West Bengal News Live Updates: সামনের মাস থেকেই দুয়ারে সরকার শিবিরে টিকা, মুখের ক্যানসার চোখের পরীক্ষা

West Bengal News Live Updates: স্কুল খোলার দাবিতে জেলায় জেলা বিক্ষোভ। সিদ্ধান্ত জানাতে হাইকোর্টে এক সপ্তাহ সময় চাইল রাজ্য সরকার। ১৫ বছরের নিচে কারও টিকা হয়নি, বিশেষজ্ঞদের মত নেওয়া হচ্ছে, জানাল রাজ্য।

abp ananda Last Updated: 28 Jan 2022 10:00 PM

প্রেক্ষাপট

সন্দীপ সমাদ্দার, আবীর দত্ত, বরাবাজার: সাদা কাগজের ওপর লাল কালিতে লেখা, ‘কিষেণজির (Avenge Kishenji's Death) মৃত্যুর বদলা চাই। আবার কোনওটায় লেখা, শহিদ দিবসে এলাকার মানুষ দলে দলে যোগদান করো। আমরা...More

WB News Live Updates: তেল ভরাতে গিয়ে বাইকে আগুন পেট্রল পাম্পে

বুদবুদে পেট্রল পাম্পে গাড়িতে তেল ভরে স্টার্ট দেওয়ার পর আগুন ধরে যায়। পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।