West Bengal News Live: রাজধর্ম পালন করুক পুলিশ, রাজভবনে গিয়ে কড়া বার্তা জাতীয় মহিলা কমিশনের 

West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, সোমবার সকালে যে খবরগুলিতে থাকবে নজর ।

ABP Ananda Last Updated: 20 Feb 2024 12:22 AM
WB News Update: সন্দেশখালির সঙ্গে মণিপুরের ঘটনার তুলনা নয়, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সন্দেশখালির সঙ্গে মণিপুরের ঘটনার তুলনা নয়। কারা তদন্ত করবে, সেই নির্দেশ দেওয়ার ক্ষমতা আছে হাইকোর্টেরও। সন্দেশখালিকাণ্ডের মামলার শুনানিতে, সোমবার একথা স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

West Bengal News Live: সন্দেশখালিতে শান্তি ফেরানোটাই আমার লক্ষ্য: রাজ্যপাল

সন্দেশখালির স্বাভাবিক করাটাই আমার প্রাথমিক লক্ষ্য, সন্দেশখালিতে শান্তি ফেরানোটাই আমার লক্ষ্য: রাজ্যপাল।

WB News Live: রাজধর্ম পালন করুক পুলিশ, রাজভবনে গিয়ে কড়া বার্তা জাতীয় মহিলা কমিশনের 

'পুলিশকে দিয়ে কাজ করাতে হলে রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই', রাজধর্ম পালন করুক পুলিশ, রাজভবনে গিয়ে কড়া বার্তা জাতীয় মহিলা কমিশনের।

WB News Live: রাজ্যপালের কাছে জাতীয় মহিলা কমিশন

সরেজমিনে সন্দেশখালি দেখার পরে রাজ্যপালের কাছে জাতীয় মহিলা কমিশন।

WB News Live: কার্যত 'বিচ্ছিন্ন' সন্দেশখালির জমি দখলে সরকার-শাসক দলের 'অভিযান'

জমি দখলে রাখতে সক্রিয় তৃণমূল, সমর্থনের বিনিময়ে সাহায্যের শর্ত! কার্যত 'বিচ্ছিন্ন' সন্দেশখালির জমি দখলে সরকার-শাসক দলের 'অভিযান'।

West Bengal Live Updates: অত্যাচারের অভিযোগ নিয়ে মুখ খুলতেই 'হামলা', আতঙ্কে সন্দেশখালি

'অবশেষে শিবু-উত্তম গ্রেফতার, এখনও কেন অধরা সন্দেশখালির বাঘ'। অত্যাচারের অভিযোগ নিয়ে মুখ খুলতেই 'হামলা', আতঙ্কে সন্দেশখালি।

WB News Live: সন্ত্রস্ত সন্দেশখালির জন্য রাজভবনে এবার 'পিস রুম'

সন্ত্রস্ত সন্দেশখালির জন্য রাজভবনে এবার 'পিস রুম'। এখনও ফেরার শেখ শাহজাহান, ভয়ে কাঁপছে সন্দেশখালি ।

WB News Live: আধারের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার

'আধারের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার, সরকারি সব সুযোগ-সুবিধা মিলবে,' বাংলায় এনআরসি করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প করতে দেব না, হুঙ্কার মুখ্যমন্ত্রীর।

WB News Live: 'মানুষকে বঞ্চিত করলে, আপনাদের আঁধারে ফেলে দেবে'

'সব জেলায় ইচ্ছেমতো আধার কার্ড বাতিল করে দিচ্ছে। সব থেকে বেশি মতুয়াদের আধার কার্ড বাতিল হয়েছে। মানুষকে বঞ্চিত হতে দেব না, যা করার আমরা করব। আধার কার্ড নিয়ে ছেলেখেলা করছেন, মানুষকে বঞ্চিত করার চেষ্টা। মানুষকে বঞ্চিত করলে, আপনাদের আঁধারে ফেলে দেবে', আক্রমণ মমতার।

WB News Live Updates: আধার অভিযোগ জানাতে এবার পোর্টাল খুলছে রাজ্য সরকার

জেলায় জেলায় আধার কার্ড বাতিলের অভিযোগ, কেন্দ্রকে আক্রমণে মমতা। আধার অভিযোগ জানাতে এবার পোর্টাল খুলছে রাজ্য সরকার।

West Bengal News Live: বিধানসভা বাইরে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে 'চোর স্লোগান'

বিধানসভা বাইরে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে 'চোর স্লোগান'। শুভেন্দু অধিকারী গাড়িতে ওঠার সময় রাস্তার উল্টোদিক থেকে 'চোর স্লোগান'।

WB News Live: রাষ্ট্রপতি শাসনের সওয়াল জাতীয় মহিলা কমিশনের

সন্ত্রস্ত সন্দেশখালি, এবার রাষ্ট্রপতি শাসনের সওয়াল জাতীয় মহিলা কমিশনের।

West Bengal News Live: বজবজের চড়িয়ালে অভিষেক

বজবজের চড়িয়ালে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেতুর দ্বিতীয় লেনের উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal Live: দ্রুত সমস্যা মিটে যাবে, পোস্ট শুভেন্দু অধিকারীর

লোকসভা ভোটের মুখে জেলায় জেলায় আধার কার্ড বাতিল। নদিয়ার নাকাশিপাড়ায় একাধিক ব্যক্তির আধার কার্ড বাতিল। 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা হয়েছে', দ্রুত সমস্যা মিটে যাবে, পোস্ট শুভেন্দু অধিকারীর।

WB LIVE News: বাড়ি বাড়ি গিয়ে অভিযোগ শুনছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। বাড়ি বাড়ি গিয়ে অভিযোগ শুনছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। 'সন্দেশখালিতে গিয়েও পুলিশের বাধায় নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে পারেননি জাতীয় মহিলা কমিশনের সদস্যরা'। পুলিশের ওপর আস্থা নেই গ্রামবাসীদের, তাই কোর্টের দ্বারস্থ, দাবি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের। পুলিশ অভিযুক্তদের না ধরলে মহিলাদের আস্থা ফিরবে না, দাবি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের। 

West Bengal LIVE News: অবশেষে সন্দেশখালিতে অভিযোগকারিণীর বাড়ির সামনে পুলিশ পিকেট

অবশেষে সন্দেশখালিতে অভিযোগকারিণীর বাড়ির সামনে পুলিশ পিকেট। হামলার পর অভিযোগকারিণীর বাড়ির সামনে মোতায়েন পুলিশ। শিবু হাজরা, উত্তম সর্দাররা ধরা পড়লেও এখনও অধরা শেখ শাহজাহান, চরম আতঙ্কে অভিযোগকারিণী। শনিবার রাতে অভিযোগকারিণীর বাড়িতে পুলিশের পোশাকে এসে হামলা চালানোর অভিযোগ 

WB LIVE News:সন্দেশখালির মন বুঝতে মরিয়া প্রশাসন

সন্দেশখালির মন বুঝতে মরিয়া প্রশাসন। আজও বাড়ি বাড়ি ঘুরছেন বিডিও, খতিয়ে দেখছেন গ্রামবাসীদের অভিযোগ। গতকাল সন্দেশখালির ২টি ব্লকের ৯টি ক্যাম্পে ১৯৬টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ৫০টি জমি সংক্রান্ত অভিযোগ। 

West Bengal LIVE News: জমি দখলের অভিযোগে পাঁচলায় উত্তেজনা

চাষিদের থেকে জোর করে জমি দখলের অভিযোগে পাঁচলায় উত্তেজনা। এলাকায় জলাশয় বোজানোরও অভিযোগ ঘিরে উত্তেজনা । ঘটনাস্থলে বিরাট পুলিশবাহিনী এবং র‍্যাফ।  

WB LIVE News: 'সন্দেশখালিতে যেতে পারবেন শুভেন্দু অধিকারী'

'সন্দেশখালিতে যেতে পারবেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালির যেখানে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে সেখানে যেতে পারবেন বিরোধী দলনেতা'
প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি কৌশিক চন্দ। 'রাজ্য বলতে পারে না যে কোনও নির্দিষ্ট ব্যক্তি সন্দেশখালি যাবেন না, প্রশাসন অবশ্যই বিধি নিষেধ আরোপ করতে পারে, কিন্ত যাবেন না এটা বলতে পারে না', বিধিনিষেধ গ্রহণযোগ্য কি না বা সেখানে ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না খতিয়ে দেখবে আদালত, মন্তব্য বিচারপতি কৌশিক চন্দের। শুভেন্দু এলাকার বাসিন্দা নন, এলাকা অনেক দূরে থাকেন, সওয়াল রাজ্যের আইনজীবী। এলাকার বাসিন্দা নন, এমন ব্যক্তি কি ১৪৪ ধারা নিয়ে মামলা করতে পারেন? প্রশ্ন রাজ্য সরকারের আইনজীবীর। শুভেন্দু সন্দেশখালি গেলে পরিস্থিতির অবনতি। 

West Bengal LIVE News: শুভেন্দু অধিকারীর আইনজীবীকে তলব করল পুলিশ

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আইনজীবী তলব করল লালবাজার (Lal Bazar)। ২১ ফেব্রুয়ারি সূর্যনীল দাসকে তলব করেছে লালবাজারের দুর্নীতি দমন শাখা। হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের দৃষ্টি আকর্ষণ শুভেন্দুর আইনজীবীর। শুভেন্দুর হয়ে মামলা লড়ায় হেনস্থা, কোনও কারণ না জানিয়েই তলব, অভিযোগ বিরোধী দলনেতার আইনজীবীর। মামলা দায়েরের অনুমতি আদালতের, আগামীকাল শুনানি।

WB LIVE News: সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা

সন্দেশখালিতে পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা

West Bengal LIVE News:সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ

সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ। আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুনানি হবে ক্রমতালিকা অনুযায়ী, জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি । সিআরপিএফ মোতায়েনের আবেদন নিয়ে দায়ের হয়েছিল মামলা। 

WB LIVE News: 'সন্দেশখালির নির্যাতিতারা নির্ভয়ে কথা বলুক..', রাজ্যে এসেই বার্তা রেখা শর্মার

 'সন্দেশখালিতে গিয়েও পুলিশের বাধায় নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে পারেননি জাতীয় মহিলা কমিশনের সদস্যরা', তাই তাঁকে যেতে হচ্ছে, সন্দেশখালি (Sandeshkhali Violence) যাওয়ার আগে পুলিশি বাধার অভিযোগ তুললেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। দিল্লি থেকে কলকাতায় পৌঁছেও রাজ্যের বিরুদ্ধে সরব তিনি (Rekha Sharma)। এবং কথা বলতে না দেওয়ার জন্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) দিকে আঙুল তুললেন রেখা শর্মা। 

West Bengal LIVE News: সন্দেশখালিতে অভিযোগকারিণীর বাড়িতে পুলিশের পোশাকে হামলার অভিযোগ

সন্দেশখালিতে অভিযোগকারিণীর বাড়িতে পুলিশের পোশাকে হামলার অভিযোগ। এখনও চরম আতঙ্কে অভিযোগকারিণী। বাড়ির কাছে বসল পুলিশ ক্যাম্প। অভিযোগকারিণীর বিস্ফোরক দাবি, শনিবার রাতে তাঁর বাড়িতে পুলিশের পোশাকে এসে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগকারিণীর আরও অভিযোগ, উল্টে তাঁকেই প্রশ্নের মুখে ফেলেছে পুলিশ।

WB LIVE News: সন্দেশখালিতে জমি ও টাকা ফেরত দেবে বলে, সঙ্গে থাকার প্রতিশ্রুতিও আদায় করতে চাইছে তৃণমূল

লোকসভা ভোটের আগে, এবার সন্দেশখালিতে জমি ও টাকা ফেরত দেবে বলে, আন্দোলন থামিয়ে সঙ্গে থাকার প্রতিশ্রুতিও আদায় করতে চাইছে তৃণমূল। তৃণমূলের দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের পাত্র পাড়া, দাসপাড়া এলাকায় বাড়ি বাড়ি ঘুরছেন সন্দেশখালি দু'নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপিকা পোদ্দার। 

West Bengal LIVE News:কাকদ্বীপের বুধাখালিতে জমি দখল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

সন্দেশখালির আবহে এবার কাকদ্বীপের বুধাখালিতে জমি দখল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কাকদ্বীপ থানায় শাসকদলের ৩ নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা বেপাত্তা। সন্দেশখালির প্রসঙ্গে তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপি। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে শাসকদল। 

WB LIVE News: বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডলে পোস্ট করা মা সারদার ব্যঙ্গচিত্র ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি


বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডলে পোস্ট করা মা সারদার ব্যঙ্গচিত্র ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর ক্ষমা চাওয়ার দাবি তুলে তীব্র সমালোচনা করেছে তৃণমূল। তৃণমূল পোস্টটি সোশাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়ারও দাবি জানিয়েছে। তৃণমূলের তরফে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, 'সারদাকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী এবং তার দুর্নীতিগ্রস্ত, অশিক্ষিত বিজেপি ছাড়া আর কে শ্রী শ্রী মা সারদাকে অসম্মান করতে পারে? বিজেপি আমাদের মনীষীদের অপমান করার ধারাবাহিক রীতি চলেই যাচ্ছে। লজ্জার শেষ নেই!!' এক্স হ্যান্ডেলে এই পোস্ট ঘিরে বিজেপির অন্দরেই শোনা যাচ্ছে দুই মত। 

West Bengal LIVE News:আধার কার্ড বাতিলের জেরে হলো না ফর্ম ফিলাপ

আধার কার্ড বাতিলের জেরে হলো না ফর্ম ফিলাপ, 'আঁধারে' স্নাতক পড়ুয়ার ভবিষ্যৎ।পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বাসিন্দা প্রথমবর্ষের ছাত্রের পরীক্ষা কয়েক মাস পরেই। তারই ফর্মা ফিলাপ করতে গিয়ে পড়ুয়া বুঝতে পারে তাঁর আধার কার্ড বাতিল হয়ে গেছে। শনিবার আধার কার্ড বাতিলের একটি চিঠিও হাতে পায় সে। আধার কার্ড বাতিলের পর কিভাবে পরীক্ষায় বসবেন তা নিয়ে চিন্তিত ওই পড়ুয়া।  বনকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১১ জনের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বলে সূত্রের খবর। তৈরি হয়েছে আতঙ্কের বাতাবরণ। 

WB LIVE News: রবিবার রাতে বউ বাজারে অশান্তি

রবিবার রাতে বউ বাজারে অশান্তি। অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে নবীন চন্দ্র বড়াল লেনে মধ্যরাতে ধুন্ধুমার। 

West Bengal LIVE News: সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে ৭ মার্চ বারাসাতে সভা প্রধানমন্ত্রীর

সন্দেশখালিতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে সন্ত্রাস নিয়ে প্রস্তাব অমিত শাহের। সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে ৭ মার্চ বারাসাতে সভা প্রধানমন্ত্রীর।

WB LIVE News: সন্দেশখালির দায়িত্ব বদল

১৪৪ ধারা দেখিয়ে বিরোধীদের বাধা, সন্দেশখালির ন্যাজাটে তৃণমূল কংগ্রেসের ৩ মন্ত্রী। সন্দেশখালি ২ নম্বর ব্লকের দায়িত্বে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো।

প্রেক্ষাপট


  • ১। সন্দেশখালিতে অভিযোগকারিণীর বাড়িতেই হামলার অভিযোগ। (বাইটঃ পুলিশের পোশাক পরে ভাঙচুর, এখনও আতঙ্কে আছি)
    অভিযোগকারিণীরই 'বাড়ি ভাঙচুর' !

  • ২। কারও ওপর অত্যাচার হলে সরকার ব্যবস্থা নেয়। কোনও মহিলা এখনও পর্যন্ত কোনও অভিযোগ করেনি, পুলিশকে বলেছি স্বতঃপ্রণোদিত মামলা করতে, জানালেন মুখ্যমন্ত্রী।
    'অত্যাচার হলে ব্যবস্থা'

  • ৩। এসসি কমিশনের পর সন্দেশখালিতে আসছে জাতীয় মহিলা কমিশন। আজ সন্দেশখালি যাচ্ছেন রেখা শর্মা, বৈঠক করবেন ডিএমএ-এসপি-র সঙ্গে। মঙ্গলবার মুখ্যসচিব-ডিজির সঙ্গে বৈঠক।
    আজ রাজ্যে জাতীয় মহিলা কমিশন

  • ৪। শিবু হাজরা প্রভাবশালী, জামিন পেলে এলাকায় শান্তি বিঘ্নিত হবে। এতদিন পর আদালতে দাবি পুলিশের। তৃণমূল নেতার ৮ দিনের পুলিশ হেফাজত।
    শিবু প্রভাবশালী, মানল পুলিশ

  • ৫। শিবু হাজরার গ্রেফতারির পরেই মিষ্টি বিলি। শিবু-উত্তমের অনুগামীদের কেন ছাড় ? প্রশ্ন সন্দেশখালির। শিবুকে লক্ষ্য করে চোর চোর স্লোগান। (অ্যাম্বিঃ চোর চোর)
    শিবু-গ্রেফতারে মিষ্টি বিলি

  • ৬। গ্রামবাসীদের আস্থা ফেরাতে সরকারি প্রকল্পের প্রচার, প্রত্যাখ্যান সন্দেশখালির। টাকা দিয়ে মুখ বন্ধ যাবে না, ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসারী। (বাইটঃ টাকা দিয়ে সম্মান, চাই না)
    'টাকায় বন্ধ হবে না মুখ'

  • ৭। শিবু-উত্তম গ্রেফতার হলেও কেন অধরা শেখ শাহজাহান ? রাজ্য সরকারি প্রকল্পের প্রচারকদের প্রশ্ন গ্রামবাসীদের। এইক্ষেত্রে শেখ শাহজাহানের কোনও ভূমিকা নেই, পাল্টা পার্থ ভৌমিক।
    কেন অধরা শেখ শাহজাহান ?

  • ৮। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে বিঘার পর বিঘা জমি দখলের অভিযোগ। (বাইটঃ আমাদের জমি তো শিবু হাজরা জলকর করেছে, লিজের টাকা দেয়নি, আমার ১৮ কাঠা জমি)
    'বিঘার পর বিঘা জমি দখল'

  • ৯। সন্দেশখালি ২ নম্বর ব্লকে রাজ্য সরকারের ক্যাম্পে প্রথম দিনেই ১৯৬টি অভিযোগ জমা। জমি দখল থেকে কৃষিজমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরির অভিযোগ গ্রামবাসীদের।
    ক্যাম্পে অভিযোগের 'ডবল সেঞ্চুরি'

  • ১০। সন্দেশখালির বাসিন্দাদের ক্ষোভ স্থানীয় প্রশাসনের ওপর। অভিযোগ যথার্থ বলেই উত্তমের বিরুদ্ধে ব্যবস্থা। শিবু হাজরার বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ নেই, দাবি পার্থ ভৌমিকের।
    দোষী উত্তম, শিবুকে ক্লিনচিট !

  • ১১। সন্দেশখালিতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে সন্ত্রাস নিয়ে প্রস্তাব অমিত শাহের। সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে ৭ মার্চ বারাসাতে সভা প্রধানমন্ত্রীর।
    'সন্দেশখালি হৃদয় বিদারক ঘটনা'

  • ১২। ইডিকে পাঠিয়ে ঘটনা ঘটানো হয়েছে। ইডিকে সঙ্গে নিয়ে বিজেপি ঢুকে অশান্তি করছে। গদ্দারদের গ্রেফতার করতে পারি, কিন্তু সময় দিচ্ছি, সুতো ছাড়ছি। হুঁশিয়ারি মমতার।
    'ইডিকে নিয়ে অশান্তি বিজেপির'

  • ১৩। ১৪৪ ধারা দেখিয়ে বিরোধীদের বাধা, সন্দেশখালির ন্যাজাটে তৃণমূল কংগ্রেসের ৩ মন্ত্রী। সন্দেশখালি ২ নম্বর ব্লকের দায়িত্বে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো।
    সন্দেশখালির দায়িত্ব বদল

  • ১৪। সন্দেশখালির ১৯টি জায়গার মধ্যে চারটি থেকে তুলে নেওয়া হল ১৪৪ ধারা। সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতের ১৫টি জায়গায় ২১ ফেব্রুয়ারি অবধি জারি ১৪৪ ধারা।
    সন্দেশখালির ১৫ জায়গায় ১৪৪

  • ১৫। আজ সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশন, চোপড়ায় যাচ্ছেন চন্দ্রিমা। বিএসএফ ক্যাম্পের কাছে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি। দেখা করবেন মৃত চার শিশুর পরিবারের সঙ্গে।
    সন্দেশখালির পাল্টা চোপড়া ?

  •  বীরভূমে গিয়ে কেষ্টর পাশেই মমতা।  

  •  টার্গেট ৪০০। বিজেপি কর্মীদের জন্য ১০০দিনের রোডম্যাপ মোদির।  

  •  দুর্নীতি ইস্যুতে ফের বিরোধী জোটকে আক্রমণ অমিত শাহের।  

  •  লোকসভা ভোটের আগে ফের এনআরসি নিয়ে আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর। কেন্দ্রে আধার কার্ড বাতিল করছে কেন্দ্র বলে আক্রমণ। অভিযোগ নথিভুক্ত করতে পোর্টাল চালু করছে রাজ্য।
     

  •  সনিয়ার লক্ষ্য রাহুল গাঁধীকে প্রধানমন্ত্রী বানানো, মমতা দিদির লক্ষ্য ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো। ফের পরিবারতন্ত্র নিয়ে ইন্ডিয়া জোটকে খোঁচা অমিত শাহের। 
     
    ভোটের মুখে বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠকে উন্নত ভারতের স্বপ্ন ফেরি মোদির।  
     
    রাজকোটে ব্রিটিশ বধ ভারতের। ইংল্যান্ডকে তৃতীয় টেস্টে ৪৩৪ রানে হারিয়ে জয় রোহিত শর্মাদের। ব্যাটে রোহিত-যশস্বী, বোলিংয়ে জাডডু ম্যাজিক। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে ভারত।
     
    সন্ত্রাসের সন্দেশখালিতে এবার প্রতিবাদীদের মুখ বন্ধের চেষ্টা? গণধর্ষণের অভিযোগকারিনীর বাড়িতেই হামলার অভিযোগ! 

  • সন্দেশখালিতে ক্রমেই জোরাল হচ্ছে শাহজাহানকে ধরার দাবি। আজ সংসদের কমিটির সামনে হাজিরা দেবেন মুখ্যসচিব, DG-সহ ৫ আমলা? ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
     
      আজ সন্দেশখালি যাবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। ‘মানুষের আওয়াজ চাপার চেষ্টা’, বিজেপির জাতীয় অধিবেশনের প্রস্তাবে সন্দেশখালি।  

  •  ‘তিলকে তাল বানানো হচ্ছে’, ফের বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। সন্দেশখালি নিয়ে আজ সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলার শুনানি।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.