West Bengal News LIVE: রাত পেরোলোই চিকিৎসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সক্রিয়তা বাড়াচ্ছে RSS. সঙ্ঘ প্রধানের রাজ্য সফরের পর এবার গুজরাতে সঙ্ঘের কৃষক সংগঠনের 'অখিল ভারতীয় অধিবেশন'-এ যোগ দিল রাজ্যের প্রতিনিধি দল। বাংলায় বঞ্চনার অভিযোগে সরব হলেন প্রতিনিধিদলের সদস্যরা। দিয়েছেন, বিধানসভা ভোটের আগে আন্দোলনে নামার হুঁশিয়ারিও।
রাজ্যের অস্ত্রের ঝনঝনানি, ঝাড়খণ্ডে কলকাতা পুলিশের এসটিএফ। রাঁচি এটিএসকে সঙ্গে নিয়ে ঝাড়খণ্ডে হানা কলকাতা পুলিশের এসটিএফের। ঝাড়খণ্ডে অস্ত্র কারখানা থেকে অস্ত্র আসছিল বাংলায়, সেই সূত্রে ঝাড়খণ্ডে হানা। ঝাড়খণ্ডে বাড়িতে অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ৬। আগ্নেয়াস্ত্র তৈরির প্রশিক্ষিত শ্রমিক সহ গ্রেফতার অস্ত্র কারখানার মালিক। উদ্ধার সেমিফিনিশড পিস্তল, আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ।
বীরভূমে নৃশংসভাবে তৃণমূলকর্মীকে খুন, ২২ জনের নামে FIR হলেও গ্রেফতার মাত্র ১। এখনও অধরা মূল অভিযুক্ত তৃণমূলকর্মী কালো শেখ-সহ বাকি অভিযুক্তরা। এবার খয়রাশোল ব্লকের প্রথম সারির একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের
ট্যাংরাকাণ্ডে পরিবারের ৬ জনের মেডিক্লেম সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে দাবি, নথিপত্রের ফাইলটি লিভিং রুমে সামনেই রাখা ছিল। তাহলে কি সব কিছু সাজিয়ে-গুছিয়েই বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রণয় ও প্রসূন? দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করে জানতে চায় পুলিশ। অন্যদিকে, কেউ প্রণয়ের নাবালক পুত্রের দায়িত্ব না নেওয়ায়, আপাতত হাসপাতালেই রয়েছে কিশোর।
১২ ফেব্রুয়ারি: সেন্ট্রাল অ্যাভিনিউর অভিজাত বাড়িতে দুঃসাহসিক লুঠ। শয্যাশায়ী একাকী প্রৌঢ়াকে অস্ত্র দেখিয়ে, টাকা ও সোনার গয়না লুঠ। ১৭ ফেব্রুয়ারি: দমদমে জানালার গ্রিল কেটে বৃদ্ধ দম্পতির ঘরে ঢুকে লুঠ
'ভবানীপুর কি ভারতবর্ষের বাইরে নাকি পশ্চিমবঙ্গের বাইরে। বিদেশে থাকা ভারতীয়রা যদি মন কি বাত শোনে আমরাও শুনতে পারি। আমরা ভারতীয়, আমরা প্রধানমন্ত্রীর কথা শুনব। প্রধানমন্ত্রী একবারেও বলেননি আমার দলকে ভোট দিন। আমরাও কেউ ঝান্ডা কাঁধে এখানে আসিনি', ভবানীপুরে মন কি বাতের অনুষ্ঠানে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ।
'স্ক্রুটিনি করে নিজের এলাকার ভোটার তালিকা দেখবেন। যাঁরা ভোটার তালিকায় জল ঢোকানোর চেষ্টা করবে, তাঁদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ করবে তৃণমূলকর্মীরা। সরকারি কর্মচারীরা জড়িত থাকলে বাড়ির বাইরে বেরোলে সূর্যের মুখ দেখতে পারবেন না', ভুয়ো ভোটার জল্পনার মধ্যে দিনহাটার সভা থেকে এবার হুঁশিয়ারি উদয়ন গুহের।
কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, আহত ২ মহিলা। নৈহাটি যাওয়ার সময় কল্যাণী এক্সপ্রেসওয়ের মথুরাপুরে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পড়ে যায় ২ মহিলা। আশঙ্কাজনক ২ মহিলা, ভর্তি বিএনবোস হাসপাতালে। ঘটনাস্থলে বাসুদেবপুর থানার পুলিশ।
হাওড়ায় ফের শ্যুটআউট, গুলিবিদ্ধ ব্যবসায়ী, প্রকাশ্যে CC ক্যামেরার ফুটেজ । লিলুয়ায় ফ্ল্যাটের সামনে গুলিবিদ্ধ প্রোমোটার । বাইকে করে এসে প্রোমোটারকে গুলি দুষ্কৃতীদের । আলিপুরের হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ প্রোমোটার রাজেশ সিংহ । ব্যবসায়ীক শত্রুতা না পুরনো আক্রোশে গুলি? খতিয়ে দেখছে পুলিশ
ট্যাংরা-রহস্যের মধ্যেই প্রণয়কে এনআরএসে স্থানান্তর। এখনও রুবিতে ভর্তি প্রসূন ও প্রণয়ের ছেলে। কেউ নাবালকের দায়িত্ব না নেওয়ায় আপাতত হাসপাতালেই কিশোর।
কল্যাণীতে মিলন মেলায় দুর্ঘটনা। গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে তরুণীর মৃত্যু। জখম ৩। কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।
দেউলটিতে রেল অবরোধ, চরম ভোগান্তির শিকার যাত্রীরা। আন্ডারপাস তৈরির দাবিতে বিক্ষোভ। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় ঘণ্টা তিনেক ব্যাহত রইল পরিষেবা।
প্রেক্ষাপট
কলকাতা: ঢাকুরিয়ার মতো অভিজাত এলাকায় ছিনতাইবাজদের দাপট। শাসক কোন্দলে ফের রক্তাক্ত বীরভূম। ট্যাংরায় ৩ জনের খুনি কে? এখনও পরতে পরতে রহস্য। বারুইপুরে প্রকাশ্য রাস্তায় আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি! D কোম্পানির নামে কৃষ্ণেন্দুনারায়ণকে ফোনে খুনের হুমকি।দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় ঘণ্টা তিনেক ব্যাহত রইল পরিষেবা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -