West Bengal News LIVE Updates: তৃণমূল সাংসদকে দেবকে 'নিষ্কর্মা' কটাক্ষ দিলীপ ঘোষের
West Bengal News Updates: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেটস...
প্রেক্ষাপট
তৃণমূল সাংসদকে দেবকে 'নিষ্কর্মা' কটাক্ষ দিলীপ ঘোষের। দেব প্রতিবার ভোটের সময় বলেন ঘাটালের সমস্যা দূর না হলে রাজনীতি ছেড়ে দেব। কিন্তু ঘাটালের সমস্যার কোনও সমাধান হয়নি। দেব ভাল ছেলে কিন্তু...More
তৃণমূল সাংসদকে দেবকে 'নিষ্কর্মা' কটাক্ষ দিলীপ ঘোষের। দেব প্রতিবার ভোটের সময় বলেন ঘাটালের সমস্যা দূর না হলে রাজনীতি ছেড়ে দেব। কিন্তু ঘাটালের সমস্যার কোনও সমাধান হয়নি। দেব ভাল ছেলে কিন্তু নিষ্কর্মা, কটাক্ষ দিলীপের। দম থাকলে ইস্তফা দিন দেব, চ্যালেঞ্জ দিলীপ ঘোষের
কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় CBI-এর রিপোর্ট তলব হাইকোর্টের। তৎকালীন IO ও হোমগার্ডের জামিনের আবেদনের শুনানিতে রিপোর্ট তলব। শুক্রবারের মধ্যে রিপোর্ট দিতে হবে CBI-কে, নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। শুক্রবারই দুই পুলিশ কর্মীর জামিনের আবেদনের পরবর্তী শুনানি। এক সপ্তাহ সময় চায় সিবিআই, ৪ দিনের মধ্য়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ বিচারপতির। ৩১ জুলাই পর্যন্ত দুই পুলিশকর্মীকে জেল হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত। নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামিনের আর্জি দুই পুলিশ কর্মীর।
২১ জুলাইয়ের সভায় না যাওয়ায় ৩৭ নম্বর রুটের বাস কর্মীদের সাসপেন্ডের অভিযোগ। সাসপেনশনের জেরে ৩৭ নম্বর রুটের বাস বন্ধ, দাবি বাস মালিকদের একাংশের। প্রায় ৫০ জন বাস কর্মীকে সাসপেন্ড করার অভিযোগ। সাসপেন্ড করার অভিযোগ তৃণমূল প্রভাবিত বাস কর্মী ইউনিয়নের বিরুদ্ধে। সকাল ৯টার পর থেকে ঢাকুরিয়া-হাওড়া ৩৭ নম্বর রুটের বাস বন্ধ। সাসপেনশনের দাবি অস্বীকার তৃণমূল প্রভাবিত বাস কর্মচারী ইউনিয়নের। জট কাটাতে আলোচনায় বাস মালিক ও কর্মী ইউনিয়ন
ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় ৩ হাতির মৃত্যু নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত। হোয়াটসঅ্যাপে সতর্কবার্তা দেয় বন দফতর, নজরে পড়েনি, দাবি রেলের। লিখিত বা টেলিফোনে নয়, হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিল বন দফতর। দুর্ঘটনার রাতে বন দফতরের হোয়াটসঅ্যাপ মেসেজ নজরে আসেনি, দাবি দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের। ১৮ জুলাই আগাম জানানো হয়েছিল, আগেই দাবি করে বন দফতর। দুর্ঘটনা রাত ১.৪০ নাগাদ, রাত ১০.৫৬ মিনিটে রেলকে জানানো হয়, দাবি বন দফতরের। বাঁশতলা এলাকায় হাতির গতিবিধির কথা জানানো হয়, দাবি করে বন দফতর। হাতির গতিবিধি জানানো সত্ত্বেও সতর্কবার্তা দেয়নি রেল, অভিযোগ তোলে বন দফতর।
বেলগাছিয়া রোডে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার। সকালে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আর জি কর মেডিক্যালে নিয়ে গেলে মৃত ঘোষণা। দেহে আঘাতের চিহ্ন রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। উল্টোডাঙা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। ঘটনাস্থলের পাশে একটি দোকানের CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
ল্যান্সডাউনে ফুটপাথে রক্তাক্ত দেহ উদ্ধার। ফুটপাথে ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার। দেহের পাশেই মিলেছে পাথর, দাবি স্থানীয় ব্যবসায়ীদের।
খড়গপুর IIT-তে একের পর এক ছাত্র মৃত্যু, স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। শিক্ষা প্রতিষ্ঠানগুলি কি দ্রুত পুলিশকে ঘটনাগুলি জানায় বা FIR দায়ের করে? প্রশ্ন তুলে খতিয়ে দেখতে আদালত বন্ধু নিয়োগ শীর্ষ আদালতের। বর্ষীয়ান আইনজীবী অপর্ণা ভাটকে আদালত বন্ধু নিয়োগ বিচারপতি জে বি পার্দিওয়ালার বেঞ্চের। অস্বাভাবিক মৃত্যু হলে FIR দায়ের বাধ্যতামূলক, মার্চেই নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্দেশ ঠিকমতো পালন করা হচ্ছে কিনা, তা নিয়ে তথ্য সংগ্রহ করবেন আদালত বন্ধু। শিক্ষা প্রতিষ্ঠান নির্দেশ পালন না করলে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করা হবে, পর্যবেক্ষণ আদালতের। গত ৭ মাসে খড়গপুর IIT-তে ৫ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, শুক্রবারও এক ছাত্রের মৃত্যু: সূত্র।
বাড়ির সামনে বসে মদ্যপান করে গালিগালাজ, প্রতিবাদ করায় ক্যানিংয়ে দম্পতিকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় যুবকদের বিরুদ্ধে। ক্যানিংয়ের ট্যাংরাখালি এলাকার ঘটনা। দম্পতির অভিযোগ, গতকাল বাড়ির সামনে বসে মদ্যপান করার সময় অশ্রাব্য গালিগালাজ করছিল ৩ যুবক। প্রতিবাদ করায় বাড়িতে চড়াও হয়ে মহিলাকে মারধর করে। বাধা দেওয়ায় লোহার রড দিয়ে মেরে স্বামীর মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত দম্পতি। অভিযুক্তরা
অধরা।
সন্দেশখালিতে ৯ কোটি টাকার জাল নোট উদ্ধারে গ্রেফতার মহিলা। রামপুরহাট থেকে গ্রেফতার তিস্তা সেন রাজারহাটের বাসিন্দা। এই নিয়ে সন্দেশখালি জাল নোটকাণ্ডে মোট গ্রেফতার ৩। ব্যবসায়ীদের মোটা টাকার ঋণ পাইয়ে দেওয়ার টোপ দিতেন তিস্তা, খবর পুলিশ সূত্রে। নগদে মোটা অঙ্কের প্রসেসিং ফি নিতেন ধৃত তিস্তা সেন: পুলিশ সূত্র। ঋণের টাকার মধ্যে নকল টাকা মিশিয়ে দিতেন তিস্তা সেন, দাবি পুলিশ সূত্রে। আসানসোলের এক ব্যবসায়ীকে ২২ লক্ষ টাকা প্রতারণা, খবর পুলিশ সূত্রে। জমি, ফ্ল্যাট বিক্রির নামেও প্রতারণা, দাবি পুলিশ সূত্রে। সাইবার জালিয়াতির অভিযোগে আগেও কলকাতা পুলিশের হাতে গ্রেফতার তিস্তা। জামিনে ছাড়া পেয়ে ফের প্রতারণার কারবারে জড়ান, দাবি পুলিশ সূত্রে।
মালদার গাজোল থেকে ব্যবসার টাকা সংগ্রহ করে বাড়ি ফেরার পথে, দক্ষিণ দিনাজপুরের দৌলতপুরে গুলিবিদ্ধ ব্যবসায়ী। তাঁর থেকে ৩ লক্ষ টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে
অভিযোগ। জখম ব্যবসায়ীর নাম মনোজিৎ মণ্ডল। পরিবারের দাবি, গতকাল গাজোল থেকে ব্যবসার টাকা সংগ্রহ করে গাড়ি চালিয়ে বুনিয়াদপুরের বাড়িতে ফিরছিলেন সবজি ব্যবসায়ী। অভিযোগ, দৌলতপুরে ২টি বাইকে ৪ জন দুষ্কৃতী তাঁর রাস্তা আটকে পরপর ৫ রাউন্ড গুলি ছোড়ে। ব্যবসায়ীর গলায়, পিঠে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ীকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
তৃণমূল নেতার বাড়িতেই চলত জুয়ার আসর। এই অভিযোগে বহরমপুরে গ্রেফতার হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। উদ্ধার হয়েছে ২ লক্ষ টাকা। ধৃত বলাই দত্ত বহরমপুরের মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। অভিযোগ, বানজেটিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে প্রায়ই জুয়ার আসর। গতকাল সন্ধেয় হানা দেয় বহরমপুর থানার পুলিশ। হাতেনাতে গ্রেফতার করে তৃণমূল নেতা-সহ ৮ জনকে। বিরোধীদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা সামনে এসেছে। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
সাতসকালে মালদা জেলা পরিষদ অফিসে অগ্নিকাণ্ড। চারতলায় ইঞ্জিনিয়ারিং বিভাগে আগুন লাগে। কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। ইঞ্জিনিয়ারিং বিভাগে বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা। দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। কী কারণে জেলা পরিষদের অফিসে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
সন্দেশখালিতে ৯ কোটি টাকার জাল নোট উদ্ধারের ঘটনায় এবার রামপুরহাট থেকে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম তিস্তা সেন, বাড়ি রাজারহাটে। পুলিশ সূত্রে খবর,
ব্যবসায়ীদের বিরাট অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার টোপ দিতেন তিস্তা। নগদে মোটা অঙ্কের প্রসেসিং ফি নিতেন ওই মহিলা। এরপর অভিনব কায়দায় ঋণের টাকার মধ্যে নকল টাকা মিশিয়ে ব্যবসায়ীদের সঙ্গে চলত প্রতারণা। এভাবেই আসানসোলের এক ব্যবসায়ীকে ২২ লক্ষ টাকা প্রতারণা করা হয়। জমি, ফ্ল্যাট বিক্রির নামেও প্রতারণা করা হত বলে অভিযোগ। জাল নোটের চক্রে জড়িত এই মহিলাকে কলকাতা পুলিশ সাইবার অপরাধে গ্রেফতার করেছিল। জামিনে ছাড়া পেয়ে ফের প্রতারণার কারবারে জড়ান মহিলা। এই নিয়ে সন্দেশখালির জাল নোটকাণ্ডে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।
মরার জন্য তৈরি। কিন্তু বাংলা ভাষার অসম্মান মানব না। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ফের একবার সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বললেন, ২০২৬-এর পর জয় বাংলা বলাব। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, একটাও বাংলাদেশিকে আঁচলের তলায় লুকিয়ে রাখতে দেব না।
আর জি কর থেকে কসবার আইন কলেজ। রাজ্যের নারী নিরাপত্তা ইস্য়ুতে তৃণমূলকে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। রাজ্যে এসে এই ইস্য়ুতেই তৃণমূলকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২১ জুলাই এর মঞ্চে পাল্টা ওড়িশার প্রসঙ্গ টেনে নাম না করে প্রধানমন্ত্রীকে জবাব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
একুশে জুলাইয়ের সভা থেকে ফের একবার সিপিএম এবং বিজেপিকেও নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বিজেপিকে একেবারে বোল্ড আউট আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে। পাল্টা জবাব দিয়েছে বিজেপি এবং সিপিএম।
বিদ্যাসাগরের মূর্তিকে আঘাত করে রেজাল্টটা দেখেছিলেন তো? একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ফের সুর চড়ালেন তৃণমূল নেত্রী। ২০১৯-এর লোকসভা নির্বাচনে কলকাতায় ভোটের আগে অমিত শাহের রোড শো চলাকালীন বিদ্য়াসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গও এদিন শোনা যায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়। পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী।