West Bengal News LIVE Updates: 'পহেলগাঁওয়ের মতোই বেছে বেছে হামলা হয়েছিল মুর্শিদাবাদে'! SIT রিপোর্টকে হাতিয়ার করে বিস্ফোরক বিজেপি
WB News LIVE Updates: দেশ থেকে রাজ্য সব খবরের লাইভ আপডেটস...
প্রেক্ষাপট
হিলাদের পরার জন্য কাপড়ও রাখেনি দুষ্কৃতীরা। আগুন নেভানো রুখতে কাটা হয়েছিল জলের লাইন। SIT রিপোর্টকে হাতিয়ার করে বিস্ফোরক বিজেপি। পদ্ম শিবিরের দাবি, পহেলগাঁওয়ের মতোই বেছে বেছে হামলা চলেছে মুর্শিদাবাদ দাঙ্গায়। ...More
রাজস্থানের বিকানেরে প্রধানমন্ত্রী। দেশনোকে করনি মাতার মন্দিরে পুজো দিয়ে শুরু হবে তাঁর কর্মসূচি। দেশের ১০৩টি অমৃত ভারত স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তালিকায় রয়েছে বাংলার ৩টি স্টেশন, উত্তর ২৪ পরগনার কল্যাণী-ঘোষপাড়া, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন রেল স্টেশনকে আধুনিক করে তোলার উদ্যোগ নিয়েছে মোদি সরকার।
মহেশতলায় বেপরোয়া বালি বোঝাই ট্রাকের ধাক্কায় বালকের মৃত্যু। ঘটনাস্থলে পুলিশ ও র্যাফ। চালক-খালাসি মত্ত অবস্থায় ছিলেন, অভিযোগ স্থানীয়দের। ট্রাক ভাঙচুর ক্ষুব্ধ জনতার। পুলিশকে ঘিরে বিক্ষোভ। চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ
শেয়ার বাজারে লগ্নির নামে ৩০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ। রাজ্যের ৯ জায়গায় ED-র তল্লাশি অভিযান। প্রতারণা চক্রের মূল পাণ্ডা সৈয়দ জায়জুর রহমান, খবর ED সূত্রে। কিছুদিন আগে তাঁকে ওড়িশা পুলিশ গ্রেফতার করে। বর্তমানে ওড়িশার জেলে বন্দি জায়জুর, তাকে হেফাজতে চায় ED। প্রতারিতদের মধ্যে প্রভাবশালীরাও রয়েছেন, দাবি ED-র। 'মূল টাকার ২৪ শতাংশ বছরে রিটার্ন মিলবে, এই টোপে বাজার থেকে প্রায় ৩০০ কোটি টাকা তোলা হয়। টাকা সরাতে খোলা হয় একাধিক ভুয়ো কোম্পানি', পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, বিহার, মহারাষ্ট্রেও শেয়ার বাজারে প্রতারণার জাল, দাবি ED-র।
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভার ১৩ কাউন্সিলর। SDO কে প্রশাসক হিসাবে নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ ১৩ কাউন্সিলর। গত ১৬ মে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলের ১০ কাউন্সিলর। ১৯ মে চেয়ারম্যানকে অপসারণ করে SDO কে প্রশাসক হিসাবে নিযুক্ত করা হয়। মামলাকারীদের দাবি, এর ফলে নির্বাচিত কাউন্সিলররা ভোটাধিকার হারালেন। পরবর্তী শুনানি ২৮ মে
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নিজের উদ্যোগে মুর্শিদাবাদ সহ রাজ্যের ৮৯ টি বিধানসভা আসন সার্ভে করাচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এই সবকটি আসনেই ভোটের ফলাফলে নির্ণায়ক ভূমিকা নেন মুসলিমরা। হুমায়ুনের এই সিদ্ধান্তকে ব্যক্তিগত বলে দূরত্ব তৈরি করেছে তৃণমূল।
বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্নার আজ ১৬ দিন, জারি রয়েছে আন্দোলন। আজ হাইকোর্টের নির্দেশে বিধাননগর উত্তর থানায় পৌঁছলেন ২ শিক্ষক-নেতা ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনার।চাকরিহারাদের ধর্নায় আজ শোনা গেল উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও। 'এই ২ জনের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ', রাজ্যের আশ্বাসের ভিত্তিতে গতকাল একথা জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশি তলবের মুখে গতকাল বিধাননগর উত্তর থানায় হাজিরা দেন ৪ চাকরিহারা শিক্ষক
কাকদ্বীপের গুদাম থেকে উধাও প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ ১ হাজার ২৪৫ মেট্রিক টন চাল। রেশন হোলসেলারের বিরুদ্ধে FIR দায়ের করেছেন মহকুমাশাসক। অভিযুক্ত হোলসেলারের গুদাম তালাবন্ধ। উধাও হোলসেলার। ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে বিজেপি। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে, খোঁজ চলছে অভিযুক্তর।
ভোটার কার্ড বিতর্কে বিজেপির রাজ্য সভাপতির স্ত্রী। সুকান্ত মজুমদারের স্ত্রীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ। জলপাইগুড়ির সঙ্গে বালুরঘাটেও ভোটার কার্ড থাকার দাবি। সুকান্ত পত্নীর বিরুদ্ধে জাতীয় নির্বাচনে কমিশনে নালিশ। অভিযোগ পেয়েই CEO দফতরের রিপোর্ট তলব কমিশনের
ফ্ল্যাটে বিস্ফোরণের পর টিটাগড়ের ৪ নম্বর ওয়ার্ডেই কাটা গ্যাসের রমরমা। বিটি রোডজুড়ে অবাধে চলছে বেআইনি কারবার।ঠাসাঠাসি করে রাখা গ্যাস সিলিন্ডার। টিটাগড় বাজারে বিটি রোডের ওপর একের পর এক গ্যাস রিফিলিং সেন্টার। সেখানে অটোতে কাটা গ্যাস ভরা হচ্ছে। ক্যামেরা দেখে বন্ধ করে দেওয়া হয় অটোতে গ্যাস রিফিলিং। ঘন জনবসতিপূর্ণ এলাকায় যে কোনও মুহূর্তে বড়সড় বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। প্রশ্ন উঠছএ, পুলিশ-প্রশাসনের নাকের ডগায় কীভাবে কাটা গ্যাসের কারবার চলছে? পুরসভার নজরদারি কোথায়? টিটাগড় পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি। সোমবার টিটাগড়ের ৪ নম্বর ওয়ার্ডেই একটি ফ্ল্যাটে মজুত বোমা ফেটে বিস্ফোরণ হয়। ওই ঘটনায় গ্রেফতার হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল।
ভোরবেলা সল্টলেক EM বাইপাসে দুর্ঘটনা। ভিজে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় দুধের গাড়ি। সন্তোষপুর থেকে বাইপাস হয়ে রাজাবাজার যাওয়ার পথে ভোর সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। উল্টে যাওয়া মিল্ক ভ্যান থেকে চালক কোনওক্রমে বেরিয়ে আসেন। বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিশ রেকার দিয়ে গাড়ি সরানোর পর বাইপাসের ওই লেনে যান চলাচল স্বাভাবিক হয়।
বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্নার আজ ১৬ দিন, জারি রয়েছে আন্দোলন। আজ হাইকোর্টের নির্দেশে বিধাননগর উত্তর থানায় হাজিরা দেবেন ২ শিক্ষক-নেতা ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনার। রাজ্যের আশ্বাসের ভিত্তিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, এই ২ জনের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পুলিশি তলবের মুখে গতকাল বিধাননগর উত্তর থানায় হাজিরা দেন ৪ চাকরিহারা শিক্ষক। পাশাপাশি, বিকাশ ভবনের সামনে এখনও রাস্তায় বসে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, আন্দোলনকারী শিক্ষকরা সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারেন। বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করবে রাজ্য। ৫০ থেকে ১০০ জন আন্দোলনকারী সেন্ট্রাল পার্কে থাকতে পারবেন। কিন্তু কোনও সরকারি কর্মচারী যেন আহত না হন।
পাসপোর্ট বাংলাদেশের, আর ভোটার পশ্চিমবঙ্গের। গত এক মাসে এরকম পঞ্চাশজনের হদিশ মিলেছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে তথ্য দিয়ে জানিয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। সেই মতো ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO-দের তদন্তেরও নির্দেশ দিয়েছেন CEO...কিন্তু দেখা যাচ্ছে অনুসন্ধানের জন্য ডেকে পাঠালেও, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার বাসিন্দা এই সব অভিযুক্ত ব্যক্তিদের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না।
হামলা হয়েছিল কাউন্সিলরের নির্দেশে। দেখেও চলে যান তৃণমূল বিধায়ক! মুর্শিদাবাদ-দাঙ্গা নিয়ে হাইকোর্ট গঠিত কমিটির বিস্ফোরক রিপোর্ট, বলছে এএনআই।
জাফরাবাদে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ছিল আততায়ীরা। ২দিন গ্রামবাসীদের ফোনই ধরেনি পুলিশ! মুর্শিদাবাদকাণ্ডে রিপোর্ট কোর্ট নিযুক্ত কমিটির, বলছে এএনআই।