West Bengal News Live : 'কুকথা বলে জেতা যায় না, হিরণ এটা জানে না' তোপ দেবের 

Loksabha Election 2024 : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর , এক নজরে।

ABP Ananda Last Updated: 14 May 2024 11:14 PM

প্রেক্ষাপট

কলকাতা : সোমবারই  ছিল চতুর্থ দফার ভোট। বাংলার বীরভূম, বর্ধমান থেকে তেহট্ট, নাকাশিপাড়া- চতুর্থ দফায় ফিরল অশান্তি। ৯২০ কোম্পানি থেকে বেড়ে বাংলায় কেন্দ্রীয় বাহিনী হচ্ছে ১ হাজার ২০। পঞ্চম দফাতেই...More

West Bengal News Live : পঞ্চম দফার আগে প্রচারে এসে ফের অমিত শাহের নিশানায় মমতা

 পঞ্চম দফার আগে প্রচারে এসে ফের অমিত শাহের নিশানায় মমতা। কাউকেই ছাড় নয়, অভিযুক্তদের জেল যাওয়া সময়ের অপেক্ষা বলে হুঙ্কার।