WB News Live: কেন্দ্রীয় এজেন্সির নজরে অভিষেক, আক্রমণে মমতা

West Bengal News Updates : জেলা থেকে জেলা, সব খবর সবার আগে।

ABP Ananda Last Updated: 12 Mar 2024 11:57 PM
West Bengal News Live: অর্জুন, সুনীল, সায়ন্তিকার পরে এবার বেসুরো ভরতপুরের হুমায়ুন

অর্জুন, সুনীল, সায়ন্তিকার পরে এবার বেসুরো ভরতপুরের হুমায়ুন! ভোটে টিকিট নিয়ে এবার দলের অস্বস্তি বাড়ালেন হুমায়ুুন কবীর। বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে তীব্র আপত্তি।  

WB News Live: সুপ্রিম কোর্টের ডেডলাইন, কমিশনকে বন্ড-তথ্য দিল এসবিআই: পিটিআই

সুপ্রিম কোর্টের ডেডলাইন, কমিশনকে বন্ড-তথ্য দিল এসবিআই: পিটিআই। আদালত অবমাননার মামলার হুঁশিয়ারি দেওয়ার পরেই বন্ড সংক্রান্ত তথ্য পেশ। নির্বাচনী বন্ডে কাকে কত টাকা? কমিশনের কাছে তথ্য দিল এসবিআই: পিটিআই। ১৫ মার্চের মধ্যে কমিশনকে ওয়েবসাইটে তথ্য আপলোডের নির্দেশ আদালতের । ক্রেতার নাম এবং ক্রয় সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে পেশ: পিটিআই। 

Suvendu On Mamata :সিএএ ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর

'সিএএ নিয়ে মিথ্যে বলে মানুষকে ভয় দেখাচ্ছেন মমতা', ভুল বোঝানোর অভিযোগে পাল্টা আক্রমণে শুভেন্দু অধিকারী 

WB News Live: মোদির সভায় থাকার পরেই জন বার্লার 'বিদ্রোহে' ইতি

মোদির সভায় থাকার পরেই জন বার্লার 'বিদ্রোহে' ইতি! লোকসভায় টিকিট না পেয়ে 'বিদ্রোহ', ৬ দিনেই সুর বদল! মনোজ টিগ্গাকে ভাই বলে সম্বোধন জন বার্লার। 

Mamata On Abhishek: কেন্দ্রীয় এজেন্সির নজরে অভিষেক, আক্রমণে মমতা

কেন্দ্রীয় এজেন্সির নজরে অভিষেক, এদিন তা নিয়েই ফের আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন বলেন,'অভিষেক তরুণ ছেলে, বিয়ে করেছে, কিছু তো করে খাওয়াতে হবে। ব্যবসা শুরু করেছিল, সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে। আমি কখনও কিছু বলিনি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের যা আছে নাও, কিন্তু গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিও না', অভিষেক নিয়ে শিলিগুড়িতে কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণে মমতা। 

WB News Live:সিএএ নিয়ে ফের চড়া সুরে আক্রমণে মুখ্যমন্ত্রী

 


'আবেদন করার আগে বারবার ভাববেন', সিএএ নিয়ে ফের চড়া সুরে আক্রমণে মুখ্যমন্ত্রী। 'ডেকে ডেকে বলছে, বিজেপি করো, তাহলেই সাদা।সিএএ অধিকার কেড়ে নেওয়ার আইন', সিএএ-কে অসাংবিধানিক বলে আক্রমণে মমতা। ভোটের আগে ভয় দেখাতে চাইছে কেন্দ্র। আবেদন করলেই নাগরিক হয়ে যাবেন অনুপ্রবেশকারী। এনআরসির সঙ্গে যুক্ত সিএএ, পাঠিয়ে দেবে ডিটেনশন ক্যাম্পে', শিলিগুড়ির সভা থেকে সিএএ নিয়ে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB News Live: শেখ শাহজাহানের ৩ শাগরেদকে গ্রেফতারির পরে কোর্টে কী দাবি সিবিআইয়ের ?

ইডির উপরে হামলাকারী আকুঞ্জিও শেখ শাহজাহানের আশ্রয়দাতা? সন্দেশখালিকাণ্ডের পরে কার আশ্রয়ে ছিলেন 'বেতাজ বাদশা'? 'ধৃত শাগরেদ ফারুক আকুঞ্জির আশ্রয়েই ছিলেন শেখ শাহজাহান। ইডির উপরে হামলায় জিয়াউদ্দিনের সঙ্গে দিদার বক্সেরও প্রত্যক্ষ যোগ। লোক জড়ো করে ইডির উপরে হামলায় জড়িত জিয়াউদ্দিন-দিদার', শেখ শাহজাহানের ৩ শাগরেদকে গ্রেফতারির পরে কোর্টে দাবি সিবিআইয়ের। ধৃত ৩জনেরই ১০দিনের সিবিআই হেফাজতের নির্দেশ বসিরহাট কোর্টের। 

Sukanta Attacks Mamata: সিএএ নিয়ে মমতাকে পাল্টা চ্যালেঞ্জ সুকান্তর

'কারও নাগরিকত্ব যাওয়ার কোনও ভয় নেই, এক নয় সিএএ-এনআরসি। তৃণমূলকে ভোট দেওয়া মানেই মুখ্যমন্ত্রী আর পাকিস্তানের তাঁবেদারি করা', সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারেরও 

WB News Live: 'সিএএ নিয়ে মিথ্যে বলে মানুষকে ভয় দেখাচ্ছেন মমতা'

'সিএএ নিয়ে মিথ্যে বলে মানুষকে ভয় দেখাচ্ছেন মমতা', ভুল বোঝানোর অভিযোগে পাল্টা আক্রমণে শুভেন্দু অধিকারী 
 

Mamata On CAA: 'আবেদন করার আগে বারবার ভাববেন', সিএএ নিয়ে ফের চড়া সুরে আক্রমণে মুখ্যমন্ত্রী

দেশজুড়ে সিএএ কার্যকর হতেই সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। 'আবেদন করার আগে বারবার ভাববেন', সিএএ নিয়ে ফের চড়া সুরে আক্রমণে মুখ্যমন্ত্রী। 'ডেকে ডেকে বলছে, বিজেপি করো, তাহলেই সাদা।সিএএ অধিকার কেড়ে নেওয়ার আইন', সিএএ-কে অসাংবিধানিক বলে আক্রমণে মমতা। ভোটের আগে ভয় দেখাতে চাইছে কেন্দ্র। আবেদন করলেই নাগরিক হয়ে যাবেন অনুপ্রবেশকারী। এনআরসির সঙ্গে যুক্ত সিএএ, পাঠিয়ে দেবে ডিটেনশন ক্যাম্পে', শিলিগুড়ির সভা থেকে সিএএ নিয়ে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি আরও বলেন, 'আমার বলার কথা ছিল তাই বললাম, এবার সিদ্ধান্ত নিতে হবে। একটা বাচ্চা ছেলে, বিয়ে করেছে, কিছু তো করে খেতে হবে। ব্যবসা শুরু করেছিল, সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে। বাইরের পুলিশ আসবে, চলে যাবে, কিন্তু এখানের পুলিশ থাকবে', অভিষেক নিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়

WB News Live: বিস্ফোরক দাবি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের

'মুর্শিদাবাদের মানুষকে অবহেলা করা হচ্ছে। মুর্শিদাবাদের মানুষ ২২টি আসনের মধ্যে ২০টি আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে। সেই ২০ জনের মধ্যে থেকে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা যেত না ? গুজরাত থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসার মানে কী ? মানুষ ইউসুফ পাঠানকে প্রত্যাখ্যান করবে এবং অধীর চৌধুরীকে ভোট দেবে', বিস্ফোরক দাবি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের

West Bengal News Live: অর্জুনের বিজেপিতে যাওয়া ঠেকাতে মরিয়া তৃণমূল

অর্জুনের বিজেপিতে যাওয়া ঠেকাতে মরিয়া তৃণমূল। 'বিধানসভা ভোটে বরানগরে লড়ার প্রস্তাব অর্জুন সিংহকে', ভোটে জিতলে মন্ত্রী করারও প্রস্তাব বিদ্রোহী অর্জুনকে। তাপস রায়েরর ছেড়ে যাওয়া বরানগরেই প্রার্থী করার ফর্মুলা: সূত্র।

WB News Live: বহিরাগত তত্ত্বে এবার তৃণমূলের অস্ত্রেই তৃণমূলকে বিঁধলেন শুভেন্দু

বহিরাগত তত্ত্বে এবার তৃণমূলের অস্ত্রেই তৃণমূলকে বিঁধলেন শুভেন্দু অধিকারী। রাজ্যসভা ও লোকসভায় তৃণমূল প্রার্থীদের নাম ও ছবি দিয়ে বিরোধী দলনেতার পোস্ট, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কোনও ভারতীয় নাগরিক, তিনি যে প্রদেশেরই হোন না কেন, অন্য কোনও প্রদেশে তাঁকে বহিরাগত আখ্যা দেওয়া যায় না। আমরাও কখনও কারও গায়ে বহিরাগত তকমা সেঁটে দিইনি। কিন্তু তৃণমূল নেতৃত্ব বরাবর নিজেদের সুবিধার্থে ও স্বচ্ছন্দ অনুযায়ী বিভিন্ন সময়ে সর্বভারতীয় স্তরের নেতাদের বহিরাগত বলে চিহ্নিত করেছে। আজ আয়নাটা ওদের মুখের সামনে তুলে ধরলাম।

West Bengal News Live: নজরুল মঞ্চে তফশিলি জাতি, উপজাতি, নমঃশূদ্রদের নিয়ে বৈঠকে বসেছেন অভিষেক

এবার লোকসভা ভোটে তৃণমূলের পাখির চোখ তফশিলি ভোট। এই আবহে আজ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে তফশিলি জাতি, উপজাতি, নমঃশূদ্রদের নিয়ে বৈঠকে বসেছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। লোকসভা ভোটে এবার তৃণমূলের প্রার্থী তালিকায় তফশিলি জাতিভুক্ত অনেকেই রয়েছেন। বৈঠকে তফসিলি জাতি, উপজাতিভুক্তরা ছাড়াও আছেন অনগ্রসর শ্রেণির প্রতিনিধিরা। 

Arjun Singh: বিজেপির পথে অর্জুন ? জল্পনা তীব্র

অর্জিনের অফিস থেকে সকালেই সরানো হয়েছিল মমতা-অভিষেকের ছবি। বেলার দিকে সেই জায়গায় এল প্রধানমন্ত্রী মোদির ছবি। তবে কি বিজেপির পথে অর্জুন ? জল্পনা তীব্র

Mamata Banerjee 'দরখাস্ত করলে, নাগরিকত্ব বাতিল হয়ে যাবে, কাউকে বাংলা থেকে বিতাড়িত হতে দেব না', সরব মমতা

'দরখাস্ত করলে, নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। কাউকে বাংলা থেকে বিতাড়িত হতে দেব না। বিজেপি আপনাদের ধাপ্পা দিচ্ছে। যাঁরা নাগরিক, তাঁরা অনুপ্রবেশকারী হয়ে যাবেন।' হাবড়ার সভা থেকে তোপ মুখ্যমন্ত্রীর।

West Bengal News Live: 'ভিনরাজ্য থেকে খেলোয়াড় কিংবা কলকাতা থেকে গায়ক এনে অধীর চৌধুরীর মোকাবিলা করা যাবে না'

এবার বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী দাঁড় করানো নিয়ে মুখ খুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ভিনরাজ্য থেকে খেলোয়াড় কিংবা কলকাতা থেকে গায়ক এনে অধীর চৌধুরীর মোকাবিলা করা যাবে না, মন্তব্য হুমায়ুন কবীরের।

WB News Live: তমলুকে পৌঁছলেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সঙ্গে শুভেন্দু

তমলুকে পৌঁছলেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Arjun Singh: 'তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড, দেড় বছর আমার নষ্ট হয়ে গেল', আক্ষেপ অর্জুনের

'দলে আমার প্রয়োজন ফুরিয়েছে। তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড। আমাকে বেইজ্জত করা হলনা হলে আমাকে এমন করে ছুড়ে ফেলা হত না। মোদিজি বলতেন, সম্পর্ক কারও সঙ্গে খারাপ করা উচিত নয়। দেড় বছর আমার নষ্ট হয়ে গেল', আক্ষেপ অর্জুনের। 'কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন আমি তৃণমূলে আছি, না নেই'। 'ফিরহাদ হাকিম ফোন করে ললিপপ দেওয়ার চেষ্টা করেছিলেন'। পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াইয়ের ইঙ্গিত অর্জুনের।

WB News Live: কীর্ণাহারে বিজেপির জেলা সভাপতির পাড়ায় বোলপুরের প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার

দলের তরফে বিরোধিতা আগেই প্রকাশ্যে এসেছিল। এবার বীরভূমের কীর্ণাহারে বিজেপির জেলা সভাপতির পাড়ায় বোলপুরের প্রার্থী পিয়া সাহার বিরুদ্ধে পড়ল পোস্টার। প্রার্থী পদে তাঁকে মানবেন না বলে নামহীন পোস্টারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রার্থী বদল কেন্দ্র এবং রাজ্য নেতৃত্বের হাতে বলে দাবি করেছেন বিজেপি জেলা সভাপতি। বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক জেলা সভাপতির ঘাড়েই প্রার্থী-বিরোধিতার দায় চাপিয়েছেন।

Soumitra Khan: 'তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখ উপড়ে নেব, সে ক্ষমতা আমি রাখি'

'তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখ উপড়ে নেব, সে ক্ষমতা আমি রাখি'। বাঁকুড়ার জয়পুর ব্লকে প্রচারে গিয়ে হুঁশিয়ারি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র। অত্যাচারী মনোভাবের প্রকাশ, পাল্টা মন্তব্য সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের

WB News Live: মহা সমারোহে আজ বেলুড় মঠে পালিত হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি উৎসব

মহা সমারোহে আজ বেলুড় মঠে পালিত হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি উৎসব। আজ ভোরে মূল মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর সন্ন্য়াসী ও ভক্তরা খোল-করতাল বাজিয়ে মঠ চত্বরে ঊষা-কীর্তন করেন। আজ দিনভর বেলুড় মঠে রামকৃষ্ণ বন্দনা, কথামৃত পাঠ, ভক্তিগীতি, ধর্মসভা চলবে। দর্শনার্থীদের জন্য ভোগের ব্যবস্থাও থাকছে।  

WB News Live: ফের মেজাজ বদল আবহাওয়ার, কলকাতায় রাতের তাপমাত্রা এক ধাক্কায় ৬ ডিগ্রি বাড়ল

ফের মেজাজ বদল আবহাওয়ার, কলকাতায় রাতের তাপমাত্রা এক ধাক্কায় ৬ ডিগ্রি বাড়ল। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আগামীকাল থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে কলকাতাতেও। উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃহস্পতি ও শনিবারে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণেই ভরা বসন্তে বৃষ্টির ভ্রুকুটি।

WB News Live: বনগাঁর ধৃত তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর বাড়িতে গেল CBI

ED এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার তদন্তে এবার বনগাঁর ধৃত তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর বাড়িতে গেল CBI। এলাকার সিসি ক্যামেরার ফুটেজের খোঁজে কেন্দ্রীয় এজেন্সি। পুলিশ-পুরসভার পাশাপাশি ধৃত তৃণমূল নেতার স্ত্রীকেও নোটিস দিল CBI। 

Abhishek Banerjee: আজ নজরুল মঞ্চে তফশিলি জাতি, উপজাতি, নমঃশূদ্রদের নিয়ে বৈঠক করবেন অভিষেক

এবার লোকসভা ভোটে তৃণমূলের পাখির চোখ তফশিলি ভোট। আজ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে তফশিলি জাতি, উপজাতি, নমঃশূদ্রদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। লোকসভা ভোটে এবার তৃণমূলের প্রার্থী তালিকায় তফশিলি জাতিভুক্ত অনেকেই রয়েছেন বৈঠকে তফসিলি জাতি, উপজাতিভুক্তরা ছাড়াও থাকবেন অনগ্রসর শ্রেণির প্রতিনিধিরা। 

WB News Live: নিজের লোকসভা কেন্দ্রে বাইক র‍্যালি সুকান্তর, জুনের নামে দেওয়াল লিখন মেদিনীপুরে

লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হতেই জেলায় জেলায় শুরু হল প্রচার। নিজের লোকসভা কেন্দ্রে বাইক র‍্যালি করলেন সুকান্ত মজুমদার। মথুরাপুরে কপিল মুনির আশ্রমে পুজো দিলেন তৃণমূল প্রার্থী বাপি হালদার। অন্য়দিকে মেদিনীপুরে জুন মালিয়ার নামে শুরু হল দেওয়াল লিখন। 

West Bengal News Live: রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত ইডি, হামলায় উস্কানির অভিযোগে ২ সঙ্গী-সহ তৃণমূল নেতা গ্রেফতার

রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত ইডি। হামলায় উস্কানির অভিযোগে ২ সঙ্গী-সহ তৃণমূল নেতা গ্রেফতার। শাহজাহান মার্কেটের ম্যানেজারও সিবিআইয়ের জালে। 

প্রেক্ষাপট

কলকাতা : কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর খেজুরির প্রচার সভা ঘিরে উত্তেজনা ছড়াল। একদিকে, পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি কর্মী, সমর্থকদের বিরুদ্ধে। পাল্টা পুলিশের বিরুদ্ধে সভার মধ্যে গাড়ি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ তুলল গেরুয়া শিবির।


সুপ্রিম কোর্টেও ধোপে টিকল না রাজ্য সরকারের আবেদন। সন্দেশখালি নিয়ে, সিবিআই তদন্তের আর্জিই বহাল রাখল সুপ্রিম কোর্ট। তদন্তের ওপর স্থগিতাদেশের বিষয়টি আদালত স্পষ্ট করে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই, শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেফতারে দেরি নিয়ে বিচারপতির প্রশ্নের মুখে, সুপ্রিম কোর্টে এমনটাই জানাল রাজ্য সরকার। 


সন্দেশখালিতে এবার ৩টি জায়গায় জারি করা হল ১৪৪ ধারা। বুধবার পর্যন্ত নিয়ন্ত্রণ-বিধি জারি থাকবে। সন্দেশখালি থানার অন্তর্গত বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালি ঘাট, ন্যাজাট থানা এলাকার সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া মোড় এবং হাটগাছি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।আজ সন্দেশখালি থানা এলাকার সন্দেশখালি ২ নম্বর ব্লকে সভা রয়েছে সিপিএমের। ধামাখালি ঘাট থেকে নৌকায় চড়ে যেতে হবে সন্দেশখালিতে। সকাল থেকে সেই ধামাখালি ঘাট এলাকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। 


ফের উত্তপ্ত ভাঙড়। পোলেরহাটে ISF-এর সভা চলাকালীন হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। এদিনের ঘটনায় আহত হয়েছেন দুপক্ষের ৫-৬ জন। একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল ও ISF। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.