West Bengal News LIVE: নৌশাদ সিদ্দিকিদের গ্রেফতারি নিয়েও ধাক্কা রাজ্যের, ISF বিধায়ক-সহ ৯৫ জনের জামিন

West Bengal LIVE News Updates: রাজ্য থেকে জেলার সব খবরের গুরুত্বপূর্ণ আপডেটস...

ABP Ananda Last Updated: 21 Aug 2025 10:28 PM

প্রেক্ষাপট

নৌশাদ সিদ্দিকিদের গ্রেফতারি নিয়েও ধাক্কা রাজ্যের। ধর্মতলায় ধুনধুমারকাণ্ডে ISF বিধায়ক-সহ ৯৫ জনের জামিন। জেল হেফাজতের আবেদন খারিজ। ধর্মতলায় বিক্ষোভের ঘটনায় ISF বিধায়কের জেল চেয়েছিল রাজ্য, জামিন দিল আদালত।...More

West Bengal News LIVE Updates: প্রধানের 'ভুয়ো' সার্টিফিকেট

ভুয়ো ওবিসি সার্টিফিকেট নিয়ে প্রধান হওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরে। এই প্রেক্ষাপটে ফেসবুকে পোস্ট করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ বিডিও হেয়ারিং করার পর এসডিও সার্টিফিকেট দেন বলে দাবি করেছেন অভিযুক্ত প্রধান।