West Bengal News Live Updates: কীভাবে মৃত্যু অনামিকার? যাদবপুরের ঝিলে নামল ডুবুরি, তল্লাশিতে মিলল একজোড়া জুতো

WB News Live Updates: সব জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

Advertisement

ABP Ananda Last Updated: 17 Sep 2025 11:53 PM

প্রেক্ষাপট

পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ঠিকাদার সংস্থার ম্যানেজার। থমথমে হাসপাতাল। ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন। কাল ১২ ঘণ্টার বন্‍ধ ডাকল SUCI. পাঁশকুড়াকাণ্ডে ধৃত অভিযুক্তর সঙ্গে ঘনিষ্ঠতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর...More

West Bengal News Live: পার্থর নাম করে তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

এবার পার্থর নাম করে তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। 'পার্থর যা অবস্থা হয়েছে, আগামী দিনে আপনাদেরও তাই হবে', বেহালার সভা থেকে তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতার। 

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.