West Bengal News LIVE Updates: এনআইএ-বিজেপি যোগসাজসের অভিযোগ, নির্বাচন কমিশনের সামনে তৃণমূলের ধর্নায় ধুন্ধুমার

West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...

ABP Ananda Last Updated: 08 Apr 2024 11:12 PM
WB News Live Updates: রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর কী বললেন অভিষেক?

নির্বাচন কমিশনের সামনে তৃণমূলের ধর্নায় ধুন্ধুমার। সেই প্রসঙ্গেই আজ রাজভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর রাজভবন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে অভিষেক বলেন, 'দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করেছে কমিশন। ডেরেক ও'ব্রায়েনকে চ্যাংদোলা করে নিয়ে গেছে। যাঁরা ধর্নায় বসেছিলেন, তাঁরা তো অস্ত্র নিয়ে যাননি। এনআইএ-র এসপির সঙ্গে বৈঠক করেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ভিজিটর্স বুকের রেকর্ড-সহ সব নথি কমিশনকে দেওয়া হয়েছে। তারপরও কেন এনআইএ-র এসপি-র বিরুদ্ধে ব্যবস্থা হবে না? আদালতে সব তথ্যপ্রমাণ জমা দেব। বিজেপির তল্পিবাহকের কাজ করা এনআইএ-র ডিজিকে কেন সরানো হবে না? দিল্লিতে টেনে হিঁচ়ড়ে নিয়ে আমাদের সাংসদের তুলে নিয়ে গেছে, তাঁরা ধর্নায় বসেছেন। হাতে প্রমাণ থাকা সত্ত্বেও কেন ব্যবস্থা নিচ্ছে না কমিশন? সবাইকে জোর জবরদস্তি জেলে ঢুকিয়ে সুষ্ঠু নির্বাচন? এজেন্সি গুলিকে পুতুলের মতো নাচাচ্ছে মোদি সরকার। বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেছে নির্বাচন কমিশন। বিজেপি নেতাদের কথায় ২ বার বাংলায় পুলিশের ডিজি বদল। তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও কেন এনআইএ-র ডিজি বদল হবে না? এটাই নির্বাচন কমিশনের প্রকৃত চেহারা। 

West Bengal News Live Updates: তৃণমূলের সঙ্গে আঁতাঁতের অভিযোগে তীব্র আক্রমণে শুভেন্দু

তমলুকে বিজেপি ভোট কাটতেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে সিপিএম। তৃণমূলের সঙ্গে আঁতাঁতের অভিযোগে তীব্র আক্রমণে শুভেন্দু। অর্ধেক তৃণমূল, অর্ধেক বিজেপি শুভেন্দু, পাল্টা কটাক্ষ সেলিমের। 

WB News Live Updates: কার দখলে বড়মার ঘর? ভোটের মুখে ঠাকুরনগরে তুলকালাম

কার দখলে বড়মার ঘর? ভোটের মুখে ঠাকুরনগরে তুলকালাম। বড়মার ঘর নিয়ে শান্তনু-মমতাবালা সংঘাত। পুলিশের হস্তক্ষেপে বড়মার ঘরে থাকা নথি হাতে পান মমতাবালা। নথি ফেরতের পরেই মতুয়া ঠাকুরবাড়িতে স্লোগান-পাল্টা স্লোগান। ডঙ্কা বাজিয়ে নাচ জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। বড়মার ঘর দখলের অভিযোগে মমতাবালার নেতৃত্বে মিছিল। 

West Bengal News Live Updates: কেন্দ্রীয় এজেন্সি-বিজেপি যোগের অভিযোগে তৃণমূলের ধর্নায় দিল্লিতে ধুন্ধুমার

কেন্দ্রীয় এজেন্সি-বিজেপি যোগের অভিযোগে তৃণমূলের ধর্নায় দিল্লিতে ধুন্ধুমার। ইডি, সিবিআই, এনআইএ, আয়কর দফতরের প্রধানের অপসারণের দাবি। কমিশনের কাছে নালিশ জানানোর পরেই ধর্নায় তৃণমূল, টেনে হিঁচড়ে সরাল পুলিশ। শান্তিপূর্ণ ধর্নায় পুলিশি অত্যাচারের অভিযোগ তৃণমূলের। ভোটের সময় মানুষের কাছে না গিয়ে নাটক করতে কমিশনে, পাল্টা কটাক্ষ বিজেপির। 

WB News Live Updates: দিল্লিতে তৃণমূলের ধর্নায় ধুন্ধুমার, রাজ্যপালের দরবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে তৃণমূলের ধর্নায় ধুন্ধুমার। রাজ্যপালের দরবারে অভিষেক। ফিরহাদ, সুদীপ, মালা রায়, কুণাল-সহ অভিষেকের সঙ্গে তৃণমূলের ১১ প্রতিনিধি। ভূপতিনগরের ঘটনা প্রসঙ্গে এনআইএ- এর সঙ্গে বিজেপির যোগসাজসের অভিযোগ তুলে দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে দিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধিরা। সেখান থেকে তাঁদের কার্যত টেনে-হিঁচড়ে সরিয়ে দেয় দিল্লি পুলিশ। ধর্না এলাকায় শুরু হয় ধুন্ধুমার। এই বিষয়েই রাজ্যপালের সঙ্গে আজই দেখা করার সময় চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

West Bengal News Live Updates: ভূপতিনগরের বিস্ফোরণকাণ্ডে ধৃতদের জেরা শুরু করেছে এনআইএ, কী কী জানতে চাইছে তদন্তকারী দল

ভূপতিনগরের বিস্ফোরণস্থলে হাত বোমা বানানো হচ্ছিল। বোমা তৈরির চক্রান্তে জড়িত রয়েছেন অনেকে। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে মনে করছে এনআইএ। বারুদের জোগান কোথা থেকে এসেছিল? এত বোমা কেন বানানো হচ্ছিল? সূত্রের খবর এইসব তথ্যই ধৃতদের জেরা করে জানতে চাইছে এনআইএ। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে ভূপতিনগর বিস্ফোরণে মৃত্যু হয় ৩ জনের। 

WB News Live Updates: কাঁথির বিজেপি নেতা খুনে ৩০ জন তৃণমূল নেতা-কর্মীকে তলব সিবিআইয়ের, দাবি অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা বিকাশচন্দ্র বেজের

এবার ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় ৩০ জন তৃণমূল নেতা-কর্মীকে তলব সিবিআইয়ের। কাঁথির বিজেপি নেতা খুনে ৩০ জন তৃণমূল নেতা-কর্মীকে তলব করেছে সিবিআই, দাবি অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা বিকাশচন্দ্র বেজের। কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশচন্দ্র বেজ। ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ৩ বছরের পুরনো মামলায় তলব, অভিযোগ তৃণমূলের। ২০২১-এর ৩০ মার্চ খুন হন কাঁথির বিজেপি নেতা জন্মেজয় দলুই। সেই মামলায় ২ দফায় ৩০ জন দলীয় নেতা-কর্মীকে তলব করা হয়েছে। চার্জশিটে নাম না থাকা সত্ত্বেও তলব বলে দাবি তৃণমূল নেতা বিকাশচন্দ্র বেজের। 

West Bengal News Live Updates: দিল্লিতে তৃণমূলের ধর্নায় ধুন্ধুমার, আজই রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময় চাইলেন অভিষেক

আজই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তৃণমূলের ধর্নায় ধুন্ধুমার, রাজ্যপালের সময় চাইলেন অভিষেক। তাঁর নেতৃত্বে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান তৃণমূলের ১২জন প্রতিনিধি। 

WB News Live Updates: ভূপতিনগরকাণ্ডে ফের এনআইএ-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভূপতিনগরকাণ্ডে ফের এনআইএ-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর। 'পুলিশকে না জানিয়ে মাঝরাতে গিয়ে মহিলাদের উপর অত্যাচার করেছে এনআইএ। ভোটের পর রাজ্যে আমাদের সরকার থাকবে। আমিও তো বলতে পারি, আপনাদের সবাইকে জেলে পাঠাব। কিন্তু আমি একথা বলতে পারি না। আমাদের কর্মীদের গ্রেফতার করলে তাঁদের স্ত্রীরা রাস্তায় নামবেন', বাঁকুড়ার সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News Live Updates: এনআইএ-র তৃতীয় তলবেও সাড়া দিলেন না ভূপতিনগরের ৩ শাসক নেতা

নির্ধারিত সময় পার, এনআইএ-র তৃতীয় তলবেও সাড়া দিলেন না ভূপতিনগরের ৩ শাসক নেতা। ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে মানবকুমার পড়ুয়া, সুবীর মাইতি ও নবকুমার পণ্ডাকে তলব করে এনআইএ। ৩ শাসক নেতাকে আজই নিউটাউনে এনআইএ দফতরে হাজিরার নির্দেশ দেয় জাতীয় তদন্তকারী সংস্থা। 

WB News Live Updates: ভূপতিনগরে তল্লাশি শুরুর আগেই জানানো হয়েছিল পুলিশকে, তৃণমূলের অভিযোগ খারিজ করে দাবি এনআইএ- এর

'ভূপতিনগরে তল্লাশি শুরুর আগেই জানানো হয়েছিল পুলিশকে', তৃণমূলের অভিযোগ খারিজ করে দাবি এনআইএ সূত্রের। 'ভোর সাড়ে ৪টের আগে ভূপতিনগর থানায় পৌঁছয় এনআইএ'। 'ডিউটি অফিসারের কাছে চাওয়া হয়েছিল পুলিশ ফোর্স'। এরপর ৫টি লোকেশনে তল্লাশি শুরু হয়, দাবি এনআইএ সূত্রের। 

West Bengal News Live Updates: ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ২ দিন পরেও গ্রেফতার শূন্য

ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ২ দিন পরেও গ্রেফতার শূন্য। বদল করা হল তদন্তকারী অফিসারকে। তদন্তভার দেওয়া হয়েছে সিআই শ্যামল চক্রবর্তীকে। ঘটনার ৪৮ ঘণ্টা পর গ্রামে ঢুকল পুলিশ। ঘটনার দিন আহত হয়েছিলেন এক আধিকারিক, দাবি এনআইএ-র। আহত এনআইএ আধিকারিকের ইনজুরি রিপোর্ট চেয়ে পাঠাল পুলিশ। 

WB News Live Updates: 'ভূপতিনগরে তল্লাশি শুরুর আগেই জানানো হয়েছিল পুলিশকে', তৃণমূলের অভিযোগ খারিজ করে দাবি এনআইএ সূত্রের

'ভূপতিনগরে তল্লাশি শুরুর আগেই জানানো হয়েছিল পুলিশকে', তৃণমূলের অভিযোগ খারিজ করে দাবি এনআইএ সূত্রের। 'ভোর সাড়ে ৪টের আগে ভূপতিনগর থানায় পৌঁছয় এনআইএ। ডিউটি অফিসারের কাছে চাওয়া হয়েছিল পুলিশ ফোর্স', এরপর ৫টি লোকেশনে তল্লাশি শুরু হয়, দাবি এনআইএ সূত্রের। 

West Bengal News Live Updates: কল্যাণীর জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজের নার্সিং বিভাগের অনুমোদন বাতিল করল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া

কল্যাণীর জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজের নার্সিং বিভাগের অনুমোদন বাতিল করল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া। অনিশ্চয়তার মুখে হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ। প্রতিবাদে সল্টলেকে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সামনে আজ বিক্ষোভ দেখান কল্যাণীর জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজের নার্সিং পড়ুয়ারা। 

WB News Live Updates: এসপি ধনরাম সিংহর বিরুদ্ধে তদন্ত চেয়ে এনআইএ-র ডিজি-র কাছে দাবি কুণাল ঘোষের

এসপি ধনরাম সিংহর বিরুদ্ধে তদন্ত চেয়ে এনআইএ-র ডিজি-র কাছে দাবি কুণাল ঘোষের। 'আপনার এসপি ধনরাম সিংহ বিজেপির সঙ্গে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত। তিনি এনআইএ-র বিশ্বাসযোগ্যতা নষ্ট করছেন। ভোট ঘোষণার পর তিনি বাড়িতে বিজেপি নেতার সঙ্গে বৈঠক করেছেন কিনা তদন্ত করুন। তদন্ত চলাকালীন অবিলম্বে সাসপেন্ড করা হোক অভিযুক্তকে। বাংলার সব মামলা থেকে তাঁকে অবিলম্বে সরানো হোক। প্রয়োজনে আমরা তদন্তে তথ্য, সিসিটিভির ফুটেজ দিয়ে সহযোগিতা করব। তৃণমূলকে বিব্রত করতে এসপি বিজেপির ক্যাডার হিসেবে কাজ করছেন। বিজেপির সুবিধা করে দিতে কাজ করছেন এসপি। তৃণমূল প্রয়োজনীয় পদক্ষেপ করছে, আশা করি আপনিও তদন্তের নির্দেশ দেবেন' এনআইএ-র ডিজিকে ট্যাগ করে পোস্ট কুণাল ঘোষের। 

West Bengal News Live Updates: দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে তৃণমূলের ধর্নায় ধুন্ধুমার পরিস্থিতি

বিজেপি-এনআইএ যোগসাজসের অভিযোগ। দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানিয়ে ধর্না তৃণমূলের। সেই ধর্নাতেই একদম ধুন্ধুমার পরিস্থিতি। টেনে হিঁচড়ে তৃণমূলের প্রতিনিধি দলকে সরাল দিল্লি পুলিশ। 

WB News Live Updates: বিজেপি-এনআইএ যোগসাজসের অভিযোগ, দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানিয়ে ধর্না তৃণমূলের

বিজেপি-এনআইএ যোগসাজসের অভিযোগ। দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানিয়ে ধর্না তৃণমূলের। মোদি সরকারের বিরুদ্ধে এনআইএ-র অপব্যবহারের অভিযোগ। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরের সামনে ২৪ ঘণ্টার ধর্না তৃণমূলের। 

West Bengal News Live Updates: গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের রিপোর্ট নিয়ে প্রশ্ন হাইকোর্টের, কী বললেন বিচারপতি জয়মাল্য বাগচী?

গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের রিপোর্ট নিয়ে প্রশ্ন হাইকোর্টের। 'যে অফিসারদের সাহায্য়ে বেআইনি নির্মাণ, তাঁদের বিরুদ্ধে কী ব্য়বস্থা?' রাজ্য সরকার ও পুরসভার গার্ডেনরিচ রিপোর্ট নিয়ে প্রশ্ন বিচারপতি জয়মাল্য় বাগচীর। ঘটনায় ২ জন গ্রেফতার, পলাতক ১, হাইকোর্টে জানাল রাজ্য সরকার। 'এই ধরনের গ্রেফতারি দেখতে ভাল লাগে', 'যে আধিকারিকদের সাহায্য পেয়ে বেআইনি নির্মাণ, তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?' 'পুরসভার যে আধিকারিকরা চুপ করে বসে ছিলেন, চক্রান্তে যুক্ত ছিলেন, তাঁরাই আসল দোষী', এটাই তদন্ত করে দেখতে হবে, মন্তব্য বিচারপতির। 'সংশ্লিষ্ট পুর আধিকারিকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে তদন্ত শুরু হয়েছে?' 'বেআইনি নির্মাণ দেখেও যাঁরা চুপ করে বসে ছিলেন, পুরসভার সেই আধিকারিকদের কি পুরস্কৃত করেছেন?' সংশ্লিষ্ট আধিকারিকদের সাসপেন্ড করা হোক, মন্তব্য বিচারপতির। পুরসভার বেশ কিছু আধিকারিককে শোকজ করা হয়েছে, জানাল পুরসভা। গত ১৭ মার্চ গার্ডেনরিচে ভেঙে পড়ে নির্মীয়মাণ বেআইনি বহুতল, মৃত্যু হয় ১৩ জনের। 

WB News Live Updates: বড়মার ঘর নিয়ে শান্তনু-মমতাবালার সংঘাত, এলাকায় পৌঁছল কেন্দ্রীয় বাহিনী

কার দখলে বড়মার ঘর? ফের উত্তপ্ত ঠাকুরনগর। বড়মার ঘর নিয়ে শান্তনু বনাম মমতাবালার সংঘাত। পুলিশের হস্তক্ষেপে বড়মার ঘরে থাকা নথি হাতে পেলেন মমতাবালা। নথি ফেরতের পরেই মতুয়া ঠাকুরবাড়িতে স্লোগান-পাল্টা স্লোগান। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। 

West Bengal News Live Updates: ঘাটালের প্রার্থী নিয়ে বিক্ষোভ কংগ্রেসের অন্দরেই, নাম ঘোষণা করেও সিদ্ধান্ত স্থগিত রাখল এআইসিসি

প্রার্থী নিয়ে হাতেই হতাশা, প্রদেশ কংগ্রেসে বিক্ষোভ। প্রার্থী ঘোষণা করেও ঘাটাল নিয়ে সিদ্ধান্ত স্থগিত রাখল কংগ্রেস। ঘাটালের প্রার্থী পাপিয়া চক্রবর্তীকে নিয়ে কংগ্রেসেই বিক্ষোভ। আর এই বিক্ষোভের মুখে প্রার্থী ঘোষণা করেও পিছু হটল এআইসিসি। কিছুই জানা ছিল না, বামেদের জানালেন অধীর, এমনটাই খবর সূত্রের। 'কিছুদিন আগেও বিজেপি করা পাপিয়াকে কেন প্রার্থী?' এআইসিসির সিদ্ধান্তে প্রশ্ন তুলে বিধান ভবনে বিক্ষোভ। ঘাটাল সিপিআইকে ছেড়ে কাঁথিতে প্রার্থী দেওয়ার প্রস্তুতি। হাওড়া, দক্ষিণ কলকাতায় কংগ্রেসের প্রার্থীর দাবিতে বিক্ষোভ। 

WB News Live Updates: ফের উত্তপ্ত ঠাকুরনগর, বড়মার ঘর নিয়ে শান্তনু-মমতাবালার সংঘাত

কার দখলে বড়মার ঘর? ফের উত্তপ্ত ঠাকুরনগর। বড়মার ঘর নিয়ে শান্তনু বনাম মমতাবালার সংঘাত। পুলিশের হস্তক্ষেপে বড়মার ঘরে থাকা নথি হাতে পেলেন মমতাবালা। নথি ফেরতের পরেই মতুয়া ঠাকুরবাড়িতে স্লোগান-পাল্টা স্লোগান। 

West Bengal News LIVE Blog: এসপি ধনরাম সিংহর বিরুদ্ধে তদন্ত চেয়ে এনআইএ-র ডিজি-র কাছে দাবি কুণাল ঘোষের

এসপি ধনরাম সিংহর বিরুদ্ধে তদন্ত চেয়ে এনআইএ-র ডিজি-র কাছে দাবি কুণাল ঘোষের। 'আপনার এসপি ধনরাম সিংহ বিজেপির সঙ্গে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি এনআইএ-র বিশ্বাসযোগ্যতা নষ্ট করছেন। ভোট ঘোষণার পর তিনি বাড়িতে বিজেপি নেতার সঙ্গে বৈঠক করেছেন কিনা তদন্ত করুন। তদন্ত চলাকালীন অবিলম্বে সাসপেন্ড করা হোক অভিযুক্তকে।' এনআইএ-র ডিজিকে ট্যাগ করে পোস্ট কুণাল ঘোষের। 

WB News LIVE Updates: গার্ডেনরিচে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় রিপোর্ট পেশ করল রাজ্য এবং কলকাতা পুরসভা

গার্ডেনরিচে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় রিপোর্ট পেশ করল রাজ্য এবং কলকাতা পুরসভা। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, একজন এখনও পলাতক, জানাল রাজ্য।  'এই ধরনের গ্রেফতারি দেখতে ভালো লাগে। কিন্তু পুরসভার যে আধিকারিকদের সাহায্য পেয়ে এই ধরনের বেআইনি নির্মাণ হলো, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? পুরসভার যে আধিকারিকরা চুপ করে বসে ছিলেন, চক্রান্তে যুক্ত ছিলেন।  তাঁরাই আসল দোষী, এটাই তদন্ত করে দেখতে হবে,  মন্তব্য বিচারপতির। 

West Bengal News LIVE Blog: এনআরসিসিএ চালু হলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

এনআরসিসিএ চালু হলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি। বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে হুমকি চিঠি, দেগঙ্গার এক বাসিন্দার। লস্কর-ই-তৈবার নাম করে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে হুমকি চিঠি

WB News LIVE Updates: প্রার্থী নিয়ে ক্ষোভ, প্রদেশ কংগ্রেস অফিসে তুলকালাম

প্রার্থী নিয়ে ক্ষোভ, প্রদেশ কংগ্রেস অফিসে তুলকালাম। একাধিক জেলার কংগ্রেস কর্মীদের বিক্ষোভ।

West Bengal News LIVE Blog: হাইকোর্টে আরাবুল ইসলামের নিশানায় শওকত মোল্লা

হাইকোর্টে আরাবুল ইসলামের নিশানায় শওকত মোল্লা। শওকতের প্ররোচনায় আরাবুলের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের। অভিযোগ আরাবুল ইসলামের আইনজীবীর। 'আরাবুলের বিরুদ্ধে কোথায়, কত মামলা, কতগুলি মামলায় চার্জশিট?' রিপোর্ট তলব করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ১৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। 

WB News LIVE Updates:'যখন প্রয়োজন হবে চোরেদের বাড়িতে ইডি, সিবিআই, এনআইএ যাবে', মমতাকে পাল্টা দিলীপ

'যখন প্রয়োজন হবে চোরেদের বাড়িতে ইডি, সিবিআই, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী তাদের মাটির তলা থেকে খুঁজে বের করবে কেন্দ্রীয় সরকার', যদি পুলওয়ামা, বালাকোট হতে পারে, তবে এখানেও সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, হুঙ্কার দিলীপ ঘোষের

West Bengal News LIVE Blog: পুলিশের উচ্চপদস্থ কর্তাদের নিয়ন্ত্রণ করতে আর্জি শুভেন্দুর

'তৃণমূল দুর্নীতি ছাড়া কিছু করেনি। অবাধ শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা করুন। বাংলার ভোটে পুলিশ প্রধান প্রতিপক্ষ', নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাত করে দাবি শুভেন্দু অধিকারীর। পুলিশের উচ্চপদস্থ কর্তাদের নিয়ন্ত্রণ করতে আর্জি

WB News LIVE Updates: এত বোমা কেন বানানো হচ্ছিল? ধৃতদের জেরা করে জানতে চাইছে এনআইএ

'ভূপতিনগরের বিস্ফোরণস্থলে হাত বোমা বানানো হচ্ছিল। বোমা তৈরির চক্রান্তে জড়িত রয়েছেন অনেকে', প্রাথমিক তদন্তে মনে করছে এনআইএ, খবর সূত্রের। বারুদের জোগান কোথা থেকে এসেছে? এত বোমা কেন বানানো হচ্ছিল? ধৃতদের জেরা করে জানতে চাইছে এনআইএ: সূত্র। ২০২২ সালের ডিসেম্বরে ভূপতিনগর বিস্ফোরণে মৃত্যু হয় ৩ জনের

West Bengal NEWS LIVE Updates: কাঁথির বিজেপি নেতা খুনে ৩০ জন তৃণমূল নেতা-কর্মীকে তলব করেছে সিবিআই

'এবার ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় ৩০ জন তৃণমূল নেতা-কর্মীকে তলব সিবিআইয়ের',  কাঁথির বিজেপি নেতা খুনে ৩০ জন তৃণমূল নেতা-কর্মীকে তলব করেছে সিবিআই। দাবি অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা বিকাশচন্দ্র বেজের। কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশচন্দ্র বেজ। ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ৩ বছরের পুরনো মামলায় তলব, অভিযোগ তৃণমূলের

WB News LIVE Updates: 'আমিও তো বলতে পারি, আপনাদের সবাইকে জেলে পাঠাব', মোদিকে জবাব দিলেন মমতা

'প্রধানমন্ত্রী বললেন, ৪ জুনের পর সবাইকে জেলে ভরবেন। একথা কি প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়? এখনই তো গোটা দেশকে এজেন্সি দিয়ে জেল বানিয়ে রেখেছেন। আমরা আপনার হুমকিকে ভয় পাই না। আমাদের কর্মীদের গ্রেফতার করলে তাঁদের স্ত্রীরা রাস্তায় নামবেন। পুলিশকে না জানিয়ে মাঝরাতে গিয়ে মহিলাদের উপর অত্যাচার করেছে এনআইএ। আপনার দলকে চাঙ্গা করার জন্য হুঙ্কার দিচ্ছেন। ভোটের পর রাজ্যে আমাদের সরকার থাকবে। আমিও তো বলতে পারি, আপনাদের সবাইকে জেলে পাঠাব', মোদিকে জবাব দিলেন মমতা

West Bengal NEWS LIVE Updates: এসপি ধনরাম সিংহর বিরুদ্ধে তদন্ত চেয়ে এনআইএ-র ডিজি-র কাছে দাবি কুণাল ঘোষের

এসপি ধনরাম সিংহর বিরুদ্ধে তদন্ত চেয়ে এনআইএ-র ডিজি-র কাছে দাবি কুণাল ঘোষের। 'আপনার এসপি ধনরাম সিংহ বিজেপির সঙ্গে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত। তিনি এনআইএ-র বিশ্বাসযোগ্যতা নষ্ট করছেন। ভোট ঘোষণার পর তিনি বাড়িতে বিজেপি নেতার সঙ্গে বৈঠক করেছেন কিনা তদন্ত করুন। তদন্ত চলাকালীন অবিলম্বে সাসপেন্ড করা হোক অভিযুক্তকে। বাংলার সব মামলা থেকে তাঁকে অবিলম্বে সরানো হোক। প্রয়োজনে আমরা তদন্তে তথ্য, সিসিটিভির ফুটেজ দিয়ে সহযোগিতা করব। তৃণমূলকে বিব্রত করতে এসপি বিজেপির ক্যাডার হিসেবে কাজ করছেন। বিজেপির সুবিধা করে দিতে কাজ করছেন এসপি। তৃণমূল প্রয়োজনীয় পদক্ষেপ করছে, আশা করি আপনিও তদন্তের নির্দেশ দেবেন' , এনআইএ-র ডিজিকে ট্যাগ করে পোস্ট কুণাল ঘোষের

WB News LIVE Updates: 'বাড়ির বাসন মেজে দেব', বাঁকুড়ায় বললেন মমতা

'ভোটের পর রাজ্যে আমাদের সরকার থাকবে। মোদির গ্যারান্টি জুন মাসের পর সবাইকে জেলে ভরে দেওয়ার। আমাদের গ্যারান্টি মানুষের পাশে দাঁড়ানো। বাড়ির বাসন মেজে দেব', বাঁকুড়ার জনসভা থেকে বললেন মমতা। 

West Bengal NEWS LIVE Updates: পিংলায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে যাচ্ছেন রাজ্যপাল

পিংলায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে যাচ্ছেন রাজ্যপাল। ২৩ মার্চ পিংলায় বাড়ির কাছেই দেহ মেলে বিজেপি কর্মী শান্তনু ঘোড়ুইয়ের। শরীরে আঘাতের চিহ্ন ছিল নিহত বিজেপি কর্মীর। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করে বিজেপি। যদিও বিজেপির বিরুদ্ধে মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগ করে তৃণমূল। 

WB News LIVE Updates: বিজেপি সরকারের বিরুদ্ধে NIA-র অপব্যবহারের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানাতে চলেছে তৃণমূল

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে NIA-র অপব্যবহারের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানাতে চলেছে তৃণমূল। দিল্লিতে গেল ১০ সদস্যের প্রতিনিধিদল। টাকা লেনদেনের আশঙ্কা প্রকাশ করে কমিশনে নালিশ জানাবে তৃণমূল। ভোটের আগে এজেন্সির অপব্যবহার করে তৃণমূলকে ভয় দেখাতে চাইছে বিজেপি। দিল্লি যাওয়ার আগে অভিযোগ তৃণমূলের প্রতিনিধিদলের।

West Bengal NEWS LIVE Updates: ভোটের আগে খড়গপুর শহরে চলল গুলি

ভোটের আগে খড়গপুর শহরে চলল গুলি। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে মারধর ও শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ সকাল সোয়া ৭টা নাগাদ মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাইকে চড়ে ফিরছিলেন কেবল অপারেটর ব্যবসায়ী ও তৃণমূল কর্মী রঞ্জিত সাকড়ে। তাঁর স্ত্রী অঞ্জনা সাকড়ে  খড়গপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। অভিযোগ, জগন্নাথ মন্দিরের সামনে তৃণমূল কর্মীর বাইক থামিয়ে মারধর করে ৪-৫ জন দুষ্কৃতী। এরপর শূন্য়ে এক রাউন্ড গুলি চালিয়ে তারা চম্পট দেয়। হামলার কারণ নিয়ে এখনও অন্ধকারে। তৃণমূল কর্মীর স্ত্রী। ব্যবসায়িক শত্রুতার জেরে হামলা কি না, খতিয়ে দেখছে খড়গপুর টাউন থানার পুলিশ। 

WB News LIVE Updates: এবার ED-র নজরে শেখ শাহজাহানের আয় সংক্রান্ত নথি

এবার ED-র নজরে শেখ শাহজাহানের আয় সংক্রান্ত নথি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, আয়কর দফতর থেকে পাওয়া সেই সমস্ত নথিতে প্রচুর গরমিল মিলেছে। আয় লুকোতে গোপন করা হয়েছে প্রচুর তথ্য। শেখ শাহজাহানের প্রকৃত আয়, আয়ের উৎস এবং কোথায়, কীভাবে টাকা লেনদেন হয়েছে, সেই মানি ট্রেল খুঁজে বের করাই এখন ED-র লক্ষ্য। ED-র দাবি, তদন্তে নেমে জমি দখলেরও প্রচুর অভিযোগ সামনে এসেছে। মিলেছে একাধিক ব্যক্তির বয়ান। অভিযোগকারীদের দাবি, শেখ শাহজাহান ও তাঁর শাগরেদরা রীতিমতো খুনের হুমকি দিয়ে জমি দখল করেছেন। এই সমস্ত অভিযোগ নিয়েও তদন্ত চালাচ্ছে ED। 

West Bengal NEWS LIVE Updates: লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের হাতিয়ার CAA-NRC

লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের হাতিয়ার CAA-NRC। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমডাঙা বিধানসভা এলাকায় দেখা গেল অভিনব পোস্টার। পোস্টারে লেখা, আজ CAA, কাল NRC, পরশু ডিটেনশন ক্যাম্প। তৃণমূলের তরফে ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে এই পোস্টার লাগানো হয়েছে। ভোটের আগে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

WB News LIVE Updates: আক্রান্ত তিন বিজেপির মণ্ডল সম্পাদক-সহ তিন নেতা, কর্মী

দলীয় বৈঠক সেরে ফেরার পথে, বীরভূমের মহম্মদবাজারে আক্রান্ত তিন বিজেপির মণ্ডল সম্পাদক-সহ তিন নেতা, কর্মী। হামলায় নাম জড়াল তৃণমূলের। আহতরা সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের দেখতে হাসপাতালে যান বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। অভিযোগ, গতকাল রাতে মহম্মদবাজারের ভাঁড়কাটা গ্রামে নির্বাচনী বৈঠক সেরে ফেরার পথে আক্রান্ত হন রামপুরহাট ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক নরেন মিস্ত্রি-সহ ৩ বিজেপি নেতা, কর্মী। এই ঘটনায় মহম্মদবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির অন্তর্কলহ বলে দায় এড়িয়েছে তৃণমূল। 

West Bengal NEWS LIVE Updates: দুর্গাপুরে দিলীপ ঘোষের চা-চক্রে তৃণমূলের বিক্ষোভ

দুর্গাপুরে দিলীপ ঘোষের চা-চক্রে তৃণমূলের বিক্ষোভ। বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে উঠল গো ব্যাক স্লোগান। বিজেপি কর্মীরাও পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন। দু’পক্ষের হাতাহাতি বেধে যায়। তৃণমূল কর্মীরা পতাকা হাতে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রুখে দাঁড়ান বিজেপি কর্মীরাও। পরে নিউটাউনশিপ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এদিন দুর্গাপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোর মোড়ে চা-চক্র সেরে পাশের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অভিভাবকদের সঙ্গে দেখা করতে যান দিলীপ ঘোষ। তখনই এই ঘটনা ঘটে। তৃণমূলকে দায়ী করেছেন দিলীপ ঘোষ। প্রতিবাদে নিউটাউনশিপ থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। 

WB News LIVE Updates: চৈত্রের তীব্র দহনের মধ্যে এবার ক্ষণিকের স্বস্তি

চৈত্রের তীব্র দহনের মধ্যে এবার ক্ষণিকের স্বস্তি। আজ ও কাল রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গের এই ৭ জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকালই বাজ পড়ে ৩ জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। আজ হুগলি, নদিয়া, দুই ২৪ পরগণা ও পূর্ব বর্ধমান, দক্ষিণবঙ্গের ৫ জেলা এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং দুই দিনাজপুর, উত্তরবঙ্গের এই ৮ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির জন্য নামতে পারে পারদ। 

West Bengal NEWS LIVE Updates: মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপানি দেবীর ঘর কার দখলে থাকবে?

মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপানি দেবীর ঘর কার দখলে থাকবে? এই নিয়ে লোকসভা ভোটের আগে কোন্দলে জড়ালেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বড়মা বীণাপাণি দেবীর ঘরের তালা ভাঙা এবং সশস্ত্র দুষ্কৃতী ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাড়িতে ঢুকে মারধর, ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ করলেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। বিজেপি প্রার্থী ও তাঁর বাবা প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ-সহ ১৪ জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি।

WB News LIVE Updates: বিজেপির সাধারণ সম্পাদক সহ তিনজনকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বীরভূমের মহ:বাজারে আক্রান্ত বিজেপি। মহ:বাজারের ভাঁড়কাটা গ্রাম থেকে নির্বাচন সংক্রান্ত দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার সময় রামপুরহাট ১নং মন্ডলের সাধারণ সম্পাদক নরেণ মিস্ত্রীসহ তিন জন বিজেপির নেতা কর্মীকে মারধোরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তাদের রাতেই সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। রাতেই তাদের হাসপাতলে দেখতে আসেন বিজেপির  বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা।

West Bengal NEWS LIVE Updates: ফের EM বাইপাসের ধারে ঘন জনবসতি এলাকায় অগ্নিকাণ্ড

ফের EM বাইপাসের ধারে ঘন জনবসতি এলাকায় অগ্নিকাণ্ড। সাতসকালে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। প্রগতি ময়দান থানা এলাকার বহিসতলায় সকাল ৬টা নাগাদ পুরনো প্লাস্টিক সামগ্রীর গুদামে আগুন লাগে। পাশে ডেকরেটর্সের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দমকলের ৩টি ইঞ্জিনের ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভস্মীভূত প্লাস্টিকের গুদাম ও ডেকরেটর্সের দোকান। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

WB News LIVE Updates: লোকসভা ভোটের আবহে ফের প্রকাশ্যে চলে এল ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কোন্দল

লোকসভা ভোটের আবহে ফের প্রকাশ্যে চলে এল ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কোন্দল। কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বড়মা বীণাপাণি দেবীর ঘরের তালা ভেঙে ঢোকার অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুর। ঘটনাকে কেন্দ্র করে ফের একবার তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর। একটি কোল্যাপসিবল গেটের তালা ভাঙছেন শান্তনু ঠাকুর, প্রকাশ্যে আসে এমন একটি ভিডিও। চরমে পৌঁছেছে বিজেপির গুন্ডাগিরি, মমতাবালা ঠাকুরের বাসস্থানে হামলার পরিকল্পনা বনগাঁর বিজেপি প্রার্থীর, এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিযোগ করা হয় তৃণমূল কংগ্রেসের তরফেও। পাল্টা মমতাবালা ঠাকুরের বিরুদ্ধে বড়মা বীণাপাণি দেবীর ঘর জবরদখলের অভিযোগ করেছেন শান্তনু ঠাকুর। নাতি হিসাবে তাঁরও বড়মার ঘরে ঢোকার অধিকার রয়েছে, বলে পাল্টা দাবি করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি প্রার্থী।

West Bengal NEWS LIVE Updates: কলকাতা উত্তরের এবারও তৃণমূলের হয়ে ভোটের ময়দানে সুদীপ বন্দ্যোপাধ্যায়

কলকাতা উত্তরের এবারও তৃণমূলের হয়ে ভোটের ময়দানে সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সঙ্গে সমমুখ সমরে পুরনো সতীর্থ তাপস রায়। চেনা ময়দানেও তাই জোরদার প্রচারে বর্ষীয়ান তৃণমূল প্রার্থী।

WB News LIVE Updates: ভূপতিনগরে তদন্তে গিয়ে আক্রান্ত NIA-এর বিরুদ্ধেই এবার মামলা করল পুলিশ

ভূপতিনগরে তদন্তে গিয়ে আক্রান্ত NIA-এর বিরুদ্ধেই এবার মামলা করল পুলিশ। শ্লীলতাহানি, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে NIA বিবৃতি দিয়ে দাবি করল, তাদের উপর হামলার ঘটনা ছিল পুরোপুরি উস্কানিমূলক।

West Bengal NEWS LIVE Updates: ২ জনেরই NIA হেফাজত

ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত দুই তৃণমূল নেতার সরাসরি যোগ রয়েছে। শনিবার NIA-এর ওপর হামলার ঘটনাতেও তাঁদের যোগ থাকতে পারে। আদালতে সওয়াল করল জাতীয় তদন্তকারী সংস্থা। ধৃত এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২ লক্ষ ৩৬ হাজার টাকা। ধৃত ২ জনকেই ১০ এপ্রিল পর্যন্ত NIA হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেক্ষাপট

কলকাতা: 'পুলিশকে না জানিয়ে মাঝরাতে গিয়ে মহিলাদের উপর অত্যাচার করেছে এনআইএ। ভোটের পর রাজ্যে আমাদের সরকার থাকবে। আমিও তো বলতে পারি, আপনাদের সবাইকে জেলে পাঠাব। কিন্তু আমি একথা বলতে পারি না। আমাদের কর্মীদের গ্রেফতার করলে তাঁদের স্ত্রীরা রাস্তায় নামবেন', বাঁকুড়ার সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.