West Bengal News Live: সন্দেশখালিকাণ্ডে জিয়াউদ্দিন মোল্লা গ্রেফতার

West Bengal News Updates : জেলা থেকে জেলা, সব খবর সবার আগে।

ABP Ananda Last Updated: 11 Mar 2024 11:28 PM

প্রেক্ষাপট

আজ সিপিএমের সন্দেশখালি অভিযান। সন্দেশখালিতে মিছিল ও সভা করবে তারা। তৃণমূলের ব্রিগেডের পাল্টা গতকালও পথে নামে সিপিএম। কৃষ্ণনগরে সভা করেন মীনাক্ষী মুখোপাধ্য়ায়। উলুবেড়িয়ায় বিমান বসু ও ভগবানগোলায় মহম্মদ সেলিম সভা...More

WB News Live: লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হতেই জেলায় জেলায় শুরু হল প্রচার

লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হতেই জেলায় জেলায় শুরু হল প্রচার। নিজের লোকসভা কেন্দ্রে বাইক র‍্যালি করলেন সুকান্ত মজুমদার। মথুরাপুরে কপিল মুনির আশ্রমে পুজো দিলেন তৃণমূল প্রার্থী বাপি হালদার। অন্য়দিকে মেদিনীপুরে জুন মালিয়ার নামে শুরু হল দেওয়াল লিখন।