West Bengal News Live Updates: মোদির পর এবার বঙ্গে লোকসভা ভোটের প্রচারে অমিত শাহ
West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, আজ সকালে যে খবরগুলিতে থাকবে নজর ..
মোদির পর এবার বঙ্গে লোকসভা ভোটের প্রচারে অমিত শাহ। কাল বিজেপি রাজ্য সভাপতির কেন্দ্র বালুরঘাটে সমাবেশ। দিল্লি থেকে বাংলায় এসে যাবেন গয়া।
সন্দেশখালিতে ক্যাম্পে ঢুকে হামলা, বিস্ফোরক আহত কনস্টেবলের মা
গার্ডেনরিচ, বিরাটিতে বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনার পর, আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এবার হাওড়ায় ভেঙে পড়ল বাড়ি। মঙ্গলবার বেলুড় থানার ভোটবাগান এলাকায় বাড়ি ভেঙে আহত হলেন ৪-৫ জন। দীর্ঘদিনের পুরনো বাড়িটির দোতলার ছাদ ছিল টালির তৈরি। দুর্ঘটনার সময় দোতলার ঘরে ছিলেন ৪-৫ জন বাসিন্দা। নীচের ঘরে সেই সময় ঘুমোচ্ছিলেন এক মহিলা। হঠাৎ দোতলার মেঝে ধসে নীচে পড়ে যান ওপরের ঘরে থাকা ৪-৫ জন। অল্পের জন্য প্রাণে বাঁচেন সকলেই। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এরপরই বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করে নোটিস টাঙিয়ে দেয় বালি পুরসভা।
'প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখুন, এখন সময়ের অপেক্ষা', সিঙ্গুর থেকেই রচনার কাছে লকেটের হারের হুঙ্কার অভিষেকের
শাহজাহান-শিবু-উত্তমদের গ্রেফতারির পরেও সন্দেশখালিতে বেপরোয়া সন্ত্রাস! ইডির পর এবার ক্যাম্পেই আক্রান্ত পুলিশ। রডের আঘাতে মাথা ফাটল কনস্টেবলের।
সন্দেশখালিতে এবার আক্রান্ত হল পুলিশ। শীতুলিয়া ক্যাম্পে ঢুকে কনস্টেবলের মাথা ফাটিয়ে দেওয়া হল। তৃণমূল ও যুব তৃণমূলের দুই নেতা-সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
ভোটের মুখে কৃষ্ণনগর পুরসভা এলাকায় বিশেষ নজর তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর। প্রতিদিন পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে মানুষের অভাব অভিযোগ শুনছেন তিনি। সন্ধে নামলেই মহুয়া পৌঁছে যাচ্ছেন এলাকাবাসীর দুয়ারে। অভাব-অভিযোগ শোনার সঙ্গে মিলছে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস।
দেশের সরকারি ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছে। কেন্দ্রীয় সরকার আয় বৃদ্ধির করতে একাধিক রাষ্ট্রীয় সম্পত্তির বেসরকারিকরণের সিদ্ধান্ত নিচ্ছে বলে বারেবারে নিশানা করেছে বিরোধীরা। এর মধ্যে ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে মঙ্গলবার পথে নামল ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ।
এবার ভগবানপুরের বিজেপি বিধায়কের অফিসে পুলিশি অভিযান ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।বিধায়কের অভিযোগ, সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তাঁর অফিসে ঢুকে বিজেপি কর্মীদের হেনস্থা করে। যদিও পুলিশের দাবি, চম্পট দেওয়া অভিযুক্তকে খুঁজতে যাওয়া হয়েছিল।
মুখ্যসচিবের ভূমিকায় ফের ক্ষোভপ্রকাশ করলেন বিচারপতি জয়মাল্য বাগচী। নিয়োগ দুর্নীতি মামলায়, অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমোদন নিয়ে রাজ্য সরকারের অবস্থান জানানোর জন্য তৃতীয়বার সময় দিল হাইকোর্ট। ২৩ এপ্রিলের মধ্যে অনুমোদন নিয়ে নিজের অবস্থান জানাতে হবে মুখ্যসচিবকে।
চৈত্রের তীব্র দহনের মধ্যে ক্ষণিকের স্বস্তি। আজ ও কাল রাজ্যজুড়ে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পারদ কিছুটা নেমেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। তবে গোটা রাজ্যেই আগামীকাল থেকে পারদ ফের ঊর্ধ্বমুখী হবে।
ভূপতিনগরে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে এফআইআর, হাইকোর্টে রাজ্যের ধাক্কা
'মিথ্যে' মামলায় জেল খাটা বিজেপি নেতা-কর্মীদের জন্য 'সংগ্রামী ভাতা'র ঘোষণা শুভেন্দুর
সন্দেশখালিতে আক্রান্ত কনস্টেবলের মাথায় অস্ত্রোপচার
রডের ঘায়ে কনস্টেবলের মস্তিষ্কে জমেছে রক্ত
ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে জখম কনস্টেবলের মাথায় অস্ত্রোপচার
'ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় কনস্টেবলের ওপর হামলা'
ঘনিষ্ঠদের কাছে জানিয়েছেন আহত কনস্টেবল
বড়বাজারে প্রচারে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়
মোমিনপুরে ইফতার পার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী
পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যময় চিঠি, সিবিআই অনুসন্ধানের নির্দেশ
বিতর্কের মধ্যেই এনআইএ-র এসপি-কে দিল্লিতে তলব। ধনরাম সিংয়ের জায়গায় পাটনা থেকে আসছেন আইপিএস রাকেশ রোশন।
সন্দেশখালিতে এবার ক্যাম্পেই আক্রান্ত পুলিশ!
দিল্লির মন্দির মার্গ থানার সামনে থেকে উঠল তৃণমূলের ধর্না। কমিশনের বাইরে অবস্থান করতে পারিনি।
নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যসচিবের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচী
পাহাড়ে নিয়োগে দুর্নীতি মামলায় রহস্যময় চিঠি, সিবিআই অনুসন্ধানের নির্দেশ
প্রাথমিকে ২০১৪-র টেট পুরো বাতিলের হুঁশিয়ারি বিচারপতি রাজাশেখর মান্থার
ভূপতিনগরে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে এফআইআর, হাইকোর্টে রাজ্যের ধাক্কা
গুরুতর জখম কনস্টেবল সন্দীপ সাহা, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি
নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ বিচারপতি জয়মাল্য বাগচীর। 'ভোটের পর অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার শুরুর অনুমোদন নিয়ে রাজ্যের সিদ্ধান্ত জানানো হবে', রিপোর্ট দিয়ে জানালেন রাজ্যের মুখ্যসচিব।
বালুরঘাটের নিখোঁজ প্রাক্তন কাউন্সিলরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। মালদার গাজোলের রেললাইনের ধারে মিলল দেহ. খুন করা হয়েছে, অভিযোগ পরিবারের। দেবজিৎ রুদ্র বালুরঘাট পুরসভার প্রাক্তন কাউন্সিলর। কী কারণে মৃত্যু, তা নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ।
ভগবানগোলায় বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস একতরফা প্রার্থী ঘোষণার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলা সিপিআইএমের অন্দরে প্রকাশ্যে বিদ্রোহ। মুর্শিদাবাদ লোকসভার সমস্ত নেতৃত্বের সঙ্গে সামাল দিতে বৈঠকে বসেছেন রাজ্য কমিটির পক্ষ থেকে পলিটব্যুরো সদস্য রামচন্দ্র ডোম ও সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীব ভট্টাচার্য।
জলের দাবি নিয়ে গ্রামের মহিলাদের ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী সুভাষ সরকার। জলের সমস্যায় জন্য রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুললেন বিজেপি প্রার্থী। ভোটের সময় গ্রামে গেলে মানুষ ক্ষোভ দেখাবেই, কটাক্ষ তৃণমূলের।
সন্দেশখালিতে পুলিশের ওপর আক্রমণের ঘটনায় আটক ৩জনই তৃণমূল নেতা । এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। শীতুলিয়া পুলিশ ক্যাম্পে ৩জন কনস্টেবল ছিলেন। ক্যাম্পের ভিতরে ঢুকে পুলিশ কনস্টেবল সন্দীপ সাহার মাথায় রড দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ।
বিতর্কের মধ্যেই এনআইএ-র এসপি-কে দিল্লিতে তলব। ধনরাম সিংয়ের জায়গায় পাটনা থেকে আসছেন আইপিএস রাকেশ রোশন, এক্স হ্যান্ডলে দাবি কুণাল ঘোষের
সন্দেশখালিতে আক্রান্ত পুলিশ। আহত কনস্টেবলের মাথায় গুরুতর চোট আছে। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত অস্ত্রোপচার করে বার করতে হবে। আজই করতে হবে মাথায় অস্ত্রোপচার। আইটিইউ-তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন কনস্টেবল।
দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধর্নার ঘটনায় এবার তৃণমূলের পাশে দাঁড়াল আপ। 'নির্বাচন কমিশনের কাছে ন্যায়বিচার চাইতে গেলে এবার আপনাদের জেলে যেতে হবে', নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করলেন আপ নেতা সঞ্জয় সিংহ।
জমি-বিবাদে ভাইদের হাতে খুন আরেক ভাই। এর মধ্যেই জামিনে মুক্তি পান খুনে অভিযুক্ত এক ভাই। পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ ঘিরে তুলকালাম বাধল মধ্যমগ্রামের চণ্ডীগড়-রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের দিয়ারা গ্রামে। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। বারাসাতের SDPO-র নেতৃত্বে পুলিশ বাহিনী গ্রামে পৌঁছলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে।
সন্দেশখালিতে ইডি-র ওপর হামলার ঘটনায় গ্রেফতার শেখ শাহজাহানের স্ত্রীকে এবার জিজ্ঞাসাবাদ করল ইডি। গতকাল প্রায় ১১ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। রাত ৯টা নাগাদ ইডি-র অফিস থেকে বেরিয়ে যান তসলিমা বিবি। সূত্রের খবর, শেখ শাহজাহানের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই ডাকা হয়েছিল তাঁর স্ত্রী-কে।
এবার ভূপতিনগরকাণ্ডে এবার এনআইএ আধিকারিককে ডেকে পাঠাল পুলিশ (Police)। আক্রান্ত এনআইএ আধিকারিককে ডেকে পাঠাল ভূপতিনগর থানার পুলিশ। ১১ এপ্রিলের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ। ডেকে পাঠানো হয়েছে ৩ গ্রামবাসীকেও। আগামী দু-তিনদিনের মধ্যে থানায় হাজিরার নির্দেশ। ফরেন্সিক তদন্তের প্রয়োজনে আনতে বলা হয়েছে কাচ ভাঙা গাড়িটিকেও।
এবার সন্দেশখালিতে আক্রান্ত পুলিশ, শীতুলিয়া পুলিশ ক্যাম্পের ভেতরে ঢুকে হামলা দুষ্কৃতীদের। গতরাতে ক্যাম্পের ভিতরে পুলিশ কনস্টেবলের উপর হামলা, মাথায় রড দিয়ে আঘাত। আহত কনস্টেবলকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে সন্দেশখালি থানার পুলিশ।
দিলীপ ঘোষের লাঠৌষধি? হাতে লাঠি নিয়ে প্রাতর্ভ্রমণে বেরিয়ে বিতর্কে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। এদিন দুর্গাপুর শহরে মর্নিং ওয়াকে বেরোন দিলীপ। তাঁর দাবি, অবাঞ্ছিত পরিস্থিতি সামাল দিতেই হাতে লাঠি নিয়ে ঘুরছেন। গতকালই দুর্গাপুর শহরের ফুলঝোর মোড়ে চা-চক্রে যোগ দিতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা।
দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে ইডি, এনআইএ সহ ৪ টি কেন্দ্রীয় এজেন্সির প্রধানকে সরানোর দাবি জানাল তৃণমূল। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার অভিযোগ তুললেন তৃণমূলের প্রতিনিধিরা। কমিশনের সামনে ধর্নাতেও বসে পড়েন তৃণমূলের ১০ প্রতিনিধি। কিছুক্ষণের মধ্যে ধর্না থেকে জোর করে তুলে তাঁদের প্রিজন ভ্য়ানে করে নিয়ে যায় দিল্লি পুলিশ।
ঠাকুরনগরে সংঘাতের মধ্যেই লস্কর-ই-তইবার নামে শান্তনু ঠাকুরকে চিঠি। সেখানে সিএএ-এনআরসি নিয়ে বাড়াবাড়ি করলে মতুয়া বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বনগাঁর বিজেপি প্রার্থীর দাবি দেগঙ্গা থেকে এই চিঠি তাঁর কাছে পাঠানো হয়েছে। যদিও মমতাবালা ঠাকুরের কটাক্ষ, এই হুমকি চিঠি নিজেই নিজের লোকদের দিয়ে করিয়েছেন।
জমি জায়গা নিয়ে বিবাদের জেরে ভাইদের হাতে খুন ১ ব্যক্তি, অভিযোগ ঘিরে তুলকালাম মধ্যমগ্রামে। ভাইদের লাঠির আঘাতে আহত ব্যক্তির বেসরকারি হাসপাতালে মৃত্যু। অভিযুক্ত ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন ফিরে পাওয়ার দাবিতে পথে নামলেন কল্যাণীর জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজের নার্সিং বিভাগের ছাত্রীরা। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান প্রায় ২০০ জন পড়ুয়া। ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে আরও বড় আন্দোলেন হুঁশিয়ারি।
দিল্লির থানায় তৃণমূল সাংসদরা। প্রতিবাদ রাজভবনে অভিষেক। ২৪ ঘণ্টার মধ্যে মধ্যে কমিশনের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল, দাবি অভিষেক।
ভোটের আগে রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। ভোট শেষ না হওয়া পর্যন্ত রাজ্যে থাকা কোনও জওয়ান অসুস্থ হলে বিনামূল্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাবে রাজ্য সরকার। বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন কেন্দ্রীয় বাহিনীর গাড়ির চালক ও EVM ইঞ্জিনিয়াররাও।
প্রেক্ষাপট
- ভোটের আগে অশান্ত মুর্শিদাবাদের খড়গ্রাম। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এলোপাথাড়ি গুলি-বোমা। ৪জন গুলিবিদ্ধ।
ইডি-এনআইএয়ের বিরুদ্ধে তৃণমূলের ধর্না ঘিরে দিল্লিতে ধুন্ধুমার। কমিশনে নালিশের পরেই অবস্থান। টেনে হিঁচড়ে তুলল পুলিশ। - দিল্লির থানায় তৃণমূল সাংসদরা। প্রতিবাদ রাজভবনে অভিষেক। ২৪ ঘণ্টার মধ্যে মধ্যে কমিশনের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল, দাবি অভিষেক।
- বিজেপির কথায় ডিজি বদল, কেন এনআইএ ডিজিকে ছাড়? বিজেপি আঁতাঁতের অভিযোগে অভিষেকের নিশানায় কমিশন।
সময় পার, বিস্ফোরণকাণ্ডে তৃতীয় নোটিসেও সাড়া দিলেন না ভূপতিনগরের ৩ তৃণমূল নেতা। তদন্তে সহযোগিতা করছেন না ধৃত ২ নেতাও, খবর সূত্রের।
পুলিশকে না জানিয়ে অভিযানের মুখ্যমন্ত্রীর তত্ত্ব খারিজ এনআইএ-র। ভোর ৪টেয় থানায় গিয়ে ফোর্স চাওয়ার পরেই শুরু তল্লাশি। জানিয়ে দিল কেন্দ্রীয় এজেন্সি। - ভূপতিনগরকাণ্ডের মধ্যেই কাঁথির বিজেপি নেতা খুনে ৩০ তৃণমূল নেতা-কর্মীকে সিবিআই তলব। উদ্দেশ্যমূলকভাবেই সমন, পাল্টা অভিযোগ শাসকদলের।
পিংলায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে রাজ্যপাল। পরিবারের সঙ্গে কথা বলে পদক্ষেপের আশ্বাস। - দখলদারির সংঘাতে উত্তপ্ত মতুয়া ঠাকুরবাড়ি। পুলিশি হস্তক্ষেপে মমতাবালা নথি হাতে পেতেই স্লোগান, পাল্টা ডঙ্কা বাজিয়ে হুঙ্কার শান্তনুর।
ভোটের মুখে দলবদলে সিপিএম পঞ্চায়েত সদস্যকে তৃণমূলের টাকার টোপ? জলপাইগুড়িতে বান্ডিল বান্ডিল নোট উদ্ধারে তোলপাড়। চক্রান্তের পাল্টা অভিযোগ তৃণমূলের। - যে অফিসারদের সাহায্য়ে বেআইনি নির্মাণ, তাঁদের বিরুদ্ধে কী ব্য়বস্থা? রাজ্য ও পুরসভার গার্ডেনরিচ রিপোর্টে ক্ষুব্ধ হাইকোর্ট। সংশ্লিষ্ট আধিকারিকদের সাসপেন্ড করার কড়া বার্তা।
ভোট পরবর্তী হিংসায় কাঁথির ৩০তৃণমূল নেতা-কর্মীকে ডাকল CBI। সওকতের প্ররোচনাতেই মিথ্য়ে মামলা, কোর্টে দাবি আরাবুলের আইনজীবীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -