West Bengal News Live: সন্দেশখালিকাণ্ডে জিয়াউদ্দিন মোল্লা গ্রেফতার
West Bengal News Updates : জেলা থেকে জেলা, সব খবর সবার আগে।
লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হতেই জেলায় জেলায় শুরু হল প্রচার। নিজের লোকসভা কেন্দ্রে বাইক র্যালি করলেন সুকান্ত মজুমদার। মথুরাপুরে কপিল মুনির আশ্রমে পুজো দিলেন তৃণমূল প্রার্থী বাপি হালদার। অন্য়দিকে মেদিনীপুরে জুন মালিয়ার নামে শুরু হল দেওয়াল লিখন।
সন্দেশখালিকাণ্ডে শাহজাহানের পর ডানহাত গ্রেফতার। তৃণমূলের পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন-সহ ৩জন জালে। দফায় দফায় জেরার পরে গ্রেফতার করল সিবিআই।
CAA কার্যকরের বিজ্ঞপ্তি জারি হতেই ঠাকুরনগরে অকাল উৎসব। আনন্দে মাতলেন মতুয়ারা।
সিবিআইয়ের হাতে গ্রেফতার জিয়াউদ্দিন-সহ ৩জন গ্রেফতার
কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর খেজুরির প্রচার সভা ঘিরে উত্তেজনা ছড়াল। একদিকে, পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি কর্মী, সমর্থকদের বিরুদ্ধে। পাল্টা পুলিশের বিরুদ্ধে সভার মধ্যে গাড়ি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ তুলল গেরুয়া শিবির।
সুপ্রিম কোর্টেও ধোপে টিকল না রাজ্য সরকারের আবেদন। সন্দেশখালি নিয়ে, সিবিআই তদন্তের আর্জিই বহাল রাখল সুপ্রিম কোর্ট। তদন্তের ওপর স্থগিতাদেশের বিষয়টি আদালত স্পষ্ট করে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই, শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেফতারে দেরি নিয়ে বিচারপতির প্রশ্নের মুখে, সুপ্রিম কোর্টে এমনটাই জানাল রাজ্য সরকার।
ফের উত্তপ্ত ভাঙড়। পোলেরহাটে ISF-এর সভা চলাকালীন হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। এদিনের ঘটনায় আহত হয়েছেন দুপক্ষের ৫-৬ জন। একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল ও ISF।
সিপিএমের সন্দেশখালি অভিযানের দিনই ফের জারি ১৪৪ ধারা। প্রবেশঘাট ধামাখালি সহ ৩ জায়গায় বিধিনিষেধ জারি।
সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদ। শিলিগুড়িতে এবিভিপির উত্তরকন্যা অভিযান ধুন্ধুমার। ভাঙল ব্যারিকেড, পাল্টা পুলিশের লাঠিচার্জ।
সন্দেশখালিকাণ্ডে জিয়াউদ্দিন মোল্লা গ্রেফতার। শেখ শাহজাহানের 'ডান হাত' জিয়াউদ্দিন মোল্লা গ্রেফতার। সন্দেশখালিকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার। সিবিআইয়ের হাতে গ্রেফতার জিয়াউদ্দিন-সহ ৩জন গ্রেফতার।
ভোটের মুখে বড় ধাক্কা, তৃণমূলের ১০ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত। তৃণমূলের তহবিল থেকে ১০ কোটি ২৯ লক্ষ সাময়িকভাবে বাজেয়াপ্ত করল ইডি
বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে সিবিআই। ইডির উপর হামলার তদন্তে সঙ্গে ফরেন্সিকও। থ্রি ডি স্ক্যানারের মাধ্যমে নথি সংগ্রহ।
'মোদির গ্যারান্টি মানে প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি'
'ধর্মীয় কারণে উৎপীড়িত জনগোষ্ঠী, আজ অপেক্ষার অবসান'
সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি জারি হতেই পোস্ট শুভেন্দু অধিকারীর
দেশজুড়ে কার্যকর হল সিএএ, ঠাকুরনগরে উৎসবের মেজাজ
"যদি সিএএ নিয়ে নাগরিকত্ব বাতিল করা হয়, তাহলে তীব্র প্রতিবাদ, সিএএ-র নাম করে ডিটেনশন ক্যাম্প রেখে দেবে, তা হবে না, সিএএ রাজ্যে লাগু হতে দেব না, যাঁরা ভারতবর্ষে বসবাস করেন, তাঁরা ভারতের নাগরিক, এই নতুন আইন আগের অধিকার বাতিল করে দেবে না তো ?'' বললেন মুখ্যমন্ত্রী।
নবান্নে জরুরি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়
ইডির উপর হামলার ফুটেজ নেই। রাস্তার সিসি ক্যামেরা অচল। ফুটেজ চেয়ে এবার বনগাঁ থানা ও পুরসভাকে নোটিস সিবিআইয়ের। শঙ্কর আঢ্যর স্ত্রীকেও নোটিস কেন্দ্রীয় এজেন্সির।
সন্দেশখালিতে এবার ৩টি জায়গায় জারি করা হল ১৪৪ ধারা। আজ থেকে বুধবার পর্যন্ত নিয়ন্ত্রণ-বিধি জারি থাকবে। সন্দেশখালি থানার অন্তর্গত বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালি ঘাট, ন্যাজাট থানা এলাকার সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া মোড় এবং হাটগাছি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।আজ সন্দেশখালি থানা এলাকার সন্দেশখালি ২ নম্বর ব্লকে সভা রয়েছে সিপিএমের। ধামাখালি ঘাট থেকে নৌকায় চড়ে যেতে হবে সন্দেশখালিতে। সকাল থেকে সেই ধামাখালি ঘাট এলাকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ইডির উপর হামলা, এবার ন্যাজাট থানায় সিবিআই
'নিয়োগের জট খোলার চেষ্টা করছে রাজ্য সরকার'
'এজি সবুজ সঙ্কেত দিলে নিয়োগের ব্যাপারে এগোতে পারে সরকার'
আজই অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বৈঠক: কুণাল
শিলিগুড়িতে এবিভিপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার। সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে এবিভিপির অভিযান ঘিরে উত্তেজনা। ব্যারিকেড ভেঙে এগোল এবিভিপির মিছিল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবিভিপির। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ।
সন্দেশখালি-মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য
নিয়োগ দুর্নীতির তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ফের সিবিআই-ইডিকে কড়া ভর্ৎসনা হাইকোর্টের। 'দুর্নীতির বিরুদ্ধে লড়তে হলে দোষীসাব্যস্ত করার হার বাড়াতে হবে। যে দেশে এই হার যত বেশি তারা দুর্নীতির বিরুদ্ধে তত এগিয়ে। জাপান, সিঙ্গাপুরের দিকে দেখুন, সেখানে দোষীসাব্যস্ত করার হার ৮০ শতাংশ', ইডি-সিবিআইকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর
'যে বাহিনী আসছে, ওসব আমাদের কাছে কিছু নয়। ভোটের ১৫ দিন আগে ভোট হয়ে যাবে। এখানে মা লক্ষ্মীর বাহিনী আছে, সামনে দাঁড়ালে ওই বাহিনী ফিরে যাবে। তারপর যা হওয়ার হয়ে যাবে, কোনও চিন্তা নেই', যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে পাশে বসিয়ে বিস্ফোরক বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক
সিপিএমের সন্দেশখালি অভিযানের দিনই ফের জারি ১৪৪ ধারা। যাচ্ছেন সুজন-নিরাপদরা। প্রবেশঘাট ধামাখালি সহ ৩ জায়গায় বিধিনিষেধ জারি।
সন্দেশখালিকাণ্ডে এবার সিবিআই স্ক্যানারে ইডির উপর হামলার নেতৃত্বে অভিযুক্ত জিয়াউদ্দিন মোল্লা। নিজাম প্যালেসে চলছে জিজ্ঞাসাবাদ। তলব আরও বেশ কয়েকজনকে।
বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে গেল সিবিআই। ৫ জানুয়ারি ইডির উপর হামলার ঘটনার তদন্তে শঙ্করের বাড়িতে সিবিআই। ফরেন্সিক টিম ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ি ঘিরল সিবিআই। শেখ শাহজাহানের বাড়ির পর শঙ্কর আঢ্যর বাড়িতেও লেজার স্ক্যানারের ব্যবহার সিবিআইয়ের। ৫ জানুয়ারি কী হয়েছি, জানতে বনগাঁ পুরসভার বর্তমান গোপাল শেঠের বাড়িতে সিবিআই। গোপাল শেঠের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ চাইল কেন্দ্রীয় এজেন্সি। ২৫ দিনের বেশি ফুটেজ স্টোর থাকে না, জানালেন গোপাল শেঠ।
লোকসভা ভোটে বিজেপির অন্যতম হাতিয়ার সন্দেশখালি ইস্যু। তাই সন্দেশখালিকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের অভিযোগ তুলে পথে নামলেন হুগলি লোকসভা আসনের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আজ চুঁচুড়ার রবীন্দ্রনগরে জিটি রোডের ওপর বসে অবরোধ শুরু করেন লকেট।
ঘটনাস্থলে রয়েছে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। সপ্তাহের প্রথম দিনে জিটি রোডের মতো ব্যস্ত রাস্তায় অবরুদ্ধ হয়ে পড়ায় যানজট তৈরি হয়েছে।
ফের বালুরঘাট আসন থেকেই লোকসভা ভোটে লড়ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রার্থী পদ ঘোষণার পর প্রথমবার নিজের এলাকায় এলেন সুকান্ত। আজ সকালে বালুরঘাট স্টেশন থেকে কর্মী, সমর্থকদের নিয়ে বাইক র্যালি করে জেলা পার্টি অফিসে আসেন তিনি। উন্নয়নকে হাতিয়ার করেই দ্বিতীয়বারের জন্য তিনি ভোটে লড়বেন জানিয়েছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী।তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছেন ক্রেতা সুরক্ষামন্ত্রী ও হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র। ২০১৯-এ তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০২০-তে ফের তৃণমূলে ফেরেন। মন্ত্রী বিপ্লব মিত্রকে তৃণমূল লোকসভা আসনে দাঁড় করানোয় জেলারই ক্ষতি বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার।
ফের কি পদ্মপথে অর্জুন? তৃণমূলের টিকিট না মেলায় অর্জুন সিংহর বিজেপিতে প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে। 'ধোঁকা দেওয়া হয়েছে, বিশ্বাসভঙ্গ করেছে দল, দীর্ঘ টালবাহানার পরে ব্যারাকপুরে টিকিট দিল না দল। ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে বলেই দলে নিয়ে আসা হয়েছিল। দল আগে জানালে যোগ দিতাম না। কর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব', টিকিট না পেয়ে বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ
ব্রিগেড থেকে ৪২টি লোকসভা কেন্দ্রেই প্রার্থী ঘোষণা তৃণমূলের। টিকিট পেলেন ১১ জন বিধায়ক। আগের ভোটে জয়ী ৫ সাংসদকে টিকিট দিল না তৃণমূল।
লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। জেলবন্দি আরাবুল ইসলামের খাস তালুক পোলেরহাট থানা এলাকার সাতুলিয়ায় সংঘর্ষে জড়ালেন তৃণমূল ও ISF কর্মীরা। আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন। ISF-এর অভিযোগ,
গতকাল তাদের বুথ সভা চলাকালীন কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মী, সমর্থকরা।
আজ সিপিএমের সন্দেশখালি অভিযান। মিছিল ও সভা করবে তারা। তৃণমূলের ব্রিগেডের পাল্টা গতকালও পথে নামে সিপিএম। কৃষ্ণনগরে সভা করেন মীনাক্ষী মুখোপাধ্য়ায়। উলুবেড়িয়ায় বিমান বসু ও ভগবানগোলায় মহম্মদ সেলিম সভা করেন।
প্রার্থী পদ ঘোষণার পরেই প্রচারে নেমে পড়লেন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার।
রাতে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে জনসংযোগে নামেন তিনি।
সন্দেশখালিতে এবার ৩টি জায়গায় জারি করা হল ১৪৪ ধারা। আজ থেকে বুধবার পর্যন্ত নিয়ন্ত্রণ-বিধি জারি থাকবে। সন্দেশখালি থানার অন্তর্গত বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালি ঘাট, ন্যাজাট থানা এলাকার সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া মোড় এবং হাটগাছি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ সন্দেশখালি থানা এলাকার সন্দেশখালি ২ নম্বর ব্লকে সভা রয়েছে সিপিএমের। ধামাখালি ঘাট থেকে নৌকায় চড়ে যেতে হবে সন্দেশখালিতে।
রাতের শহরে ফের দুর্ঘটনা ঘটল। এবার EM বাইপাস থেকে সল্টলেক যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারল চারচাকা গাড়ি। ঘটনাস্থলে গিয়ে কাউকেই দেখতে পেল না বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। কে বা কারা ছিল গাড়িতে? দুর্ঘটনার পরে কোথায় গেল? জানতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
খেজুরিতে সৌমেন্দু অধিকারীর সভা বানচাল করার চেষ্টা, অভিযোগের তির পুলিশের দিকে। পাল্টা খেজুরি থানার OC-র গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। গতকাল খেজুরির বিদ্যাপীঠ মোড়ে পথসভা করছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী।
বাঁকুড়ায় দুটি দুর্ঘটনায় মৃত্যু হল বন দফতরের এক আধিকারিক-সহ ৩ জনের।
প্রেক্ষাপট
আজ সিপিএমের সন্দেশখালি অভিযান। সন্দেশখালিতে মিছিল ও সভা করবে তারা। তৃণমূলের ব্রিগেডের পাল্টা গতকালও পথে নামে সিপিএম। কৃষ্ণনগরে সভা করেন মীনাক্ষী মুখোপাধ্য়ায়। উলুবেড়িয়ায় বিমান বসু ও ভগবানগোলায় মহম্মদ সেলিম সভা করেন। রামপুরহাটে সভা করেন সুজন চক্রবর্তী।
গতকাল, রবিবারই ব্রিগেডে ৪২ আসনেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। ঘাসফুলের প্রার্থী তালিকায় চমকের পর চমক। বহরমপুরে অধীর চৌধুরীর গড়ে প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করা থেকে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী হিসেবে কীর্তি আজাদকে বেছে নেওয়া । হুগলিতে প্রার্থী হলেন রচনা বন্দ্য়োপাধ্য়ায়। মালদা উত্তরে প্রার্থী করা হল প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়কে।
অন্যদিকে, ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার পাল্টা সন্দেশখালিতে সভা করল বিজেপি। হাইকোর্টের অনুমতিতে রবিবার ন্য়াজাটে সভা করেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। ব্রিগেড সমাবেশ থেকে ভোটে বিজেপিকে ধরাশায়ী করার হুঙ্কার দেন অভিষেক। পাল্টা ন্য়াজাটের সভা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন শুভেন্দু। তৃণমূল সরকারকে উৎখাতের মধ্য়ে দিয়ে ছাব্বিশে লড়াই শেষ হবে বলে মন্তব্য় করেন সুকান্ত মজুমদার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -