West Bengal News Live Updates: শহরের বুকে বেপরোয়া দুষ্কৃতী-রাজ! প্রকাশ্য রাস্তায় মহিলাকে দাঁড় করিয়ে ছিনতাই

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 23 Feb 2025 03:03 PM

প্রেক্ষাপট

তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে ফের উত্তপ্ত বীরভূম। কাঁকরতলায় তৃণমূলকর্মীকে হাতুড়ি-রড দিয়ে বুকের পাঁজর-কোমর ভেঙে, পা কুপিয়ে খুন! কাঁকরতলায় তৃণমূলকর্মীকে নৃশংসভাবে খুন। ঘটনাস্থলের কাছেই মিলল বোমা! তালা ভেঙে বাড়িতে ঢুকেও অভিযুক্তের খোঁজ...More

WB News Live: সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর ঢাকুরিয়ায় দুষ্কৃতী-রাজ, ঢাকুরিয়ার মতো অভিজাত এলাকায় মহিলার হার ছিনতাই

শহরের বুকে বেপরোয়া দুষ্কৃতী-রাজ। প্রকাশ্য রাস্তায় মহিলাকে দাঁড় করিয়ে ছিনতাই। ঢাকুরিয়ার মতো অভিজাত এলাকায় মহিলার হার ছিনতাই। সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর ঢাকুরিয়ায় দুষ্কৃতী-রাজ। আতঙ্কে কলকাতা ছাড়ার ভাবনা আক্রান্ত মহিলার পরিবারের। গতকাল ঢাকুরিয়ার ঝিল রোড দিয়ে যাওয়ার সময় চড়াও ৩ বাইক আরোহী দুষ্কৃতী। প্রথমে একটি ফ্ল্যাটের দিকে আঙুল দেখিয়ে নজর ঘোরানোর চেষ্টা। ঘাড় ঘোরাতেই সোনার চেন ধরে টান দেয় এক দুষ্কৃতী। প্রথমবার ব্যর্থ হওয়ার পর, আঙুল উঁচিয়ে চোখ রাঙানি দুষ্কৃতীদের। প্রকাশ্য রাস্তায় গলা থেকে সোনার হার টেনে ছিঁড়ে নেয় ছিনতাইবাজরা। পুলিশের ওপর কোনও আস্থা নেই, অভয়াকাণ্ডে তো সবাই ছাড়া পেয়ে গেল। কলকাতার অবস্থা এখন ভয়ঙ্কর, কলকাতা ছাড়ার ভাবনা দম্পতির।