West Bengal News Live : ডাক্তারি ইনটার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি-দের বিরাট ভাতা-বৃদ্ধি, একাধিক বড় ঘোষণা মমতার

অভয়াকাণ্ডের প্রায় ৬ মাস পর আজ চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মমতা।আজকের বৈঠকে থাকছে না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।

ABP Ananda Last Updated: 24 Feb 2025 03:25 PM

প্রেক্ষাপট

১০ দিনের মধ্যে কলকাতায় তিন-তিনটি লুঠের ঘটনা। উত্তর কলকাতার বিডন স্ট্রিট, দমদমের পর এবার দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় বেপরোয়া দুষ্কৃতীরা। সেলিমপুর রোডের বাসিন্দা পিয়ালি দে সরকারের দাবি, ঢাকুরিয়া ঝিল রোড ধরে...More

Kolkata News : শরৎ বসু রোডে ডেকরেটর্সের গুদামে রাতে আগুন

মধ্যরাতে শহরে ফের আগুন। ল্যান্সডাউনে শিশুমঙ্গল হাসপাতালের কাছে শরৎ বসু রোডে একটি ডেকরেটর্সের গুদামে রাত ১২টা নাগাদ আগুন লাগে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা গুদাম। পাশেই বাড়ি, ঝুপড়ি এবং গ্যাস রিফিলিং সেন্টার, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই রাস্তায় বেরিয়ে আসেন। কিছুটা দূরেই শিশুমঙ্গল হাসপাতাল। ঘটনাস্থলে যায় দমকলের ১২টি ইঞ্জিন। স্থানীয়দের অভিযোগ, দমকল একঘণ্টা দেরিতে এসেছে। অভিযোগ অস্বীকার করেছে দমকল কর্তৃপক্ষ।