West Bengal News Live Updates : মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করল কমিশন

West Bengal News Updates : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 21 May 2024 10:51 PM
West Bengal News Live : কোলাঘাট, তমলুক থানার আইসি-ওসির সাসপেনশনের দাবি শুভেন্দুর

কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশি হানা। পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কোলাঘাট থানায় শুভেন্দু। কোলাঘাট, তমলুক থানার আইসি-ওসির সাসপেনশনের দাবি শুভেন্দুর । বাড়িতে কিছু না থাকলে এত রাগ কেন? পাল্টা কটাক্ষ তৃণমূলের

WB News Live : তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিল ঘিরে তৃণমূলের সঙ্গে তৃণমূলেরই সংঘর্ষ!

তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিল ঘিরে তৃণমূলের সঙ্গে তৃণমূলেরই সংঘর্ষ! হাড়োয়ায় মিছিল নিয়ে তৃণমূল বনাম তৃণমূল, বেশ কয়েকজন আহত। 
হাজি নুরুলের সমর্থনে আদি-নব্যের জোড়া মিছিল, মুখোমুখি হতেই হামলা। আদি-নব্যের সংঘাতে লাঠি-বাঁশ-ইট নিয়ে একে অপরের বিরুদ্ধে হামলা

West Bengal News Live : যাদবপুরের সিপিএম প্রার্থীর প্রচারে তুলকালাম, সৃজন ভট্টাচার্যকে গো ব্যাক স্লোগান তৃণমূলের

যাদবপুরের সিপিএম প্রার্থীর প্রচারে তুলকালাম। সৃজন ভট্টাচার্যকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। পঞ্চসায়র থানা এলাকায় সিপিএম প্রার্থীর রোড শোয়ে বাধা। সৃজনের গাড়ি লক্ষ্য করে ইট, ছেঁড়া হল সিপিএমের পতাকা-ফ্লেক্স। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সিপিএমের।মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের।

West Bengal News Live : যাদবপুরের সিপিএম প্রার্থীর প্রচারে তুলকালাম, সৃজন ভট্টাচার্যকে গো ব্যাক স্লোগান তৃণমূলের

যাদবপুরের সিপিএম প্রার্থীর প্রচারে তুলকালাম। সৃজন ভট্টাচার্যকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। পঞ্চসায়র থানা এলাকায় সিপিএম প্রার্থীর রোড শোয়ে বাধা। সৃজনের গাড়ি লক্ষ্য করে ইট, ছেঁড়া হল সিপিএমের পতাকা-ফ্লেক্স। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সিপিএমের।মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের।

WB News Live : আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রত্যেকদিন সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে প্রতি ঘন্টা ঝড়ো হাওয়ার সম্ভাবনা। কয়েক জায়গায় আবার কালবৈশাখী ঝড় দেখার সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া  পূর্ব বর্ধমানের সাথে গোটা দক্ষিণবঙ্গের আজ কমলা সতর্কতা দেওয়া আছে।

West Bengal News Live : কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশি হানা

কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশি হানা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়েছিল, দাবি পুলিশের।এক দুষ্কৃতীর খোঁজে পুলিশ গিয়েছিল, দাবি পুলিশের। ঘটনায় রীতিমতো ক্ষোভপ্রকাশ বিরোধী দলনেতার। 'অস্ত্র, মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল'। পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কোলাঘাট থানায় শুভেন্দু।

WB News Live : কেশপুরের সভায় যাওয়ার পথে শুভেনদু অধিকারীকে কটূক্তির অভিযোগ, শঙ্কর ঘোষের গাড়ি ধাওয়া

কেশপুরের সভায় যাওয়ার পথে শুভেনদু অধিকারীকে কটূক্তির অভিযোগ। শঙ্কর ঘোষের গাড়ি ধাওয়া। বিজেপির জেলা সভাপতির গাড়িতেও চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা সভা থেকে ফেরার পথে তৃণমূল ও পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার।

West Bengal News Live : 'বেশি উড়লে মারব এখানে, লাশ পড়বে কালীঘাটের টালির চালায়'

'বেশি উড়লে মারব এখানে, লাশ পড়বে কালীঘাটের টালির চালায়'। এগরার সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার

WB News Live : আজমগড়ে অখিলেশের সভায় চূড়ান্ত বিশৃঙ্খলা, পুলিশের সঙ্গে সমাজবাদী পার্টি সমর্থকদের ধস্তাধস্তি

আজমগড়ে অখিলেশের সভায় চূড়ান্ত বিশৃঙ্খলা। পুলিশের সঙ্গে সমাজবাদী পার্টি সমর্থকদের ধস্তাধস্তি। হুড়োহুড়ির মধ্যেই তৈরি হয় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি।

West Bengal News Live : নিজের বুথেই বিক্ষোভের মুখে হলদিয়ার বিজেপি বিধায়ক!

নিজের বুথেই বিক্ষোভের মুখে হলদিয়ার বিজেপি বিধায়ক! এতদিন কোথায় ছিলেন? প্রশ্নের মুখে তাপসী মণ্ডল। পরিষেবা না পাওয়ার অভিযোগে বিজেপি বিধায়ককে প্রশ্ন।পুরোটাই তৃণমূলের চক্রান্ত বললেন তিনি।

WB News Live : ভোটের ৪দিন আগে পশ্চিম মেদিনীপুরে নতুন পুলিশ সুপার

ভোটের ৪দিন আগে পশ্চিম মেদিনীপুরে নতুন পুলিশ সুপার । পশ্চিম মেদিনীপুরের নতুন এসপি সোনাওয়ানে কুলদীপ সুরেশ। গতকালই পঃ মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকারকে সরিয়ে দেয় কমিশন।

WB News Live : কাঁথিতে ভোটের আগে ভূপতিনগরে আক্রান্ত বিজেপি

কাঁথিতে ভোটের আগে ভূপতিনগরে আক্রান্ত বিজেপি। বাড়িতে ঢুকে বিজেপির বুথ সভাপতি-সহ ৩ নেতাকে মারধরের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপির বুথ সভাপতি-সহ আহত ৩ জন। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের

WB News Live : মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণের ঘটনায় অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে সেন্সর

মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণের ঘটনায় অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে কমিশনের সেন্স করার সিদ্ধান্তে ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী। প্রশ্ন তুললেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে।

Mamata Banerjee : বিজেপির প্ল্যান বি মন্দির-মসজিদ করে হিংসা ছড়ানো, বসিরহাটে কী ইঙ্গিত মমতার?

সন্দেশখালিতে মা-বোনদের যেভাবে অপমান করা হয়েছে তারজন্য আমি মর্মাহত। এটা বিজেপির প্ল্যান এ ছিল। সেই প্ল্যান সন্দেশখালির মা-বোনেরা বাতিল করে দিয়েছেন। বিজেপির প্ল্যান বি মন্দির-মসজিদ করে হিংসা ছড়ানো, সেটা এখনও চলছে। তাই এলাকায় শান্তি বজায় রাখুন। বসিরহাটের জনসভায় বার্তা তৃণমূলনেত্রীর। 

West Bengal News Live : মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করল কমিশন

মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করল কমিশন। তমলুকের বিজেপি প্রার্থীকে ২৪ ঘণ্টার জন্য সেন্সর করল কমিশন

WB News Live : দত্তপুকুরে বিজেপি প্রার্থীর পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ

ভোটের আগে বারাসাত লোকসভা কেন্দ্রের দত্তপুকুরে বিজেপি প্রার্থীর পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করায় তৃণমূল ব্লক সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে দেগঙ্গার কোটরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিজেপির অভিযোগ, বারাসাতের প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে পোস্টার ছিঁড়ে দেওয়ার প্রতিবাদ করায় হামলা চালানো হয়। দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের বারাসাত ১ নম্বর ব্লকের সভাপতি। 

WB News Live : রাজভবনের ৩ কর্মীর আগাম জামিন

রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, ওএসডি-সহ রাজভবনের ৩ কর্মীর আগাম জামিন। ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করল ব্যাঙ্কশাল আদালত। আজ রাজ্যপালের ওএসডি-সহ রাজভবনের ৩ কর্মীকে তলব করেছিল লালবাজার । গত রবিবারও তলব সত্ত্বে লালবাজারে আসেননি রাজভবনের এই ৩ কর্মী

WB News Live : BJP র পোলিং এজেন্ট ও কর্মীদের মারধরের অভিযোগ ভাটপাড়ায়

ভোটের পর ভাটপাড়ায় অশান্তি। ৩টি ওয়ার্ডে বিজেপির পোলিং এজেন্ট ও কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
আহত কর্মীদের দেখতে ভাটপাড়ায় যান ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এক কর্মীকে অ্য়াম্বুল্যান্সে তুলে হাসপাতালেও 
পাঠান। বিজেপি প্রার্থীর অভিযোগ, ভোট শেষ হতেই ভাটপাড়া
পুরসভার ৯, ১৬ এবং ২২ নম্বর ওয়ার্ডের পোলিং এজেন্ট ও কর্মীদের মারধর করে তৃণমূলের লোকজন। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 

WB News Live : সৃজনের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, ছিঁড়ে দেওয়া হয় পতাকা, ফ্লেক্স

খড়দার পর যাদবপুর। ফের তৃণমূলের বাধার মুখে পড়লেন সিপিএম প্রার্থী। পঞ্চসায়র থানা এলাকায় শহিদ স্মৃতি কলোনিতে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর রোড শো দফায় দফায় আটকানোর চেষ্টা হয়। সৃজনের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, ছিঁড়ে দেওয়া হয় পতাকা, ফ্লেক্স। সিপিএম প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। এদিন কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের শহিদ স্মৃতি কলোনিতে সৃজন ভট্টাচার্যর প্রচার ঘিরে উত্তেজনা ছড়ায়। এভাবে বামেদের রুখতে পারবে না তৃণমূল। যাদবপুরে এবার তাঁরাই জিতবেন বলে দাবি করেন সৃজন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News Live : গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর

ভোটের দিন গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। মৃত ভোটারের নামে ভোট পড়ছে, অভিযোগ পেয়ে গতকাল স্বরূপনগরের নিত্যানন্দকাটি পূর্বপাড়া অবৈতনিক বিদ্যালয়ের বুথে গিয়ে ভোটারদের ক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। গ্রামবাসীদের অভিযোগ, ২৪ বছর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সোনাই নদীর ওপরে কাঠের সেতু। তারপর থেকে জোড়াতালি দিয়ে চলছে। সাইকেল বা দু’চাকার গাড়ি ছাড়া কিছুই যেতে পারে না বলে অভিযোগ। প্রতিকার চেয়ে অন্ধকারের মধ্যে কাদামাখা রাস্তায় বিজেপি প্রার্থীকে প্রায় ৫০০ মিটার হাঁটিয়ে নিয়ে যান গ্রামবাসীরা। চাপের মুখে সেতু তৈরির আশ্বাস দেন শান্তনু ঠাকুর। ভোটের দিন বিজেপি প্রার্থীর প্রতিশ্রুতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

Srijan Bhattacharya :সৃজনের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, ছিঁড়ে দেওয়া হয় পতাকা, ফ্লেক্স

খড়দার পর যাদবপুর। ফের তৃণমূলের বাধার মুখে পড়লেন সিপিএম প্রার্থী। পঞ্চসায়র থানা এলাকায় শহিদ স্মৃতি কলোনিতে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর রোড শো দফায় দফায় আটকানোর চেষ্টা হয়। সৃজনের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, ছিঁড়ে দেওয়া হয় পতাকা, ফ্লেক্স। সিপিএম প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। এদিন কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের শহিদ স্মৃতি কলোনিতে সৃজন ভট্টাচার্যর প্রচার ঘিরে উত্তেজনা ছড়ায়। এভাবে বামেদের রুখতে পারবে না তৃণমূল। যাদবপুরে এবার তাঁরাই জিতবেন বলে দাবি করেন সৃজন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

West Bengal News : পঞ্চসায়রে প্রচারে বাধার মুখে সৃজন

খড়দার পর যাদবপুর। ফের তৃণমূলের বাধার মুখে সিপিএম প্রার্থী। পঞ্চসায়র থানা এলাকায় শহিদ স্মৃতি কলোনিতে আটকানো হল যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর প্রচার মিছিল।

WB News Live : পঞ্চম দফাতেও জেলায় জেলায় অশান্তি

পঞ্চম দফাতেও জেলায় জেলায় অশান্তি। ভোটারদের বুথে যেতে বাধার অভিযোগে গয়েশপুরে ধুন্ধুমার। বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মার। আক্রান্ত কর্মীও। 

Narendra Modi : 'ভোট ব্যাঙ্ককে খুশি রাখতে সব সীমা পেরিয়ে যাচ্ছে তৃণমূল' আক্রমণে মোদি

'সাধু-সন্তদের হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ব্যাঙ্ককে খুশি রাখতে সব সীমা পেরিয়ে যাচ্ছে তৃণমূল', ভোটপ্রচারে বাংলায় এসে ফের আক্রমণে মোদি।

WB News Live : জলপাইগুড়িতেও রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ প্রধানমন্ত্রীর

জলপাইগুড়িতেও রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ প্রধানমন্ত্রীর। বলেন, ' মুখ্যমন্ত্রীর হুমকিতে সাহস বাড়ছে  দুষ্কৃতীদের। জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে ভাঙচুর হয়েছে। '

WB News Live : ভোটব্যাঙ্ককে খুশি করার জন্য বাংলার অ্যাধাত্মিক পরিচিতিকে হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, পাল্টা নরেন্দ্র মোদি

সাধু সংঘাতের আবহে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। গতকালও ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা শাখার প্রধান কার্তিক মহারাজকে ঝাঁঝালো আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেদের ভোটব্যাঙ্ককে খুশি করার জন্য বাংলার অ্যাধাত্মিক পরিচিতিকে হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, পাল্টা নরেন্দ্র মোদি।

প্রেক্ষাপট

কলকাতা : শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমিতে দুষ্কৃতী তাণ্ডব। আবাসিক-রক্ষীদের মেরে প্রায় ৯৫ কাঠা জমি জবরদখলের অভিযোগ উঠল। ভক্তিনগর থানায় করা হল FIR। একদিন পরেও অধরা অভিযুক্তরা! জলপাইগুড়িতেও রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। বললেন, মুখ্যমন্ত্রীর হুমকিতে সাহস বাড়ছে দুষ্কৃতীদের। সাধু-সন্তদের হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ব্যাঙ্ককে খুশি রাখতে সব সীমা পেরিয়ে যাচ্ছে তৃণমূল। ভোটপ্রচারে বাংলায় এসে ফের আক্রমণ শানালেন মোদি।


তীব্র সমালোচনার মুখে সাধু মন্তব্যের ব্যাখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি বলেছি দু-একজনের কথা'। যদি ফের মমতা  নিশানা করলেন কার্তিক মহারাজকে। বললেন, 'কার্তিক মহারাজ, মুর্শিদাবাদে দাঙ্গার হোতা। বুকে বিজেপির সিম্বল নিয়ে করুন।'

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.