West Bengal News Live Updates: রামনবমীর একদিন আগে থেকেই শুরু হয়ে গেল শোভাযাত্রা, হাওড়ার সাঁকরাইলে মিছিলে দেখা গেল অস্ত্র

WB News Live: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 05 Apr 2025 11:59 PM

প্রেক্ষাপট

কাল রামনবমী। শহর থেকে জেলা, পোস্টারে পোস্টারে ছয়লাপ। অশান্তি রুখতে কড়া পুলিশ। সংবেদনশীল বলে চিহ্নিত রাজ্যের ১০ পুলিশ জেলা ও কমিশনারেট। দায়িত্বে ২৯ জন IPS। কাল কলকাতায় ছোট বড় মিলিয়ে ৫৯টি...More

WB News Live: মহিষাদলের রামবাগে প্রায় ৩০০ বছরের পুরনো জীর্ণ রামজিউ মন্দিরের সংস্কারের দাবি তুলছেন স্থানীয়রা

রামনবমী উদ্ যাপন ঘিরে শাসক-বিরোধী তৎপরতা তুঙ্গে। এই আবহে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রামবাগে প্রায় ৩০০ বছরের পুরনো জীর্ণ রামজিউ মন্দিরের সংস্কারের দাবি তুলছেন স্থানীয়রা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।