West Bengal News Live : ডাক্তারি ইনটার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি-দের বিরাট ভাতা-বৃদ্ধি, একাধিক বড় ঘোষণা মমতার
অভয়াকাণ্ডের প্রায় ৬ মাস পর আজ চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মমতা।আজকের বৈঠকে থাকছে না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।
ABP Ananda Last Updated: 24 Feb 2025 03:25 PM
প্রেক্ষাপট
১০ দিনের মধ্যে কলকাতায় তিন-তিনটি লুঠের ঘটনা। উত্তর কলকাতার বিডন স্ট্রিট, দমদমের পর এবার দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় বেপরোয়া দুষ্কৃতীরা। সেলিমপুর রোডের বাসিন্দা পিয়ালি দে সরকারের দাবি, ঢাকুরিয়া ঝিল রোড ধরে...More
১০ দিনের মধ্যে কলকাতায় তিন-তিনটি লুঠের ঘটনা। উত্তর কলকাতার বিডন স্ট্রিট, দমদমের পর এবার দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় বেপরোয়া দুষ্কৃতীরা। সেলিমপুর রোডের বাসিন্দা পিয়ালি দে সরকারের দাবি, ঢাকুরিয়া ঝিল রোড ধরে হেঁটে তিনি আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। হঠাৎই তাঁর পাশে চলে আসে বাইক আরোহী ৩ দুষ্কৃতী। একজন আরেকজনকে ফ্ল্যাট দেখানোর অছিলায় তাঁর নজর ঘোরানোর চেষ্টা করে। মহিলা অন্যমনস্ক হতেই বাইকে মাঝে বসা দুষ্কৃতী মহিলার গলার হার ধরে টান মারে। এখানেই শেষ নয়, হার ছিনিয়ে নিতে না পেরে বাইক থেকে নেমে আসে এক দুষ্কৃতী। মহিলাকে আঙুল উঁচিয়ে হুমকি দিয়ে, চোখ রাঙিয়ে হার ছিনতাই করে। শহরের উত্তর থেকে দক্ষিণ, একের পর এক ঘটনায় পদে পদে প্রকট হয়ে উঠছে কলকাতার নিরাপত্তাহীনতা। কোনও ঘটনার ক্ষেত্রে গ্রেফতারি যেমন হয়েছে, কোনও ঘটনার ক্ষেত্রে আবার ১০ দিন পরও শূন্য গ্রেফতারি। এরপর কি আর প্রশাসনকে ভরসা করবে সাধারণ মানুষ, উঠতে শুরু করেছে এই প্রশ্নই। ট্যাংরাকাণ্ডে পরিবারের ৬ জনের মেডিক্লেম সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে দাবি, নথিপত্রের ফাইলটি লিভিং রুমে সামনেই রাখা ছিল। তাহলে কি সব কিছু সাজিয়ে-গুছিয়েই বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রণয় ও প্রসূন? দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করে জানতে চায় পুলিশ। অন্যদিকে, কেউ প্রণয়ের নাবালক পুত্রের দায়িত্ব না নেওয়ায়, আপাতত হাসপাতালেই রয়েছে কিশোর। অভয়াকাণ্ডের প্রায় ৬ মাস পর আজ চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মমতা। ধনধান্য অডিটোরিয়ামে ৬৭৫ জন চিকিৎসককে ডাকা হয়েছে, রোগী পরিষেবা ব্যাহত হবে না তো ? প্রশ্ন শুভেন্দুর।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Kolkata News : শরৎ বসু রোডে ডেকরেটর্সের গুদামে রাতে আগুন
মধ্যরাতে শহরে ফের আগুন। ল্যান্সডাউনে শিশুমঙ্গল হাসপাতালের কাছে শরৎ বসু রোডে একটি ডেকরেটর্সের গুদামে রাত ১২টা নাগাদ আগুন লাগে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা গুদাম। পাশেই বাড়ি, ঝুপড়ি এবং গ্যাস রিফিলিং সেন্টার, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই রাস্তায় বেরিয়ে আসেন। কিছুটা দূরেই শিশুমঙ্গল হাসপাতাল। ঘটনাস্থলে যায় দমকলের ১২টি ইঞ্জিন। স্থানীয়দের অভিযোগ, দমকল একঘণ্টা দেরিতে এসেছে। অভিযোগ অস্বীকার করেছে দমকল কর্তৃপক্ষ।