West Bengal News Live Updates: ডেঙ্গি আক্রান্ত হয়ে চন্দননগর হাসপাতালের চিকিৎসকের মৃত্যু

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 03 Dec 2024 11:54 PM

প্রেক্ষাপট

বেসরকারি মেডিক্যাল কলেজের মাধ্যমে জাল নথি জমা দিয়ে অনাবাসী কোটায় ডাক্তারি পড়ার অভিযোগ। মে়ডিক্যালে ভর্তি-দুর্নীতির তদন্তে সক্রিয় ইডি। রাজ্যজুড়ে তল্লাশি। ভিনরাজ্যেও অভিযান। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলাকাণ্ডে বিহার থেকে...More

WB News Live: চলচ্চিত্র উৎসবের আগের দিন পরিচালকরাই প্রতিবাদী

চলচ্চিত্র উৎসবের আগের দিন পরিচালকরাই প্রতিবাদী। ৩ মাস পরও কমিটি কোথায়? প্রশ্ন কৌশিক, পরম, শিবপ্রসাদ, অনির্বাণদের। ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত। খোঁজ নিয়ে দেখব, প্রতিক্রিয়া ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের। ফেডারেশনের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের। 'বাইরের কাউকে দিয়ে কাজ করাতে বাধা দিচ্ছে ফেডারেশন'। 'ফেডারেশনের অন্তর্ভুক্ত না হলে কাজ করতে দেওয়া হয় না'। 'প্রত্যেক ফরম্যাটের জন্য টেকনিশিয়ানদের সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে ফেডারেশন'। 'প্রয়োজন না থাকলেও জোর করে টেকনিশিয়ানদের কাজে নিতে হচ্ছে', ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের।