West Bengal News Live Updates: ডেঙ্গি আক্রান্ত হয়ে চন্দননগর হাসপাতালের চিকিৎসকের মৃত্যু

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 03 Dec 2024 11:54 PM
WB News Live: চলচ্চিত্র উৎসবের আগের দিন পরিচালকরাই প্রতিবাদী

চলচ্চিত্র উৎসবের আগের দিন পরিচালকরাই প্রতিবাদী। ৩ মাস পরও কমিটি কোথায়? প্রশ্ন কৌশিক, পরম, শিবপ্রসাদ, অনির্বাণদের। ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত। খোঁজ নিয়ে দেখব, প্রতিক্রিয়া ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের। ফেডারেশনের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের। 'বাইরের কাউকে দিয়ে কাজ করাতে বাধা দিচ্ছে ফেডারেশন'। 'ফেডারেশনের অন্তর্ভুক্ত না হলে কাজ করতে দেওয়া হয় না'। 'প্রত্যেক ফরম্যাটের জন্য টেকনিশিয়ানদের সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে ফেডারেশন'। 'প্রয়োজন না থাকলেও জোর করে টেকনিশিয়ানদের কাজে নিতে হচ্ছে', ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের। 

West Bengal News Live: প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায়, পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল ED, নাম রয়েছে 'লিপস অ্যান্ড বাউন্ডস'-এর

প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায়, পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল ED। যেখানে নাম রয়েছে 'লিপস অ্যান্ড বাউন্ডস'-এর। চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় পরিচালিত একাধিক কোম্পানির নামও রয়েছে। সূত্রের দাবি, তাঁর জামাইয়ের নামও ED-র চার্জশিটে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে ১০ হাজার পাতার নথি পেশ করে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। 

WB News Live: তারাতলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় মহিলার পচাগলা দেহ উদ্ধার

তারাতলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় মহিলার পচাগলা দেহ উদ্ধার। দেহ উদ্ধার করল তারাতলা থানা, পাঠানো হল ময়নাতদন্তের জন্য। তারাতলা থেকে মাঝেরহাট স্টেশনের মাঝে রেললাইনের পাশে পড়ে ছিল দেহ। রেল পুলিশের থেকে খবর পেয়ে দেহ উদ্ধার করল পুলিশ। 

West Bengal News Live: রাজ্য বিধানসভায় পাস ওয়াকফ বিল বিরোধী প্রস্তাব

রাজ্য বিধানসভায় পাস ওয়াকফ বিল বিরোধী প্রস্তাব। বিজেপির ওয়াকআউট, বিরোধী শূন্য বিধানসভায় পাস। তৃণমূলের ওয়াকফ বিলের বিরোধিতা নিয়ে প্রশ্ন শুভেন্দুর। ওয়াকফ বিল নিয়ে মিথ্যা বলেছেন মুখ্যমন্ত্রী, আক্রমণ বিরোধী দলনেতার। রাজ্যে পাল্টা সনাতনী বোর্ড তৈরির প্রস্তাব শুভেন্দুর। বিধানসভার ওয়েলে নেমে স্লোগান বিজেপির। শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার দাবি আইনমন্ত্রীর। 

WB News Live: রাজ্যে বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে বড়সড় দুর্নীতির অভিযোগ

রাজ্যে বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল। জাল নথি তৈরি করে NRI কোটায় ভর্তি হয়েছে অযোগ্যরা। নেপথ্যে রয়েছে বড় অঙ্কের টাকার লেনদেন। এমনই অভিযোগে আজ কলকাতা-সহ রাজ্যের সাতটি বেসরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি অভিযান চালাল ইডি। 

West Bengal News Live: ছাত্র ভোটের দাবিতে এসএফআইয়ের বিক্ষোভে তুলকালাম

অবিলম্বে ছাত্র ভোটের দাবিতে এসএফআইয়ের বিক্ষোভে তুলকালাম। বেথুন কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল। ইউনিয়ন ফি বাবদ নেওয়া টাকার হিসেব দেওয়ার দাবিতে বিক্ষোভ। 

WB News Live: তিনিই দলের শেষকথা, ফের বুঝিয়ে দিলেন মমতা

তিনিই দলের শেষকথা, ফের বুঝিয়ে দিলেন মমতা। সৌগত-হুমায়ুনদের অভিষেক-সওয়ালের পরেই কড়া বার্তা মমতার। 'কে কী বলছেন জানার দরকার নেই, আমিই শেষ কথা। আমি চেয়ারপার্সন, দল পরিচালনায় আমিই শেষ কথা, বিধানসভায় বিধায়কদের সঙ্গে বৈঠকে বুঝিয়ে দিলেন তৃণমূলনেত্রী। 'আমি দলের চেয়ারপার্সন, সুব্রত বক্সী রাজ্য সভাপতি, ছাব্বিশের ভোটের আগে দলের রাশ নিয়ে কড়া বার্তা মমতার। নাম না করে আইপ্যাক নিয়েও বিধায়কদের কড়া বার্তা তৃণমূলনেত্রীর। কোনও সমীক্ষক সংস্থা ফোন করে তথ্য চাইলে দেবেন না, প্রয়োজনে ফোন ধরবেন না, বিধায়কদের কড়া নির্দেশ মমতার। 'আজ যে মন্ত্রী, কাল সে বিধায়ক, আজ যে বিধায়ক, কাল সে মন্ত্রী', মন্ত্রী হলেই মাতব্বর নয়, বিধায়কদের বৈঠকে বুঝিয়ে দিলেন মমতা। 

West Bengal News Live: গল্ফ গ্রিন থানার ওসি ক্লোজ

গল্ফ গ্রিন থানার ওসি ক্লোজ। গল্ফ গ্রিন থানার ওসি করুণাশঙ্কর সিংহ। তাঁকে ক্লোজ করে পাঠানো হল লালবাজারে। গল্ফ গ্রিন থানার দায়িত্বে অরুণ কুমার সিংহ। গল্ফ গ্রিন থানার অতিরিক্ত ওসিকেই আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে। 

WB News Live: চলচ্চিত্র উৎসবের আগের দিন পরিচালকরাই প্রতিবাদী

চলচ্চিত্র উৎসবের আগের দিন পরিচালকরাই প্রতিবাদী। ৩ মাস পরও কমিটি কোথায়? প্রশ্ন কৌশিক, পরম, শিবপ্রসাদ, অনির্বাণদের। ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত। খোঁজ নিয়ে দেখব, প্রতিক্রিয়া ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসে। ফেডারেশনের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের। 'বাইরের কাউকে দিয়ে কাজ করাতে বাধা দিচ্ছে ফেডারেশন। ফেডারেশনের অন্তর্ভুক্ত না হলে কাজ করতে দেওয়া হয় না। প্রত্যেক ফরম্যাটের জন্য টেকনিশিয়ানদের সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে ফেডারেশন। প্রয়োজন না থাকলেও জোর করে টেকনিশিয়ানদের কাজে নিতে হচ্ছে', ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের। 

West Bengal News Live: আরও ভয়াবহ ডেঙ্গি, এবার প্রাণ কাড়ল চিকিৎসকেরও

আরও ভয়াবহ ডেঙ্গি, এবার প্রাণ কাড়ল চিকিৎসকেরও। ডেঙ্গি আক্রান্ত হয়ে চন্দননগর হাসপাতালের চিকিৎসকের মৃত্যু। ২৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত ছিলেন চিকিৎসক স্বাতী দে। প্লেটলেট নামতে শুরু করলে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে। আইসিইউতে ভর্তি করেও হল না শেষরক্ষা, আজ ভোররাতে মৃত্যু। 

WB News Live: NRI কোটায় মেডিক্যালে ভর্তিতে 'দুর্নীতি', রাজ্য জুড়ে ED-র তল্লাশি

NRI কোটায় মেডিক্যালে ভর্তিতে 'দুর্নীতি', রাজ্য জুড়ে ED-র তল্লাশি। সকাল থেকে যাদবপুরে KPC মেডিক্যালে ED-র ম্যারাথন তল্লাশি। KPC মেডিক্যালের অধ্যক্ষ, CEO-সহ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ। ডাক্তারির পড়ুয়াদের ভর্তি সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করল ED। সল্টলেক, হলদিয়া, বর্ধমান, দুর্গাপুর, পানাগড়, বজবজেও তল্লাশি। 

West Bengal News Live: প্রাথমিক নিয়োগে ED-র চার্জশিটে 'লিপস অ্যান্ড বাউন্ডস'

প্রাথমিক নিয়োগে ED-র চার্জশিটে 'লিপস অ্যান্ড বাউন্ডস'। নিয়োগ দুর্নীতি মামলায় ED-র সাপ্লিমেন্টারি চার্জশিট। নিয়োগ দুর্নীতিতে লিপস অ্যান্ড বাউন্ডসের বিরুদ্ধে চার্জশিট। ED-র চার্জশিটে পার্থ পরিচালিত একাধিক 'ভুয়ো' কোম্পানি। ED-র চার্জশিটে 'কালীঘাটের কাকু' পরিচালিত একাধিক কোম্পানি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নামও ED-র চার্জশিটে। ED-র চার্জশিটে বেঙ্গল মার্লিনের কর্ণধার সুশীল মোহতারও নাম। ব্যক্তি-সংস্থা মিলিয়ে ২৯জনের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির চার্জশিট, খবর সূত্রের। কোটি কোটি টাকার লেনদেন, ১০ হাজার পাতার নথি পেশ ED-র। ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে চার্জশিট পেশ কেন্দ্রীয় এজেন্সির। 

WB News Live: মিথ্যে মামলায় বাবাকে ফাঁসানোর অভিযোগ, আত্মঘাতী মেয়ে

মিথ্যে মামলায় বাবাকে ফাঁসানোর অভিযোগ, আত্মঘাতী মেয়ে। নবম শ্রেণির ছাত্রীর মৃত্যুতে উত্তপ্ত লেকটাউনের দক্ষিণদাঁড়ি। পকসো মামলায় বাবাকে ফাঁসানোর অভিযোগ, লজ্জায় আত্মঘাতী মেয়ে। বাবাকে না ছাড়া পর্যন্ত কিশোরীর দেহ বের করতে পুলিশকে বাধা স্থানীয়দের। 

West Bengal News Live: পেট্রাপোলে দাঁড়িয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন বাংলাদেশের হিন্দুরা

বাংলাদেশে লাগাতার হিন্দু নিপীড়ন। মারধর থেকে লুঠপাট, বাড়িতে হামলা চলছে। নির্বিকার প্রশাসন। পেট্রাপোলে দাঁড়িয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন বাংলাদেশের হিন্দুরা। 

WB News Live: আবাসে 'দুর্নীতি', সিউড়িতে বিজেপির অভিযান ঘিরে তুলকালাম

আবাসে 'দুর্নীতি', সিউড়িতে বিজেপির অভিযান ঘিরে তুলকালাম। বিডিও অফিসে ঢুকতে বাধা, জোর করে দরজা খুলে ঢুকল বিজেপি। অফিসের মধ্যেই বিডিও-র সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি নেতারা। কঠিন করে বললে সেই ভাষাতেই জবাব, হুঁশিয়ারি বিজেপি জেলা সভাপতির। ধমকাচ্ছেন কেন?বিজেপি নেতাদের পাল্টা সিউড়ির ১ নম্বর ব্লকের বিডিও। 

West Bengal News Live: চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীদের ওপর হামলা নিয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারীর

বাংলাদেশে টার্গেট হিন্দুরা, এখনও জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। প্রতিবাগে টালিগঞ্জ ফাঁড়িতে বিক্ষোভ-মিছিল কংগ্রেসের। সময় এসেছে, রাজনীতির রং ভুলে বিশ্বের হিন্দুরা সবাই একজোট হন। চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীদের ওপর হামলা নিয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। অশান্ত বাংলাদেশ, শান্তিরক্ষা বাহিনীর সওয়াল মমতার। কেন্দ্রের কাছে শান্তিরক্ষা বাহিনীর সওয়াল শুভেন্দুরও। 

WB News Live: বেফাঁস মন্তব্য নিয়ে নেত্রীর কড়া বার্তার পরে সুর নরম হুমায়ুনের

বেফাঁস মন্তব্য নিয়ে নেত্রীর কড়া বার্তার পরে সুর নরম হুমায়ুনের। 'যা বলেছি ভুল বলেছি, অনিচ্ছাকৃত ভুল করেছি', মমতার কড়া বার্তার পরে ভুল কবুল ভরতপুরের তৃণমূল বিধায়কের। 

West Bengal News Live: টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ফের অসন্তোষের মেঘ

টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ফের অসন্তোষের মেঘ। প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের। সমস্যা সমাধান নিয়ে কমিটি গঠন করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কমিটিতে প্রসেনজিৎ, দেব, গৌতম ঘোষ ও ২ মন্ত্রী ছিলেন। এখনও সমস্যার কোনও সমাধান হয়নি, দাবি ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের। 

WB News Live: ছাত্র ভোটের দাবিতে এসএফআইয়ের বিক্ষোভে তুলকালাম

অবিলম্বে ছাত্র ভোটের দাবিতে এসএফআইয়ের বিক্ষোভে তুলকালাম। বেথুন কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল। ইউনিয়ন ফি বাবদ নেওয়া টাকার হিসেব দেওয়ার দাবিতে বিক্ষোভ। 

West Bengal News Live: তিনিই দলের শেষকথা, ফের বুঝিয়ে দিলেন মমতা

তিনিই দলের শেষকথা, ফের বুঝিয়ে দিলেন মমতা। সৌগত-হুমায়ুনদের অভিষেক-সওয়ালের পরেই কড়া বার্তা মমতার। 'কে কী বলছেন জানার দরকার নেই, আমিই শেষ কথা। আমি চেয়ারপার্সন, দল পরিচালনায় আমিই শেষ কথা', বিধানসভায় বিধায়কদের সঙ্গে বৈঠকে বুঝিয়ে দিলেন তৃণমূলনেত্রী। 

প্রেক্ষাপট

বেসরকারি মেডিক্যাল কলেজের মাধ্যমে জাল নথি জমা দিয়ে অনাবাসী কোটায় ডাক্তারি পড়ার অভিযোগ। মে়ডিক্যালে ভর্তি-দুর্নীতির তদন্তে সক্রিয় ইডি। রাজ্যজুড়ে তল্লাশি। ভিনরাজ্যেও অভিযান। 

কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলাকাণ্ডে বিহার থেকে গ্রেফতার আরও ১। শ্যুটারকে ঘটনাস্থলে স্কুটারে নিয়ে আসার অভিযোগ ধৃতের বিরুদ্ধে। ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে কলকাতায়। 

আর জি কর-কাণ্ডের ৪ মাসেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলে অভীকের প্রত্যাবর্তন! মেডিক্যাল কাউন্সিলের সামনে রাতভর বিক্ষোভ চিকিৎসকের । পুলিশ ত্রিপল খুলতে গেলে বাগবিতণ্ডা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.