West Bengal News Live Updates: নৈহাটিতে ভোট, পাশের ভাটপাড়ায় তৃণমূলকর্মীকে গুলি করে খুন, একজন গ্রেফতার

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 13 Nov 2024 11:46 PM

প্রেক্ষাপট

এবার সিতাইয়ের তৃণমূল নেতার মুখে 'কেষ্ট-বুলি'। কেন্দ্রীয় বাহিনীর সামনে বিজেপির পোলিং এজেন্টকে তৃণমূল নেতার শাসানি।উপনির্বাচন ঘিরে দফায় দফায় উত্তপ্ত হাড়োয়া। দেগঙ্গায় তৃণমূলের বিক্ষোভ, বুথ থেকে পালাতে হল আইএফএস প্রার্থীকে। হাড়োয়ায় বুথের...More

WB News Live: থ্রেট কালচারের অভিযুক্তদের বহিষ্কারের শাস্তি বদলে গেল মুচলেকায় !

থ্রেট কালচারের অভিযুক্তদের বহিষ্কারের শাস্তি বদলে গেল মুচলেকায়! কল্যাণী মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে ৪০জন অভিযুক্ত। ৬ মাসের জন্য বহিষ্কারের বদলে মুচলেকা দিলে ছাড়ের সিদ্ধান্ত। অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ? সুপারিশ গেল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে। 'ভবিষ্যতে আর হবে না বলে মুচলেকা দিতে হবে ছাত্র-অভিভাবকদের'। অভিযুক্তরা ছাত্র সংসদের নির্বাচনেও দাঁড়াতে পারবেন না বলে সিদ্ধান্ত। হস্টেলে কোনও বহিরাগত থাকতে পারবে না বলে কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত।