West Bengal News Live Updates: 'যে পুজো কমিটিগুলি গত বছর নির্দিষ্ট সময়ে রাজ্যের অনুদানের হিসাব পেশ করেছে, তারাই এবছর অনুদান পাবেন', পুজো অনুদান মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 27 Aug 2025 03:04 PM

প্রেক্ষাপট

দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। এখনও কী করে ক্ষমতায় তৃণমূল, পাল্টা বিজেপি। জীবনকৃষ্ণ সাহার ছবি দেখিয়ে আক্রমণ শুভেন্দুর। বিজেপিও একসময় শুভেন্দুর ভিডিও দেখিয়েছিল, পাল্টা কুণাল। চাকরি বিক্রির এজেন্ট হিসেবে কাজ শুরু করেন,...More

West Bengal News Live: মানকুণ্ডু স্টেশনে হকারদের ট্রেন অবরোধ, ট্রেনে হকারদের ওপর জুলুমের অভিযোগ অবরোধ-বিক্ষোভ

মানকুণ্ডু স্টেশনে হকারদের ট্রেন অবরোধ। ট্রেনে হকারদের ওপর জুলুমের অভিযোগ অবরোধ-বিক্ষোভ। দুপুর ১টা থেকে শুরু হয় ট্রেন অবরোধ, উত্তেজনা মানকুণ্ডু স্টেশনে। শেওড়াফুলি, ব্যান্ডেল ও বালি স্টেশনে আটক বেশকয়েকজন হকার। হকারদের নিঃশর্তে মুক্তির দাবিতে অবরোধ।