West Bengal News Live Updates: সামনের মাস থেকেই দুয়ারে সরকার শিবিরে টিকা, মুখের ক্যানসার চোখের পরীক্ষা
West Bengal News Live Updates: স্কুল খোলার দাবিতে জেলায় জেলা বিক্ষোভ। সিদ্ধান্ত জানাতে হাইকোর্টে এক সপ্তাহ সময় চাইল রাজ্য সরকার। ১৫ বছরের নিচে কারও টিকা হয়নি, বিশেষজ্ঞদের মত নেওয়া হচ্ছে, জানাল রাজ্য।
বুদবুদে পেট্রল পাম্পে গাড়িতে তেল ভরে স্টার্ট দেওয়ার পর আগুন ধরে যায়। পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাঁকরাইল থানার অন্তর্গত চুনাভাটি এলাকায় গৃহবধূকে মারধর করে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিলো গত ২০ শে জানুয়ারি।এই ঘটনায় দুষ্কৃতীরা এখনও অধরা।তবে তাদের চিহ্নিত করতে এবার স্কেচ আঁকাল পুলিশ।নির্যাতিতা গৃহবধূর কাছে দুষ্কৃতীদের বর্নণা শুনে দুই দুস্কৃতির স্কেচ আঁকায় পুলিশ।বিভিন্ন থানায় এই স্কেচ পাঠিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে।
পিকআপ ভ্যান উল্টে নয়ানজুলিতে। আহত ২০ জন শ্রমিক। চার জনের আঘাত গুরুতর। আহত দের নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে।
নয়াগ্রামের টুপুরিয়া গ্রামের চল্লিশ জন শ্রমিক পিকআপ ভ্যানে করে পার্শ্ববর্তী ললাট গ্রামে ধান রুইতে গিয়েছিলেন। ফেরার পথে কেশিয়ারি ব্লকের আমতলা গ্রামের কাছে পিকআপ ভ্যান উল্টে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপভ্যানটি নয়নজুলিতে গিয়ে পড়ে।
মিশনে রাঁধুনির রহস্যমৃত্যু। ধুন্ধুমার নিউ টাউনে।
হাওড়ায় কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু ট্র্যাফিক কনস্টেবলের। মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু।
ফেব্রুয়ারি মাস থেকেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে মিলবে করোনা টিকা। করা হবে ডায়াবেটিস, মুখের ক্যানসার, চোখ পরীক্ষাও। দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণের পরিকাঠামো তৈরির নির্দেশ। জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ স্বাস্থ্য দফতরের। ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এই প্রথম দুয়ারে সরকার কর্মসূচিতে টিকাকরণ ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
প্রায় দু’বছর ধরে বন্ধ থাকা খিদিরপুর রুটে ট্রাম চলাচল ফের চালু করার আশ্বাস দিলেন রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি জানিয়েছেন, শীঘ্রই এই বিষয়ে পরিবহণমন্ত্রীকে রিপোর্ট দেবেন তিনি। ২০২০ সালের মে মাসে আমফানের জেরে খিদিরপুর রুটে অধিকাংশ ক্ষেত্রেই ট্রামের ওভারহেডের তার ছিড়ে যায়। তারপর থেকেই এই রুটে ট্রাম চলাচল বন্ধ ছিল। ফের ট্রাম পরিষেবা শুরুর দাবিতে বিক্ষোভও হয়।
পথ দুর্ঘটনায় আহত তৃণমূল বিধায়ক মদন মিত্র। বাইক চালিয়ে বেলঘরিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাইক থেকে পড়ে গিয়ে আহত হন মদন মিত্র।
বাঁকুড়ায় ইটের দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ শ্রমিক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া বিষ্ণুপুর শহরের ১৪নং ওয়ার্ডের গোপালগঞ্জ এলাকায়।
চলতি মাসের ১৩ তারিখ ময়নাগুড়ির দোমোহনি স্টেশন সংলগ্ন মৌয়ামারী গ্রাম এলাকায় গুয়াহাটি গামী বিকানের এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়। এর পর থেকেই স্থানীয় লোকজনের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের দাবি, দুর্ঘটনার পর বেশ কয়েকটি দিন কেটে গেলেও এখনও কানে বাজে সেই চিৎকারের আওয়াজ।
সিস্টার নিবেদিতার ভারতে পদার্পণের ১২৫ বছর। নিবেদিতাকে স্বাগত জানাতে স্বামী বিবেকানন্দ খিদিরপুর ডকে গিয়েছিলেন। নিবেদিতার ভারতে পদার্পণের ১২৫ বছর উপলক্ষ্যে বাগবাজারে নিবেদিতার বসতবাড়িকে রং-তুলিতে সাজিয়ে তোলা হয়েছে। নিবেদিতার জীবনের নানা ঘটনাকে লোকশিক্ষার কাজে ব্যবহার করতেই এই উদ্যোগ। শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের উদ্যোগে এই আয়োজন।
মঙ্গলবার থেকে ফের দর্শনার্থীদের জন্য খুলছে বাগবাজারের মায়ের বাড়ি। সকাল ও দুপুরে দু’দফায় দর্শক প্রবেশে অনুমতি। সকাল ৮.৩০ থেকে ১০.৪৫ পর্যন্ত দর্শনের অনুমতি। দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল ৫.১৫ পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। করোনা বিধি মেনেই বাগবাজার মায়ের বাড়িতে দর্শনার্থী প্রবেশে ছাড়পত্র।
রাজ্যে নতুন করে নোভেল করোনাভাইরাসে সংক্রমিত ৩ হাজার ৮০৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। সুস্থতার হার ৯৬ শতাংশ।
রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের প্যানেল বাতিল। বাতিল করল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। সংরক্ষণ নীতি প্রয়োগ না করে প্যানেল প্রকাশের অভিযোগ। অস্বচ্ছতার অভিযোগ ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের প্রকাশিত চূড়ান্ত প্যানেলে।২০২০ সালের অক্টোবরে চূড়ান্ত প্যানেল প্রকাশিত হয়।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, তাঁর বিভিন্ন রক্ত পরীক্ষার ফল উদ্বেগজনক নয়। রাইস টিউবের মাধ্যমে সন্ধ্যা মুখোপাধ্যায়কে তরল খাবার দেওয়া হচ্ছে। জেনারেল কোভিড বেডে রয়েছেন গীতশ্রী। হাসপাতাল সূত্রে খবর, গতকালের বিপদ এড়ানো গেছে। তবে এখনও লিভারে এনজাইম বেশি আছে। সামান্য অক্সিজেন সাপোর্ট লাগছে। হিমোগ্লোবিন কিছুটা কম। ফুসফুসে সংক্রমণ রয়েছে।
রাজ্যে বকেয়া চার পুরসভার (WB Municipal Polls) ভোটগণনা ১৪ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। ১২ ফেব্রুয়ারি ওই চার পুরসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে।
‘পেনশন যাঁদের পাওয়ার কথা তাঁরা পাচ্ছেন। যাঁদের পেনশন পাওয়া প্রসেসে আছে, তাঁদের একটু দেরি হচ্ছে। কে নোটিস দিয়েছে, তদন্ত হচ্ছে। ১০০০ কোটি টাকার ক্রাইসিস আছে কলকাতা পুরসভার। কিন্তু তার মানে এই নয় যে পেনশন বন্ধ করে দেব’, কলকাতার পুরসভার পেনশন বন্ধের নোটিস বিতর্কে জানালেন ফিরহাদ হাকিম
বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মোথাবাড়ি থানার আইলপাড়া গ্রামে পুকুর পাড় থেকে উদ্ধার জসমিনা খাতুন নামে এক গৃহবধূর মৃতদেহ। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ। অভিযুক্ত স্বামীকে আটক করেছে মোথাবাড়ি থানার পুলিশ। শ্বাসরোধ করে ওই গৃহবধূকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। শুরু হয়েছে ঘটনার তদন্ত।
গড়বেতায় ট্রাক্টরের যন্ত্রাংশ চুরির অভিযোগে ৪ বালককে লাঠি দিয়ে বেধড়ক মারধর।
দেশের সব রাজ্যে স্কুল খোলা নিয়ে অ্যাডভাইসরি জারি করতে পারে কেন্দ্রীয় সরকার।
ফের অসতর্কতার মাশুল। কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ঘটনা।
মৃত সমীর মারিক দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্র, মৃত রেজাউল শেখ দিনমজুর। বারুইপুর জিআরপি মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ২টি মোবাইল ফোন উদ্ধার করেছে।
ছাত্র বিক্ষোভের জেরে ফের উত্তাল বিশ্বভারতী। ক্যাম্পাস খোলা-সহ ১২ দফা দাবিতে আজ সকালে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে ডেপুটেশন দিতে গেলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় পড়ুয়াদের। উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় বিক্ষোভ। এ নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অভিনব উপায়ে রাস্তায় নেমে স্কুল খোলার দাবি জানালেন একটি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা। আজ সকালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নামেন সেন্ট পিটার্স স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা। পথচারীদের তাঁরা মাস্ক পরতে বলেন। মাস্ক বিলিও করা হয়। তাঁদের যুক্তি, মাস্ক পরলে করোনা কমবে, তাহলেই খুলবে স্কুল। দুর্গাপুর পুরসভার মেয়রও এই কর্মসূচির সময় উপস্থিত ছিলেন।
মোবাইল ফোন ও বই দেখে অবাধ নকল পরীক্ষার্থীদের। পুরুলিয়ার রঘুনাথপুর কলেজের তৃতীয় বর্ষের অনলাইন পরীক্ষায় নকল।
উত্তর ২৪ পরগনার হালিশহরে জগন্নাথ ঘাটে বিস্ফোরণ। ঘটনাস্থলে যায় ফরেন্সিক, বম্ব স্কোয়াড। ঘটনাস্থলে থেকে মিলল দেহাংশ
মাটির নিচে মজুত করা ছিল বোমা। সেই মজুত বোমা থেকেই বিস্ফোরণ, পুলিশ সূত্রে খবর। জগন্নাথ ঘাটে বিস্ফোরণে মৃত্যু হয় প্রথম বর্ষের কলেজ পড়ুয়ার।বিস্ফোরণের তীব্রতায় ১৫ ফুট দূরে দিয়ে পড়ে মৃতদেহ। এখনও নিখোঁজ ২ জন, আটক ১, তদন্তে নৈহাটি থানার পুলিশ।
ইডির দায়ের করা নারদ মামলায়, অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত হল ফিরহাদ হাকিম, মদন মিত্র শোভন চট্টোপাধ্যায় ও এস এম এইচ মির্জার।
হাওড়া পুরসভা এলাকায় ফুটপাতবাসীদের টিকাকরণ শুরু হল। হাওড়া পুরসভার উদ্যোগে হাওড়া ময়দান এলাকায় ফুটপাতবাসীদের কোভিড টিকা দেওয়া হয়। অধিকাংশ ফুটপাতবাসীর পরিচয়পত্র অথবা স্থায়ী ঠিকানা না থাকায়, স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁদের টিকা শিবিরে নিয়ে আসেন।
অবৈধভাবে কয়লা মজুত ঠেকাতে পুলিসের অভিযান। কয়লাপাচারকারীরা বাধা দিলে খণ্ডযুদ্ধ। ২ কয়লাপাচারকারী গুলিবিদ্ধ। আক্রান্ত কাঁকড়তলা ও খয়রাশোল থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। বীরভূমের লোকপুরের নওপাড়ায় তীব্র উত্তেজনা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। পুলিশ সুপার গুলি চালনার কথা অস্বীকার করেছেন। যদিও, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
বিধানসভায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলার শুনানি শেষ। মুকুল রায় এখনও বিজেপিতেই আছেন, শুনানিতে দাবি তাঁর আইনজীবীর। ‘মুকুল রায় যখনই কোনও মন্তব্য করেছেন, বিজেপির পক্ষেই বলেছেন,’ দাবি মুকুল রায়ের আইনজীবীর। ‘নিজের ট্যুইটার হ্যান্ডেলেই মুকুল রায় দাবি করেন, তিনি তৃণমূলে আছেন’
পাল্টা দাবি বিজেপির আইনজীবীর। সামনের সপ্তাহেই এই মামলায় রায় ঘোষণার সম্ভাবনা।
হিন্দি বলয়ের বাহুবলীর কায়দায় শূন্যে পরপর গুলি ছোড়ার ভিডিও ভাইরাল। ভিডিওয় গুলি ছুড়তে যাঁকে দেখা যাচ্ছে, তিনি রিষড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা জাহিদ হাসান খান। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন রিষড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর জাহিদ। জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ভিডিওর সত্যতা আগে যাচাই করে দেখতে হবে। সূত্রের খবর, এই ভিডিও বছর চারেক আগে রাজ্যের বাইরে কোনও অনুষ্ঠানের সময় তোলা হয়ে থাকতে পারে। তবে এই ভাইরাল ভিডিও নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, এ সব নিয়ে বলে কী হবে, তৃণমূল সবকিছুর ঊর্ধ্বে। ঘটনার তদন্তের দাবি করেছে বিজেপি।
স্কুল খোলার দাবিতে মালদার চাঁচলেও ছাত্র বিক্ষোভ। স্কুল খোলার দাবিতে ৮১ নম্বর জাতীয় সড়কে অবস্থান-বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের।
অভিনব উপায়ে রাস্তায় নেমে স্কুল খোলার দাবি জানালেন একটি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা। আজ সকালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নামেন সেন্ট পিটার্স স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা। পথচারীদের তাঁরা মাস্ক পরতে বলেন। মাস্ক বিলিও করা হয়। তাঁদের যুক্তি, মাস্ক পরলে করোনা কমবে, তাহলেই খুলবে স্কুল। দুর্গাপুর পুরসভার মেয়রও এই কর্মসূচির সময় উপস্থিত ছিলেন।
বিশ্বভারতী ক্যাম্পাস অবিলম্বে খোলার দাবিতে ছাত্র বিক্ষোভ। বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের। বলাকা গেটের সামনেই বিক্ষোভকারীদের আটকান নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি ছাত্র-ছাত্রীদের। সদুত্তর না মেলা পর্যন্ত অবস্থান চলবে বলে জানিয়েছেন পড়ুয়ারা।
প্রিন্স আনোয়ার শাহ রোডে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আরও ৩। ক্যানিং থেকে তিন অভিযুক্ত শেখ হাবিব, শামিম খান ও মহম্মদ আলতাফকে গ্রেফতার করে গলফ গ্রিন থানার পুলিশ। গত সপ্তাহের মঙ্গলবার এলাকা দখলকে ঘিরে দুই বিবাদমান গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে প্রিন্স আনোয়ার শাহ চত্বর। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৯।
কমিউনিস্টরা কাঁকড়ার মতো! জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি। বুদ্ধদেব ভট্টাচার্যকেও পদ্ম-সম্মান থেকে বঞ্চিত করল! সিপিএমকে আক্রমণ বিজেপির। পদ্ম-প্রত্যাখ্যানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিবৃতি নিয়ে প্রশ্ন তৃণমূলেরও। অহেতুক রাজনীতি। দুর্ভাগ্যজনক বিতর্ক। বিরক্ত বুদ্ধদেব ভট্টাচার্য। ঘনিষ্ঠমহলে জানালেন স্ত্রী মীরা ভট্টাচার্য।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁর এখনও সামান্য অক্সিজেন সাপোর্ট দরকার হচ্ছে। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, তাঁর বিভিন্ন রক্ত পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। জেনারেল কোভিড বেডে রয়েছেন গীতশ্রী। সিটি স্ক্যান হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, রাতের থেকে একটু ভাল আছেন। জ্বর নেই। রক্তচাপ একটু স্থিতিশীল হয়েছে। রাইলস টিউব খুলে খাওয়ানো হয়েছে চা বিস্কুট। তবে এখনও লিভারে এনজাইম বেশি আছে। হিমোগ্লোবিন কিছুটা কম। ফুসফুসে সংক্রমণ রয়েছে। পড়ে গিয়ে কোমরে যে আঘাত পেয়েছেন, তার জন্য দেখছেন অর্থোপেডিক সার্জন। গতকালই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে এসএসকেএম থেকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তার আগে কেন্দ্রের পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেন গীতশ্রী।
নারদ মামলায় আজ ব্যাঙ্কশাল কোর্ট হাজিরা দিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র এই মামলায় আগেই অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন এই তিনজন। তাঁদের ২৮ জানুয়ারি আদালতে হাজিরার দিন ছিল। সেইমতো আজ তাঁরা আদালতে আসেন।
উত্তুরে হাওয়ার প্রভাবে ফের শীতের দাপট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এক রাতে কলকাতার পারদ নামল ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আগামী ৪৮ ঘণ্টায় পারদ আরও নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে শনি ও রবিবার জমিয়ে শীত পড়ার সম্ভাবনা। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ফের বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে সরস্বতী পুজোর সময় বৃষ্টি হতে পারে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম পূরণের লাইনে বিশৃঙ্খলার অভিযোগ। কলকাতা পুরসভার ভবনের সামনে বিশাল লাইন পড়ে যায়। কেউ এসেছেন রাত থেকে, আবার কেউ ভোরে। কোভিড বিধি শিকেয় উঠেছে। মাধ্যমিক থেকে স্নাতকস্তর পর্যন্ত যে সব পড়ুয়া ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে, তারাই এই স্কলারশিপের যোগ্য। প্রতিদিন পুরসভার দফতর থেকে ১০০ জন করে পড়ুয়াকে স্কলারশিপ দেওয়ার কথা। লাইনে দাঁড়ানো পড়ুয়াদের অভিযোগ, গতকাল সকাল যাঁরা লাইন দিয়েছেন, তাঁদের নাম তুলেই ১০০ জন হয়ে গেছে। অথচ রাতে লাইন দেওয়ার সময় পুরসভার তরফে সেই তথ্য দেওয়া হয়নি। প্রায় ১ ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ-বিশৃঙ্খলা। পুরসভা সূত্রে খবর, পরে সিদ্ধান্ত নেওয়া হয়, যাঁরা এদিন লাইন দিয়েছেন তাঁদের প্রত্যেকের ফর্মই জমা নেওয়া হবে। তারপর অশান্তি মেটে।
ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য। তাঁর মন্তব্য নিয়ে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে,. যার সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। ওই ভাইরাল ভিডিওয় উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী বলেছেন, বিশ্বভারতী আজ পশ্চিমবঙ্গ ভারতী বা বোলপুর ভারতী হয়ে গেছে। এটা হতে দেওয়া হবে না। এই মন্তব্যে নাম না করে রাজ্য সরকারকেই কটাক্ষ করেছেন উপাচার্য, এই অভিযোগ শাসকদলের একাংশের। রাজ্যের মন্ত্রী ও বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার পাল্টা অভিযোগ, বিশ্বভারতী চালাতে ব্যর্থ হয়ে উপাচার্য এই সব বলছেন। উত্তরাখণ্ডের রামগড়ে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে। উপাচার্য ইঙ্গিত দেন, অধ্যাপকদের শান্তিনিকেতন থেকে গিয়ে রামগড়ের ক্যাম্পাসকে দাঁড় করানোর দায়িত্ব নিতে হবে।
উত্তর ২৪ পরগনার হালিশহরে জগন্নাথ ঘাটে বিস্ফোরণের ঘটনায় বিট্টু জয়সওয়াল নামে এক অভিযুক্তকে আটক করল পুলিশ। তবে বিট্টু অসুস্থ থাকায় তাকে বি এন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে জগন্নাথ ঘাটে ওই বিস্ফোরণে প্রথম বর্ষের এক কলেজ পড়ুয়ার মৃত্যু হয়েছে। এখনও ২ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পুলিশ সূত্রে খবর। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পরপরই জলে কিছু গিয়ে পড়েছে। খতিয়ে দেখতে গঙ্গায় তল্লাশি চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। আজ সকালে ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড।
সল্টলেকের বিএ ব্লকে এক গেস্ট হাউস থেকে বিকট শব্দের কারণে চাঞ্চল্য ছড়াল। পরে পুলিশ গিয়ে গেস্ট হাউসের চার তলার ঘরের দরজা ভেঙে অগ্নিদগ্ধ এক মহিলাকে উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে পেট্রোল ভর্তি বোতল ও দেশলাই। গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ ওই ঘটনা ঘটেছে বিএ ব্লকের এক আবাসনে। সেখানেই একটা অংশ গেস্ট হাউস হিসেবে ভাড়া দেওয়া হয়। পুলিশ সূত্রে দাবি, উত্তর ২৪ পরগনার ঘোলার বাসিন্দা, অগ্নিদগ্ধ ওই মহিলা জানিয়েছেন, তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে এনআরএস হাসপাতালে। কিন্তু বিকট শব্দ কীভাবে হল, কেনই বা আশপাশের বাড়ির জানলার কাচ ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছে পুলিশ।
সাতসকালে পাটুলিতে দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। আহত হয়েছেন চার জন। আজ সকাল ৭টা নাগাদ পাটুলি মোড়ে কামালগাজির দিকে যাওয়ার রাস্তায় ওই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, প্রচণ্ড গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা মারে একটি গাড়ি। গাড়িতে ৫ জন ছিলেন। তাঁদের বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় একজনের। পুলিশ সূত্রে খবর, গাড়িতে যাঁরা ছিলেন, তাঁরা দক্ষিণ ২৪ পরগনার হটোরের বাসিন্দা। শোভাবাজার থেকে আসছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটে।
কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিত্ সরকারকে খুনের অভিযোগে ৫ ফেরার অভিযুক্তের বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ফেরার অভিযুক্তদের ধরার জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, অমিত দাস, টুম্পা দাস, অরূপ দাস, সঞ্জয় বারিক ও পাপিয়া বারিকের বিরুদ্ধে জারি হয়েছে হুলিয়া।
হাওড়ার ডোমজুড় থানা এলাকার আলমপুরে পানশালায় শ্যুটআউট। সিসি ক্যামেরায় ধরা পড়েছে বেপরোয়া দুষ্কৃতীদের হামলার ছবি। পুলিশ সূত্রে খবর, ৬ নম্বর জাতীয় সড়কের ধারে ওই পানশালায় গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ হানা দেয় চার দুষ্কৃতী। অভিযোগ, পানশালায় ঢুকে ক্যাশবাক্স থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। ছিনিয়ে নিতে যায় মদের বোতল। এক কর্মী বাধা দিলে দুষ্কৃতীরা ২ রাউন্ড গুলি চালায়। গুলিতে আহত ওই কর্মীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর দুষ্কৃতীরা গাড়িতে চম্পট দেয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লুঠপাটের উদ্দেশ্যেই সম্ভবত হানা দিয়েছিল দুষ্কৃতীরা।
কোচবিহারের হলদিবাড়ির দেওয়ানগঞ্জে লটারিকে কেন্দ্র করে ধুন্ধুমার। একটি সংস্থা গতকাল লটারির আয়োজন করে। যে সংস্থার তরফে লটারির আয়োজন করা হয় তারা পক্ষপাতিত্ব করেছে, এই অভিযোগে মঞ্চে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দাদের একাংশ। হলদিবাড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল রাতে এই ঘটনা ঘটে।
রাজ্যে কমল করোনার RT-PCR পরীক্ষার খরচ। সাড়ে ন’শো টাকার বদলে এখন থেকে RT-PCR পরীক্ষার জন্য দিতে হবে পাঁচশো টাকা। নির্দেশিকা দিয়ে জানাল স্বাস্থ্য কমিশন।
রাজ্য কমিটির পর বিজেপির নতুন সাংগঠনিক জেলা কমিটিগুলি ঘোষণার পরও তুঙ্গে চাপানউতোর। জেলায় জেলায় প্রকাশ্যে আসছে অসন্তোষ। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।
স্কুল বন্ধ। টানা অনলাইন ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। যার প্রভাব পড়ছে পড়ুয়াদের শরীর ও মনের ওপর। এমনই আশঙ্কার কথা জানা গেছে, ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিকসের সমীক্ষায়। এদিকে, অনলাইন ক্লাসের ক্ষেত্রে প্রত্যন্ত এলাকার পড়ুয়ারা অনেক ক্ষেত্রেই বঞ্চিত। ক্রমশঃ পিছিয়ে পড়ার আশঙ্কা কুরে কুরে খাচ্ছে অভিভাবকদের।
করোনা আবহে ২ বছর ধরে রাজ্যে স্কুল বন্ধ। কবে স্কুল খুলবে, সে ব্যাপারে দিশা দেখাতে পারছে না রাজ্য প্রশাসন। এই প্রেক্ষাপটে শিক্ষাবিদ থেকে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা, দ্রুত স্কুল খোলার দাবি তুলেছেন। তাঁদের আশঙ্কা, স্কুল খুলতে যত দেরি হবে, ততই পিছিয়ে পড়বে পড়ুয়ারা।
চুরি, ডাকাতি হোক বা ছিনতাই, দুষ্কৃতীদের বরাবরের সফট টার্গেট সল্টলেকের এ আর বি ব্লক। দুষ্কর্ম সেরে কয়েক পা হেঁটে খাল পেরোতে পারলেই কেল্লাফতে! অনায়াসে মিশে যাওয়া যায় ব্যস্ত ভিড়ে! ধাওয়া করে ধরার উপায়ও থাকে না কারও পক্ষে।
দলীয় সংগঠনে রদবদল ঘিরে বিজেপিতে বিদ্রোহ অব্যাহত। কমিটি ঘোষণার পরই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ফানিয়ামারার বিজেপি অফিস। তালা ঝোলানো হয় জেলা অফিসেও। তবে জেলা নেতৃত্বের দাবি, দলে পরিবর্তন জরুরি ছিল। তৃণমূলের কটাক্ষ, গেরুয়া শিবিরে কোন্দল প্রতিদিনের ঘটনা।
জেলা কমিটি ঘোষণা হতেই বীরভূম বিজেপিতে ক্ষোভ প্রকাশ্যে। জেলা নেতৃত্বকে আক্রমণ করে ইস্তফা দিলেন বিজেপির সোশাল মিডিয়া ইনচার্জ। নতুন কমিটি নিয়ে ক্ষুব্ধ একাধিক বিজেপি নেতা। বিক্ষুদ্ধদের আমল দিচ্ছে না জেলা বিজেপি নেতৃত্ব।
ডায়মন্ড-মডেল বিতর্কে সতীর্থ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। সংসদীয় দলের বৈঠকে তা নিয়েই অপরূপাকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দলীয় বিষয়ে প্রকাশ্যে বিবৃতি দেওয়া যাবে না বলে জানিয়ে দেন তৃণমূল নেত্রী। সামগ্রিক বিষয়টি নিয়ে আরামবাগের সাংসদ ক্ষমা চেয়ে নেন বলে সূত্রের খবর।
সরকারের পাশাপাশি সংগঠনের রাশও নিজের হাতেই রাখছেন। সূত্রের খবর,সাংগঠনিক নির্বাচনের আগে সাংসদদের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কোথায়, কার কাছে অভিযোগ জানাতে হবে, তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলনেত্রী।
প্রেক্ষাপট
সন্দীপ সমাদ্দার, আবীর দত্ত, বরাবাজার: সাদা কাগজের ওপর লাল কালিতে লেখা, ‘কিষেণজির (Avenge Kishenji's Death) মৃত্যুর বদলা চাই। আবার কোনওটায় লেখা, শহিদ দিবসে এলাকার মানুষ দলে দলে যোগদান করো। আমরা শীঘ্রই আসছি।’
প্রজাতন্ত্র দিবসের (republic Day 2022) পরের দিন মাওবাদীদের (Maoist Poster) নামে লেখা পোস্টার উদ্ধার হল পুরুলিয়ার (purulia News)বরাবাজারের লালডি গ্রামের কাছে। যেখান থেকে ঝাড়খণ্ড সীমানা মাত্র সাড়ে ৩ কিলোমিটার দূরে। প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ সংক্রান্ত একটি সাইনবোর্ডের ওপর মাওবাদীদের নামে ওই পোস্টারগুলি দেখা যায়।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে প্রথম এই সব পোস্টার গ্রামের কয়েকজন সিভিক ভলান্টিয়ারের নজরে আসে। সিভিক ভলান্টিয়াররাই (Civic Volunteers) পোস্টার খুলে নিয়ে গিয়ে বরাবাজার থানায় জমা দেন। সকাল সাড়ে ১১টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারপাশ খতিয়ে দেখে। স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়।
তৃণমূলের অভিযোগ, মাওবাদীদের নামে পোস্টারের পিছনে বিজেপি ও সিপিএমের হাত রয়েছে। বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা প্রতুল মাহাতো দাবি করেন, ‘গতকাল বেড়াদা সংসদে ২৬ জানুয়ারি উপলক্ষে একটি মেলা ছিল। বিজেপি ও সিপিএম এই কাজ করে থাকতে পারে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে।’
এই অভিযোগ উড়িয়ে শাসক শিবিরকে পাল্টা বিঁধেছে বিরোধীরা। পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রঙ্গার দাবি, ‘এটা রাজ্য সরকারের কাজে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।’
পুলিশ সূত্রে খবর, কে বা কারা, পোস্টার দিয়েছে, স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তার তদন্ত শুরু হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -