West Bengal News Live: আজ মালদায় আসার আগে ফের প্রধানমন্ত্রীর নিশানায় তৃণমূল

WB News Live: সব জেলার গুরুত্বপূর্ণ সমস্ত খবর দেখুন একনজরে।

Advertisement

ABP Ananda Last Updated: 17 Jan 2026 04:01 PM

প্রেক্ষাপট

তৃণমূলের অপশাসনে তিতিবিরক্ত পশ্চিমবঙ্গ, এখন প্রত্যাখ্যানের জন্যে তৈরি। মালদায় আসার আগে ফের চড়া সুর প্রধানমন্ত্রীর। মানুষ বিজেপিকে চায় বলে দাবি। ভোটের আগে ফের রাজ্যে প্রধানমন্ত্রী। সূচনা করবেন হাওড়া-গুয়াহাটি প্রথম বন্দে ভারত...More

WB News Live: বেলডাঙায় অশান্তি নিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের

বেলডাঙায় অশান্তি নিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের। 'বেলডাঙায় অশান্তিতে ইন্ধন বিজেপির'। 'অশান্তিতে মদত দিচ্ছে এক গদ্দারও'। নাম না করে হুমায়ুন কবীরকে নিশানা অভিষেককে। 'ধর্মে ধর্মে বিভাজনকারীদের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে'। 'বিজেপির বিভাজনের রাজনীতি রুখতে হবে'। 'বেলডাঙায় গতকাল ও আজ আক্রান্ত সংবাদমাধ্যম'। 'প্রশাসনকে আইননত পদক্ষেপ করতে বলেছি'। 'আজ যিনি বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছেন, তিনি আগে বিজেপির প্রার্থী ছিলেন।' 

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.