West Bengal News LIVE: নৌশাদ সিদ্দিকিদের গ্রেফতারি নিয়েও ধাক্কা রাজ্যের, ISF বিধায়ক-সহ ৯৫ জনের জামিন
West Bengal LIVE News Updates: রাজ্য থেকে জেলার সব খবরের গুরুত্বপূর্ণ আপডেটস...
প্রেক্ষাপট
নৌশাদ সিদ্দিকিদের গ্রেফতারি নিয়েও ধাক্কা রাজ্যের। ধর্মতলায় ধুনধুমারকাণ্ডে ISF বিধায়ক-সহ ৯৫ জনের জামিন। জেল হেফাজতের আবেদন খারিজ। ধর্মতলায় বিক্ষোভের ঘটনায় ISF বিধায়কের জেল চেয়েছিল রাজ্য, জামিন দিল আদালত।...More
ভুয়ো ওবিসি সার্টিফিকেট নিয়ে প্রধান হওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরে। এই প্রেক্ষাপটে ফেসবুকে পোস্ট করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ বিডিও হেয়ারিং করার পর এসডিও সার্টিফিকেট দেন বলে দাবি করেছেন অভিযুক্ত প্রধান।
মহারাষ্ট্র থেকে কলকাতায় আসার পথে গায়েব বিপুল পরিমাণ জীবনদায়ী ইঞ্জেকশন। চুরি গেছে বিপুল পরিমাণ ইনসুলিন, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের চিকিৎসায় ব্যবহৃত ইঞ্জেকশন। ভিওয়ান্ডি, নাগপুর, রায়পুর, কটক হয়ে কলকাতায় আসার পথে চুরি। চুরি গেছে ৬টি ব্যাচের বিপুল পরিমাণ জীবনদায়ী ইঞ্জেকশন। চুরি যাওয়া ৬টি ব্যাচের ইঞ্জেকশন নিয়ে সতর্কতা জারি কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের
ডায়মন্ডহারবার ও কালিম্পংয়ের পুলিশ সুপার বদল। ২ পুলিশ সুপারকে পাঠানো হল অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জায়গায়। ডায়মন্ডহারবারের পুলিশ সুপার ছিলেন রাহুল গোস্বামী। ডায়মন্ডহারবারের নতুন পুলিশ সুপার হচ্ছেন বিশপ সরকার। হাওড়া পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার ছিলেন বিশপ সরকার। কালিম্পংয়ের পুলিশ সুপার ছিলেন শ্রীহরি পান্ডে। কালিম্পংয়ের নতুন পুলিশ সুপার হচ্ছেন অপরাজিতা রাই। এর আগেও কালিম্পংয়ের পুলিশ সুপার পদে ছিলেন অপরাজিতা রাই
পুজোর ঠিক আগে শহর জুড়ছে নতুন ৩ মেট্রো লাইনে। ১ দিনে মেট্রোয় জুড়ছে ১৪ কিলোমিটার রাস্তা। কাল মেট্রোর এই তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। কাল মেট্রো পথে জুড়ছে দমদম বিমানবন্দর। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দরে। এয়ারপোর্ট থেকে যশোর রোড পর্যন্ত ভাড়া লাগবে ৫ টাকা। দমদম পর্যন্ত আসতে লাগবে ৩০ টাকা। হাওড়া বা শিয়ালদা পৌঁছতে যাত্রীদের দিতে হবে ৫০ টাকা ভাড়া। সর্বোচ্চ ভাড়া সেক্টর ফাইভ পর্যন্ত, ৭০ টাকা। এর পাশাপাশি এবার, মেট্রো পথে যুক্ত হবে ধর্মতলা-শিয়ালদা। এর ফলে, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়া যাবে। যাত্রীদের সময় বাঁচবে। আধ ঘণ্টায় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পৌঁছে যাওয়া যাবে। শিয়ালদা থেকে ধর্মতলা, পৌঁছে যাওয়া যাবে মাত্র তিন মিনিটেই। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে ৮ মিনিট ব্যবধানে মেট্রো চলবে। শুক্রবার, সন্ধে থেকেই চালু হয়ে যাবে পরিষেবা। সকাল ৬.৩০ থেকে রাত ১০টা ১৯ পর্যন্ত এই রুটে মেট্রো চলাচল করবে। অন্যদিকে, এতদিন নিউগড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলছিল। সেটাই এবার চলবে বেলেঘাটা পর্যন্ত। সোমবার থেকে, নোয়াপাড়া-দমদম বিমানবন্দর এবং রুবি-বেলেঘাটা রুটে মেট্রো পরিষেবা চালু হবে। সকাল ৮ থেকে ১২ ঘণ্টা মিলবে পরিষেবা। শনি এবং রবিবার এই দুই রুটে মেট্রো চলাচল বন্ধ থাকবে।
দক্ষিণবঙ্গে দুর্যোগ, কলকাতায় দফায় দফায় বৃষ্টি। উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি ঘূর্ণাবর্ত। আজ-কাল দক্ষিণবঙ্গজুড়ে দুর্যোগ। দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা।জলমগ্ন বালিগঞ্জ, যাদবপুর, দেশপ্রিয় পার্ক। ইএম বাইপাসের বিভিন্ন জায়গাতেও জল জমে রয়েছে। কালও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। কাল ভারী-অতিভারী বৃষ্টি: বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর। কাল ভারী বৃষ্টি: দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি। কাল কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে
সল্টলেকে 'পুলিশের মারে', আহত সরকারি আইনজীবী! পুলিশের মারে কোমর ভেঙে যাওয়ার অভিযোগ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির ছেলের। পুলিশের মারধরে আহত আইনজীবীর ছেলে-সহ ২। ১ পুলিশকর্মীও আহত বলে অভিযোগ। আহত এক ASI, তার মাথা ফেটেছে, খবর পুলিশ সূত্রে। সাদা পোশাকে থাকা মত্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। বিধাননগর পূর্ব থানায় অভিযোগ, হাইকোর্টে মামলা দায়ের। পুলিশের মারে কোমর ভাঙল কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির ছেলের। গুরুতর আহত মনুজেন্দ্রনারায়ণ রায় নিজেও কলকাতা হাইকোর্টের সরকারি আইনজীবী। মণিপাল হাসপাতালে ভর্তি আক্রান্ত সরকারি আইনজীবী মনুজেন্দ্রনারায়ণ রায়। গতকাল রাতে সল্টলেকের AK ব্লকে গাড়ি আনতে যাচ্ছিলেন সরকারি আইনজীবীর ছেলে। সাদা পোশাকে থাকা দুই মত্ত পুলিশ কর্মী তাঁকে আটকে পরিচয় জানতে চান বলে অভিযোগ। বচসা হওয়ায় আইনজীবীর ছেলেকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে এসে মার খান সরকারি আইনজীবীও, অভিযোগ পরিবারের। আক্রান্তের বাবা প্রয়াত রণেন্দ্রনারায়ণ রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন
স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। দাগিরাও ফর্ম জমা দিয়েছে বলে শুনানিতে অভিযোগ যোগ্য প্রার্থীদের। নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত। রাজ্য-কমিশন নিজের লোক ঢোকাতে চাইছে, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। 'স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ৪৫ শতাংশ নম্বর নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে। ২০১৬-র নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে নিযুক্তরা এই নম্বর নিয়ে নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। ২০২৫-এর ৫০ শতাংশ কাট অফ মার্কস এই প্রার্থীদের ক্ষেত্রে কার্যকর হবে না' , জানাল সুপ্রিম কোর্ট।
একটি বুথেই ৯ জন মৃত ভোটারের নাম রয়েছে তালিকায়। এমন অদ্ভূতুড়ে কাণ্ড ঘটেছে কাটোয়ার দাঁইহাট পুরসভায়। ভোটারদের কেউ মারা গেছেন ৫ বছর আগে, কারও ৩ বছর আগে মৃত্যু হয়েছে।অভিযোগ, তারপরেও ভোটার তালিকায় বহাল তবিয়তে বেঁচে আছেন মৃত ভোটাররা। 'BLO-র স্বামী-ছেলে বিজেপি করেন বলেই ইচ্ছাকৃতভাবে মৃত ভোটারদের নাম কাটা হয়নি', চাঞ্চল্যকর অভিযোগ দাঁইহাট পুরসভার তৃণমূলের কাউন্সিলরের। রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছেন BLO। মৃত ভোটারদের ভোটে জিতে এবার ধরা পড়ার ভয়ে ভীত তৃণমূল, কটাক্ষ বিজেপির
নৌশাদ সিদ্দিকিদের গ্রেফতারি নিয়েও ধাক্কা রাজ্যের। ধর্মতলায় ধুনধুমারকাণ্ডে ISF বিধায়ক-সহ ৯৫ জনের জামিন। জেল হেফাজতের আবেদন খারিজ।