপুর শহরে প্রচার করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। খড়গপুরের মালঞ্চ এলাকায় পুজো দেন বালাজি মন্দিরে। এরপর ১১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন অগ্নিমিত্রা।
ভিড়ে ঠাসা ট্রেনে উঠে প্রচার করলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। আজ শিয়ালদা-বনগাঁ শাখার বিশরপাড়া কোদালিয়া স্টেশন থেকে প্রচার শুরু করেন তিনি। হকার থেকে শুরু করে ট্রেনের যাত্রী সকলের সঙ্গে হাত মিলিয়ে ভোট চান সুজন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জনসংযোগ সেরে ট্রেনে উঠেও প্রচার করেন দমদমের সিপিএম প্রার্থী।
এবার শেখ শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ED। এ ছাড়াও শেখ শাহজাহানের মালিকানাধীন মেসার্স সাবিনা ফিশারিজের ব্যাঙ্ক অ্যাকউন্টও ফ্রিজ করা হয়েছে। ED সূত্রে দাবি, ১৩৭ কোটি টাকা জমা পড়ার তথ্যপ্রমাণকে সামনে রেখেই ২টি অ্যাকাউন্টের যাবতীয় লেনদেন বন্ধ করা হয়েছে। ED সূত্রে দাবি, তাদের নজরে আরও ১৭-১৮টি অ্যাকাউন্ট। এই সমস্ত অ্যাকাউন্টের লেনদেন সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির কাছে জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ED সূত্রে খবর, কোথা থেকে কী পরিমাণ টাকা এই সমস্ত অ্যাকাউন্টে জমা পড়েছে, কী কারণে টাকা লেনদেন হয়েছে, সেই মানি ট্রেল খুঁজে বার করাই এখন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীদের লক্ষ্য।
কোনও দুষ্কৃতী আর অন্য কোনও দলে নেই। সব দুষ্কৃতী এখন তৃণমূলে। নদিয়ার নাকাশিপাড়ায় তৃণমূল কর্মী খুনে সিপিএমের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।
৩দিন আগে নিখোঁজ, খণ্ডবিখণ্ড দেহ উদ্ধারের পর ছবি মিলিয়ে ওয়াটগঞ্জে খিদিরপুরের নিহত মহিলাকে শনাক্ত করল পুলিশ। গলা কেটে খুনের পর কাটা হয় হাত। উল্লেখ ময়না তদন্তের রিপোর্টে। দেওরকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
কালীঘাট থেকে লেক মল পর্যন্ত পথচারীদের সুবিদার্থে সারাই করা হল ফুটপাত। পুরসভার সহযোগিতায়, ফুটপাতের একপাশে হকারদের জন্য করা হয়েছে পুনর্বাসনের ব্যবস্থা।
চৈত্রের শেষবেলায় চাঁদিফাটা গরমে নাজেহাল রাজ্যবাসী।কলকাতায় তাপপ্রবাহের পূর্বাভাস। আজ থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শুক্র ও শনিবার কলকাতা-সহ রাজ্যের ৯টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।
সিসিটিভির সুত্র ধরে মোবাইল দোকানে চুরি যাওয়া মোবাইলের হদিস পেল সোনারপুর থানার পুলিশ ৷ ঘটনায় এক মহিলা সহ গ্রেপ্তার মোট তিনজন ৷ চুরি যাওয়া মোবাইল হাতফেরি হয়ে বাংলাদেশে চলে যেত বলে জানা গিয়েছে ৷ বাংলাদেশে এইসব মোবাইল আরও বেশী দামে বিক্রি করা হত ৷ যারা এই চোরাচালান কারবারের সাথে যুক্ত ছিল হুন্ডির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকত ৷ এই ঘটনার তদন্ত নেমে সোনারপুরের খুড়িগাছি এলাকা থেকে কনিকা জানা, জলঙ্গী এলাকা থেকে শশধর দাস ও মুর্শিদাবাদ এলাকা থেকে নাইমুর রহমান নামে মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর বিবাদ। তৃণমূল কাউন্সিলরের সামনেই INTTUC নেতাকে ধাক্কা মারতে মারতে বের করে দেওয়া হল অফিস থেকে। ঘটনাস্থালে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় তারাতলা থানার পুলিশ। দুই পক্ষই নিজেদের তৃণমূল বলে দাবি করলেও ঘটনাকে গোষ্ঠী কোন্দল বলতে নারাজ।
কালীঘাট থেকে লেক মল পর্যন্ত পথচারীদের সুবিদার্থে সারাই করা হল ফুটপাত। পুরসভার সহযোগিতায়, ফুটপাতের একপাশে হকারদের জন্য করা হয়েছে পুনর্বাসনের ব্যবস্থা।
ভোট মিটলেই নেতারা সব ভুলে যান। ভোটের পর রাস্তা সারানো নিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস শুনে অভিযোগ করলেন চা বাগানের শ্রমিকরা। যা করেছি, আমরাই করেছি, আর কেউ করেনি - অভিযোগ অস্বীকার করে মন্তব্য মুখ্যমন্ত্রীর। পাল্টা অভিযোগ করলেন কেন্দ্রীয় বঞ্চনার। চালসায় জনসংযোগে বেরিয়ে চা দোকানে ঢুকে বানালেন চা, খাওয়ালেন সকলকে।
ভোটের আগে নদিয়ার নাকাশিপাড়ায় তৃণমূলকর্মী খুন। নিহত তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী জাহিদুল শেখ। রাত ১০টায় বাজার থেকে বাড়ি ফেরার সময় ধারাল অস্ত্রের কোপ। গাড়ি থেকে নামিয়ে তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন, আহত স্ত্রীও। তৃণমূলকর্মীর গাড়িচালককেও কোপ। শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি তৃণমূলকর্মীর স্ত্রী ও গাড়িচালক
প্রেক্ষাপট
কলকাতা: ব্যাটলফিল্ড কোচবিহার। একই দিনে, একই জেলায় ২৮ কিলোমিটারের ব্যবধানে আজ নির্বাচনী জনসভা রয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর। বেলা ১২টা নাগাদ কোচবিহারের মাথাভাঙার গুমানির হাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। এরপর বিকেল পৌনে ৪টেয় কোচবিহারের শহরের রাসমেলা ময়দানে নির্বাচনী সভা করবেন মোদি। ২০২১-এর ৬ এপ্রিল, বিধানসভা ভোটের আগেও এই দুটি জায়গায় একই দিনে সভা করেছিলেন মোদি-মমতা।
চৈত্রের শেষবেলায় চাঁদিফাটা গরমে নাজেহাল রাজ্যবাসী। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি ওপরে উঠতে পারে। আজ থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শুক্র ও শনিবার কলকাতা-সহ রাজ্যের ৯টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -