West Bengal News Live : 'কুকথা বলে জেতা যায় না, হিরণ এটা জানে না' তোপ দেবের
Loksabha Election 2024 : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর , এক নজরে।
পঞ্চম দফার আগে প্রচারে এসে ফের অমিত শাহের নিশানায় মমতা। কাউকেই ছাড় নয়, অভিযুক্তদের জেল যাওয়া সময়ের অপেক্ষা বলে হুঙ্কার।
তিন মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের কথা বলছে বিজেপি, আক্রমণে মমতা। অভিযোগ ওড়ালেন অমিত শাহ।
মা উড়ালপুলে চলন্ত গাড়িতে আগুন। পার্ক সার্কাস থেকে বাইপাসের দিকে যাওয়ার সময় ৪ নম্বর ব্রিজের কাছে গাড়িতে আগুন। অল্পের জন্য রক্ষা পেলেন চালক সহ ৩ জন। অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত হয় যান চলাচল।
কয়লা পাচারকাণ্ডে আসানসোল কোর্টে অনুপ মাঝি ওরফে লালার জামিন। আপাতত ছাড়তে পারবেন না নিতুড়িয়া, তদন্তে সিবিআইকে সহযোগিতার নির্দেশ।
ফের একবার সংঘর্ষে জড়ালো তৃণমূল এবং ISF। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তিনজন। তৃণমূলের অভিযোগ পতাকা টাঙানোর সময় ISF এর কিছু স্থানীয় কর্মীরা এসে হামলা চালায় তাঁদের উপর। পাল্টা ISF এর অভিযোগ তৃণমূল কর্মীরা তাঁদের পতাকা ফেলে দেয়। বাড়ি ভাঙচুর করে তাঁদের কর্মীদের। সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ।
ভোটের ফলপ্রকাশের আগেই নানুরে বিজয় মিছিল বার করল তৃণমূল। সোমবার চতুর্থ দফায় ভোট হয়েছে বীরভূম ও বোলপুর কেন্দ্রে। তার পরের দিনই কাজল শেখের নেতৃত্বে আবির খেলে বিজয় মিছিল করলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
পার পাবে না সন্দেশখালির অত্যাচারীরা। ফের হুঙ্কার অমিত শাহর।
তৃণমূলের ভাইরাল-সিরিজের মধ্যেই পাল্টা ভয় দেখানোর অভিযোগ বিজেপির। গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পরেই অভিযোগকারিণীর বয়ান বদল, দাবি শমীকের।
'কুকথা বলে জেতা যায় না, হিরণ এটা জানে না' তোপ দেবের
জীবনকৃষ্ণ সাহার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট
বসিরহাট কোর্টে জামিন নিতে দিয়ে জেল সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসের
তৃণমূলে ভোট দিলেই চলে যাচ্ছে বিজেপিতে। ইভিএমে কারচুপির অভিযোগে ফের সরব মমতা। এই ইভিএমে ভোটেই তো ক্ষমতায়, পাল্টা আক্রমণে অমিত শাহ।
'চার দফার ভোট শেষ, ২৭০টি আসনে জিতছেন নরেন্দ্র মোদি' বাংলায় এসে মন্তব্য অমিত শাহর
'কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসে ভোট দিলেই চলে যাচ্ছে বিজেপিতে' কল্যাণীর সভা থেকে ইভিএম-আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের
সন্দেশখালিকাণ্ডে বিজেপি কর্মী মাম্পি দাসের ৮ দিনের জেল হেফাজত। আজই বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন মাম্পি দাস।
বড়ঞার তৃণমূল বিধায়কের জামিন। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিন। জীবনকৃষ্ণ সাহার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।
এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল বিধায়কের জামিন । ়
বড়ঞার তৃণমূল বিধায়কের জামিন। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিন। জীবনকৃষ্ণ সাহার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট
'সিপিএমের হার্মাদরাই বিজেপির ওস্তাদ। সন্দেশখালিতে খবর নিন, সবকটা সিপিএম করত। মা-বোনেদের অসম্মান করেছ, না জানিয়ে যা খুশি লিখিয়ে নিয়েছ। সত্যের জয় আছে' , সন্দেশখালি নিয়ে কল্যাণীতে জনসভা থেকে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
সোমবার শেষ হয়েছে চতুর্থ দফার নির্বাচন, ভোটের ফল ৪ জুন। গতকাল বীরভূম, বোলপুরের ভোটের পর নানুরে আজ বিজয় মিছিল তৃণমূল কংগ্রেসের। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নেতৃত্বে তৃণমূলের বিজয় মিছিল। 'বোলপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল ২ থেকে ৩ লক্ষ ভোটে জয়লাভ করবে। বীরভূমে শতাব্দী রায় ১ থেকে ২ লক্ষ ভোটে জিতবে, দাবি কাজল শেখের। এখানেই শেষ নয়, কাজল শেখের কটাক্ষ, ৪ তারিখ ভোটের বাক্স খুললে চারদিকে জোড়াফুল, বিরোধীরা দেখবে সর্ষেফুল।
পুলিশের তল্লাশি জোরদার। সন্ত্রস্ত সন্দেশখালি। ঝাঁটা-লাঠি হাতে রাত পাহারায় মহিলারা। ভিডিও ভাইরাল।
আজ তৃতীয়বারের জন্য বারাণসী থেকে মনোনয়ন জমা দিলেন মোদি। ডিএম অফিসে পৌঁছলেন সাড়ে ১১ টা নাগাদ। তার আগে দশাশ্বমেধ ঘাটে গঙ্গাপুজো করলেন প্রধানমন্ত্রী। মনোনয়ন জমা দেওয়া উপলক্ষে আজও হবে রোড শো। গঙ্গাপুজোর পর কালভৈরব দর্শন করে আরতি করলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির মনোনয়নে উপস্থিত আছেন ৬ এনডিএ শাসিত রাজ্য়ের মুখ্য়মন্ত্রী, ১৮ জন কেন্দ্রীয় মন্ত্রী।
তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত হাবড়া। হাবড়ার রাউতারা গ্রামে তৃণমূল- আইএসএফ সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত ২ তৃণমূল কর্মী।
আহতরা বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। আইএসএফের বিরুদ্ধে তাদের কর্মীদের ওপর হামলার অভিযোগে সরব তৃণমূল
তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত হাবড়া। হাবড়ার রাউতারা গ্রামে তৃণমূল- আইএসএফ সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত ২ তৃণমূল কর্মী।
আহতরা বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। আইএসএফের বিরুদ্ধে তাদের কর্মীদের ওপর হামলার অভিযোগে সরব তৃণমূল
ফের সন্দেশখালি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ। বিচারপতি বি.আর. গাভাইয়ের দৃষ্টি আকর্ষণ সন্দেশখালির মহিলাদের একাংশের। নতুন আবেদনপত্র দাখিল সর্বোচ্চ আদালতে। মূল মামলার সঙ্গে একত্রে শুনানির আর্জি। আর্জি মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। আপনারা কি তদন্ত সমর্থন করছেন? প্রশ্ন বিচারপতির। আমরা স্বাধীন তদন্ত চাই, জানালেন আবেদনকারীরা
ফের সন্দেশখালি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ। বিচারপতি বি.আর. গাভাইয়ের দৃষ্টি আকর্ষণ সন্দেশখালির মহিলাদের একাংশের। নতুন আবেদনপত্র দাখিল সর্বোচ্চ আদালতে। মূল মামলার সঙ্গে একত্রে শুনানির আর্জি। আর্জি মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। আপনারা কি তদন্ত সমর্থন করছেন? প্রশ্ন বিচারপতির। আমরা স্বাধীন তদন্ত চাই, জানালেন আবেদনকারীরা
স্বাভাবিক সময়ের আগেই ১৯ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর
কলকাতা হাইকোর্টে গতকাল রেশন দুর্নীতি মামলায় রিপোর্ট পেশ করল রাজ্য সরকার। ১৭ই জুনের মধ্যে রেশন দুর্নীতি নিয়ে, নিজেদের বক্তব্য জানাবে ED। রেশন দুর্নীতির যে ৬টি মামলায় কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল, সেগুলি আগামী ২৪ জুন পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছেন বিচারপতি।
কয়েক দিনের স্বস্তির পর ফের রাজ্য়ে গরমের পূর্বাভাস। আজ থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। আগামী শনিবার পর্যন্ত ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানাল আলিপুর আহওয়া দফতর। আজ দক্ষিণবঙ্গের সমুদ্র সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে।
এবার ঝাঁটা-লাঠি হাতে সন্দেশখালির মহিলাদের একাংশের রাত জেগে পাহারা দেওয়ার ভিডিও ভাইরাল হল। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে ঝাঁটা-লাঠি নিয়ে রাত জেগে রাস্তায় বসে পাহারা দিচ্ছেন বেড়মজুর এলাকার বসিন্দা মহিলারা। সন্দেশখালির বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাত হলেই তৃণমূলের দুষকৃতীরা এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। গ্রামে তল্লাশি চালানোর নামে পুলিশ অত্য়াচার চালাচ্ছে বলেও অভিযোগ। রবিবার থেকে সন্দেশখালিতে তল্লাশি জোরদার করেছে পুলিশ। এরপর গতকাল রাতে মহিলাদের পাহারা দেওয়ার এই ভিডিও ভাইরাল হল।
আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। ২১ মের মধ্য়ে কয়লা পাচারকাণ্ডের তদন্ত প্রক্রিয়া শেষ করে ফাইনাল চার্জশিট পেশের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। সুপ্রিম কোর্টের কাছ থেকে রক্ষাকবচ পেয়েছেন অনুপ মাঝি ওরফে লাল
সন্দেশখালির ভিডিও তৈরি নিয়ে এবার আইপ্যাকের সঙ্গে পুলিশ আধিকারিকদের নামও জুড়লেন শুভেন্দু অধিকারী। যে ২ জন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিরোধী দলনেতা অভিযোগ তুলেছেন, তাঁদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মায়ের সম্মান চলে গেলে, সম্মান কিন্তু ফিরে আসে না। মা-বোনেদের নিয়ে এই চক্রান্তের খেলা খেলবেন না।
সন্দেশখালিতে তৃণমূল নেতাদের মারধরের ঘটনায় চার বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। যদিও, জেলিয়াখালিতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন।
এবার ঝাঁটা-লাঠি হাতে সন্দেশখালির মহিলাদের একাংশের রাত জেগে পাহারা দেওয়ার ভিডিও ভাইরাল। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে ঝাঁটা-লাঠি নিয়ে রাত জেগে রাস্তায় বসে পাহারা দিচ্ছেন বেড়মজুর এলাকার মহিলারা। সন্দেশখালির বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাত হলেই তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও।
প্রেক্ষাপট
কলকাতা : সোমবারই ছিল চতুর্থ দফার ভোট। বাংলার বীরভূম, বর্ধমান থেকে তেহট্ট, নাকাশিপাড়া- চতুর্থ দফায় ফিরল অশান্তি। ৯২০ কোম্পানি থেকে বেড়ে বাংলায় কেন্দ্রীয় বাহিনী হচ্ছে ১ হাজার ২০। পঞ্চম দফাতেই ৭৬৬ কোম্পানি। 'ভোট যা হয়েছে, তাতে মোদি আর থাকছে না। ৩ দফায় কুপোকাত বিজেপি', দাবি মমতার। মোদিকে মাছ রান্না করে খাওয়ানোর আমন্ত্রণ মমতার।
আজ ঝাড়গ্রাম ও বিষ্ণুপুরে শুভেন্দু, বাঘমুন্ডি ও দাঁতনে কর্মসূচি অভিষেকের। আজ বনগাঁ-আমতার সভা থেকে কী বার্তা অমিত শাহের? কল্যাণী-শ্রীরামপুরের সভায় কোন অস্ত্রে শান মুখ্যমন্ত্রীর? নজর বাংলার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -