West Bengal News Live Updates: মুর্শিদাবাদের ডোমকলে পুুলিশকে কুপিয়ে বন্দি ছিনতাইয়ের ঘটনায় এবার গ্রেফতার হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 19 Jan 2025 11:35 PM
WB News Live: তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় বিহার থেকে আরও এক শার্প শ্যুটারকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় বিহার থেকে আরও এক শার্প শ্যুটারকে গ্রেফতার করল পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, পূর্ণিয়ার বাসিন্দা মহম্মদ আসরারকে অপারেশনের প্ল্যান বি-তে রাখা হয়েছিল। হামলাকারীরা কোনও কারণে দুলাল সরকারকে খুনে ব্যর্থ হলে, আসরারের উপরেই দায়িত্ব ছিল তৃণমূল নেতার মৃত্যু নিশ্চিত করার। 

West Bengal News Live: এবার ভাঙড়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার করা অভিযুক্তদের ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার অভিযোগ

এবার ভাঙড়ে আক্রান্ত পুলিশ। গ্রেফতার করা অভিযুক্তদের ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার অভিযোগ। ভাঙড়ের সাতশহরে মেলায় জুয়ার আসরে পুলিশি হানা। জুয়ার আসর থেকে কয়েকজনকে ধরপাকড় করে পুলিশ। ধরপাকড়ের পরেই পুলিশের ওপর হামলা, বাঁশ দিয়ে কনস্টেবলকে ব্যাপক মারধর। গুরুতর আহত অবস্থায় নলমুড়ি হাসপাতালে ভর্তি পুলিশ কনস্টেবল। কনস্টেবল সহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত। তৃণমূলের বুথ সভাপতির উপস্থিতিতে পুলিশকর্মীদের ওপর হামলা, সূত্রের খবর। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া মেলেনি। 

WB News Live: কলের পাইপ কেটে দেওয়া নিয়ে বিবাদের জেরে খুন হতে হল মহিলাকে

কলের পাইপ কেটে দেওয়া নিয়ে বিবাদের জেরে খুন হতে হল মহিলাকে। প্রকাশ্য রাস্তায় প্রতিবেশীকে কুপিয়ে খুন করল যুবক। মাকে বাঁচাতে গিয়ে জখম হল মেয়ে। মুর্শিদাবাদের বেলডাঙায় সামনে এসেছে খুনের পরের মুহূর্তের চাঞ্চল্যকর ভিডিও। 

West Bengal News Live: মুখ্যমন্ত্রীর দাদার নাম করে প্রতারণার অভিযোগ, প্রতারণার ফাঁদে মালদা ও মুর্শিদাবাদের বেশ কয়েকজন যুবক

মুখ্যমন্ত্রীর দাদার নাম করে প্রতারণার অভিযোগ। প্রতারণার ফাঁদে মালদা ও মুর্শিদাবাদের বেশ কয়েকজন যুবক। অজিত বন্দোপাধ্যায়ের নাম করে চাকরি ও রেশন ডিলারশিপ পাইয়ে দিতে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। মালদার বৈষ্ণনগর, মালদা থানা ও মুর্শিদাবাদের ফরাক্কা থানায় অভিযোগ দায়ের। মালদা পুলিশ সুপারকে ই-মেল মারফত অভিযোগ। মালদা-মুর্শিদাবাদে ৮ জনের থেকে কয়েক দফায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। 

WB News Live: মুর্শিদাবাদের ডোমকলে পুুলিশকে কুপিয়ে বন্দি ছিনতাইয়ের ঘটনায় এবার গ্রেফতার হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী

মুর্শিদাবাদের ডোমকলে পুুলিশকে কুপিয়ে বন্দি ছিনতাইয়ের ঘটনায় এবার গ্রেফতার হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী। ধৃতের স্ত্রীকে আগেই গ্রেফতার করেছিল পুুলিশ। এই নিয়ে ৫ জন গ্রেফতার হল। এখনও অধরা বন্দি। 

West Bengal News Live: আর জি কর মেডিক্যালে খুন ও ধর্ষণের ঘটনায় সাজা ঘোষণার আগের দিন বিস্ফোরক দাবি করলেন অভয়ার মা-বাবা

আর জি কর মেডিক্যালে খুন ও ধর্ষণের ঘটনায় সাজা ঘোষণার আগের দিন বিস্ফোরক দাবি করলেন অভয়ার মা-বাবা। যারা দোষী, তাদের সবাইকে ধরলে অন্তত ৫০ জন গ্রেফতার হবেন বলে চাঞ্চল্যকর দাবি করলেন তাঁরা। এদিকে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে, সিবিআইয়ের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ। 

WB News Live: কোচবিহারে ফের প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার নিশানায় দলেরই একাংশ

কোচবিহারে ফের প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার নিশানায় দলেরই একাংশ। নাম না করে রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায়কে আক্রমণ। দলের দুই নেতাকে দলছুট হাতি বলে আক্রমণ সাংসদের। যদিও এনিয়ে মন্তব্য করতে চাননি রবীন্দ্রনাথ ঘোষ। 'যখন তোমায় কেউ গালমন্দ করবে, জানবে তোমার চলার পথ সঠিক', নাম না করে পাল্টা জবাব পার্থপ্রতিম রায়ের। তৃণমূল কংগ্রেসে এখন মহাভারত চলছে, কটাক্ষ বিজেপির। 

West Bengal News Live: আর জি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, কাল সাজা ঘোষণা

আর জি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, কাল সাজা ঘোষণা। 'সঞ্জয় রায়ের অপরাধ প্রমাণিত, সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সর্বনিম্ন যাবজ্জীবন'। কাল সাজা ঘোষণা করবেন শিয়ালদা কোর্টের বিচারক। দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ১৬২ দিনের মাথায় রায় দিলেন শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস। সোমবার সাজা ঘোষণা করবে আদালত। বিচারক অনির্বাণ দাস জানিয়ে দেন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সর্বনিম্ন শাস্তি ২৫ বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। 

WB News Live: জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন তোলার দাবিতে ধর্নায় বসলেন জুনিয়র চিকিৎসকরা

জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন তোলার দাবিতে ধর্নায় বসলেন জুনিয়র চিকিৎসকরা। ৭ জনের সাসপেনশন তোলার দাবিতে মেদিনীপুর মেডিক্যালে ধর্নায় বসলেন সেখানকার জুনিয়র ডাক্তাররা। একই দাবি নিয়ে চিঠি দিলেন স্বাস্থ্যভবনেও। 

West Bengal News Live: ছদ্মবেশে বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে বাংলাদেশিরা, তৈরি করে নিচ্ছে ভোটার কার্ডও, দাবি ওন্দার বিজেপি বিধায়কের

ছদ্মবেশে বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে বাংলাদেশিরা। বাংলাদেশিরা ভোটার কার্ডও তৈরি করে নিচ্ছে। দাবি ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। কাউকে দেখে সন্দেহ হলে নথি যাচাই করুন, মন্তব্য অমরনাথ শাখার। 

WB News Live: নদিয়ার পলাশিপাড়ার প্রীতিময়ী হাসপাতালে নিষিদ্ধ স্যালাইনের ব্যবহার

নদিয়ার পলাশিপাড়ার প্রীতিময়ী হাসপাতালে নিষিদ্ধ স্যালাইনের ব্যবহার। রোগীকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নিষিদ্ধ স্যালাইন এনএস দেওয়ার অভিযোগ। চাপের মুখে স্যালাইন খোলেন কর্মরত চিকিৎসক। রোগীকে স্যালাইন দেওয়া হয়নি বলে দায় এড়ালেন চিকিৎসক। চিকিৎসকের পরামর্শেই রোগীকে স্যালাইন দেওয়া হয়, দাবি কর্মরত নার্সের। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা পলাশিপাড়ার প্রীতিময়ী হাসপাতালে। 

West Bengal News Live: ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, হাড়োয়ায় পার্টি অফিস ভাঙচুর

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, হাড়োয়ায় পার্টি অফিস ভাঙচুর। মিনাখাঁয় হাড়োয়া ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সিরাজুল ইসলামের নাম ঘোষণা দমকলমন্ত্রীর। নাম ঘোষণার পরেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। 

WB News Live: বারাসাতে ব্যান্ড মালিকের বিরুদ্ধে জালনথি তৈরির অভিযোগ

বঙ্গে আরও গভীরে জালনথি চক্র? বারাসাতে ব্যান্ড মালিকের বিরুদ্ধে জালনথি তৈরির অভিযোগ। গ্রেফতার ব্যান্ড মালিক ইন্দ্রজিৎ দে। বাংলাদেশিদের জালনথি তৈরি করে দিতেন ধৃত, দাবি পুলিশের। ধৃত ইন্দ্রজিৎ দে-কে ৩দিনের পুলিশ হেফজাতের নির্দেশ। 


 


 

West Bengal News Live: স্যালাইনকাণ্ডে কাল স্বাস্থ্যভবনের সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

স্যালাইনকাণ্ডে কাল স্বাস্থ্যভবনের সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ। মঞ্চ বাঁধতে বিজেপিকে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। 

WB News Live: গোয়ালপোখরে এনকাউন্টারে নিহত পলাতক বন্দি, এখন ফেরার ডোমকলের আসামি

গোয়ালপোখরে এনকাউন্টারে নিহত পলাতক বন্দি, এখন ফেরার ডোমকলের আসামি। পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার আরও ১। ধৃত তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী রফিকুল শেখ। পুলিশের ওপর হামলার ঘটনায় আগেই গ্রেফতার তৃণমূলের প্রাক্তন প্রধান। এখনও পলাতক আসামি সোহেল রানা। 

West Bengal News Live: বৈষ্ণবনগরের সুখদেবপুরে সীমান্তে অব্যাহত বাংলাদেশিদের উস্কানি

বৈষ্ণবনগরের সুখদেবপুরে সীমান্তে অব্যাহত বাংলাদেশিদের উস্কানি। ওপার বাংলা থেকে এসে ফসল ও গাছ কেটে নেওয়ার প্রতিবাদ করায় হামলা। পাথরের আঘাতে আহত এক ভারতীয় নাগরিকের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। 

WB News Live: জাল আধার-ভোটার-প্যান কার্ড নিয়ে টালিগঞ্জে গ্রেফতার আফগান নাগরিক

জাল আধার-ভোটার-প্যান কার্ড নিয়ে টালিগঞ্জে গ্রেফতার আফগান নাগরিক। গ্রেফতার করে কলকাতা পুলিশের এসসিও। ধৃতের নাম সৈয়দ আকবর খান। ধৃতের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। পরিচয়পত্র যদি সব জাল হয়, তাহলে বার্থ সার্টিফিকেটের তথ্য কীভাবে কলকাতা পুরসভার পোর্টালে ? প্রশ্ন বিচারকের। ২৪ জানুয়ারির মধ্যে তদন্তকারী আধিকারিককে তথ্য জানাতে নির্দেশ আদালতের। 

West Bengal News Live: ছেলেকে ডাক্তার-ইঞ্জিনিয়ার বানান, কিন্তু ভাল হিন্দু বানান, ধর্ম রক্ষার জন্য বাড়িতে ধারালো অস্ত্র রাখুন, হুগলির অনুষ্ঠানে মন্তব্য সুকান্ত মজুমদারের

ছেলেকে ডাক্তার-ইঞ্জিনিয়ার বানান, কিন্তু ভাল হিন্দু বানান। ধর্ম রক্ষার জন্য বাড়িতে ধারালো অস্ত্র রাখুন। আমাদের ওপর আক্রমণ হলে আত্মরক্ষার অধিকার তো আছে। দিদির পুলিশ বাঁচাবে না, কারণ এটা ফিরহাদ, সিদ্দিকুল্লাদের পুলিশ, হুগলির অনুষ্ঠানে মন্তব্য সুকান্ত মজুমদারের। 

WB News Live: প্রসূতি-মৃত্যুকাণ্ডে সাসপেনশনের প্রতিবাদ, মেদিনীপুর মেডিক্যালে অবস্থান

প্রসূতি-মৃত্যুকাণ্ডে সাসপেনশনের প্রতিবাদ, মেদিনীপুর মেডিক্যালে অবস্থান। মেদিনীপুর মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের অবস্থান। অধ্যক্ষের অফিসের সামনে গতকাল রাত থেকে অবস্থান। প্রসূতি-মৃত্যুকাণ্ডে সাসপেন্ড ৭ জুনিয়র ডাক্তার-সহ ১৩ জন চিকিৎসক। সাসপেনশনের প্রতিবাদে মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষকে চিঠি জুনিয়র ডাক্তারদের। সেই চিঠি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে পাঠালেন মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষ। সিনিয়র ডাক্তারদের নজরদারিতেই প্রসূতিদের অস্ত্রোপচার। জাতীয় মেডিক্যাল কমিশনের গাইডলাইন মেনে অপারেশন। সাসপেনশনের আগে জুনিয়র ডাক্তারদের বক্তব্য জানতে চাওয়া হয়নি। সাসপেনশনের প্রতিবাদে মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষকে চিঠি জুনিয়র ডাক্তারদের। 

West Bengal News Live: হাসনাবাদের নিখোঁজ কিশোরের মৃত্যু ঘিরে এসএসকেএম হাসপাতালে তুমুল উত্তেজনা

হাসনাবাদের নিখোঁজ কিশোরের মৃত্যু ঘিরে উত্তেজনা। এসএসকেএম হাসপাতালে তুমুল উত্তেজনা। পুলিশ দেহ মর্গে পাঠাতে গেলে বাধা পরিবারের
গতকাল আচমকা নিখোঁজ হয় বছর পনেরোর কিশোর। প্রতিদিনই রবীন্দ্র সরোবর ক্রিকেট প্র্যাকটিসে আসত দেব। গতকালও রবীন্দ্র সরোবর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোয়। রাতে না ফেরায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রাতে মিনাখাঁয় খোঁজ মেলে দেব ঘোষের। প্রথমে প্রগতি ময়দান থানায় গেলে পুলিশ অভিযোগ নেয়নি। প্রগতি ময়দান থেকে রবীন্দ্র সরোবর থানায় পাঠানো হয়। রবীন্দ্র সরোবর থানাও অভিযোগ নেয়নি বলে দাবি পরিবারের। আজ দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। পুলিশের বিরুদ্ধে পরিবারকে না জানিয়ে দেহ মর্গে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ। 

প্রেক্ষাপট

আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুন দোষী সাব্যস্ত সঞ্জয়ের কী সাজা? অপরাধ প্রমাণিত। সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সর্বনিম্ন যাবজ্জীবন। জানিয়ে দিলেন বিচারক। কাল সাজা ঘোষণা। 


প্রসূতির মৃত্যুতে ১৩ চিকিৎসক সাসপেন্ড, অনিচ্ছাকৃত খুনের মামলা। প্রতিবাদে এবার মেদিনীপুর মেডিক্যালে অবস্থান জুনিয়র ডাক্তারদের একাংশ। 


সেফের ওপর হামলার ঘটনাতেও বাংলাদেশ-যোগ! গ্রেফতার মহম্মদ শরিফুল ইসলাম। ধৃত বাংলাদেশের নাগরিক। শিলিগুড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশ। মুম্বই পুলিশ সূত্রে খবর। 


সেফের ওপর হামলার পর পালিয়ে বেড়াচ্ছিল মহম্মদ শরিফুল। পুলিশের চোখে ধুলো দিতে বারবার নাম ভাঁড়িয়ে আস্তানা বদল। কখনও বিজয় দাস, কখনও মহম্মদ ইলিয়াস। 


অসমে জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও ১। ধুবুড়িতে অসম STF-এর অভিযানে। ধৃত জাহের আলি আনসারুল্লা বাংলা টিমের সদস্য বলে সন্দেহ গোয়েন্দাদের। 


কীভাবে ওপারের নুরুল এপারের নারায়ণ? কীভাবে নকল সার্টিফিকেট দিয়ে আসল পরিচয়পত্র? জাল নথি-চক্রের রহস্য ভেদে নুরুল-সহ ২ অনুপ্রবেশকারীকে হেফাজতে নিল পুলিশ। 


বাংলাদেশের নাগরিকদের নিয়েই জাল নথি-চক্রের কারবার। মুহুরি পরিচয়ে জালিয়াতির অভিযোগে ধৃত সমীরের ৭ সহযোগীই বাংলাদেশি! কতদূর ছড়িয়ে জালিয়াতির জাল? খতিয়ে দেখছে পুলিশ। 


ত্রিপুরার পর মালদা, সীমান্তে ফের আক্রান্ত BSF! ওপার থেকে বোমা-পাথর। গতকালের হামলার পর আজও থমথমে সুখদেবপুর। 


গোয়ালপোখরে পুলিশের এনকাউন্টারে সাজ্জাকের মৃত্যু, গ্রেফতার এক সহযোগী। শুধু আবদুল নয়, সাজ্জাককে গা ঢাকা দিতে সাহায্য় করেছিল ধৃত হজরতও, খবর পুলিশ সূত্রে। এখনও অধরা আবদুল। 


গোয়ালপোখরে এনকাউন্টারে নিহত পলাতক বন্দি, এখনও ফেরার ডোমকলের আসামি। পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার আরও ১। ধৃত ধৃত তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী। 


মালদায় তৃণমূল নেতা খুন দুলাল সরকার খুনে গ্রেফতার আরও ১। জালে বিহারের পূর্ণিয়ার বাসিন্দা। ধৃত মহম্মদ আসরার শার্প শ্যুটার। দুলাল খুনে ধৃত বেড়ে ৮। 


এবার দলীয় কাউন্সিলরদেরই নিশানা মদন মিত্রর। কাউন্সিলর যদি আপনাদের চাকর ভাবে, পাত্তা দেবেন না। তৃণমূলের পোশাক খুলে নিলে খেতে পাবে না। কাউন্সিলরদের পাত্তা দেবেন না।  


দুষ্টুমি করছিল ছেলে। বারণ করলেও শোনেনি। তাই রাগের বশে গলায় ওড়না পেঁচিয়ে নিজের সন্তানকে খুন। সোনারপুরের ঘটনায় গ্রেফতার মা। জেরায় অপরাধ কবুল। 


এবার পুরুলিয়ায় বাঘের হানা। ঘন ঘন ডেরা বদল। বান্দোয়ান থেকে মানবাজার, জঙ্গলে ঘুরছে রয়্যাল বেঙ্গল। ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ছবি। সতর্ক বন দফতর। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.