West Bengal News LIVE Updates: মথুরাপুরে তৃণমূলে যোগ বাম-বিজেপি কর্মীদের

West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...

ABP Ananda Last Updated: 07 Jun 2024 11:24 PM
West Bengal News LIVE Updates:প্রতিবাদ জানাতে গিয়ে মেদিনীপুরে গ্রেফতার হলেন বিজেপি নেতা

তৃণমূলের বিরুদ্ধে বাড়িতে বোমা মারার অভিযোগে প্রতিবাদ জানাতে গিয়ে মেদিনীপুরে গ্রেফতার হলেন বিজেপি নেতা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। পুলিশ সুত্রে খবর, পুরনো একটি মামলায় বেশ কিছুদিন ধরে ফেরার ছিলেন ওই নেতা। কারও বিরুদ্ধে মামলা থাকলে পুলিশ ব্যবস্থা নেবেই, প্রতিক্রিয়া তৃণমূলের।

WB News LIVE Updates:বরানগরে প্রোমোটারের মৃত্যু ঘিরে রহস্য

বরানগরে প্রোমোটারের মৃত্যু ঘিরে রহস্য। বালি ব্রিজের ওপর উদ্ধার বাইক। দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে উদ্ধার দেহ। পরশু থেকে নিখোঁজ ছিলেন প্রোমোটার। কী কারণে মৃত্যু, তদন্তে পুলিশ। 

West Bengal News LIVE Updates:শান্তিপুর কলেজের অধ্যাপককে মারধর করার অভিযোগ উঠল টিএমসিপির বিরুদ্ধে

শান্তিপুর কলেজের অধ্যাপককে মারধর করার অভিযোগ উঠল টিএমসিপির বিরুদ্ধে। কলেজের ভিতরেই ঘর থেকে ডেকে বাইরে এনে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন আক্রান্ত অধ্যাপক।এদিকে অধ্য়াপকের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করেছে টিএমসিপি। 

WB News LIVE Updates:এবার অধ্যাপকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে

এবার অধ্যাপকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর কলেজে অধ্যাপকের বিরুদ্ধে বিক্ষোভ, ছাত্র-ছাত্রীদের বচসা। বচসার জেরে ধস্তাধস্তি, অধ্যাপকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ছাত্রীর শ্লীলতাহানি করেছেন অধ্যাপক, সেইজন্যই হাতাহাতি, পাল্টা দাবি তৃণমূল ছাত্র পরিষদের। 

West Bengal News LIVE Updates: কলকাতা উত্তরে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনগুলিতে অটো-বাইক নিয়ে মিছিল

লোকসভা ভোটে কলকাতা উত্তরে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনগুলিতে অটো-বাইক নিয়ে মিছিল তৃণমূল কংগ্রেসের। ডিজে বাজিয়ে মিছিল তৃণমূল কংগ্রেসের, খেলা হবে স্লোগান। পরপর তিনটি বহুতলে কয়েকশো বাইক ও অটো নিয়ে মিছিল। সান সিটি, মার্লিন, নর্দার্ন হাইট বহুতলে বৃহস্পতিবার বিকেলে মিছিল। 

WB News LIVE Updates:মেয়রের কাছে পদত্যাগপত্র পাঠালেন কলকাতার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

 


২০ নম্বর ওয়ার্ডে সুদীপের লিড মাত্র ২১৭, পদত্যাগপত্র পাঠালেন কাউন্সিলর। মেয়রের কাছে পদত্যাগপত্র পাঠালেন কলকাতার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মেয়র ফিরহাদ হাকিম, চেয়ারপার্সন মালা রায়ের কাছে পদত্যাগপত্র পাঠালেন বিজয় উপাধ্যায়। দলীয় স্তরেও পদত্যাগপত্র পাঠালেন তৃণমূল কাউন্সিলর বিজয় উপাধ্যায়। 

West Bengal News LIVE Updates:ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের নোটিস ইডি-র

ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের নোটিস ইডি-র । ১৯ জুন অভিনেত্রীকে ইডি দফতরে হাজিরার নির্দেশ। এর আগে সময় চেয়েছিলেন ঋতুপর্ণা। বিদেশে আছেন, ৬ জুনের পর হাজিরার জন্য সময় দেওয়া হোক, জানিয়েছিলেন ঋতুপর্ণা। রেশন বণ্টন দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের তথ্য সামনে রেখে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। 

WB News LIVE Updates: শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ব্যাহত রেল পরিষেবা

প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ব্যাহত রেল পরিষেবা। তার জেরে অফিস টাইমে চরম ভোগান্তি। কোথাও সংক্ষিপ্ত রুট, সেইসঙ্গে দেরিতে ঢুকছে ট্রেন। শিয়ালদা সেকশনে প্রতিদিনের ৮৯৪টির বদলে আজ চলছে ৮০৬টি ট্রেন। ৮০৬টি ট্রেনের মধ্যে ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। দমদম, দমদম ক্যান্টনমেন্ট এবং বারাসাত পর্যন্ত যাতায়াত করছে ট্রেনগুলি। চারটি দূরপাল্লার ট্রেন শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে যাতায়াত করবে। যাত্রী ভোগান্তি কমাতে, পরিবহণ দফতরের কাছে বেশি বাস চালানোর অনুরোধ জানিয়েছে রেল। 

West Bengal News LIVE Updates: 'একটা ভুল নিশ্চয়ই আমাদের হয়েছে', দিলীপের পাশে BJP বিধায়ক


দিলীপের পাশে এবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। উনি হিমালয়ের মতো, একটা ভুল নিশ্চয়ই আমাদের হয়েছে. মন্তব্য বিজেপি বিধায়কের। 

WB News LIVE Updates: ফের আক্রমণ দিলীপ ঘোষের

গত ১ বছর ধরে সম্পূর্ণ সময় মেদিনীপুরে দিয়েছিলাম। টাকা পয়সা সময় সব দিয়েছি। আমাকে লড়তে দেওয়া হয়নি। তার রেজাল্ট সবাই দেখে নিয়েছে। ফের আক্রমণ দিলীপ ঘোষের। 

West Bengal News LIVE Updates: বিজেপির হাতে তৃণমূলের কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনায় উত্তেজনা হাওড়ার বেলুড়ের রাজেন শেঠ লেন এলাকায়।

বিজেপির হাতে তৃণমূলের কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনায় উত্তেজনা হাওড়ার বেলুড়ের রাজেন শেঠ লেন এলাকায়। এলাকার এক মাছ ব্যবসায়ী তৃণমূল কর্মী ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় অভিযোগ স্থানীয় বিজেপি কর্মী রাজ বৈদ্য, তিলক দাস সহ অন্য কয়েক জন বিজেপি কর্মীরা  ফল ঘোষনার আগে থেকে তাকে মারার হুমকি দিতে থাকে ।  এমনকি তার মাছের ব্যবসা ও বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তারা ।  এই ভয়ে গত কয়েক দিন  সে মাছ বিক্রি করতে বসেনি। তার অভিযোগ আজ সকালে সে বসলে তার ওপর আক্রমন চালায় ওই অভিযুক্তরা ।  

WB News LIVE Updates: চারটি দূরপাল্লার ট্রেন এই সময়ে শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে

জুলাই মাস থেকে শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ১২ কামরার ট্রেন। তার জন্য প্ল্যাটফর্মগুলিকে উপযোগী করে তোলা হবে। ফলে বেশ কিছু লোকাল ট্রেন দমদম স্টেশন পর্যন্ত যাতায়াত করবে। চারটি দূরপাল্লার ট্রেন এই সময়ে শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস, আসানসোল এক্সপ্রেস ছাড়বে কলকাতা স্টেশন থেকে। স্টেশন বদলে গেলেও প্রতিটি ট্রেনের ছাড়ার সময় একই থাকছে। দমদম থেকে কলকাতা পর্যন্ত অতিরিক্ত বাস পরিষেবা দিতে রাজ্যকে অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

West Bengal News LIVE Updates:ভোটের ফল বেরনোর পর, বাঁকুড়ার কোতুলপুরে ফের বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ

কোয়ালপাড়ার পর এবার মাধবগঞ্জ বাজার। ভোটের ফল বেরনোর পর, বাঁকুড়ার কোতুলপুরে ফের বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একটি ভিডিও প্রকাশ করে বিজেপির দাবি, কোতুলপুরের মাধবগঞ্জ বাজারে তাঁদের দলীয় কর্মী পিন্টু মণ্ডলের দোকান ভাঙচুর চালিয়ে মারধর করেছে তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা। প্রশাসনের কাছে এই সংক্রান্ত অভিযোগ জানানো হয়েছে বলেও দাবি জেলা বিজেপি নেতৃত্বের। সৌমিত্র খাঁর দেওয়া টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিজেপির গোষ্ঠীকোন্দল। হামলার অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের। 

WB News LIVE Updates: দল বদলের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতে কর্তৃত্বের বদল

দল বদলের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতে কর্তৃত্বের বদল। লোকসভা ভোটে বাংলায় তৃণমূল ঝড়ের পর কি সেই খেলা শুরু হয়ে গেল? কোচবিহার লোকসভা কেন্দ্র বিজেপির হাতছাড়া হতেই জেলায় গেরুয়া শিবিরে ভাঙন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের খাসতালুকেই তৃণমূলে যোগ দিলেন বিজেপি পরিচালিত ভেটাগুড়ি ২ নম্বর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান-সহ ৯ জন পঞ্চায়েত সদস্য। কোচবিহার লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার হাত ধরে তৃণমূলে যোগ দেন তাঁরা। বিজেপি পরিচালিত ১৮ আসনের ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা তার জেরে ৬ থেকে বেড়ে হল ১৫। আর বিজেপি কমে হল ৩। বিজেপির পঞ্চায়েত প্রধান এখনও তৃণমূলে যোগ দেননি। যদিও শাসক শিবিরের দাবি, অচিরেই সেটাও হয়ে যাবে। বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে তাঁদের পঞ্চায়েত সদস্যদের দল বদলাতে বাধ্য করা হয়েছে। 

West Bengal News LIVE Updates: দিলীপ ঘোষের মুখে এবার দলে ব্রাত্য-তত্ত্ব

কাঠিবাজির অভিযোগ, নির্বাচনী কেন্দ্র বদল নিয়ে উষ্মা প্রকাশের পর দিলীপ ঘোষের মুখে এবার দলে ব্রাত্য-তত্ত্ব। প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির বক্তব্য, গত ৪ বছর ধরে তিনি পার্টির কোনও প্রোগ্রামে যান না। সেই সঙ্গে দিলীপ ঘোষের অভিযোগ, দলের তরফে তাঁকে ডাকা হয় না। তাঁর মতামতও নেওয়া হয় না। মেদিনীপুর কেন্দ্রে সাংসদের যথাযথ দায়িত্ব পালন করা সত্ত্বেও, তাঁকে ওই আসনে লড়তে দেওয়া হয়নি। ফের এই অনুযোগ শোনা গেল দিলীপ ঘোষের মুখে। 

WB News LIVE Updates: বিপর্যয়ের পরেও বর্তমানের বড়াই নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তন

বিপর্যয়ের পরেও বর্তমানের বড়াই নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তন। ঘুরপথে সুকান্ত মজুমদারদের নেতৃত্ব নিয়েই কি প্রশ্ন তুলে দিলেন দিলীপ ঘোষ? প্রশ্ন উঠছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থীর মন্তব্যে। দিলীপ ঘোষের মন্তব্য, উনিশের লোকসভা ভোটে বাংলায় বিজেপি ৪১ শতাংশ ভোট পেয়েছিল। এবার লোকসভা ভোটে কেন তা কমে ৩৮ শতাংশে চলে এল, সেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। দলের সাংসদ, বিধায়ক বেশি থাকা সত্ত্বেও, এবং সর্বোপরি স্বয়ং প্রধানমন্ত্রী রাজ্যে এসে দফায় দফায় সভা, রোড শো করে যাওয়ার পরেও, কেন ভোট কমল, তার পর্যালোচনা হওয়া দরকার বলে মনে করছেন দিলীপ ঘোষ। 

West Bengal News LIVE Updates: তাপের দাপট থেকে রেহাই মিললেও, গুমোট গরমের অস্বস্তি অব্যাহত

উত্তরে বৃষ্টি, দক্ষিণে হাঁসফাঁস গরম। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে ২ থেকে ৩ দিন দেরি হতে পারে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তাপের দাপট থেকে রেহাই মিললেও, গুমোট গরমের অস্বস্তি অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহ শেষে গরম আরও বাড়বে। আজ সন্ধেয় কলকাতা-সহ দুই চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

WB News LIVE Updates: দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে ২-৩দিন দেরি হতে পারে, পূর্বাভাস আবহাওয়া দফতরের

দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে ২-৩দিন দেরি হতে পারে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। তাপের দাপট থেকে রেহাই মিললেও তাই গুমোট গরমের অস্বস্তি অব্যাহত। সপ্তাহ শেষে গরম আরও বাড়ার সম্ভাবনা। আজ কলকাতা, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। 

West Bengal News LIVE Updates: ১২ বগির ট্রেন চালানোর পরিকাঠামো তৈরির জন্য রবিবার দুপুর পর্যন্ত বন্ধ শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম

১২ বগির ট্রেন চালানোর পরিকাঠামো তৈরির জন্য রবিবার দুপুর পর্যন্ত বন্ধ শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। চাপ বাড়ল কলকাতা ও দমদম স্টেশনের ওপর। চারটি দূরপাল্লার ট্রেন শিয়ালদার পরিবর্তে ছাড়বে কলকাতা স্টেশন থেকে। দমদম থেকে অতিরিক্ত বাস পরিষেবা দিতে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে পূর্ব রেল। 

WB News LIVE Updates: লোকসভা ভোটে কেন তা কমে ৩৮ শতাংশে চলে এল, সেই প্রশ্ন তুললেন দিলীপ

উনিশের লোকসভা ভোটে বাংলায় বিজেপি ৪১ শতাংশ ভোট পেয়েছিল। এবার লোকসভা ভোটে কেন তা কমে ৩৮ শতাংশে চলে এল, সেই প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। স্বয়ং প্রধানমন্ত্রী রাজ্যে এসে দফায় দফায় সভা, রোড শো করে যাওয়ার পরেও, কেন ভোট কমল, তার পর্যালোচনা হওয়া দরকার বলে মনে করছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি। 

West Bengal News LIVE Updates: বিধানসভা ভোটে নজরকাড়া ফল করেও, লোকসভা ভোটে মালদায় তৃণমূলের ঝুলি শূন্য

-বিধানসভা ভোটে নজরকাড়া ফল করেও, লোকসভা ভোটে মালদায় তৃণমূলের ঝুলি শূন্য। গোটা রাজ্যে দলের দুর্দান্ত ফলের মধ্যেও, নিজের জেলায় এই বিপর্যয়ের জন্য,  জেলা তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুললেন মৌসম বেনজির নূর। সেই সঙ্গে দলের প্রার্থী নির্বাচন নিয়েও কার্যত প্রশ্ন তুলে দিলেন মালদা জেলা তৃণমূলের প্রাক্তন সভানেত্রী। ২০১৯ এর তুলনায় সাতটি লোকসভা আসন বাড়ালেও, মালদার দুটি কেন্দ্রে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মুর কাছে হারতে হয়েছে ব্যারাকপুরের ভূমিপুত্র, প্রাক্তন IPS প্রসূন বনদ্যোপাধ্যায়কে। মৌসমের দাবি, বহিরাগত প্রার্থী মানতে পারেননি সাধারণ মানুষ। মালদা উত্তরে দ্বিতীয় স্থানে থাকলেও, মালদা দক্ষিণ কেন্দ্রে তৃণমূল রয়েছে তৃতীয় স্থানে। ওই আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। শাহনওয়াজ আলি রায়হানকে দলের প্রার্থী করা নিয়েও উষ্মা প্রকাশ পেয়েছে মৌসমের কথায়। 

WB News LIVE Updates:অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নামে এবার শহর জুড়ে পড়ল পোস্টার

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নামে এবার শহর জুড়ে পড়ল পোস্টার। পোস্টারে লেখা 'দ্য গেম চেঞ্জার দাদা'। পাশে তৃণমূল কংগ্রেসের প্রতীকও রয়েছে। পোষ্টারের নীচে নাম রয়েছে তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডলের তরফে। দক্ষিণ কলকাতার হাজরা মোড়, ভবানীপুর, কালীঘাট রোড, উত্তর কলকাতার কলেজ স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বৃহস্পতিবার চোখে পড়েছে এমনই একাধিক পোস্টার। লোকসভা ভোটে বাংলায় হিট 'দাদার কীর্তি'? দিদি ছাড়াই, শুধু 'দাদা'র নামে পোস্টার ঘিরে জল্পনা 

West Bengal News LIVE Updates: ভোট পরবর্তী হিংসা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্য সরকারকে কড়া ভর্ৎসনা করল হাইকোর্ট

ভোট পরবর্তী হিংসা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্য সরকারকে কড়া ভর্ৎসনা করল হাইকোর্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী ৫ বছর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশের হুঁশিয়ারি দিলেন বিচারপতি কৌশিক চন্দ। আক্রান্তরা যাতে অভিযোগ দায়ের করতে পারেন, তারজন্য এদিন একাধিক নির্দেশ দিয়েছে আদালত। 

WB News LIVE Updates: জেলা থেকে কলকাতা, ভোট পরবর্তী হিংসার অভিযোগে বাংলার রাজনীতিতে চড়ছে উত্তেজনার পারদ

জেলা থেকে কলকাতা, ভোট পরবর্তী হিংসার অভিযোগে বাংলার রাজনীতিতে চড়ছে উত্তেজনার পারদ। নারকেলডাঙায় বিজেপির পার্টি অফিসের সামনে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির ঘাড়ে দায় চাপাল রাজ্যের শাসক দল। এদিকে, ঘরছাড়া আক্রান্ত দলীয় কর্মীদের কলকাতার মাহেশ্বরী ভবনে থাকার ব্যবস্থা করল বঙ্গ বিজেপি। রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে চিঠি লিখলেন শুভেনদু অধিকারী। 

West Bengal News LIVE Updates:বাংলায় বিজেপির ভরাডুবির পর সামনে চলে এসেছে দলের একাংশের তীব্র অসন্তোষ

বাংলায় বিজেপির ভরাডুবির পর সামনে চলে এসেছে দলের একাংশের তীব্র অসন্তোষ। তার আঁচ কি পৌঁছোতে পারে দিল্লি অবধি? বঙ্গ নেতৃত্বকে কি কোনও বার্তা দিতে পারে দিল্লি? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বিজেপির সংসদীয় দলের বৈঠকের জন্য় বৃহস্পতিবার থেকেই দিল্লি পৌঁছোতে শুরু করেছেন বাংলার বিজেপি সাংসদরা।

WB News LIVE Updates: বঙ্গ বিজেপি প্রার্থীরা একে একে বৃহস্পতিবার থেকেই দিল্লিতে পৌঁছোতে শুরু করেছেন

বঙ্গ বিজেপিতে এই তোলপাড়ের মধ্য়েই এরাজ্য়ের নব নির্বাচিত সাংসদদের ডাক পড়েছে দিল্লিতে। ১২ জন জয়ী বিজেপি প্রার্থীরা একে একে বৃহস্পতিবার থেকেই দিল্লিতে পৌঁছোতে শুরু করেছেন। শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে বিজেপির সংসদীয় দলের বৈঠক রয়েছে। সেখানে অন্য়ান্য় রাজ্য়ের পাশাপাশি বাংলার বিজেপি জয়ী প্রার্থীরাও থাকবেন। তবে এবার দিল্লিতে বঙ্গ বিজেপির পাল্লা অনেকটাই হালকা। 

West Bengal News LIVE Updates: হিংসা রুখতে সক্রিয় তৃণমূল

ভোটের পর দিকে দিকে যখন অশান্তির খবর সেই আবহে ব্য়ারাকপুরের ২৪ নম্বর ওয়ার্ডে আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে গেলেন পার্থ ভৌমিক। অন্য়দিকে, অশান্তি রুখতে সন্দেশখালির একাধিক এলাকায় শুরু করা হল মাইকে প্রচার। 

প্রেক্ষাপট

কলকাতা: ভোট পরবর্তী হিংসা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্য সরকারকে কড়া ভর্ৎসনা করল হাইকোর্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী ৫ বছর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশের হুঁশিয়ারি দিলেন বিচারপতি কৌশিক চন্দ। আক্রান্তরা যাতে অভিযোগ দায়ের করতে পারেন, তারজন্য এদিন একাধিক নির্দেশ দিয়েছে আদালত। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.