West Bengal News LIVE Updates: 'গোপনে পাইলট ছাড়াই নজর এড়িয়ে কার সঙ্গে বৈঠক?' মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

West Bengal LIVE News Updates: জেলা থেকে রাজ্যের সব খবর দেখুন এক ক্লিকে...

ABP Ananda Last Updated: 27 Jul 2024 10:43 PM
WB News LIVE Updates: 'গোপনে পাইলট ছাড়াই নজর এড়িয়ে কার সঙ্গে বৈঠক?' মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

'গোপনে পাইলট ছাড়াই নজর এড়িয়ে কার সঙ্গে বৈঠক?' মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগে বিস্ফোরক সুকান্ত। কার সঙ্গে গোপনে সাক্ষাৎ সেরে এলেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন সুকান্তর।

West Bengal News LIVE Updates: কলকাতায় নকল সোনার কারবারের পর্দাফাঁস, বউবাজারের এক ব্যবসায়ী, ২ বাংলাদেশি-সহ গ্রেফতার ৪

ফের নকল সোনার কারবারের পর্দাফাঁস, এবার কলকাতায়। কুলতলির পর কলকাতায় নকল সোনার কারবারের পর্দাফাঁস। বউবাজারের এক ব্যবসায়ী, ২ বাংলাদেশি-সহ গ্রেফতার ৪জন। 'আসল সোনার গয়না নিয়ে টিটাগড়ের স্বর্ণ ব্যবসায়ীকে নকল সোনা'। শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের, ২ বাংলাদেশি-সহ গ্রেফতার ৪। উদ্ধার সাড়ে ৭ কেজি সোনার গয়না, দাম ৫ কোটি ২০ লক্ষ টাকারও বেশি। আরও এক বাংলাদেশির খোঁজে পুলিশের তল্লাশি।

WB News LIVE Updates: বিচারাধীন বন্দির মৃত্যু, খুনের অভিযোগে দমদম জেলে বিক্ষোভ

বিচারাধীন বন্দির মৃত্যু, খুনের অভিযোগে দমদম জেলে বিক্ষোভ । ২৭ এপ্রিল বাগুইআটিতে খুনের মামলায় গ্রেফতার রাজ দত্ত।
জেলে আনার সময় অসুস্থ, বিষ খাইয়ে খুনের অভিযোগ পরিবারের । 'বারাসত কোর্ট থেকে জেলে আনার সময় অসুস্থ হয়ে পড়েন বিচারাধীন বন্দি'। 'জেল হাসপাতালে ভর্তি করার পরে মৃত্যু হয় বিচারাধীন বন্দির'। কিন্তু কীভাবে মৃত্যু, স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্টে: কারা দফতর সূত্র। 

West Bengal News LIVE Updates: রেললাইন রক্ষণাবেক্ষণ, শিয়ালদা ডিভিশনে ২৫টি লোকাল ট্রেন বাতিল

রেললাইন রক্ষণাবেক্ষণের জন্য় আজ রাত সাড়ে ১১টা থেকে কাল সকাল সাড়ে ৭টা পর্যন্ত শিয়ালদা ডিভিশনে ২৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। নৈহাটি-ব্যান্ডেল শাখায় জরুরি ট্র্যাক মেরামতির কাজের জন্য আট ঘণ্টা বন্ধ থাকবে এই রুটে ট্রেন চলাচল। এর জন্য ২৫টি লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি, বেশ কিছু দূরপাল্লার ট্রেন নৈহাটির পরিবর্তে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এছাড়া, চারটি দূরপাল্লার ট্রেন, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা-তোর্সা এক্সপ্রেস, সহর্ষ-শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস ও রাধিকাপুর-শিয়ালদা এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

WB News LIVE Updates: বাংলা ভাগের বিরোধিতা করেও নিশিকান্ত-গৌরীশঙ্করকে সমর্থন বহরমপুর বিজেপির

বাংলা ভাগের বিরোধিতা করেও নিশিকান্ত-গৌরীশঙ্করকে সমর্থন বহরমপুর বিজেপির। 'রাজ্য বিজেপি কখনও বাংলা-ভাগের পক্ষ নয়।' 'কিন্তু যে সমস্যার কথা বিধায়ক বলেছেন, তা বাস্তব।' গৌরীশঙ্করের দাবিকে কার্যত সমর্থন বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির।

West Bengal News LIVE Updates: নিষেধাজ্ঞা ওঠার পরেও নতুন করে বাধা, শ্য়ুটিং করতেই পারলেন না রাহুল !

নিষেধাজ্ঞা ওঠার পরেও নতুন করে বাধা, শ্য়ুটিং করতেই পারলেন না রাহুল ! 'ব্যান' উঠতেই এবার রাহুল মুখোপাধ্যায়ের শ্যুটিং 'বয়কটে' টেকনিসিয়ানরা। টালিগঞ্জে শ্যুটিং ফ্লোর থেকেই ফিরতে হল প্রসেনজিৎ-অনির্বাণদের ! ফেডারেশেনর সাসপেনশন উঠতেই কর্মবিরতিতে টেকনিসিয়ানরা ! শ্যুটিংয়ে এলেন না টেকনিসিয়ানরা, ফিরতে হল পরিচালক-অভিনেতাদের। নতুন করে বন্ধ শ্যুটিং, রাহুলের পাশে দাঁড়িয়ে এককাট্টা পরিচালকরা । সোমবার পর্যন্ত টেকনিসিয়ানদের ডেডলাইন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীর। রাহুলের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে প্রসেনজিৎ, দেব, কৌশিক, অনিরুদ্ধ, পরমব্রতরা। কেন হঠাৎ কর্মবিরতি, কেন বন্ধ শ্যুটিং, এখনও প্রতিক্রিয়া মেলেনি ফেডারেশনের

WB News LIVE Updates: রাজ্যের আইনশৃঙ্খলার 'বেহাল' অবস্থা, রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করে চিঠি অধীরের

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি অধীরের । রাজ্যের আইনশৃঙ্খলার 'বেহাল' অবস্থা, রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি । 'বিরোধীদলের কর্মী-সমর্থকদের উপর শাসকের নিষ্ঠুর মনোভাব'। 'জনগণের মৌলিক অধিকার রক্ষাই যেন রূপকথার গল্প হয়ে গেছে'। রাজ্যে অলিখিত জরুরি অবস্থা জারি হয়েছে বলেও অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির। জলপাইগুড়িতে কংগ্রেস কর্মী খুনের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতির হস্তক্ষপ দাবি অধীরের । 'বাংলায় তৃণমূল বিরোধী কাউকে রাখতে চাইছে না'। 'রাজ্যের পরিস্থিতির কথা মাথায় রেখেই রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ।'


 

West Bengal News LIVE Updates: মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ, নীতি-আয়োগের বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর ওয়াকআউট

নীতি-আয়োগের বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর ওয়াকআউট । মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ, ওয়াকআউট মমতার । ৫ মিনিটেই মাইক 'বন্ধ', মাঝপথেই বেরিয়ে এলেন মমতা । বক্তব্য শেষের আগেই ৫ মিনিটের মধ্যে মাইক বন্ধের অভিযোগ । চন্দ্রবাবু নায়ডুকে ২০ মিনিট বলতে দেওয়ার অভিযোগ মমতার । 'বঞ্চনার কথা বলার সঙ্গে সঙ্গে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে'। 'আর কখনও নীতি-আয়োগের বৈঠকে আসব না'।
নীতি-আয়োগের বৈঠকে অপমানের অভিযোগে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর । অন্ধ্র, অসম, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীদের কথা বলতে যথেষ্ট সময় দেওয়ার অভিযোগ। 'বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হয়েছিলাম'। 'আরও কিছু কথা বলতে চেয়েছিলাম, বলতে দেওয়া হয়নি'। 'সব বিরোধী দলের হয়ে কথা বলেছি'। 'বাংলাকে অপমান মানে সব আঞ্চলিক দলকে বঞ্চনা'। মোদির নীতি-আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করে দাবি মুখ্যমন্ত্রীর। 
নীতি-বৈঠকে গরহাজির বাম-কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা, গেলেন না হেমন্ত সোরেনও।

WB News LIVE Updates: রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি অধীরের

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি অধীরের। রাজ্যের আইনশৃঙ্খলার 'বেহাল' অবস্থা, রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি।  'বিরোধীদলের কর্মী-সমর্থকদের উপর শাসকের নিষ্ঠুর মনোভাব', রাজ্যে অলিখিত জরুরি অবস্থা জারি হয়েছে বলেও অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির। সন্দেশখালিকাণ্ডের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতির হস্তক্ষপ দাবি অধীরের।

West Bengal News LIVE Updates:আলোর অপেক্ষায়

বিদ্যুৎ-বিভ্রাটের অভিযোগে সম্প্রতি রণক্ষেত্র হয়ে ওঠে মালদার মানিকচকের এনায়েতপুর। এবার সামনে এল ইংরেজবাজার শহর লাগোয়া কাজলদিঘি বাগানপাড়া এলাকায় অন্ধকারের ছবি। অভিযোগ, আবেদন করেও বছরের পর বছর বিদ্যুৎহীন ১৯টি পরিবার। প্রদীপের আলোয় সারতে হয় পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় সাংসারিক কাজকর্ম। 

WB News LIVE Updates: রাস্তা দখল করে হকার, সরেজমিনে নিউমার্কেটে পুলিশ

রাস্তা দখল করে হকার, সরেজমিনে নিউমার্কেটে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শুরু হকার-সমীক্ষা, সরেজমিনে পুলিশ। সমীক্ষার প্রথম পর্যায়ের রিপোর্ট দেওয়া হয়েছে মেয়রকে। এবার দ্বিতীয় পর্যায়ের হকার সমীক্ষা শুরু হবে: দেবাশিস কুমার

West Bengal News LIVE Updates: নীতি-আয়োগের বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর ওয়াকআউট

নীতি-আয়োগের বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর ওয়াকআউট। মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ, ওয়াকআউট মমতার । ৫ মিনিটেই মাইক 'বন্ধ', মাঝপথেই বেরিয়ে এলেন মমতা । বক্তব্য শেষের আগেই ৫ মিনিটের মধ্যে মাইক বন্ধের অভিযোগ। চন্দ্রবাবু নায়ডুকে ২০ মিনিট বলতে দেওয়ার অভিযোগ মমতার । 'বঞ্চনার কথা বলার সঙ্গে সঙ্গে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আর কখনও নীতি-আয়োগের বৈঠকে আসব না', নীতি-আয়োগের বৈঠকে অপমানের অভিযোগে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। অন্ধ্র, অসম, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীদের কথা বলতে যথেষ্ট সময় দেওয়ার অভিযোগ। 

WB News LIVE Updates: লোকসভা ভোটে ভরাডুবির পর, কোচবিহারে আরও একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির

লোকসভা ভোটে ভরাডুবির পর, কোচবিহারে আরও একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারোকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ ৩ জন বিজেপি সদস্য যোগ দিলেন তৃণমূলে। গতকাল তাঁদের হাতে পতাকা তুলে দেন কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। স্বামীকে অপহরণ করা হয়েছে, যোগদানের আগে থানায় অভিযোগ জানান বিজেপি প্রধানের স্ত্রী। অপহরণের অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন দেখেই স্বেচ্ছায় যোগদান। ক্ষমতা থাকলে ভোট করিয়ে পঞ্চায়েত দখল করুক, শাসকদলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপি। 

West Bengal News LIVE Updates: জলপাইগুড়ির ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ

জলপাইগুড়ির ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন মূল অভিযুক্তের ছেলে। মৃতের পরিবার অভিযোগ করে, গাছে বেঁধে পেটানোর সময় জল খেতে চান কংগ্রেস কর্মী মানিক রায়। সেইসময় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী নারায়ণ রায়ের ছেলে মাধব রায় কংগ্রেস কর্মীর গলা টিপে ধরেন। নদী থেকে বালি চুরির প্রতিবাদকে কেন্দ্র করে বুধবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কংগ্রেস কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ১১ জনের বিরুদ্ধে FIR হলেও, এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি চারজন পলাতক। আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন মৃত কংগ্রেস কর্মীর স্ত্রী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় রাজনীতি-যোগ অস্বীকার করে তৃণমূল। 

WB News LIVE Updates: মাঝপথেই বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী

মোদির নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। মাঝপথেই বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী। 'এটা অপমানজনক, ভবিষ্যতে আর কোনও বৈঠকে অংশ নেব না। বাংলার স্বার্থে এসেছিলাম'। 

West Bengal News LIVE Updates: বীরভূমের নানুরে শহিদদের স্মৃতিফলক ঘিরে বিতর্ক

বীরভূমের নানুরে শহিদদের স্মৃতিফলক ঘিরে বিতর্ক। ২০০১ সালে নানুরে ১১ জন তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ওঠে।  তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহিদদের স্মৃতিফলক উন্মোচন করেন। এবার তার পাশেই ১৩ জনের আরও একটি স্মৃতিফলক তৈরি করেছে নানুর ব্লকের তৃণমূল নেতৃত্ব। নতুন শহিদ-তালিকায় নাম কাজল শেখের দুই ভাইয়ের। শহিদ-ফলক ঘিরে তৃণমূলেই ভিন্ন মত প্রকাশ্যে এসেছে। সিউড়ির তৃণমূল বিধায়কের দাবি, কোর কমিটির অনুমোদন ছাড়াই নতুন স্মৃতিফলক তৈরি করা হয়েছে। তৃণমূলের নানুরের ব্লক সভাপতির দাবি, প্রয়োজনীয়তা বুঝেই তৈরি করা হয়েছে নতুন ফলক।  বিজেপির কটাক্ষ, তৃণমূলের গোষ্ঠীকোন্দলে তাদের দলনেত্রীই অসম্মানিত হচ্ছেন। 

WB News LIVE Updates: আলুর দাম ঊর্ধ্বমুখী, শনিবার সকালে মানিকতলা বাজারে অভিযান চালাল রাজ্য সরকারের টাস্ক ফোর্স

আলুর দাম ঊর্ধ্বমুখী। শনিবার সকালে মানিকতলা বাজারে অভিযান চালাল রাজ্য সরকারের টাস্ক ফোর্স। দরদাম যাচাই করে দেখা যায়, জ্যোতি আলু ৩২ টাকার বদলে বিক্রি হচ্ছে ৩৫-৩৬ টাকায়। আর চন্দ্রমুখী আলুর দাম ৩৪ টাকার বদলে নেওয়া হচ্ছে ৩৮-৪০ টাকা। খুচরো ব্যবসায়ীদের কার্যত হুঁশিয়ারি দেন টাস্ক ফোর্সের সদস্যরা। ব্যবসায়ীদের দাবি, তাঁরা পাইকারি বাজার থেকে বেশি দামে কিনছেন, সেই কারণেই দাম বেড়েছে। ক্রেতারা ভরসা রাখছেন না। তাঁদের দাবি, টাস্ক ফোর্সের অভিযান লোক দেখানো। তারা ফিরে গেলেও ফের চড়া দামে বিক্রি হবে আলু।

West Bengal News LIVE Updates: চাষের জন্য জল ছাড়ল DVC

চাষের জন্য জল ছাড়ল DVC. পাশাপাশি, দুর্গাপুর ব্যারাজের সেচ ক্যানাল থেকেও জল ছাড়ল সেচ দফতর। টানা ১৫ দিন ধরে ধাপে  ধাপে জল ছাড়া হবে। প্রতিবারই DVC এবং সেচ দফতর জল ছাড়ে। এই জলের ওপর নির্ভরশীল ৫টি জেলার চাষ। এবার তুলনামূলকভাবে বৃষ্টি কম হওয়ায় চাষের জন্য জল ছাড়া শুরু হয়েছে। অক্টোবর পর্যন্ত এভাবে মাঝেমধ্যেই জল ছাড়া হবে। দুটি ক্যানালের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

WB News LIVE Updates: কলকাতার ৩টি মেট্রো স্টেশনে থাকবে না কোনও টিকিট কাউন্টার

কলকাতার ৩টি মেট্রো স্টেশনে থাকবে না কোনও টিকিট কাউন্টার। ১ অগাস্ট থেকে তারাতলা, সখেরবাজার ও কবি সুকান্ত মেট্রো স্টেশন টিকিট কাউন্টারহীন করার কথা ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে খবর, পার্পল ও অরেঞ্জ লাইনের এই ৩টি মেট্রো স্টেশনে দৈনিক যাত্রী সংখ্যা সীমিত। তাই টিকিট কাউন্টার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একে পাইলট প্রজেক্ট হিসেবেও চালু করতে চায় মেট্রো কর্তৃপক্ষ। এই ৩টি স্টেশনে যাত্রীদের স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে টোকেন, স্মার্ট কার্ড, কাগজের QR কোড-ভিত্তিক টিকিট কিনতে হবে। স্মার্ট কার্ড রিচার্জও করতে পারবেন যাত্রীরা।  

West Bengal News LIVE Updates: ফের শ্যুটিংয়ে বাধার মুখে পড়লেন টালিগঞ্জের পরিচালক রাহুল মুখোপাধ্যায়

ডিরেক্টর্স গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিলেও, ফের শ্যুটিংয়ে বাধার মুখে পড়লেন টালিগঞ্জের পরিচালক রাহুল মুখোপাধ্যায়। আজ থেকে টেকনিসিয়ান স্টুডিও-তে নতুন ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। বাস্তবে দেখা যাচ্ছে, পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য-সহ অভিনেতারা পৌঁছে গেলেও আসেননি টেকনিসিয়ানরা। সূত্রের খবর, টেকনিসিয়ানরা অসহযোগিতা করলে পরিচালকরাই সেই কাজের দায়িত্ব নেবেন। 

WB News LIVE Updates: রেললাইন রক্ষণাবেক্ষণের জন্য় আজ ও কাল শিয়ালদা ডিভিশনে ২৫টি লোকাল ট্রেন বাতিল

রেললাইন রক্ষণাবেক্ষণের জন্য় আজ ও কাল শিয়ালদা ডিভিশনে ২৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। নৈহাটি-ব্যান্ডেল শাখায় জরুরি ট্র্যাক মেরামতির কাজের জন্য আজ রাত সাড়ে ১১টা থেকে কাল সকাল সাড়ে ৭টা, আট ঘণ্টা বন্ধ থাকবে এই রুটে ট্রেন চলাচল। এর জন্য ২৫টি লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি, বেশ কিছু দূরপাল্লার ট্রেন নৈহাটির পরিবর্তে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এছাড়া, চারটি দূরপাল্লার ট্রেন, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা-তোর্সা এক্সপ্রেস, সহর্ষ-শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস ও রাধিকাপুর-শিয়ালদা এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

West Bengal News LIVE Updates:বিচারের আশায় ডিআইজি-সিআইডির দ্বারস্থ কামদুনির দ্বারস্থ হল নির্যাতিতার পরিবার

বিচারের আশায় ডিআইজি-সিআইডির দ্বারস্থ কামদুনির দ্বারস্থ হল নির্যাতিতার পরিবার। শুক্রবার ভবানী ভবনে ডিআইজি সিআইডি সোমা দাসের সঙ্গে দেখা করলেন নির্যাতিতার দুই ভাই ও কামদুনির প্রতিববাদী টুম্পা কয়াল। হাইকোর্টের নির্দেশে মুক্তি পেয়েছেন কামদুনিকাণ্ডের চার অভিযুক্ত। নির্যাতিতার পরিবারের অভিযোগ, হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও সিআইডির মধ্য়ে গা ছাড়া মনোভাব দেখা যাচ্ছে। সিআইডির কোন অফিসার, কবে সুপ্রিম কোর্টে যাচ্ছেন বা মামলা কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়ে পরিবারকে কিছু জানানো হচ্ছে না বলে অভিযোগ। বেশ কিছু প্রয়োজনীয় নথি সিআইডি তাদের হাতে তুলে না দেওয়ায় সুপ্রিম কোর্টে মামলা লড়তে সমস্য়া হচ্ছে বলেও অভিযোগ নির্যাতিতার পরিবারের। 

WB News LIVE Updates: বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং-কে ঘিরে কড়া নিরাপত্তা বলয়

বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং-কে ঘিরে কড়া নিরাপত্তা বলয়। গত ৭ দিন ধরে বেলঘরিয়া থানা চত্বরে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে। আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে সুবোধ সিং-কে। আদালত চত্বরেও নিরাপত্তার কড়াকড়ি। ফের বিহারের গ্যাংস্টারকে পুলিশ হেফাজতে নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

West Bengal News LIVE Updates: প্রতিবাদ জানিয়েও নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতিবাদ জানিয়েও নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে বৈঠক। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে পারেন। সূত্রের খবর, নীতি আয়োগের বৈঠককে বাংলার প্রতি বঞ্চনা ও বাংলা ভাগের চক্রান্তের অভিযোগে প্রতিবাদ-মঞ্চ হিসেবে ব্যবহার করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার বাংলার মুখ্যমন্ত্রী সেই সুযোগ পান কি না। 

WB News LIVE Updates: বিজেপির দখলে থাকা আরও একটি গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস

বিজেপির দখলে থাকা আরও একটি গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। তুফানগঞ্জ ২নং ব্লকের বারকোদালি ১নং অঞ্চলের প্রধান সুদর্শন রায় সহ ২জন পঞ্চায়েত সদস্য উৎপল সিংহ এবং অঞ্জনা বর্মন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন । গতকাল রাতে জেলা তৃণমূল পার্টি অফিসে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। 

West Bengal News LIVE Updates: বাজেটে বঞ্চনার অভিযোগ, প্রতিবাদ জানিয়েও নীতি-বৈঠকে মুখ্যমন্ত্রী

বাজেটে বঞ্চনার অভিযোগ, প্রতিবাদ জানিয়েও নীতি-বৈঠকে মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর পৌরহিত্যে আজ নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা। INDIA জোটের ৬ মুখ্যমন্ত্রী যোগ না দিলেও থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী। বলতে দিলে বলব, না হলে প্রতিবাদ জানিয়ে বেরিয়ে আসব: মুখ্যমন্ত্রী। 'বাজেটের আগেই নীতি-আয়োগের বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম', সবাই মিলে আগে সিদ্ধান্ত নিলে, অন্যকিছু ভাবতাম: মুখ্যমন্ত্রী । নীতি-আয়োগের বৈঠক নিয়ে জোটেই সমন্বয় নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলা-বিহার ভাঙার চক্রান্তের অভিযোগে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি-আয়োগের বৈঠক নিয়ে জোটে 'বিভাজন'। জোটে অনৈক্য নেই, সমন্বয়ের অভাবকেই দায়ী করেও বার্তা মমতার। নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও, দাবি মমতার। 

WB News LIVE Updates: বিদ্যুতের মাশুল অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে পথে নামল বঙ্গ বিজেপি।

বিদ্যুতের মাশুল অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে পথে নামল বঙ্গ বিজেপি। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে মুরলীধর সেন লেন থেকে CESC-র সদর দফতর পর্যন্ত মিছিল করল তারা। একচেটিয়া ব্যবসা বন্ধে এবার আসছে বিল। সিইএসসি অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে হুঁশিয়ারি দিলেন শুভেনদু অধিকারী। বাড়তি বিল প্রত্যাহারে ১৫ অগাস্ট পর্যন্ত সময় বেঁধে দিলেন বিরোধী দলনেতা। পাল্টা বিদ্য়ুতের মাশুল বৃদ্ধি ইস্য়ুতে বিজেপি ও তৃণমূলকে একযোগে আক্রমণ করেছে কংগ্রেস ও বামেরা।

West Bengal News LIVE Updates: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও RSP নেতা বিশ্বনাথ চৌধুরী

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও RSP নেতা বিশ্বনাথ চৌধুরী। বয়স হয়েছিল ৮১ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় SSKM হাসপাতালের ICU-তে ভর্তি ছিলেন প্রাক্তন মন্ত্রী। বাম আমলে কারামন্ত্রী থাকাকালীন সংশোধনাগারের সংস্কার হয়েছিল তাঁর হাত ধরে। জেলখানার বাসিন্দাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন বিশ্বনাথ চৌধুরী। বালুরঘাট বিধানসভা থেকে টানা আটবার জিতেছেন। বাম আমলে ২৫ বছর কারামন্ত্রীর দায়িত্বে ছিলেন

WB News LIVE Updates: ভরসন্ধেয় আনন্দপুরে প্রোমোটারকে কুপিয়ে খুন

ভরসন্ধেয় আনন্দপুরে প্রোমোটারকে কুপিয়ে খুন। উত্তর পঞ্চান্নগ্রাম এলাকার ঘটনা। মৃত আরিফ খান তপসিয়া রোডের বাসিন্দা। পরিবারের অভিযোগ, গতকাল সন্ধে ৭টা নাগাদ বাড়ির কাছেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন বছর চল্লিশের ওই প্রোমোটার। আনন্দপুর থানায় খবর দিলেও পুলিশ আসেনি বলে অভিযোগ। পরিবারের লোকজনই প্রোমোটারকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসায়িক শত্রুতার জেরেই এই খুন। আব্বাস-সহ দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী প্রোমোটারকে চপার দিয়ে কুপিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

West Bengal News LIVE Updates: রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ

রাজ্য়ে ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। বর্ষা আসতেই বাড়ছে মশাবাহিত এই রোগের প্রকোপ। এডিস ইডিপ্টাই মশার পাশাপাশি এডিস অ্য়ালবোপিক্টাস মশার কামড়েও ডেঙ্গি সংক্রমণ হচ্ছে। এই পরিস্থিতিতে পেট খারাপের উপসর্গ দেখা দিলেও সেই রোগীর ডেঙ্গি পরীক্ষা করানো হবে। ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রচার পদ্ধতিও পাল্টাচ্ছে কলকাতা পুরসভা।

WB News LIVE Updates: 'প্রতারণায়' তুলকালাম

ঘোলায় জলঘোলা। অল্প সময়ে দ্বিগুণ করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, নিম্নবিত্ত পরিবারের মহিলাদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালালেন মহিলারা। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি পৌঁছতে হল পুলিশকে। 

West Bengal News LIVE Updates: কংগ্রেসকে বার্তা মমতার?

বাজেটের পরই, কংগ্রেস জানিয়ে দিয়েছিল, নীতি আয়োগের বৈঠকে তাদের তিনজন মুখ্য়মন্ত্রী যাচ্ছেন না। পরে একই সিদ্ধান্ত জানায় DMK, বাম ও আম আদমি পার্টি। তবে শনিবারের এই বৈঠকে যোগ দিচ্ছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দিল্লি পৌঁছে তিনি বলেন, আগে আলোচনা করলে, INDIA-জোট হিসাবে সিদ্ধান্ত নেওয়া যেত। কিনতু, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তৃণমূলনেত্রীর নীতি আয়োগের বৈঠকে যাওয়াটা কি কংগ্রেসের প্রতি কোনও প্রচ্ছন্ন বার্তা? 

প্রেক্ষাপট

কলকাতা: মোদির নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। মাঝপথেই বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী। 'নীতি আয়োগের বৈঠক বয়কট করে চলে এসেছি। অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীদের কথা বলতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। আমাকে ৫ মিনিটের বেশি বলতে দেওয়া হয়নি। বৃহত্তর স্বার্থে বৈঠকে যোগ দিয়েছিলাম। বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হয়েছি। আরও কিছু কথা বলতে চেয়েছিলাম, বলতে দেওয়া হয়নি। এটা অপমানজনক, ভবিষ্যতে আর কোনও বৈঠকে অংশ নেব না। বাংলার স্বার্থে এসেছিলাম। সব বিরোধী দলের হয়ে কথা বলেছি। বঞ্চনার কথা বলার সঙ্গে সঙ্গে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাকে অপমান মানে সব আঞ্চলিক দলকে বঞ্চনা'। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.