West Bengal News LIVE: দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে ২৬-এর ভোটে আমরাই ফিরব : মমতা

West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 10 Feb 2025 03:47 PM
West Bengal News LIVE: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ, একাধিক বিষয়ে আপত্তি বিজেপির

বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ, একাধিক বিষয়ে আপত্তি বিজেপির । রাজ্যপালের ভাষণে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের উল্লেখ, বিরোধিতা বিজেপির 

Madhyamik 2025: কলকাতার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ঘুরে দেখলেন সিপি

শুরু মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় বেশি। পরীক্ষা দিতে যাওয়ার সময় আর ফেরার সময় স্পেশাল বাসের আয়োজন। কলকাতার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ঘুরে দেখেন সিপি। পরীক্ষার্থীদের ফুল-চকোলেট বিলি করে কলকাতা পুলিশ। 

Mamata on WB Election : দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে ২৬-এর ভোটে আমরাই ফিরব : মমতা

এদিন  তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি। হরিয়ানায় আপ কংগ্রেসকে সাহায্য করেনি। দু'দল একসঙ্গে থাকলে এই ফল হত না। বাংলায় কাউকে দরকার হবে না। এখানে কংগ্রেসের কিছু নেই, আমরা একাই যথেষ্ট। দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে ২৬-এর ভোটে আমরাই ফিরব।'

WB New Live: আজ দুপুরে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু

আজ দুপুরে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু। তার আগে বিধানসভা ভবনে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক

West Bengal News LIVE: শাসক দলের কাউন্সিলর সচিন কুমার সিংহর বিরুদ্ধে FIR

নারকেলডাঙায় আগুনে মৃত্যু, পরিস্থিতি দেখতে গেলে মেয়রের সামনে বিক্ষোভ, তুলকালাম। কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের। শাসক দলের কাউন্সিলর সচিন কুমার সিংহর বিরুদ্ধে FIR। 

Tiger Attack: মৈপীঠে বাঘের মুখে বনকর্মী

মৈপীঠে ফের বাঘের হামলা! বাঘের মুখে বনকর্মী। বাঘে-মানুষে দীর্ঘক্ষণ লড়াই চলে। গুরুতর জখম হন বন দফতরের ওই কর্মী। সকালে বন দফতরের তল্লাশির সময়, জঙ্গল থেকে বেরিয়ে ধানখেতের ওপর লাফিয়ে পড়ে একজনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

Narkeldanga Fire: নারকেলডাঙায় আগুনে মৃত্যু, কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

নারকেলডাঙায় আগুনে মৃত্যু, পরিস্থিতি দেখতে গেলে মেয়রের সামনে বিক্ষোভ, তুলকালাম। কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের। শাসক দলের কাউন্সিলর সচিন কুমার সিংহর বিরুদ্ধে FIR। 
 

Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ

আজ মাধ্যমিকের সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ। তবে কাল সেটা থাকবে কি ? কারণ হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। এদিকে উত্তরবঙ্গে আবার বৃষ্টির সম্ভাবনা।

Madhyamik 2025: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাঁকুড়ায় অভিনব ব্যবস্থা

আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। জঙ্গলপথে যাতে পরীক্ষার্থীরা হাতির মুখে না পড়েন, সেজন্য বাঁকুড়ায় অভিনব ব্যবস্থা। পরীক্ষার্থীদের হুলা পার্টির সাহায্যে কড়া নিরাপত্তায় পৌঁছনো হচ্ছে পরীক্ষাকেন্দ্রে। বাঁকুড়া জেলার জঙ্গলে এই মুহূর্তে ৬২ টি হাতি রয়েছে। জেলায় বেশ কিছু পরীক্ষাকেন্দ্র রয়েছে যেগুলি হাতি উপদ্রুত এলাকার মধ্যে পড়ে। 

SSC Case: আজ ফের সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি

 


আজ ফের সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। এর আগে ২৮ জানুয়ারির শুনানিতে গোটা প্যানেবই বাতিল করার আবেদন জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, নতুনভাবে নিয়োগে অনেক সমস্যা হবে। বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, কিছু ঝামেলা সহ্য করে শুধুমাত্র যারা পরীক্ষায় বসেছিলেন তাঁদের সুযোগ দিতে হবে। সিপিএমের আইনজীবী সাংসদের অবস্থানের তীব্র সমালোচনায় সরব হন চাকরিরত শিক্ষক-শিক্ষিকারা। যোগ্য-অযোগ্যদের আলাদা করার প্রশ্নে একাধিকবার পিছিয়েছে চাকরি বাতিল মামলার শুনানি। গত বছরের ১৯ ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। শুনানিতে সর্বোচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। সেদিন সুপ্রিম কোর্ট মূলত যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করার ওপরে জোর দিয়েছিল। সম্ভাব্য কোন উপায়ে তা করা যায়, সেই ইঙ্গিতও দেওয়া হয়।

Madhyamik 2025: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্পেশাল বাসের আয়োজন

আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। সকাল ১১টা থেকে দুপুর ২ পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় বেশি। পরীক্ষা দিতে যাওয়ার সময় আর ফেরার সময় স্পেশাল বাসের আয়োজন

Jalpaiguri News: নাবালিকাকে মাদক মেশানো চকোলেট খাইয়ে ধর্ষণের অভিযোগ

নিউটাউনের পর জলপাইগুড়ি। এবার নাবালিকাকে মাদক মেশানো চকোলেট খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠল। গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের ভাইপো। নির্যাতিতার অভিযোগ, স্কুলে যাওয়ার সময় জোর করে অন্য জায়গায় নিয়ে গিয়ে তাকে বেহুঁশ করে ধর্ষণ করে টোটো চালক। নাবালিকাকে সে হুমকিও দেয় বলে অভিযোগ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। 

Justice For RG Kar: মিছিলে পা মেলান নিহত চিকিৎসকের মা-বাবাও

তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী বা দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে। এই দাবিতে রবিবার কলেজ স্কোয়ার থেকে আর জি কর মেডিক্যাল কলেজ পর্যন্ত মিছিল করল অভয়া মঞ্চ। মিছিলে পা মেলান নিহত চিকিৎসকের মা-বাবাও। 

RG Kar Case: CISF ও কলকাতা পুলিশের সঙ্গে বাগযুদ্ধে জড়ালেন আন্দোলনকারীরা

নিহত তরুণী চিকিৎসকের জন্মদিনে অভয়ামঞ্চের মিছিল আর জি কর মেডিক্য়ালে ঢুকতে বাধা দেওয়ায় CISF ও কলকাতা পুলিশের সঙ্গে বাগযুদ্ধে জড়ালেন আন্দোলনকারীরা। ঘটনার তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

Newtown Incident: ধর্ষণ-খুনে ধৃত টোটোচালক

বাড়ি ফিরিয়ে দেওয়ার নামে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ-খুন। সিসি ফুটেজের সূত্র ধরে নিউটাউনকাণ্ডে টোটো চালক গ্রেফতার। ১০দিনের পুলিশ হেফাজত। 


 

Narkeldanga Fire: কলকাতার বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড

কলকাতার বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। নারকেলডাঙা খাল পাড়ে পুড়ে ছাই হয়ে গেল পরপর ঝুপড়ি। ঝলসে মৃত্যু হল একজনের। দমকল দেরি করে আসাতেই এত ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ তুলল এলাকাবাসী। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। 

Suvendu Adhikari: প্রতিবাদে পথে শুভেন্দু

তৃণমূলকর্মী খুনে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার প্রতিবাদে নৈহাটিতে শুভেন্দু। অর্জুন-কৌস্তভকে সঙ্গে নিয়ে মিছিল।  

RG Kar Case: 'জন্মদিনে অঙ্গীকার, চাই সুবিচার'

চিকিৎসক ধর্ষণ-খুনের ৬ মাস। নিহতের জন্মদিনে ফের পথে অভয়া মঞ্চ। জন্মদিনের মৃত্যুঋণ, ব্যানার নিয়ে কলেজ স্ট্রিট থেকে আর জি কর পর্যন্ত মিছিল।  


 

Madhyamik 2025: আজ থেকে শুরু মাধ্যমিক

আজ থেকে শুরু মাধ্যমিক। রাস্তাঘাটে যাতে জ্যামজট না বাধে, তাই বিশেষ নজর থাকবে পুলিশের

প্রেক্ষাপট

কলকাতা: আজ থেকে শুরু মাধ্যমিক। মেয়ের জন্মদিনে বিচার চেয়ে পথে নামল অভয়ার পরিবার। নিউটাউনকাণ্ডে টোটো চালক গ্রেফতার। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ICDS কর্মীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ।লুকিয়ে ছাত্রীর ছবি তোলার অভিযোগে টোটো চালকের গ্রেফতারি ঘিরেও তৃণমূল বনাম তৃণমূল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.