West Bengal News Live Updates: নৈহাটিতে ভোট, পাশের ভাটপাড়ায় তৃণমূলকর্মীকে গুলি করে খুন, একজন গ্রেফতার

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 13 Nov 2024 11:46 PM
WB News Live: থ্রেট কালচারের অভিযুক্তদের বহিষ্কারের শাস্তি বদলে গেল মুচলেকায় !

থ্রেট কালচারের অভিযুক্তদের বহিষ্কারের শাস্তি বদলে গেল মুচলেকায়! কল্যাণী মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে ৪০জন অভিযুক্ত। ৬ মাসের জন্য বহিষ্কারের বদলে মুচলেকা দিলে ছাড়ের সিদ্ধান্ত। অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ? সুপারিশ গেল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে। 'ভবিষ্যতে আর হবে না বলে মুচলেকা দিতে হবে ছাত্র-অভিভাবকদের'। অভিযুক্তরা ছাত্র সংসদের নির্বাচনেও দাঁড়াতে পারবেন না বলে সিদ্ধান্ত। হস্টেলে কোনও বহিরাগত থাকতে পারবে না বলে কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত। 

West Bengal News Live: ভাটপাড়ায় তৃণমূলকর্মীকে গুলি করে খুন, গ্রেফতার এক

নৈহাটিতে ভোট, পাশের ভাটপাড়ায় গুলি করে খুন! ভাটপাড়ায় তৃণমূলকর্মীকে গুলি করে খুন, একজন গ্রেফতার। জগদ্দল থানা এলাকা থেকেই এক অভিযুক্ত গ্রেফতার। 

WB News Live: লর্ডসের মোড়ে সান্ধ্যবাজারে বিধ্বংসী আগুন, দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

কলকাতা শহরে ফের অগ্নিকাণ্ড। গতকাল কালিকাপুরের পর আজ লর্ডসের মোড়ে আগুন। লর্ডসের মোড়ে সান্ধ্যবাজারে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। 

West Bengal News Live: ভোট মিটতে না মিটতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া

ভোট মিটতে না মিটতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া। হাড়োয়ার গোপালপুর ২ নং পঞ্চায়েতে তৃণমূল কর্মীদের মারধর। তৃণমূলেরই আরেক গোষ্ঠীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। আহত ৩ তৃণমূলকর্মী, ১ জনের অবস্থা আশঙ্কাজনক। 

WB News Live Updates: থ্রেট কালচারের অভিযুক্তদের বহিষ্কারের শাস্তি বদলে গেল মুচলেকায় !

থ্রেট কালচারের অভিযুক্তদের বহিষ্কারের শাস্তি বদলে গেল মুচলেকায়! কল্যাণী মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে ৪০জন অভিযুক্ত। ৬ মাসের জন্য বহিষ্কারের বদলে মুচলেকা দিলে ছাড়ের সিদ্ধান্ত। অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ? সুপারিশ গেল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে। 'ভবিষ্যতে আর হবে না বলে মুচলেকা দিতে হবে ছাত্র-অভিভাবকদের'। অভিযুক্তরা ছাত্র সংসদের নির্বাচনেও দাঁড়াতে পারবেন না বলে সিদ্ধান্ত। হস্টেলে কোনও বহিরাগত থাকতে পারবে না বলে কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত। 

West Bengal News Live: জেলায় জেলায় 'তরুণের স্বপ্নের' কোটি কোটি টাকা গায়েব

জেলায় জেলায় 'তরুণের স্বপ্নের' কোটি কোটি টাকা গায়েব। '১০ হাজার অ্যাকাউন্টে ফেলতে দিলেই ৩০০ টাকা কমিশন!' ভাড়াটেদের অ্যাকাউন্টে পড়ছে ছাত্র-ছাত্রীদের হকের টাকা! কীভাবে, কোত্থেকে তথ্য-ফাঁস? ফরেন্সিক অডিট করাবে লালবাজার। সরশুনা, যাদবপুর, মানিকতলা, ওয়াটগঞ্জ, বেনিয়াপুকুর, কসবা। এখনও পর্যন্ত কলকাতার ৬টি থানায় ট্যাব নিয়ে অভিযোগ দায়ের। ট্যাব-কেলেঙ্কারি, জেলায় জেলায় এখনও পর্যন্ত ৫৬টি FIR দায়ের। ঝাড়গ্রামে ট্যাবের টাকা লোপাট, সবচেয়ে বেশি ১০টি FIR। শিলিগুড়িতে ২, কালিম্পঙে ৩, বীরভূম-বাঁকুড়ায় ১টি করে FIR। ইসলামপুর, আসানসোল-দুর্গাপুর, মুর্শিদাবাদ, হাওড়া। পূর্ব মেদিনীপুর, বারাসাত, বসিরহাট, চন্দননগরেও FIR: পুলিশ সূত্র। ট্যাবের টাকা গায়েব-চক্র জড়িত থাকার অভিযোগ, ৮জন গ্রেফতার। 

WB News Live: উন্নয়নের বরাদ্দে বঞ্চনার অভিযোগে ফের কেন্দ্রকে নিশানা মমতার

দার্জিলিং সফরে মুখ্যমন্ত্রী। সরস মেলার উদ্বোধন করে উন্নয়নের বরাদ্দে বঞ্চনার অভিযোগে ফের কেন্দ্রকে নিশানা। ভোটের সময় ভোট নিয়ে চলে যায় বলে আক্রমণ। 

West Bengal News Live: ট্যাব-কেলেঙ্কারি, জেলায় জেলায় এখনও পর্যন্ত ৫৬টি FIR দায়ের 

জেলায় জেলায় 'তরুণের স্বপ্নের' কোটি কোটি টাকা গায়েব। '১০ হাজার অ্যাকাউন্টে ফেলতে দিলেই ৩০০ টাকা কমিশন!' ভাড়াটেদের অ্যাকাউন্টে পড়ছে ছাত্র-ছাত্রীদের হকের টাকা! কীভাবে, কোত্থেকে তথ্য-ফাঁস? ফরেন্সিক অডিট করাবে লালবাজার। সরশুনা, যাদবপুর, মানিকতলা, ওয়াটগঞ্জ, বেনিয়াপুকুর, কসবা। এখনও পর্যন্ত কলকাতার ৬টি থানায় ট্যাব নিয়ে অভিযোগ দায়ের। 

WB News Live: সকাল থেকে সন্ধে-দিনভর বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী

সকাল থেকে সন্ধে-দিনভর বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। মাদারিহাটে বুথে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, গাড়ি ভাঙচুর। বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর। চা-বাগানের শ্রমিকদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। সারা বছর কেন দেখা মেলে না? অভিযোগ চা-বাগানকর্মীদের। 

West Bengal News Live: উপনির্বাচনের মধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানির অভিযোগে সরব সুকান্ত মজুমদার

উপনির্বাচনের মধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানির অভিযোগে সরব সুকান্ত। ভূমি রাজস্ব অফিসে প্রভাব খাটিয়ে তোলাবাজির অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। সুকান্ত মজুমদারের নিশানায় কুমারগঞ্জের বাসুরিয়া পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাহেব সরকার। 'তৃণমূলের কাটমানির রাজত্বে আজ সর্বস্বান্ত মানুষ', অডিও ক্লিপ পোস্ট করে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। যদিও কণ্ঠস্বর তাঁর নয় বলে দাবি করেছেন তৃণমূল নেতা। আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন সাহেব সরকার। 

WB News Live: ভাটপাড়ায় তৃণমূলকর্মীকে গুলি করে খুন, গ্রেফতার এক

ভাটপাড়ায় তৃণমূলকর্মীকে গুলি করে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নৈহাটিতে ভোটের দিন সাতসকালে পাশের ভাটপাড়ায় চায়ের দোকানে এলোপাথাড়ি গুলি, বোমাবাজি চলে। থানার কাছেই তৃণমূলকর্মী অশোক সাউকে গুলি করে খুন। খুনের বদলা নিতেই খুন? তৃণমূলের দিকেই অভিযোগ পরিবারের। 

West Bengal News Live: ছাত্রের মৃত্যুর বছর পার, বেহালা চৌরাস্তা আছে আগের অবস্থাতেই

৪ অগাস্ট, ২০২৩- বাবার সঙ্গে স্কুলে যাওয়ার সময় বেহালার সৌরনীলের মৃত্যু। ছাত্রের মৃত্যুর বছর পার, বেহালা চৌরাস্তা আছে আগের অবস্থাতেই। নামেই আছে ড্রপ গেট বেরিয়ার, সাইনেজ। ফুটপাথও ফের দখল। যেকোনও সময় দুর্ঘটনার আশঙ্কা নিয়েই প্রাণ হাতে রাস্তা পারপার। 

WB News Live: দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু, অবমানবিকতায় অভিযুক্ত পুলিশ-হাসপাতাল

বারবার বাসের রেষারেষিতে মৃত্যু, হুঁশ কি ফেরে পুলিশ-প্রশাসনের? দুর্ঘটনা হলেই তড়িঘড়ি বাড়ে নিরাপত্তা, কদিন পরেই আবার চেনা ছবি। দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু, অবমানবিকতায় অভিযুক্ত পুলিশ-হাসপাতাল। দুর্ঘটনার পরেই কাছের পুলিশ কিয়স্কে গিয়েও মেলেনি সাহায্য? 'মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন পুলিশের কিয়স্কে থাকা ৩জন', পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উদ্ধারকারী অটো চালকের। আহত ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও অমানবিকতার অভিযোগ। 'রক্তাক্ত সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মেলেনি প্রাথমিক সাহায্য', বিসি রায় হাসপাতালের বিরুদ্ধে ফিরিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের। 'সাহায্য চেয়ে ফোন করলেও নির্বিকার ছিল পুলিশ', আমাদের এলাকা নয় বলে ফিরিয়ে দেয় পুলিশ, দাবি পরিবারের। 

West Bengal News: কলকাতার স্কুলে ট্যাবের টাকা উধাও, উত্তর দিনাজপুরে গ্রেফতার

কলকাতার স্কুলে ট্যাবের টাকা উধাও, উত্তর দিনাজপুরে গ্রেফতার। জেলায় জেলায় 'তরুণের স্বপ্নের' কোটি কোটি টাকা গায়েব। ট্যাব কেলেঙ্কারিতে এবার কলকাতা পুলিশের জালে ২ প্রতারক। সরশুনার স্কুলের ৩১জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে। চোপড়া থেকে ২ জনকে গ্রেফতার করল সরশুনা থানার পুলিশ। এছাড়া, যাদবপুর ও কসবা থানাতেও ২টি স্কুলের তরফে অভিযোগ জমা পড়েছে। এই নিয়ে ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া থেকে ৫জন গ্রেফতার। 

WB News Live: এবার হাওড়াতেও ট্যাব কেলেঙ্কারির অভিযোগ

এবার হাওড়াতেও ট্যাব কেলেঙ্কারির অভিযোগ। হাওড়ার ২৮টি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ। ১২০ জন স্কুল পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ। থানায় অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের। 

West Bengal News Live: পানাগড়ে পরিত্যক্ত গাড়িতে আগুন, অগ্নিদগ্ধ ৪

পানাগড়ে পরিত্যক্ত গাড়িতে আগুন, অগ্নিদগ্ধ ৪। পরিত্যক্ত গাড়ির মধ্যে খেলার সময় অগ্নিকাণ্ড। ঝলসে আহত ১ কিশোরী ও ৩ কিশোর। অগ্নিদগ্ধ ৪ জনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। পরিত্যক্ত গাড়িতে কী ভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়। 

WB News Live: সিতাইয়ের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ শুভেন্দু অধিকারীর

সিতাইয়ের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় বাহিনীকে বসে থাকার নির্দেশ সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের। বুথের সামনে কেন্দ্রীয় বাহিনী থাকায় আপত্তি তৃণমূল প্রার্থীর। কমিশনের বদলে কি তৃণমূল প্রার্থী উপনির্বাচন করানোর দায়িত্ব নিয়েছেন? নির্বাচন কমিশনকে ট্যাগ করে পোস্ট বিরোধী দলনেতার। জেলা প্রশাসনের রিপোর্ট তলব কমিশনের। 

West Bengal News Live: নৈহাটিতে ভোটের মধ্যেই ভাটপাড়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন

নৈহাটিতে ভোটের মধ্যেই ভাটপাড়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন। সাতসকালে চায়ের দোকানে ঢুকে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে গুলি। গুলিতে নিহত তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ। এলোপাথাড়ি বোমা ছোড়ারও অভিযোগ স্থানীয়দের। গুলি চালিয়েছে তৃণমূল, অভিযোগ পরিবারের। 

WB News Live: উপনির্বাচনের মধ্যেই মেদিনীপুরে তৃণমূল বনাম তৃণমূল

উপনির্বাচনের মধ্যেই মেদিনীপুরে তৃণমূল বনাম তৃণমূল। তাঁতিগেড়িয়ায় স্বামী-সহ তৃণমূল কাউন্সিলরের উপরে হামলা। প্রকাশ্য রাস্তায় স্বামী-সহ তৃণমূল কাউন্সিলরকে চড়-কিল-ঘুষি। দলেরই একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। তাঁতিগেড়িয়ায় বুথের মধ্যে ঝামেলা, বাইরে আসতেই চড়াও। পাল্টা তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে মত্ত অবস্থায় থাকার অভিযোগ। 

West Bengal News Live: ভরদুপুরে কলকাতা বিধ্বংসী আগুন

কলকাতা শহরে ফের অগ্নিকাণ্ড। লর্ডসের মোড়ে সান্ধ্যবাজারে বিধ্বংসী আগুন। আগুনে ভস্মীভূত ১০ থেকে ১২টি দোকান। আশপাশের ঝুপড়িতএ ছড়িয়ে পড়েছে আগুন। নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী। 

প্রেক্ষাপট

এবার সিতাইয়ের তৃণমূল নেতার মুখে 'কেষ্ট-বুলি'। কেন্দ্রীয় বাহিনীর সামনে বিজেপির পোলিং এজেন্টকে তৃণমূল নেতার শাসানি।


উপনির্বাচন ঘিরে দফায় দফায় উত্তপ্ত হাড়োয়া। দেগঙ্গায় তৃণমূলের বিক্ষোভ, বুথ থেকে পালাতে হল আইএফএস প্রার্থীকে। 


হাড়োয়ায় বুথের বাইরে আইএসএফ এজেন্টকে মার। ভোট শুরুর আগেই দাদপুরে ২ মহিলা-সহ ১১ এজেন্টকে রাস্তায় আটকে দেওয়ার অভিযোগ। 


মাদারিহাটে বুথে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, গাড়ি ভাঙচুর। সারা বছর কেন দেখা মেলে না? প্রশ্ন চা বাগানের শ্রমিকদের। 


নৈহাটিতে শাসক দলের এজেন্টের বিরুদ্ধে বুথের ভিতরে ফোন নিয়ে ঢোকার অভিযোগ। ধরলেন বিজেপি প্রার্থী। প্রিসাইডিং অফিসারকে হুমকি। 


মেদিনীপুরে বিজেপি নেতাদের বাড়িতে পুলিশি হানা, ধরপাকড়, অভিযোগ শুভেন্দুর। বাড়ি ঘিরে রাখার অভিযোগ। অভিযোগ ওড়াল কমিশন। ওয়ারেন্ট থাকায় গিয়েছিল পুলিশ, খবর পুলিশ সূত্রে। 


সিতাইয়ের ভোটে ইভিএমের উপর টেপ! ১ ও ২ নম্বর বোতামে প্রার্থীর নাম-চিহ্ন ঢেকে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর। টেপ লাগানো ছিল না, খোঁজ নিয়ে জানাল নির্বাচন কমিশন। 


নৈহাটিতে চলছে ভোট, পাশের ভাটপাড়ায় চলল গুলি। নিহত তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি। ছোড়া হল বোমা, আহত বেশ কয়েকজন। বেপরোয়া দুষ্কৃতীরা, জগদ্দল থানা ঘিরে বিক্ষোভ। 


খুনের বদলা খুন? গুলিকাণ্ডের পিছনে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মৃতের পরিবারের। 


পুলিশের আপত্তি খারিজ, হাওড়ার শ্যামপুরে শুভেন্দুর সভায় হাইকোর্টের অনুমতি।সভাস্থলের কাছে যাবে শুধু বিরোধী দলনেতার গাড়ি। বাকিদের যেতে হবে হেঁঁটে। 


মালদার পড়ুয়ার ট্যাবের টাকা জমা জামশেদপুরের ব্যাঙ্কে। তদন্ত কমিটি মালদা পুলিশের। পূর্ব বর্ধমানে গ্রেফতার ৫। ধৃতদের মধ্যে ১ জন স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক। 


সরস মেলার উদ্বোধনের আগে দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর জনসংযোগ। বাচ্চাদের বিলোলেন টফি। চিড়িয়াখানায় গিয়ে স্নো লেপার্ড, পাণ্ডা শাবকদের দিলেন নতুন নাম। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.