West Bengal News Live: দাদার পর গ্রেফতার শেখ শাহজাহানের ভাইও

West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, সোমবার সকালে যে খবরগুলিতে থাকবে নজর ..

ABP Ananda Last Updated: 16 Mar 2024 09:46 PM
West Bengal Live News: দাদার পর গ্রেফতার শেখ শাহজাহানের ভাইও

দাদার পর গ্রেফতার শেখ শাহজাহানের ভাইও। সিবিআইয়ের হাতে গ্রেফতার শেখ আলমগির-সহ ৩। ইডির ওপর হামলার ঘটনায় শেখ আলমগির-সহ ধৃত ৩। গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ টিএমসিপি নেতা মাফিজুর মোল্লা ও সিরাজুল মোল্লা। ৫ জানুয়ারি হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ১৪। 'জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেননি আলমগির, বয়ানে একাধিক অসঙ্গতি'। '৫ জানুয়ারি হামলার দিন ঘটনাস্থলেই ছিলেন শেখ আলমগির'। লুকিয়ে থাকার সময় শেখ শাহজাহানের সঙ্গে যোগাযোগ ছিল আলমগিরের, সিবিআই সূত্রে খবর।

WB Live News: 'রক্ত দিয়ে রাজনৈতিক হোলি বাংলায় আর হতে দেওয়া যাবে না', বার্তা রাজ্যপালের

'ভোটের প্রথমদিন থেকে ময়দানে থাকব। হিংসা ও দুর্নীতি রোখাই আমার প্রাথমিক লক্ষ্য। রক্ত দিয়ে রাজনৈতিক হোলি বাংলায় আর হতে দেওয়া যাবে না। ভোর ৬টা থেকে রাস্তায় থাকব।' মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।

West Bengal Live News: নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর, পাল্টা আক্রমণে কুণাল ঘোষ

নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর, পাল্টা আক্রমণে কুণাল ঘোষ। 'মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে আহত হয়েছেন, শুভেন্দু রুচিহীন ভাবে আক্রমণ করছেন'। 'প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করছেন আর শুভেন্দু কটাক্ষ করছেন'। শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণে কুণাল ঘোষ। শুভেন্দুকে জবাব দিতে আজই খেজুরিতে পাল্টা সভার ডাক তৃণমূলের।

WB Live News: নিউ মার্কেটে হোটেলের নীচে ধস্তাধস্তি, পড়ে মৃত্যু প্রৌঢ়ের

নিউ মার্কেটে হোটেলের নীচে ধস্তাধস্তি, পড়ে মৃত্যু প্রৌঢ়ের। টাকা নিয়ে কয়েক জনের মধ্যে বচসা-হাতাহাতি, পুলিশ সূত্রে খবর। ধস্তাধস্তির সময় পড়ে গিয়ে মৃত্যু প্রৌঢ়ের, মৃতের নাম মুন্না, বয়স ৫১। আটক ৩, তদন্তে লালবাজারের হোমিসাইড সাইড শাখা 

West Bengal Live News: বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে আক্রমণ অর্জুন সিংহর

বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে আক্রমণ অর্জুন সিংহর। 'দুয়ারে ইডি পৌঁছচ্ছে, সন্দেশখালি টু নৈহাটি ট্রেন চালু হয়েছে।' 'শিবু হাজরার সঙ্গে পার্থর সম্পত্তির নথি রয়েছে।' 'কীভাবে হোটেলের মালিক হয়েছে, মাছের ব্যবসা রয়েছে, সব নথি আছে।' 'কত দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন পার্থ, সময় এলেই বুঝবেন।' বিজেপিতে যোগ দিয়েই হুঁশিয়ারি অর্জুন সিংহর।

EC: উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গে ৭ দফায় ভোট

প্রথম দফা - ১৯ এপ্রিল- ২১ রাজ্য -- ১০২ আসন
দ্বিতীয় দফা - ২৬ এপ্রিল  - ৮৯ আসন
তৃতীয় দফা - ৭ মে  -- ৯৬ আসন
চতুর্থ দফা - ১৩ মে  -- ৯৪ আসন
পঞ্চম দফা- ২০ মে  -- ৪৯ আসন
ষষ্ঠ দফা - ২৫ মে  -- ৫৭ আসন
সপ্তম দফা - ১ জুন - ৫৭ আসন


উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গে ৭ দফায় ভোট

Election Commission: ৭ দফায় হবে লোকসভা ভোট, ঘোষণা কমিশনের

৭ দফায় হবে লোকসভা ভোট। ২১ মার্চ থেকে বিজ্ঞপ্তি, ভোট শুরু ১৯ এপ্রিল, গণনা ৪ জুন। প্রথম দফা - ১৯ এপ্রিল। 

EC: বিশেষভাবে সক্ষম, ৮২ ঊর্ধ্বদের ঘর থেকেই ভোটদানের সুবিধে

এবারের ভোটে ৪৭ কোটি ১০ লক্ষ মহিলা ভোটার । এবারের ভোটে ৮৫ ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ৮২ লক্ষ। বিশেষভাবে সক্ষম, ৮২ ঊর্ধ্বদের ঘর থেকেই ভোটদানের সুবিধে। 

Lok Sabha Elections 2024: আজ থেকেই দেশজুড়ে লাগু আদর্শ আচরণ বিধি

আজ থেকেই দেশজুড়ে লাগু আদর্শ আচরণ বিধি। দেশজুড়ে ভোটের জন্য ৫৫ লক্ষ ইভিএম: কমিশন । এবারের ভোটে ৪৭ কোটি ১০ লক্ষ মহিলা ভোটার । এবারের ভোটে ৮৫ ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ৮২ লক্ষ। বিশেষভাবে সক্ষম, ৮২ ঊর্ধ্বদের ঘর থেকেই ভোটদানের সুবিধে। 

EC: ১৮ তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণায় কমিশন

১৮ তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণায় কমিশন

Adhir On EC: কমিশনকে সতর্ক করলেন অধীর

ইভিএম নিয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর।

Governor On Lok Sabha Polls 2024: ভোটের প্রথমদিন থেকে ময়দানে থাকব : রাজ্যপাল

'ভোটের প্রথমদিন থেকে ময়দানে থাকব। হিংসা ও দুর্নীতি রোখাই আমার প্রাথমিক লক্ষ্য। রক্ত দিয়ে রাজনৈতিক হোলি বাংলায় আর হতে দেওয়া যাবে না। ভোর ৬টা থেকে রাস্তায় থাকব', মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। 

CAA : সিএএ নিয়ে শাহকে প্রশ্ন সাকেত গোখলের

সাকেত গোখল বলেন, 'সিএএ-র ফলে উপকৃত হবেন মাত্র ৩১ হাজার ৩১৩ জন। যৌথ সংসদীয় কমিটিকে দেওয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে উল্লেখ রয়েছে।২০১৫-র আগে আসা মাত্র ৩১, ৩১৩ জনের জন্য সিএএ কার্যকর করা হল! আসল ক্রনোলজি এবং অ্যাজেন্ডা কী? আসল উদ্দেশ্য কী এরপর এনআরসি চালু করে সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়া?', এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন তৃণমূল মুখপাত্র সাকেত গোখলের। মুখ্যমন্ত্রীও সিএএ নিয়ে প্রতিক্রিয়া দিয়ে বলেছেন,' আমার কথা হচ্ছে, কোন সালে 'ক্যা' আইনটা পাস হয়েছিল? তারপর বারবার এক্সটেনশন করে আজকে চার বছর লেগে গেল? নির্বাচনের সময়, দুদিন মাত্র বাকি নির্বাচনের। দু তিনদিন, তখনই এটা করার প্রয়োজন পড়ল কারণ, এটা একটা রাজনৈতিক পরিকল্পনা।'

Lok Sabha Elections 2024: আজই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন

আজই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। দুপুর ৩টেয় ভোটের দিন ঘোষণা করবে কমিশন। এবার ৭ থেকে ৯ দফায় হতে পারে ভোট। শুধুমাত্র বাংলায় লোকসভা ভোটে ৯২০ কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। ভোট শুরু হতে পারে ১৬ এপ্রিল, শেষ হতে পারে ১৭ বা ১৮ মে। গণনা হতে পারে মে মাসের ২০ তারিখ। বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে ৩১ মে। নতুন সরকার শপথ নিতে পারে মে মাসের শেষ বা জুন মাসের প্রথম দিকে। 

WB Live News: প্রচার শুরু দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শা হালিমের

প্রচার শুরু করলেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শা হালিম। এদিন সকালে কসবার বোসপুকুর বাজার থেকে হেঁটে জনসংযোগ সারেন বাম প্রার্থী। স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি লিফলেটও বিলি করেন। সিপিএম প্রার্থীর প্রচারে অংশ নেন অভিনেত্রী ও প্রয়াত মন্ত্রী শ্যামল চক্রবর্তীর মেয়ে ঊষসী চক্রবর্তী। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর, ২০২২-এ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএমের টিকিটে লড়েছিলেন সায়রা শা হালিম। বাবুল সুপ্রিয়র কাছে তিনি পরাজিত হলেও, ভোটপ্রাপ্তির নিরিখে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বামেরা। চব্বিশের লোকসভা ভোটে অভিনেতা নাসিরুদ্দিন শা-র ভাইঝি বিধানসভার প্রয়াত অধ্যক্ষ হাসিম আব্দুল হালিমের পুত্রবধূ সায়রা শা হালিমকেই প্রার্থী করেছে সিপিএম।

West Bengal Live News: খেজুরিতে প্রতিবাদ মিছিল শুভেন্দুর

দলীয় কর্মীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে খেজুরিতে প্রতিবাদ মিছিল বিরোধী দলনেতা। মিছিল ও সভা থেকে পুলিশকে তুলোধনা করলেন শুভেনদু অধিকারীর। শাসকদলকে চাঁচাছোলা আক্রমণ বিরোধী দলনেতার। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

WB Live News: শিয়ালদা উত্তর শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল

সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণে ৫২ ঘণ্টা ধরে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। তার জেরে গতকাল মাঝরাত থেকে সোমবার ভোর ৪টে পর্যন্ত শিয়ালদা মেন ও শিয়ালদা-বনগাঁ শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে (Sealdah North Section ,143 local trains Cancel )। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনও। শতাধিক লোকাল ট্রেন বাতিল হওয়ায় যাত্রী দুর্ভোগের আশঙ্কা রয়েছে। 

West Bengal Live News:পর্দা ঢাকা বাসের ভিতর গরুর পাল

পর্দা ঢাকা বাসের ভিতর গরুর পাল। পূর্ব বর্ধমানের মেমারির চকদিঘি মোড়ের কাছে একটি গরু বাস থেকে ব্যস্ত জিটি রোডের ওপর ছিটকে পড়ে যেতেই বিষয়টি জানাজানি হয়। স্থানীয়দের সন্দেহ হওয়ায় আটকানো হয় বাস। দেখা যায়, বাসের ভিতর  যাত্রী তো নেই-ই, আসনও নেই কোনও। তার বদলে বাঁধা রয়েছে একপাল গরু। বাস চালক দাবি করেন, বৈধ কাগজ নিয়েই বিহার থেকে হুগলির পাণ্ডুয়ায় নিয়ে যাচ্ছিলেন গরুগুলিকে। প্রশ্ন উঠছে,
এভাবে পর্দা ঢাকা বাসে করে গরু নিয়ে যাওয়া হচ্ছিল কেন? তবে কি ফের সক্রিয় হয়েছে উঠেছে গরু পাচার চক্র? এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি। 

WB Live News: বাংলায় কোথায় দাঁড়িয়ে বাম-কংগ্রেস-আইএসএফ জোট?

বাংলায় কোথায় দাঁড়িয়ে বাম-কংগ্রেস-আইএসএফ জোট? এখনও চূড়ান্ত হয়নি তিন দলের আসন সমঝোতা। একতরফা ভাবেই ১৬ কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বামেরা । কংগ্রেসও নিজেদের মতো করে প্রার্থী ঘোষণা করবে, জানিয়েছেন অধীর চৌধুরী। অন্যদিকে ৮টি আসনে লড়াইয়ের কথা ঘোষণা করে দিয়েছে আইএসএফ। 
  

EC: আজই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন

আজই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। দুপুর ৩টেয় ভোটের দিন ঘোষণা করবে কমিশন। এবার ৭ থেকে ৯ দফায় হতে পারে ভোট। 

West Bengal Live News: উলুবেড়িয়ার তৃণমূল সাংসদকে নিয়ে নিখোঁজের পোস্টার

লোকসভা ভোটের আগে এবার উলুবেড়িয়ার তৃণমূল সাংসদকে নিয়ে নিখোঁজ পোস্টার পড়ল উলুবেড়িয়া মহকুমার একাধিক এলাকায়। রাতের অন্ধকারে তৃণমূল না বিজেপি কারা ফেলল পোস্টার, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Mamata Banerjee Health Update: বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর চোট মুখ্যমন্ত্রীর, এখন অবস্থা স্থিতিশীল

  বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর চোট মুখ্যমন্ত্রীর, এখন অবস্থা স্থিতিশীল।নাক-কপালে পড়ল সেলাই। বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করলেন ৩ চিকিৎসক। কপালে সেলাই, অবস্থা স্থিতিশীল। 

WB Live News: বিজেপি-তৃণমূলের 'লক্ষ্মীলাভ'

নির্বাচনী বন্ডের সিংহভাগই বিজেপির প্রাপ্তি। ৬ হাজার ৬০ কোটি অনুদান, জানাল কমিশন। ২ নম্বরে তৃণমূল। তারপরে কংগ্রেস, বিআরএস, বিজেডি, ডিএমকে। 

West Bengal Live News: ভোটের আগে ফের বিজেপিতে অর্জুন

ভোটের আগে ফের বিজেপিতে অর্জুন। সঙ্গী শুভেন্দুর ভাই দিব্যেন্দু। তৃণমূলের অত্যাচারে বাধ্য হয়ে দলত্যাগ, দাবি অমিত মালব্যর।

Lok Sabha Election 2024: আজ দুপুরে লোকসভা ভোটের দিন ঘোষণা

 আজ দুপুরে লোকসভা ভোটের দিন ঘোষণা। ১৬ এপ্রিল থেকে ভোট হতে পারে ১ মাস ধরে। বাংলায় হতে পারে ৭ দফায়। একসঙ্গে রাজ্যে ২ উপনির্বাচনেরও সম্ভাবনা। 

প্রেক্ষাপট


  •  লোকসভা ভোটে ২৩টি আসন পেতে পারে তৃণমূল। সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত। বিজেপি পেতে পারে ১৯টি আসন। ৭ শতাংশ ভোট পেলেও, সমীক্ষায় কোনও আসন পাচ্ছে না বাম-কংগ্রেস।
     

  •  ভোট শতাংশের নিরিখে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে বিজেপি। তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৪২ শতাংশ ভোট। বিজেপির ৪১। ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়।
     

  •  বিরোধীদের উড়িয়ে তৃতীয়বার ক্ষমতায় আসতে পারেন মোদি। স্পষ্ট ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়। ৩৭০-এর কাছাকাছি থামতে পারে এনডিএ। ১৫৬তেই থমকে যেতে পারে ইন্ডিয়া জোট।
     

  •  আজ দুপুরে লোকসভা ভোটের দিন ঘোষণা। ১৬ এপ্রিল থেকে ভোট হতে পারে ১ মাস ধরে। বাংলায় হতে পারে ৭ দফায়। একসঙ্গে রাজ্যে ২ উপনির্বাচনেরও সম্ভাবনা।  

  •  
    নির্বাচনী বন্ডের সিংহভাগই বিজেপির প্রাপ্তি। ৬ হাজার ৬০ কোটি অনুদান, জানাল কমিশন। ২ নম্বরে তৃণমূল। তারপরে কংগ্রেস, বিআরএস, বিজেডি, ডিএমকে। 
     

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.