West Bengal News Live Updates: CAA-তে প্রথমবার বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব দিল কেন্দ্র
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
দমদম ও বরানগরে সিপিএমের ভোট বিজেপিতে পড়বে বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার শেষ দফার ভোটের আগে বাম-রামের সেটিং তত্ত্ব তৃণমূল সুপ্রিমোর।
বিজেপিতে আসার আগে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তিনি টাকা দিয়ে বিরোধীদের ভাঙাতেন বলে বুধবার বিশেষ সাক্ষাৎকারে দাবি করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রকাশ্য জনসভা থেকে ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ৭২ ঘণ্টার মধ্যেই বসিরহাটের তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচারে নামলেন মিনাখাঁর TMC বিধায়ক ঊষারানি মণ্ডল।
বুধবাবর ২৯ মে থেকে শুক্রবার ৩১ মে পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। এই বিষয়ে বুধবার বিকেলে একটি বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়ে তাদের তরফে।
বুধবার দুপুরে কাকদ্বীপের সভা থেকে ইন্ডিয়া জোটের সঙ্গে জামাত যোগের কথা তুলেছেন প্রধানমন্ত্রী মোদি। তৃণমূল পশ্চিমবঙ্গে ওবিসি সম্প্রদায়ের মানুষের কোটায় মুসলিমদের সংরক্ষণ দিয়েছে বলেও অভিযোগ করেছেন। বিকেলে গার্ডেনরিচ থেকে তার পাল্টা জবাব মানুষকে ভোটবাক্সে দিতে বললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার বিকেলে গার্ডেনরিচের জনসভায় বক্তব্য রাখতে উঠে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
"লোকসভা ভোটের শেষলগ্নে এসেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য হল দেশের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন করা।" কাকদ্বীপের সভা থেকে ইন্ডিয়া জোটের সঙ্গে জামাত যোগের অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তার পাল্টা জবাবে এই মন্তব্যই করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানকে মানেন না প্রধানমন্ত্রী। প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর।
বিরোধী ইন্ডিয়া জোটের সঙ্গে জামাতের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাকদ্বীপের সভা থেকে এই নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করেন তিনি।
কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আজই সওকত মোল্লাকে তলব সিবিআইয়ের। ক্যানিং পূর্বের বিধায়ককে নিজাম প্যালেসে আজই তলব। যদিও সিবিআইয়ের তলবে আজ সাড়া দিচ্ছেন না তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। 'ভোটের কাজে ব্যস্ত আছেন'। ৪ তারিখের পর ডাকলে যাবেন বলে সিবিআইকে জনিয়েছেন, দাবি তৃণমূল বিধায়কের।
কাল থেকে ২ দিন ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী, তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর। কেউ ক্যামেরা নিয়ে ধ্যান করে? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের
'দমদম কেন্দ্রে বিজেপি ও সিপিএমের যোগসাজশ হয়েছে। লোকসভায় বিজেপির ভোট সিপিএমে দেওয়ার চক্রান্ত হয়েছে। বিধানসভায় সিপিএমের ভোট যাবে বিজেপিতে।' বারুইপুরের সভা থেকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়।
'অনেক প্রধানমন্ত্রী দেখেছি, এত বড় ভাঁওতাবাজ কোথাও দেখিনি। আমাদের প্রশাসকরা ৪৬ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়েছে। আর মোদি এসে বলছেন, তিনি ঝড় সামলে দিয়েছেন।' বারুইপুরের সভা থেকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতায় শান্তিপূর্ণ ভোট করাতে বিশেষ পরিকল্পনা পুলিশের। ভোটদানে বাধার অভিযোগ এলে ১০ মিনিটে পৌঁছে যাবে QRT। ৩১ মে সকাল সাড়ে ৬টা থেকে রাজপথে চলবে পেট্রলিং। ভোটের দিন ভোর সাড়ে ৫টা থেকে চলবে নজরদারি। ইভিএম স্ট্রংরুমে না পৌঁছনো পর্যন্ত পথে থাকবে পেট্রলিং বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর কমান্ডান্টদের সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকদের বৈঠকে সিদ্ধান্ত।
ওবিসি ইস্যুতে ফের তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর। 'তোষণের জন্য দেশের সংবিধানের উপরেও হামলা করছে তৃণমূল। পিছিয়েপড়া সমাজকে সংরক্ষণ দিয়েছে সংবিধান, কিন্তু তৃণমূল লুঠ করছে। ওবিসি সমাজের অধিকার কেড়ে মুসলমানদের সংরক্ষণ দিয়েছে তৃণমূল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধেও সরব হচ্ছে তৃণমূল।' কাকদ্বীপের সভা থেকে ওবিসি ইস্যুতে তৃণমূলরে আক্রমণ মোদির।
এবার বিরোধী প্রার্থীকে ঝাঁটাপেটা করার দাওয়াই তৃণমূল প্রার্থীর। বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে ঝাঁটাপেটার দাওয়াই কাকলি ঘোষ দস্তিদারের। মহিলাদের ঝাঁটা প্রস্তুত রাখার নির্দেশ বারাসাতের তৃণমূল প্রার্থীর। যাঁরা চুরি করেছে, তাঁরাই ঝাঁটার বাড়ি খাবে, পাল্টা স্বপন মজুমদার
দুর্নীতি ইস্যুতে মোদিকে পাল্টা আক্রমণে তৃণমূল নেত্রী। 'বিজেপি তো নিজেরাই লুঠেরা, কার টাকা কাকে ফেরত দেবে?' '১০ বছর আগে বলেছিলেন কালো টাকা ফেরত আনবেন, আনতে পেরেছেন?' 'মাফিয়াকে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকিয়ে কালোকে সাদা করেছেন।' মোদিকে পাল্টা আক্রমণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
'এবারের ভোটে বাংলায় এটাই আমার শেষ সভা। এবারের ভোটে নেতা নয়, নেতৃত্ব দিচ্ছে জনতা। মানুষ গত ১০ বছরের উন্নয়ন দেখেছে এবং ৬০ বছরের বঞ্চনাও দেখেছে।' কাকদ্বীপের সভায় মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
ঘূর্ণিঝড় রেমাল সরতেই একধাক্কায় ৪-৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। গুমোট গরমে ফের বাড়বে অস্বস্তি। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ফের ৩০ ছুঁইছুঁই, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আকাশ মূলত মেঘলা থাকবে, হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে খারাপ আবহাওয়া।কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি- এই তিন জেলায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি ।
ভোটের পরেও ভাটপাড়ায় বোমাবাজি। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উমাশঙ্কর সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আটচালা বাগান রোডে গতকাল রাতে এই ঘটনা ঘটে। এক্স হ্যান্ডলে সরব হয়েছেন অর্জুন সিং। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, ভোট গণনার আগে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। পুলিশ ব্যবস্থা নিক, নাহলে পাল্টা প্রতিরোধ হলে সামাল দিতে পারবে না, হুঁশিয়ারি অর্জুনের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আজ কাকদ্বীপে মোদির সভা। মথুরাপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে সভা
প্রধানমন্ত্রীর সভা ঘিরে মাঠ-বিতর্ক পিছু ছাড়ছে না। ভাটপাড়ার পর অশোকনগর। এর আগে ভাটপাড়ায় প্রধানমন্ত্রীর সভার আগে তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে মাঠ খুঁড়ে ফেলার অভিযোগ তোলে বিজেপি। এবার উলটপুরাণ। অশোকনগরে প্রধানমন্ত্রীর জন্য তৈরি হেলিপ্যাড মাঠের ক্ষতি করেছে বলে জেলাশাসককে চিঠি দিলেন অশোকনগর-কল্যাণগড় পুরসভার তৃণমূল পুরপ্রধান ও স্টেডিয়ামের পরিচালন সমিতির চেয়ারম্যান প্রবোধ সরকার। তাঁর অভিযোগ, মাঠের অবস্থা খেলার অনুুপযুক্ত হয়ে পড়েছে। এর আগে এই মাঠ কখনও কোনও রাজনৈতিক কর্মসূচির জন্য ব্যবহার করা হয়নি বলেও তাঁর অভিযোগ। একই অভিযোগে সরব হয়েছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীও। মমতা-অভিষেকও তো মাঠে সভা করেন, তখন মাঠ নষ্ট হয় না? এসব নাটক, পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের।
'এবার আর কেন্দ্রে ক্ষমতায় আসছে না বিজেপি। নরেন্দ্র মোদিকে হয়তো আর ৭-৮ দিন বলতে পারব প্রধানমন্ত্রী।' বেহালার সভা থেকে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়।
নদিয়ার কল্যাণীতে চলল গুলি। গুলিবিদ্ধ অজয় মাহাতো নামে বছর তিরিশের যুবক। তাঁর বাড়ি কল্যাণী থানা এলাকার চরজাজিরা গ্রামে।
দুর্নীতির বিরুদ্ধে গ্যারান্টি মোদির, ইতিমধ্যেই ১৭ হাজার কোটি টাকা ফেরত দেওয়ার দাবি। বলেন, '১৭ হাজার কোটি টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। জনতার টাকা, জনতারই পাওয়া উচিত।'
নিয়োগ দুর্নীতির তদন্তে উদ্ধার কোটি কোটি টাকা ফেরতের আশ্বাস মোদির। তিনি বলেন, 'টাকা তো সরকারের রাজকোষ ভরানোর জন্য নয়। আমিও চাই, মানুষ টাকা ফেরত পাক।'
প্রেক্ষাপট
কলকাতা : CAA-তে প্রথমবার বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব দিল কেন্দ্র। শেষ দফার ভোটের আগেই বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়া হল। CAA কার্যকর হওয়ার পর ১৫ মে প্রথম দফায় ১৪ জনকে নাগরিকত্ব দেয় কেন্দ্র। এবার বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়া হল।
লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ হবে আগামী পয়লা জুন। তার আগে বুধবার রাতে কলকাতার শহিদ মিনার চত্বরে ড্রোন শো করল বিজেপি।
বুধবার সন্ধ্যায় বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে দক্ষিণ কলকাতায় রোডশো করলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
বুধবার বিকেলেই উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে মঙ্গলবার রাত থেকে সিকিমের পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে ক্রমশ জলস্তর বাড়ছে তিস্তা নদীর।
বিজেপিতে বিধায়ক কেনাবেচা হয় না বলে বুধবার বিশেষ সাক্ষাৎকারে দাবি করলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনীর জন্য পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে ছাপ্পা ভোট আটকানো গেছে বলেও দাবি তাঁর।
এবারের লোকসভা নির্বাচনে ঘাটালের ১০০টির বেশি বুথে সনাতনীদের ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
২ জুন পর্যন্ত শিলিগুড়ি পৌরসভার জল না খাওয়ার আবেদন জানালেন মেয়র গৌতম দেব। "১৫-১৬ দিন ধরে চুপ ছিলেন কেন?" পাল্টা প্রশ্ন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের।
সওকত মোল্লাকে তলব করেছে সিবিআই। বুধবার গার্ডেনরিচের জনসভায় সওকত মোল্লাকে পাশে দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিলেন, "ও এখন নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছে। ৪ জুনের পরে যাবে।"
"৪ জুনের পরে ৬ মাসের মধ্যে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে", কাকদ্বীপের সভা থেকে চাঞ্চল্যকর এই দাবিই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, "পরিবারতান্ত্রিক দলগুলি ভেঙে যাবে। এই ধরনের দলগুলির কর্মী-সমর্থকরাও ক্লান্ত হয়ে গেছেন।"
OBC সার্টিফিকেট বাতিল নিয়ে বিচারব্যবস্থার একাংশকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) আক্রমণ নিয়ে এবার সুর চড়ালেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। বললেন, তৃণমূলের কাছে প্রশ্ন করতে চাই, এবার কি বিচারপতিদের পিছনেও নিজেদের গুন্ডাদের ছেড়ে দেবেন? তিনি আরও বলেন, OBC-দের ধোঁকা দিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী।
সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Incident) অভিযুক্ত শেখ শাহজাহানের (Seikh Shahjahan) বিরুদ্ধে জোড়া চার্জশিট পেশ দুই কেন্দ্রীয় এজেন্সির। জেলবন্দি জ্য়োতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) মদতেই শেখ শাহজাহানের উত্থান বলে চার্জশিটে দাবি ইডি-র। ২০১৩ সালের পর থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রীর মদতে শেখ শাহজাহানের উত্থান বলে চার্জশিটে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এখনও পর্যন্ত অন্তত ২৬১ কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে । সরবেড়িয়ার শেখ শাহজাহান মার্কেট সহ ২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও চার্জশিটে দাবি করেছে ইডি।
বাংলাদেশের সাংসদকে খুনের (Bangladesh MP Murder Case) পর দেহ টুকরো টুকরো করে বাথরুমে ফ্লাশ! নিউটাউনে সেপটিক ট্যাঙ্কে মিলেছে মানুষের ৫ কেজি মাংস, হাড়, চুল, দাবি সিআইডি সূত্রে। নিউটাউনে আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার ৫ কেজি মাংস, হাড়, চুল, দাবি সিআইডি সূত্রে। উদ্ধার হওয়া মানুষের মাংস, চুল পাঠানো হল সিএফএসএলে, খবর সিআইডি সূত্রে।
'১০ বছর আগে গ্যারান্টি দিয়েছিলাম না খাবো, না খেতে দেব। কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি। এবার আমার গ্যারান্টি যে খাবে, সেটা বাইরে বার করব। যা লুঠ করা হয়েছে, সেটা কীকরে ফেরত দিতে হবে, তার জন্য আইনি ব্যবস্থা করছি। প্রায় ১৭০০০ কোটি টাকা মানুষের থেকে লুঠ করা হয়েছে, তা মানুষের কাছে ফেরত দিয়ে দেওয়া হয়েছে', অশোকনগরের সভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর।
বাগবাজারে মায়ের বাড়িতে প্রধানমন্ত্রী। সারদা মায়ের পুজো করলেন নরেন্দ্র মোদি। ভোটপ্রচারে ফের বাংলায় নরেন্দ্র মোদি। তাপস রায়ের সমর্থনে কলকাতায় মোদির রোড শো। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত নরেন্দ্র মোদির রোড শো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -