West Bengal News Live: ভোটের আগে ফের উত্তপ্ত সন্দেশখালি

West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, আজ সকালে যে খবরগুলিতে থাকবে নজর ..

ABP Ananda Last Updated: 29 Mar 2024 03:38 PM
WB Live News: ডায়মন্ড হারবার নিয়ে অভিষেকের সাংগঠনিক বৈঠক

ডায়মন্ড হারবার নিয়ে অভিষেকের সাংগঠনিক বৈঠক। মহেশতলা এবং বজবজ বিধানসভা নিয়ে জোড়া বৈঠক। টানা তিনদিন ধরে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কীভাবে যেতে হবে মানুষের কাছে, কর্মীদের বার্তা তৃণমূল প্রার্থীর. 

West Bengal Live News :ভোটের আগে ফের উত্তপ্ত সন্দেশখালি

ভোটের আগে ফের উত্তপ্ত সন্দেশখালি। বেড়মজুরে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। পতাকা লাগাতে গেলে আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা ঘিরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। বেড়মজুর ১ পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান শাহজাহান মোল্লার বিরুদ্ধে অভিযোগ। পতাকা লাগাতে গেলে সিপিএম কর্মীকেও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 

WB Live News: এবার ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূলকে খোঁচা দিলীপ ঘোষের

এবার ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূলকে খোঁচা দিলীপ ঘোষের। ডায়মন্ড হারবার নিয়ে টেনশনে তৃণমূল, কটাক্ষ দিলীপ ঘোষের

West Bengal Live News : স্বাস্থ্যসাথী কার্ডের ছবি পোস্ট-বিতর্কে কমিশনে অভিযোগ সন্দেশখালির রেখা পাত্রর

স্বাস্থ্যসাথী কার্ডের ছবি পোস্ট-বিতর্কে এবার জাতীয় এসসি কমিশনে অভিযোগ সন্দেশখালির রেখা পাত্রর। জাতীয় মহিলা কমিশনেও নালিশ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যর বিরুদ্ধে অভিযোগ। 
 

WB Live News: মা ও শিশুপুত্রকে খুনের অভিযোগ উঠল বীরভূমের মল্লারপুরে

মা ও শিশুপুত্রকে খুনের অভিযোগ উঠল বীরভূমের মল্লারপুরে। দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ বিজেপির। শুক্রবার সকালে বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মা ও শিশুপুত্রের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার স্বামী ভিন রাজ্যে কাজ করেন। পরিবারের অভিযোগ, ভারী কিছু দিয়ে আঘাত করে তাদের খুন করা হয়েছে। কীভাবে মৃত্যু? তদন্ত করে দেখছে পুলিশ।  

West Bengal Live News : ভোটের মুখে কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ টাকা

ভোটের মুখে কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ টাকা। চেতলায় ব্যবসায়ীর অফিস থেকে বাজেয়াপ্ত ৫৮ লক্ষ টাকা । ছাতু প্রস্তুতকারী সংস্থার মালিকের অফিসে ২ দিন ধরে আয়কর তল্লাশি। 

WB Live News: 'ইডির উপরে হামলার সময় বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান'

ইডির উপরে হামলার সময় বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান। অফিসারদের দেখেই ফোন করে ডেকেছিলেন দুষ্কৃতীদের। কোর্টে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। পুলিশের হাতে ধৃত ২-সহ ৩জনের গোপন  
 

West Bengal Live News : ভোট প্রচারে বিজেপি প্রার্থী সৌমিত্র

 বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ভোট প্রচার করলেন সোনামুখীর নিত্যানন্দপুরে। উপস্থিত সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। এদিন নিত্যানন্দপুরের মিনি মার্কেটে একটি হরিনাম সংকীর্তন অনুষ্ঠান হচ্ছিল। সেখানে উপস্থিত হয়ে কাসর বাজিয়ে এলাকার মানুষের সাথে জনসংযোগ এবং ভোট প্রচার করে নেন বিজেপি প্রার্থী। কথা বলেন সাধারণ মানুষের সাথে।

WB Live News: ভোটের মুখে ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধিতে 'আমরা-ওরা'র অভিযোগ

ভোটের মুখে ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধিতে 'আমরা-ওরা'র অভিযোগ। 'অন্ধ্রপ্রদেশের জন্য ১০%  বৃদ্ধি, বাংলার জন্য ৫%? গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে ৯%, বাংলার জন্য ৫%? বিহারেও ৭% মজুরি বৃদ্ধি, বাংলায় কেন ৫ শতাংশ বৃদ্ধি?', ৭ হাজার কোটি বকেয়ার প্রসঙ্গ টেনে আক্রমণে তৃণমূল। কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তৃণমূলের।  

West Bengal Live News : বাঁকুড়া লোকসভা আসন জিততে মরিয়া তৃণমূল

বাঁকুড়া লোকসভা আসন জিততে মরিয়া তৃণমূল। দল সঙ্কটে রয়েছে, প্রয়োজনে পায়ে ধরে ক্ষমা চাইব। কর্মিসভায় বার্তা দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। অভিমান করে যাঁরা বিরোধী বা নির্দলে যোগ দিয়েছেন, তাঁরা চাইলে দলে ফেরাতেও রাজি তৃণমূল প্রার্থী। আসল খবর ঝুলি থেকে বেরিয়ে গেল। এত ভয়ঙ্কর অবস্থা যে উনি বলছেন দলটা মুমূর্ষু অবস্থায় আছে! কর্মীদের কাছে উনি হাতে-পায়ে ধরতে চাইছেন, কটাক্ষ বিজেপি প্রার্থী সুভাষ সরকারের।

WB Live News: মেট্রোর অরেঞ্জ লাইনের পরিষেবা সম্প্রসারণের উদ্য়োগ শুরু

নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইনের পরিষেবা সম্প্রসারণের উদ্য়োগ শুরু হল। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত অংশ পরিদর্শন করলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। মেট্রোর ইয়োলো লাইনে নোয়াপাড়া থেকে দমদম ক্য়ান্টনমেন্ট পর্যন্ত অংশও পরিদর্শন করেন তিনি। 

West Bengal Live News :  দেবাংশু ভট্টাচার্যর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হচ্ছেন রেখা পাত্র

রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা নিয়ে, দিল্লির জমিদারদের সঙ্গে বোঝাপড়া। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর স্বাস্থ্যসাথী কার্ডের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে, তাঁকে দ্বিচারী বলে নিশানা করল তৃণমূল। সরকারি সুযোগ-সুবিধা পেতে গেলে কি তাহলে তৃণমূল করতে হবে? প্রশ্ন তুলেছে বিজেপি। দেবাংশু ভট্টাচার্যর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হচ্ছেন রেখা পাত্র।

WB Live News: তৃণমূলের নিশানায় রেখা

 মোদির সঙ্গে কথোপকথনের পরেই তৃণমূলের নিশানায় রেখা। রাজ্যের প্রকল্পের সুবিধে নিয়েও দিল্লির জমিদারদের হাত ধরার অভিযোগ।  

West Bengal Live News :   রাজ্য়ের দেওয়া ১০০ দিনের টাকাতেও দুর্নীতি

রাজ্য়ের দেওয়া ১০০ দিনের টাকাতেও দুর্নীতি। ৫০০ বাদে সবটাই ফেরত দিতে হচ্ছে বলে অভিযোগ। সুপার ভাইজারের দিকে দায় ঝাড়ার চেষ্টা উপপ্রধানের। ফোন ধরেননি সুপারভাইজার।

প্রেক্ষাপট


  •   রাজ্য়ের দেওয়া ১০০ দিনের টাকাতেও দুর্নীতি! ৫০০ বাদে সবটাই ফেরত দিতে হচ্ছে বলে অভিযোগ। সুপার ভাইজারের দিকে দায় ঝাড়ার চেষ্টা উপপ্রধানের। ফোন ধরেননি সুপারভাইজার।

  •  মোদির সঙ্গে কথোপকথনের পরেই তৃণমূলের নিশানায় রেখা। রাজ্যের প্রকল্পের সুবিধে নিয়েও দিল্লির জমিদারদের হাত ধরার অভিযোগ।  

  •  পাহাড়ে গোপাল লামা-রাজু বিস্তের বিরুদ্ধে বাম-কংগ্রেস জোটের প্রার্থী কে? বিনয় তামাঙ্গকে নিয়ে জল্পনার মধ্যেই হাত ধরল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। 

  • ইডির উপরে হামলার সময় বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান। অফিসারদের দেখেই ফোন করে ডেকেছিলেন দুষ্কৃতীদের। কোর্টে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। পুলিশের হাতে ধৃত ২-সহ ৩জনের গোপন  
     
     সাংবাদিক বৈঠক চলাকালীন আচমকা মেয়রের ফোন। কেন ভাঙেননি বেআইনি নির্মাণ? প্রশ্ন অশোক গঙ্গোপাধ্যায়ের। ব্যক্তিগত কথা প্রকাশ্যে কেন? পাল্টা ফিরহাদ। 
     

  • নির্বাচনী বন্ডে দুর্নীতির অভিযোগে নিয়ে অর্থনীতিবাদ স্বামীর বিস্ফোরণের মধ্যেই ভোটে না লড়ার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। দেখালেন টাকা না থাকার কারণ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.