West Bengal News Live: ফের উত্তপ্ত সন্দেশখালির বেড়মজুর, তৃণমূলের নব নিযুক্ত অঞ্চল আহ্বায়কের বাড়ি লাগোয়া খড়ের গাদায় আগুন
West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, সোমবার সকালে যে খবরগুলিতে থাকবে নজর ..
ভোট দিতে বাড়ি থেকে বের হলে হাত কেটে নেওয়া হবে, হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।
শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও বাধা নেই, সন্দেশখালি মামলায় জানিয়ে দিল হাইকোর্ট
এবার সন্দেশখালির অশান্তির পিছনে 'বহিরাগত তত্ত্ব' ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার। বললেন, 'কলকাতা থেকে লোক ভাড়া করে নিয়ে আসছে... পিছন থেকে বিজেপি সিপিআইএম উস্কানি দিচ্ছে।' তাঁর মতে, সন্দেশখালি নিয়ে আজ যত খবর প্রকাশ হচ্ছে, তার ৯০ শতাংশই মিথ্যা। ঘটনাচক্রে এমন দিনে তিনি এই মন্তব্য করলেন যখন সন্দেশখালিকাণ্ডে এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র বিরুদ্ধে পুলিশি তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
'জমি লুঠ হয়েছিল, বিধানসভায় বারবার জানিয়েছি। শেখ শাহজাহানের বিরুদ্ধে বারবার জানিয়েছি', তৃণমূলের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি জেলবন্দি নিরাপদ সর্দারের।
সন্দেশখালি ইস্যুতে মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে ধর্নায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সকাল থেকে ফের উত্তপ্ত সন্দেশখালির বেড়মজুর। এবার তৃণমূলের নব নিযুক্ত অঞ্চল আহ্বায়ক হলধর আড়ির বাড়ি লাগোয়া খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হল
অজিত মাইতি, হলধরের পর গ্রামবাসীদের রোষানলে বেড়মজুরের পোলপাড়ায় আরও এক তৃণমূল নেতা। পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বাড়িতে হামলা, ভাঙচুর। জোর করে আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে এসপি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও বাধা নেই, সন্দেশখালি মামলায় জানিয়ে দিল হাইকোর্ট। 'সন্দেশখালির মাস্টারমাইন্ডের গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ নেই', ২৪ ঘণ্টার মধ্যেই অভিষেকের 'আড়াল' তত্ত্ব খারিজ হাইকোর্টে
সন্দেশখালিতে জনরোষ, এবার সওকতের মুখে উস্কানির তত্ত্ব, কলকাতা থেকে লোক ভাড়া করে নিয়ে গিয়ে বিক্ষোভের তত্ত্ব!
এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র বিরুদ্ধে গোটা তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। 'রাজ্য সরকারের বড় ধাক্কা। বাংলায় স্বাধীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যমকে আরও এগিয়ে যাওয়ার জন্য আমাদের দাবি আরও জোরাল হবে', এক্স হ্যান্ডেলে পোস্ট সুকান্ত মজুমদারের।
দলীয় পদ থেকে সরানোর পরেই গ্রেফতার হলেন সন্দেশখালির তৃণমূল নেতা অজিত মাইতি। আজ আদালত তাঁকে ৫ দিনের পুলিশ হেফাজতরে নির্দেশ দেয়।
'শেখ শাহজাহান গ্রেফতার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টি আটকে ছিল। তার সুযোগ নিয়ে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ', দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের
সন্দেশখালি ইস্যুতে মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে ধর্নায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
হাইকোর্টে জয়, এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র বিরুদ্ধে পুলিশি তদন্তে স্থগিতাদেশ। স্বাগত জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর পশ্চিমবঙ্গ সরকারের আক্রমণ ভোঁতা হয়ে গেছে। হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাই', সোশাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর
সন্দেশখালিকাণ্ডে সুমন দে-র বিরুদ্ধে পুলিশের এফআইআর, ধাক্কা রাজ্যের, জয় এবিপি আনন্দের। এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ। গোটা তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ। নির্দেশ হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দর। যে ধারায় মামলা হয়েছে, সেটার গ্রহণযোগ্যতা নেই, মন্তব্য হাইকোর্টের। রাজ্য এটা অস্বীকার করতে পারবে না যে, চ্যানেল সঙ্গে সঙ্গে ভুল শুধরে বারবার সম্প্রচার করেছে, মন্তব্য বিচারপতির। আবেদনকারীর আইনজীবীর কাছে এফআইআর দেখতে চাইলেন বিচারপতি।
'শেখ শাহজাহান গ্রেফতার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টি আটকে ছিল। তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্টে সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ', ৭ দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে, সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের।
শেখ শাহজাহানের বিরুদ্ধে তিনটি এফআইআর। শিবু হাজরা, উত্তম সর্দার-সহ ৮ জনের নামে এফআইআর। ১৯ ফেব্রুয়ারি সন্দেশখালি থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এফআইআর। ২৪ ফেব্রুয়ারি ভাঙচুর, মারধর, অশান্তির অভিযোগে এফআইআর। জমি জবরদখলের অভিযোগে গতকাল শেখ শাহজাহানের বিরুদ্ধে পৃথক একটি এফআইআর।
সন্দেশখালিতে এবার শেখ শাহজাহানের সমর্থনে পোস্টার। অটো, টোটো, বাস ও দেওয়ালে 'বাঘের' সমর্থনে পোস্টার। সন্দেশখালি যুব তৃণমূলের নামে পোস্টার।
২০১৬-র আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল।
শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও বাধা নেই। সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করল হাইকোর্ট। শেখ শাহজাহানকে পার্টি করার বিষয়টি ২টি সংবাদপত্রে নোটিস দিয়ে জানাবে হাইকোর্ট। শেখ শাহজাহানকে গ্রেফতারিতে আদালতের কোনও স্থগিতাদেশ নেই, জানালেন প্রধান বিচারপতি। রাজ্য পুলিশ, সিবিআই, ইডি-কেও মামলায় পার্টি করার নির্দেশ।
অর্জুন সিংয়ের নামে এই ফ্লেক্স ঘিরেই আরও একবার সামনে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের কটাক্ষ, বাঘ তো বনে-জঙ্গলে থাকে, শহরে তার জায়গা নেই। 'উত্তরপ্রদেশ, গুজরাতের মতো বিজেপি-শাসিত রাজ্যে জঙ্গল আছে'। কিন্তু বাংলায় জঙ্গলরাজের অবসান ঘটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং-কে বিজেপির সাংসদ বলেও কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক। ২০১৯-র মতো এবারও ব্যারাকপুরের মানুষ বিজেপিকেই ভোট দেবে বলে দাবি করেছে গেরুয়া শিবিরঅর্জুন সিংয়ের প্রতিক্রিয়া এখনও মেলেনি ।
শুরুর ২ ঘণ্টা আগে আইএসসি-র কেমিস্ট্রি পরীক্ষা স্থগিত। অনিবার্য কারণ দেখিয়ে কেমিস্ট্রির ফার্স্ট পেপারের পরীক্ষা স্থগিত করল বোর্ড। পরীক্ষাটি হবে ২১ মার্চ, বৃহস্পতিবার, বিজ্ঞপ্তি বোর্ডের
অজিত মাইতি, হলধরের পর গ্রামবাসীদের রোষানলে বেড়মজুরের আরও এক তৃণমূল নেতা।পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বাড়িতে হামলা, ভাঙচুর। জোর করে আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে এসপি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
বেড়মজুরে ফের বিক্ষোভের আগুন। তৃণমূল নেতা পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বিরুদ্ধে বিক্ষোভ। তৃণমূল নেতা শঙ্কর সর্দারকে গ্রেফতারের দাবি স্থানীয় মহিলাদের। শঙ্কর সর্দারের বাড়ি ভাঙচুর স্থানীয়দের। এলাকায় আদিবাসীদের জমি দখলের অভিযোগ তৃণমূল নেতা শঙ্কর সর্দারের বিরুদ্ধে
বারাসাত আদালতে (Barasat Court) শেখ শাহজাহানের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল। আগামী ১৫ মার্চ হবে জামিনের আবেদনের শুনানি। জামিনের আবেদনের কপি মেলেনি, আদালতে জানিয়েছেন ইডি-র আইনজীবী। কপি দিতে হবে ইডি-কে, নির্দেশ আদালতের। ন্যাজাট থানায় শেখ শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে জামিন-আর্জি শেখ শাহজাহানের।
সন্দেশখালিতে এবার শেখ শাহজাহানের সমর্থনে পোস্টার। অটো, টোটো, বাস ও দেওয়ালে 'বাঘের' সমর্থনে পোস্টার। সন্দেশখালি যুব তৃণমূলের নামে পোস্টার।
গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । সন্দেশখালির ঘটনার প্রতিবাদে ধর্নায় বসতে চান সুকান্ত মজুমদার । ২৬-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ধর্না । গতকাল বিজেপির ধর্নায় বসতে চাওয়ার আবেদন খারিজ করেছে পুলিশ । 'একই জায়গায় ১২ দিন ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী', বিরোধীদের কেন আটকানো হচ্ছে ? প্রশ্ন বিজেপির আইনজীবীর । আগামীকাল এই আবেদনের শুনানি
এবার ইডি-র নজরে ৫৩ দিন ধরে অন্তরালে থাকা শেখ শাহজাহানের ভেড়ির ব্যবসা। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তাদের কাছে প্রাণসংশয়ের আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল নেতার ঘনিষ্ঠ চিংড়ি মাছের ব্যবসায়ী। গত শুক্রবার ম্য়াগনাম এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের মালিক অরুণ সেনগুপ্তর বিরাটির বাড়িতে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তার ভিত্তিতেই আজ ওই ব্যবসায়ীকে ইডি-র দফতরে তলব করা হয়েছে। ইডি-র দাবি, ব্যবসায়ী জানান, সন্দেশখালিতে বসেই চিংড়ি মাছের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন শেখ শাহজাহান। ব্যবসায়ীর কোম্পানি কত টাকার মাছ কিনবে, কাদের কাছ থেকে নেবে, মাছের দরদাম কত হবে, সব দেখতেন তৃণমূল নেতা, দাবি ব্যবসায়ীর। তথ্য সামনে আসার পর এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে এই অভিযোগকে হাতিয়ার করতে চাইছে ইডি।
ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। পরশু পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার পর্যন্ত মেঘলা আকাশ থাকার পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া।
ক্ষোভের আগুন (Fire Incident) নিভতে নিভতেও নিভল না সন্দেশখালিতে (Sandeshkhali Violence)। আজ ফের নতুন করে ক্ষোভের আগুন সন্দেশখালির বেড়মজুরে। মূলত বেড়মজুরে তৃণমূল নেতা হলধর আড়ির বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। তৃণমূল নেতা হলধর আড়ির বাড়ি সংলগ্ন খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
দলীয় পদ থেকে সরানোর পরেই গ্রেফতার হলেন সন্দেশখালির তৃণমূল নেতা অজিত মাইতি।
৫৩ দিন ধরে অধরা শেখ শাহজাহান। এবার তাঁর ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সন্দেশখালি থানার পুলিশ। সিরাজের বিরুদ্ধে জমি জবরদখল, মারধর, হুমকি-সহ শতাধিক অভিযোগ জমা পড়েছে পুলিশের ক্যাম্পে। অভিযোগ খতিয়ে দেখে শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যদিও এখনও সিরাজের নাগাল পায়নি পুলিশ। শেখ শাহজাহানের মতো তাঁর ভাইও কেন অধরা, প্রশ্ন তুলছেন সন্দেশখালির বাসিন্দারা।
ঘরের মধ্যে আগুন লেগে মৃত্যু শাশুড়ি এবং জামাইয়ের। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে লিলুয়ার চকপাড়া নতুন পল্লীতে। গুরুতর জখম মেয়েকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে।
এক মুহূর্তে বদলে গেল জীবনটা। আগুনে ঘর তো গেলই, পুড়ল টাকাপয়সা, যা ছিল সঞ্চয়। এভাবে সব কিছু জ্বলে-পুড়ে খাক হয়ে যেতে দেখে অসুস্থ হয়ে পড়লেন কেউ কেউ। জনপ্রতিনিধিরা এসে আশ্বাস দিয়েছেন। তবু এরই মাঝে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ঝুপড়িবাসীরা।
উত্তর ২৪ পরগনার গুমাতে তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুন। গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুন। জন্মদিনের পার্টি চলাকালীন বচসার জেরে গুলি করা হয় বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে অভিযুক্ত গৌতম দাসের সঙ্গে বিজন দাসের পুরনো শত্রুতা ছিল।
উল্টোডাঙা (Ultodanga) পুরনো ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নীচে পড়ল গাড়ি (Accident)। দুটি ঝুপড়ি ঘরের ওপর পড়ে গেল চলন্ত গাড়ি।স্থানীয়দের অভিযোগ, গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন।
এখনও অধরা শেখ শাহজাহান। সন্দেশখালি গিয়ে দায় এড়াতে হিমশিম মন্ত্রী!
মার্চেই কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালি নিয়ে তোলপাড়ের মধ্যেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের দিন ঘোষণার আগেই ১ মার্চ ১০০ কোম্পানি, ৭ মার্চ আসছে আরও ৫০ কোম্পানি।
প্রেক্ষাপট
- মার্চেই কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালি (Sandeshkhali Violence) নিয়ে তোলপাড়ের মধ্যেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের দিন ঘোষণার আগেই ১ মার্চ ১০০ কোম্পানি, ৭ মার্চ আসছে আরও ৫০ কোম্পানি।
অশান্ত বাংলা, উদ্বিগ্ন কমিশন। বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন কমিশন। ৩ মার্চ ফুল বেঞ্চ আসার আগেই আসছে কেন্দ্রীয় বাহিনী। আদর্শ আচরণবিধি চালুর আগে কীভাবে? প্রশ্ন তৃণমূলের।- পুলিশ-বদলিতে কড়া বার্তা। ভোটের আগে পুলিশের বদলি নিয়ে কড়া কমিশন। একই লোকসভা কেন্দ্রের মধ্যে আমলাদের বদলিতে নিষেধাজ্ঞা। পাশের জেলায় বদলির ক্ষেত্রেও একই নির্দেশ।
- এখনও অধরা শেখ শাহজাহান। সন্দেশখালি গিয়ে দায় এড়াতে হিমশিম মন্ত্রী!
সিরাজেই হাফ সেঞ্চুরি পার!সন্দেশখালিতে ড্যামেজ কন্ট্রোলে দুয়ারে পুলিশ! ক্যাম্পে ৭৩টি অভিযোগের মধ্যে সিরাজের বিরুদ্ধেই হাফ সেনচুরি পার!
ভাইয়ের কীর্তি!দাদার পর ফাঁস ভাইয়ের কীর্তি! শেখ শাহজাহান ফ্যান ক্লাবের নামে খেলার মাঠ দখলের পর এবার সিরাজের বিরুদ্ধে জমি হাতিয়ে আস্ত বাজার তৈরির অভিযোগ!
অধরা শেখ শাহজাহান, উধাও দোসর সিরাজও! সন্দেশখালির ক্ষোভের মুখে পুলিশ!
- কোথায় শেখ শাহজাহান? সন্দেশখালির ক্ষোভ সামলাতে গিয়ে ক্ষোভেরই মুখে সুজিত-পার্থ। শিখিয়ে দেওয়া কথার কটাক্ষ করতেই ধেয়ে এল মহিলাদের প্রশ্নবাণ।
- অনুদান নয়, বিচার চায় সন্দেশখালি।
- তৃণমূল নেতাকে তাড়া। দুর্নীতি-দখলদারি থেকে লাগামহীন অত্য়াচার। বেড়মজুরে ফের ঝাঁটা-লাঠি নিয়ে বিক্ষোভ মহিলাদের। শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে তাড়া।
সন্দেশখালিতে ক্ষোভের আগুন। বিঘার পর বিঘা জমি, খাল দখল করে ভেড়ি! এতদিনে হুঁশ ফিরল সরকারের! অবশেষে হাজির সেচ দফতর। ক্যাম্প পুলিশেরও।
- পুলিশের নজর এড়িয়ে হঠাৎ সন্দেশখালিতে মীনাক্ষী। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময় পুলিশের বাধা। ফিরতে হল মাঝপথেই। তৃণমূলকে ছাড় কেন? উঠছে প্রশ্ন।
- নন্দীগ্রামের মতোই সন্দেশখালি? সন্দেশখালির আঁচ কলকাতায়। বিজেপির জোড়া মিছিল। নন্দীগ্রামের সঙ্গে তুলনা টেনে আক্রমণে শুভেনদু। ব্যক্তির উপরে ক্ষোভ, তাহলে মিল কোথায়? পাল্টা কুণাল।
ফের সন্দেশখালিতে এনএইচআরসি। ফের সন্দেশখালিতে জাতীয় মানবাধিকার কমিশন। অভিযোগ শুনলেন গ্রামবাসীদের। গেলেন ২ নম্বর পঞ্চায়েত অফিসে। কথা বললেন বিডিওর সঙ্গেও।
বিক্ষোভের মুখে বিধায়ক! দুয়ারে লোকসভা ভোট। পঞ্চায়েতে খারাপ ফলের জন্য হরিশ্চন্দ্রপুরে তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ দলেরই কর্মীদের! দুই গোষ্ঠীর হাতাহাতি।
উল্টো পথে অধীর? বাংলায় তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে জয়রামের উল্টো সুর অধীরের। কিছুই জানেন না বলে দাবি। জোট নিয়ে ফের সেলিমের সঙ্গে কথা শুরুর দাবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -