West Bengal News LIVE Updates: চাকরি বাতিল, এবার অভিষেকের নিশানায় হাইকোর্ট
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
মূল্যায়ন বিতর্কে ব্যাখ্যা দিল এসএসসি। নতুন করে পরীক্ষা, আইনজীবীদের সঙ্গে পরামর্শের পর হাইকোর্টের রায় নিয়ে ব্যাখ্যা স্কুল সার্ভিস কমিশনের।
চাকরি বাতিল নিয়ে তোলপাড়ের মধ্যেই বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের
সন্দেশখালির মহিলাদের নিয়ে বিজেপির প্রচার ঘিরে সিউড়িতে তুলকালাম। বাধা দেওয়ার অভিযোগ, তৃণমূলের সঙ্গে বিজেপি সমর্থকদের হাতাহাতি। সিউড়ির ১৬ নম্বর ওয়ার্ডের প্রচারের সময় বিজেপিকে বাধা। পোস্টার দেওয়ার সময় তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ।
রেকর্ড গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। এবার ৪৪ বছরের রেকর্ড ছুঁয়ে ফেলল তাপমাত্রার পারদ। ১৯৮০ সালে এপ্রিল মাসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার প্রায় সেই রেকর্ড ছুঁয়ে ফেলল তিলোত্তমা।
গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের পর, কলকাতা পুরসভার রিপোর্ট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অস্ত্রোপচার সফল হলেও রোগী মৃত বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
চাকরি বাতিল, এবার অভিষেকের নিশানায় হাইকোর্ট
নিয়োগ দুর্নীতি মামলায় গোটা প্যানেল বাতিলের দায় নিতে নারাজ এসএসসি
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও তাদের দুর্নীতির বিরুদ্ধে বিজেপি একাই লড়াই চালিয়ে যাচ্ছে বলে বৃহস্পতিবার দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবান্নে গিয়ে বামেদের মতো বিজেপি ফ্রিসফাই খায়নি বলেও কটাক্ষ করেন তিনি।
সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায়ে চাকরিহারা হয়েছেন ২০২৬ সালে এসএসসির প্যানেলভুক্ত প্রায় ২৬ হাজার জন। বিষয়টি সম্পর্কে আগেই ইঙ্গিত দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। এর মাঝেই নতুন ডেডলাইন দিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "৩০ তারিখ আরও ৫৯ হাজার চাকরি যাবে।"
বর্ধমান-পূর্বের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মন্তব্য করেন, "সঠিক সময়ে দরজা খুলব তারপর তৃণমূল দলটাই পুরো উঠে যাবে।" এই মন্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বঙ্গ বিজেপিকে কটাক্ষ করেন। বলেন, "দল থাকলে তো দরজা খুলবে।"
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার নিজাম প্যালেসে তলব করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা সন্তু গঙ্গোপাধ্যায়কে। সিবিআই তাঁকে দীর্ঘক্ষণ ধরে জেরা করছে।
২৬ হাজার নিয়োগ বাতিলে মুখ খুলেছে এসএসসি। ৩ বার দেওয়া হলফনামায় আদালতে ৫ হাজারের বেশি অযোগ্যদের তালিকা পেশের দাবি করেছে তারা। তবু বাকিদের এখনই যোগ্য বলতে নারাজ স্কুল সার্ভিস কমিশন। যার ফলে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
বৃহস্পতিবার দাঁতনে নির্বাচনী জনসভা করতে গিয়ে দিলীপ ঘোষকে মেদিনীপুরের আসন থেকে বিজেপি কেন সরিয়ে দিল তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে তিনি বলেন, আরেক বার প্রার্থী করে যাচাই করলেন না কেন?'দাঁতনের সভা থেকে আরএসএসকেও নিশানা মমতার, "আগে ওদের মধ্যে অনেক ভাল লোক ছিল। আগে আমিও ভাবতাম আরএসএস মানে ত্যাগী, এখন দেখছি ভোগী।'
সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায়ে চাকরিহারা হয়েছেন এসএসসি ২০১৬ সালের প্যানেলভুক্ত শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের মধ্যে অনেকেরই আবার লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের কাজে ডিউটি পড়েছে। প্রচুর মানসিক চাপ থাকা সত্ত্বেও তাকে উপেক্ষা করে নির্বাচনের ডিউটি করতে যেতে দেখা গেল অনেককে। কর্তব্য থেকে মুখ না ফিরিয়ে শুক্রবার দ্বিতীয় দফার ভোটে ডিউটি করতে যাওয়ার আগে তাঁরা প্রত্যয়ী কণ্ঠে জানালেন লড়াই চলবে।
কাল দ্বিতীয় দফায় রায়গঞ্জে ভোট। তার আগে বুথে বুথে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।
নিয়োগ দুর্নীতি মামলায় গোটা প্যানেল বাতিলের দায় নিতে নারাজ এসএসসি। আদালতে ৩ বার হলফনামা দিয়ে তালিকা দেওয়া হয়েছিল। আদালতে ৫,৩০০ জনের নামের তালিকা পেশ করা হয়েছে, এসএসসি-র তালিকায় সন্তুষ্ট ছিল না আদালত, মানলেন চেয়ারম্যান। অযোগ্যদের বাদ দিলে সবাই কি যোগ্য? উত্তর নেই এসএসসি-র কাছে। 'আবার নতুন করে নিয়োগ করতে বলেছে আদালত। যাঁরা চাকরি করছেন, তাঁদেরও ফের পরীক্ষায় বসতে হবে', মূল্যায়ন বিতর্কে ব্যাখ্যা স্কুল সার্ভিস কমিশনের।
চাকরিহারাদের নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের এসএসসি ভবন অভিযানে উত্তেজনা। সল্টলেক করুণাময়ীতেই আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ
দার্জিলিঙের বিজেপি প্রার্থী রাজু বিস্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কালিম্পঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার। জল জীবন মিশন প্রকল্পে দার্জিলিঙের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে প্রচার বিষ্ণুপ্রসাদ শর্মার। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, সরব রাজু বিস্ত। ১০ কোটি টাকার মানহানি মামলার হুঁশিয়ারি রাজু বিস্তের। আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে নালিশ দার্জিলিঙের বিজেপি প্রার্থীর
তৃণমূলের প্রচারে 'ব্রাত্য' তৃণমূলেরই বিধায়ক। কোন্নগরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচার ছেড়ে বেরিয়ে যেতে বলা হল উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে। শ্রীরামপুর লোকসভায় তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়ের প্রচার গাড়ি থেকে নামিয়ে দেওয়া হল কাঞ্চনকে। কাঞ্চন প্রচারে থাকলে গ্রামের মহিলারা রিয়্যাক্ট করছেন, দাবি তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাঁর প্রচারেই কেন থাকবেন কাঞ্চন, মন্তব্য কল্যাণের। এ নিয়ে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
হাতে বেশি নগদ রাখেন না। কেনা নেই কৃষিজমি বা বাড়ি। টাকা রাখেন ব্যাঙ্কে, শেয়ারে। সব মিলিয়ে মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর সম্পত্তির পরিমাণ কত? আজকের আয়-ব্যয়ে দেখে নেব সেই খতিয়ান। সব মিলিয়ে ঈশা খান চৌধুরীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯ লক্ষ ৭০ হাজার ৫৫৬ টাকা।
জিয়াগঞ্জে মিঠুন চক্রবর্তীর রোড শো। মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের সমর্থনে রোড শো
হেস্টিংসে হাওড়াগামী সরকারি বাসে আগুন। চলন্ত বাসের ইঞ্জিনের সামনের অংশে প্রথমে ধোঁয়া, তারপরেই আগুন। বাসে আচমকা আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের। পরে দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে
সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগে এই প্রথম এফআইআর দায়ের করল সিবিআই। সন্দেশখালিতে সমস্ত অভিযোগের তদন্ত সিবিআই করবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জমি দখল থেকে ধর্ষণ, মহিলাদের ওপর অত্যাচারের সমস্ত অভিযোগের তদন্ত সিবিআইকে করতে নির্দেশ দিয়েছে আদালত। সন্দেশখালিতে এক মহিলার অভিযোগের প্রেক্ষিতে, অনুসন্ধানের ভিত্তিতে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা
হাওড়া খিদিরপুর গামী সরকারি বাস এ আজ সকাল সাড়ে নটা নাগাদ হঠাৎ করেই ইঞ্জিনের সামনের অংশে ধোঁয়া দেখা যায়। তারপরেই আচমকাই আগুন লেগে যায় বাসে। বাস যাত্রীদের নামিয়ে আনা সম্ভব হয়েছে । দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে ।
আগামীকাল দ্বিতীয় দফার ভোট। দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, কাল বাংলার ৩ কেন্দ্রে ভোট। ডিসিআরসি-তে প্রস্তুতি তুঙ্গে
গাড়ির ইঞ্জিন অয়েল তৈরির কারখানায় রাতের অন্ধকারে ভয়াবহ আগুন, আগুন লেগে যায় পাশের কারখানায়। কারখানায় আগুন লেগে বিপত্তি। স্থানীয় মানুষ ও দমকলের ৪টি ইঞ্জিনের দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নদিয়ার কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল এলাকার ১৪নং ওয়ার্ডের একটি গাড়ির ইঞ্জিন অয়েল তৈরির কারখানায় রাতে আগুন লেগে বিপত্তি ঘটে। দমকল ও পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।
৭ মে তৃতীয় দফায় মুর্শিদাবাদে ভোট। তার আগে বুথের ৫০ মিটারের মধ্যে ফাটল বোমা। বোমার আঘাতে হাত উড়ে গেল তৃণমূল কর্মীর। বড়ঞাঁ থানার মুনাই কান্দরা গ্রামে বোমার আঘাতে জখম হলেন আলি জিন্না। ঘটনার পরই আহতকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। যেখানে বিস্ফোরণ ঘটে, সেখান থেকে ৫০ মিটার দূরে মুনাই কান্দরা প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের ২ টি বুথ। ঘটনাস্থল থেকে বিস্ফোরণের কোনও নমুনা পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে পুলিশের তরফে।
২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল নিয়ে তোলপাড়ের মধ্যেই দুর্নীতি মামলায় নতুন মোড়। সূত্রের খবর, অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। আদালতের নির্দেশ ছিল, অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে
নন্দীগ্রামে ফের দেবাংশু ভট্টাচার্যকে দেখে উঠল চোর স্লোগান। বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন তমলুকের তৃণমূল প্রার্থী। দেবাংশুর অভিযোগ, তাঁর গাড়ির উপর হামলা চালানো হয়েছে। দেবাংশু ভট্টাচার্যকে চোর স্লোগান ঠিক মন্তব্য বললেও, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বক্তব্য গাড়িতে ধাক্কা দেওয়া ঠিক নয়।
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী ও বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে কমিশনে নালিশ জানাল বিজেপি। চলতি লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রচার থেকে সাসপেন্ড করার দাবি জানানো হল ভারতীয় জনতা পার্টির তরফে।
অযোগ্যদের আড়াল করতেই যোগ্যদের ঢাল করছেন মুখ্য়মন্ত্রী। চাকরিহারা যোগ্যদের পাশে আছে বিজেপি, প্রয়োজনে করা হবে আইনি সাহায্য, বললেন সুকান্ত মজুমদার। নিজের কেন্দ্রে ফোকাস করুন, বিজেপির রাজ্য় সভাপতি, বালুরঘাটের প্রার্থীকে পাল্টা নিশানা করলেন শশী পাঁজা।
গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের পর বেআইনি বাড়ির ক্ষেত্রে কড়া মনোভাব নিচ্ছে পুরসভা থেকে প্রশাসন। এই প্রেক্ষাপটেই, বুধবার কলকাতায় দেখা গেল দুই ছবি! একদিকে, কসবার বিশ্বাসপাড়ায় বেআইনি বহুতল ভাঙতে গিয়ে প্রতিরোধের মুখে পুরসভা ও পুলিশ। অন্যদিকে, নেতাজিনগরের জোড়াবাগান এলাকায় জলাশয় উদ্ধার করল কলকাতা পুরসভা।
কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। বারবার প্রশ্ন উঠছে, এই বিপর্যয়ের দায় কি করে এড়াতে পারে রাজ্য় সরকার ও স্কুল সার্ভিস কমিশন? এই প্রেক্ষাপটে এবার একযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য় সরকার, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ।
প্রেক্ষাপট
কলকাতা: আগামীকাল দ্বিতীয় দফার ভোট। দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, কাল বাংলার ৩ কেন্দ্রে ভোট। ডিসিআরসি-তে প্রস্তুতি তুঙ্গে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -